Tag Archives: Raipur

Death: ট্রেডমিলে দৌড়চ্ছিলেন, আচমকাই জিমে লুটিয়ে পড়লেন ১৭ বছরের কিশোর, মর্মান্তিক কাণ্ড…

রায়পুরঃ ট্রেডমিলে দৌড়োতে দৌড়োতে লুটিয়ে পড়ল বছর সতের’র তরুণ। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরের একটি জিমে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, রায়পুরের খামতারাই এলাকার বাসিন্দা ওই তরুণের নাম সত্যম রংডালে। তাঁর বয়স ১৭ বছর। তবে কী কারণে ওই তরুণের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কিশোর বৃহস্পতিবার ট্রেডমিলে দৌড়োচ্ছিলেন। সেই সময় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। শরীর ঝিমঝিম করছিল তাঁর। এরপরেই জ্ঞান হারান। জিমের সতীর্থরা এসে দেখেন তরুণের কোনও জ্ঞান নেই, চোখও খুলছে না। এরপর কোনো সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে জিমে নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জিম ট্রেনার অবশ্য জানিয়েছেন, তিনি প্রথমবার এই তরুণকে তাঁর জিমে দেখেছিলেন। ফলে তাঁর সম্পর্কে কোনও তথ্য তাঁর কাছে নেই।

আরও পড়ুনঃ সাগরে ঘূর্ণাবর্ত কতটা ঘণীভূত? ফের আবহাওয়া বদল? কবে ফের ধেয়ে আসতে পারে কালবৈশাখী? আলিপুরের আপডেট

প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসকদের অনুমান, অতিরিক্ত ব্যায়ামের কারণে সে অসুস্থ হয়ে থাকতে পারে। রায়পুরের এসপি লখন প্যাটেল জানিয়েছেন, দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

রায়পুরে আজ সিরিজ জয়ের লক্ষ্যে কোহলি, গিলরা ! মরন কামড় দেবে নিউজিল্যান্ড

#রায়পুর: নিউজিল্যান্ড কেন পৃথিবীর এক নম্বর একদিনের দল সেই প্রমাণ পাওয়া গিয়েছিল হায়দারাবাদে। আজ ঘরের মাঠে আরও একটি ওয়ান ডে সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। তার জন্য শনিবার দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে হবে রোহিতদের। তবে বিশেষজ্ঞদের ধারণা, সমতা ফেরাতে মরিয়া লড়াই উপহার দেবে কিউয়িরা।

গত ম্যাচে জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, সত্যিই ভয় ধরিয়ে দিয়েছিল ব্রেসওয়েল। আসলে শ্রীলঙ্কার মতো সহজে লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার দল নয় নিউজিল্যান্ড। তার প্রমাণ মিলেছে হাতেনাতে। হায়দরাবাদে জয়ের জন্য ৩৫০ রানের বিশাল টার্গেট দিয়েছিল ভারত।

জবাবে কিউয়িদের যখন ১৩১-এ ৬টি উইকেট পড়ে গিয়েছিল তখন অনেকেই রোহিতদের জয়গাথা লিখে ফেলেছিলেন। কিন্তু ব্রেসওয়েল ও স্যান্টনার জুটি বেঁধে এমন লড়াই মেলে ধরেন যে টিম ইন্ডিয়ার জয় আসে মাত্র ১২ রানে! আসলে ভারতীয় বোলিং বেশ ছন্নছাড়া। সিরাজ ছাড়া বাকি পেসারদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট।

বুমরাহ যদি বিশ্বকাপে খেলতে না পারেন, তাহলে বিপাকে পড়বে টিম ইন্ডিয়া। বর্ষীয়ান মহম্মদ সামি কিংবা অনভিজ্ঞ উমরান দিয়ে একটা-দুটো ম্যাচ চালিয়ে দেওয়া যায়। বড় মঞ্চে দলকে জেতানোর মতো হিম্মত সিরাজ ছাড়া কারও মধ্যেই দেখা যাচ্ছে না। দুই দলই আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতিতে মগ্ন। তাই পরীক্ষা-নিরীক্ষা চলবে।

ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটিং মোটামুটি সেট। ওপেনার হিসেবে এই ম্যাচেও রোহিতের সঙ্গী হবেন শুভমান গিল। নিজামের শহরে দ্বিশতরানের ইনিংসে বহু রেকর্ড তছনছ করেছিলেন তেইশের তরুণ তুর্কি। বিশ্বকাপ স্কোয়াডে তাঁর জায়গা প্রায় পাকা। এদিন সেঞ্চুরির হ্যাটট্রিকের হাতছানি রয়েছে তাঁর সামনে।

খরা কাটিয়ে রানে ফিরেছেন বিরাট কোহলিও। একের পর এক সেঞ্চুরিতে ভক্তদের মন জিতেছেন তিনি। তবে রোহিতকে চেনা মেজাজে পাওয়া যাচ্ছে না। শুরুটা ভাল করলেও বড় ইনিংস আসছে না তাঁর ব্যাটে। আগে ব্যাটিং বা পরে ব্যাটিং যাই হোক না কেন, কিউইদের হারিয়ে আজকেই সিরিজ পকেটে নিতে চায় ভারতীয় দল।

ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওডিআই, ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে এই স্টেডিয়াম

রায়পুর: এর আগে আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ টি২০ ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হলেও এখনও পর্যন্ত আন্তর্জাতিক একদিনের ম্যাচ আয়োজিত হয়নি রায়পুর স্টেডিয়ামে। শনিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী থাকতে চলেছে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারতের ৫০তম একদিনের ক্রিকেট ম্যাচ হতে চলেছে রায়পুর স্টেডিয়াম। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে রায়পুরে এখন উৎসবের আমেজ।

এই ম্যাচকে ঘিরে রায়পুরের ক্রিকেট প্রেমিদের মধ্যে কতটা উন্মাদনা তা ভেন্যুতে পৌছেই বুঝতে পারলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচের আগে রায়পুরের হোটেলে পৌঁছানোর পরে টিম ইন্ডিয়াকে দুর্দান্ত ভাবে স্বাগত জানানো হয়। বিমান বন্দর থেকে হোটেলের বাইরে হাজির হয়েছিলেন অসংখ্য ফ্যানেরা। হোটেলও উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয়ে টিম ইন্ডিয়াকে। ব্যবস্থা করা হয়েছিল রায়পুরের ঐতিহ্যশালী আদিবাসী নৃত্যের। এমন অভ্যর্থনা পেয়ে খুশি ভারতীয় ও কিউই ক্রিকেটাররা।

 

 

আরও পড়ুনঃ রায়পুরে দ্বিতীয় ওডিআই, তার আগে বড় শাস্তি ভারতীয় দলের সকল ক্রিকেটারের

 

 

প্রসঙ্গত, প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৩৪৯ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২০৮ রান করেন শুবমান গিল। রান তাড়া করতে নেমে মাইকেল ব্রেসওয়েল ১৪০ রানেক বিধ্বংসী ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ৪ বল বাকি থাকতে ৩৩৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা।