Tag Archives: ODI

ICC World Cup 2023: আফগানিস্তান-নেদারল্যান্ডস ম্যাচে ঘটল এমন কাণ্ড যা ওডিআই ক্রিকেটের ইতিহাসে আগে ঘটেনি

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এল আফগানিস্তান। একইসঙ্গে সেমি ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখলেন রাশিদ খান-মহম্মদ নবিরা। ডাচদের বিরদ্ধে ৭ উইকেটে আফগানদের জয়ের দিনে এমন একটি ঘটনা ঘটল যা শুধু বিশ্বকাপ নয়, ওডিআই ক্রিকেটের ইতিহাসে আগে ঘটেনি।

কোনও একদিনের ম্যাচে এই প্রথমবার কোনও দলের ব্যাটিং অর্ডারের প্রথম ৫ জনের মধ্যে চারজনই রান আউট হলেন। ম্যাচে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। প্রথম পাঁচ জনের মধ্যে শুধু প্রথম উইকেট পড়ে এলবিডব্লুউতে। ওয়েসলি বারেসি ১ রান করে আউট হন। এরপর টানা চার উইকেট নেদারল্যান্ডসের পরে রান আউটের মাধ্যমে।

ম্যাক্স ও ডাউড ৪২ রান করে, কলিন অ্যাকারম্যান ২৯ রানে, সাউব্র্যান্ড এঞ্জেলব্রেট ৫৮ রানে ও স্কট এডওয়ার্ডস খাতা না খুলেই রান আউট হন। নিজেদের বোঝাপোড়ার অভাব তো নিশ্চই এছাড়া আফগানিস্তানের অনবদ্য ফিল্ডিংয়ের কারণেই এই ৪ রান আউট। ক্রিকেটে ইতিহাসে এই লজ্জার রেকর্ডের সাক্ষী থাকল ডাচরা।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

আরও পড়ুনঃ Virat Kohli Diet During ICC World Cup 2023: বিশ্বকাপে ফিট থাকতে কী খাচ্ছেন বিরাট কোহলি? জানলে অবাক হবেন আপনিও

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রেট ৫৮ রানের ইনিংস খেলেন। আফগানদের সর্বোচ্চ ৩টি উইকেট নেম মহম্মদ নবি। রান তাড়া করতে নেমে হাসমাতুল্লাহ শাহিদির ৫৬ ও রহমত শাহ-র ৫২ রানের ইনিংসের সৌজন্যে ৩১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জেতে আফগানিস্তান।

টেস্টের পর ওডিআই-তেও ধামাকাদার কামব্যাক, জাদেজার বিকল্প খোঁজা সত্যিই মুশকিল

মুম্বই: চোটের কারণে দীর্ঘ ৫ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে কামব্যাক করেন জাড্ডু। ফিরেই প্রথম দুটি টেস্টে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে যুগ্ম সিরিজ সেরাও নির্বাচিত হন জাদেজা। বুঝিয়ে দেন ভারতীয় দলে কতটা অপরিহার্য তিনি। আর এবার একদিনের ক্রিকেটেও কামব্যাকটাও স্মরণীয় করে রাখলেন ম্যাচের সেরা হয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স করলেন জাড্ডু।

২০২২ সালের জুলাই মাসে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। আট মাস পর একদিনের ক্রিকেটে নেমে মানিয়ে নেওয়াটাই প্রধান লক্ষ্য ছিল। কিন্তু জাদেজা মানিয়ে নেওয়া যে আর পাঁচটা প্লেয়ারের মানিয়ে নেওয়ার থেকে আলাদা তা তাঁর অলরাউন্ড পারফরম্যান্সই প্রমাণ করে দিচ্ছে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় যখন মিচেল মার্শ বিধ্বংসী ব্যাটিং করছেন, কোনও ভারতী। বোলার অজি তারকাকে আউট করতে পারছেন না, তখ জাদেজের স্পিনেক ভেলকিতেই সাজঘরে ফেরেন মার্শ। এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েলের গুরুত্বপূর্ণ উইকেট নেন জাড্ডু। শুধু বোলিং নয় মাঠে ফিল্ডিংয়েও বরাবরের মত নজর কাড়েন রবীন্দ্র জাদেজা। ওয়াংখেড়ের দ্রুত গতির আউট ফিল্ডে বল তাড়া করে সেভ করা থেকে সেট হতে চলা মার্নাস লাবুশানের অবিশ্বাস্য ক্যাচ ধরা, নিজের সেরাটা উজার করে দেন জাড্ডু।

ব্যাটিংয়ের সময় ১৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে একসময় ভারতের স্কোর ছিল ৮৩ রানে ৫ উইকেট। সেখান থেকে কেএল রাহুলের সঙ্গে ইনিংসের রাশ ধরেন জাদেজা। ঠান্ডা মাথায় ব্যাটিং করেন যান। বাজে বল পেলে প্রহার করতেও পিছ পা হননি জাদেজা। রাহুল-জাদেজা শতরানের পার্টনারশিপও পূরণ করেন। তাদের ব্যাটে ভর করেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। ৬১ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় পায় ভারত। কেএল রাহুস ৭৫ ও জাদেজা ৪৫ রানে অপরাজিত থাকেন। বোলিংয়ে ২ উইকেট, ফিল্ডিংয়ে দুরন্ত ক্যাচ, ব্যাটিংয়ে ম্যাচ উইনিং ৪৫ রানের সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জাদেজা।

আরও পড়ুনঃ প্রবল চাপের মুহূর্তে ম্যাচ উইনিং ইনিংস, সমালোচকদের ব্যাটে জবাব দিয়ে কামব্যাক কেএল রাহুলের

দীর্ঘ দিন পর একদিনের ক্রিকেটে ফিরে সেরা নির্বাচিত হয়ে জাদেজা জানান,”আট মাস পর এক দিনের ম্যাচ খেললাম। চেয়েছিলাম যত দ্রুত সম্ভব ৫০ ওভারের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়া। ভাগ্য ভাল দু’টো উইকেট পেয়েছি। ব্যাটেও কিছু রান পেয়েছি।” চাপের মুহূর্তে ব্যাট করতে নেমে কেএল রাহুলের সঙ্গে শুধু ক্রিজে টিকে থেকে পার্টনারশিপ গড়াই যে মূল লক্ষ্য ছিল সেই কথাও জানান জাড্ডু। জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা। মনের জোর ও আত্মবিশ্বাস থাকলে যে চোট সারিয়ে দলে ফিরেই সেরাটা দেওয়া যায় তা ফের জাদেজা প্রমাণ করলেন বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওডিআই, ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে এই স্টেডিয়াম

রায়পুর: এর আগে আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ টি২০ ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হলেও এখনও পর্যন্ত আন্তর্জাতিক একদিনের ম্যাচ আয়োজিত হয়নি রায়পুর স্টেডিয়ামে। শনিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী থাকতে চলেছে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারতের ৫০তম একদিনের ক্রিকেট ম্যাচ হতে চলেছে রায়পুর স্টেডিয়াম। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে রায়পুরে এখন উৎসবের আমেজ।

এই ম্যাচকে ঘিরে রায়পুরের ক্রিকেট প্রেমিদের মধ্যে কতটা উন্মাদনা তা ভেন্যুতে পৌছেই বুঝতে পারলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচের আগে রায়পুরের হোটেলে পৌঁছানোর পরে টিম ইন্ডিয়াকে দুর্দান্ত ভাবে স্বাগত জানানো হয়। বিমান বন্দর থেকে হোটেলের বাইরে হাজির হয়েছিলেন অসংখ্য ফ্যানেরা। হোটেলও উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয়ে টিম ইন্ডিয়াকে। ব্যবস্থা করা হয়েছিল রায়পুরের ঐতিহ্যশালী আদিবাসী নৃত্যের। এমন অভ্যর্থনা পেয়ে খুশি ভারতীয় ও কিউই ক্রিকেটাররা।

 

 

আরও পড়ুনঃ রায়পুরে দ্বিতীয় ওডিআই, তার আগে বড় শাস্তি ভারতীয় দলের সকল ক্রিকেটারের

 

 

প্রসঙ্গত, প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৩৪৯ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২০৮ রান করেন শুবমান গিল। রান তাড়া করতে নেমে মাইকেল ব্রেসওয়েল ১৪০ রানেক বিধ্বংসী ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ৪ বল বাকি থাকতে ৩৩৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা।