Tag Archives: Soham Chakraborty

Soham Chakraborty: চিন্তা কমল না সোহমের, রেস্তোরাঁ কাণ্ডে কী নির্দেশ হাইকোর্টের? দেখুন ভিডিও

অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের ঘটনার তদন্ত চালিয়ে যাবে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগই৷ এ দিন এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ কয়েকদিন আগে শ্যুটিং চলাকালীন অভিনেতা সোহম চক্রবর্তী নিউ টাউনের একটি রেস্তোরাঁর মালিককে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ওঠে৷ অভিযোগ, রেস্তোরাঁ বন্ধ করারও হুমকি দেন তৃণমূল বিধায়ক৷ এর পরই বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী৷ পাল্টা অভিযোগ করেনও সোহমও৷ সেই মামলাই গড়িয়েছে কলকাতা হাইকোর্টে৷

Soham Chakraborty: অগ্রিম জামিন চেয়ে আদালতে বিধায়ক অভিনেতা সোহম! রেস্তরাঁ-কাণ্ডের জল এবার কোনদিকে গড়াবে

উত্তর ২৪ পরগনা: নিউটাউনের এক হোটেল মালিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। ঘটনার মুহূর্তের ভাইরাল সিসিটিভি ফুটেজও জনসমক্ষে আসে। এরপরই দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আইন আইনের পথেই চলবে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ হলেও কোনও কাজ না হওয়ায়, এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তরাঁর মালিক। পাশাপাশি, হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: আন্তর্জাতিক রেল পথের সমীক্ষার কাজ দ্রুত শুরু করতে চলেছে রেল, গুরুত্ব পেতে চলেছে চিকেন নেক

নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই, গোটা ঘটনায় বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয় বলেও জানা যায়। আগামিকাল মামলাটি আদালতে উঠবে। তাই এদিন সকালেই আগাম জামিনের জন্য বারাসত জেলা আদালতে এসে পৌঁছলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। যদিও, এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন সোহম।

প্রসঙ্গত, ওই ঘটনার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেও চিড়ে ভেজেনি তাতে। দলও তাঁর পাশে নেই। এই পরিস্থিতিতে আদালত অগ্রিম জামিন মঞ্জুর করে কিনা বা কী সিদ্ধান্ত জানায় সেদিকেই এখন তাকিয়ে সকলে।

Rudra Narayan Roy

Calcutta High Court: পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সোহমের বিরুদ্ধে হাই কোর্টে মামলা রেস্তরাঁর মালিকের

কলকাতা: অভিনেতা এবং তৃণমূলের সাংসদ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নিউটাউনে রেস্তোরাঁকাণ্ডে আক্রান্ত হোটেল মালিক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন হোটেলের মালিক।

আরও পড়ুন: রাজনীতি থেকে সাময়িক ছুটি নিচ্ছেন অভিষেক, সমাজমাধ্যমে কারণও জানালেন তৃণমূলের সেনাপতি

বুধবার এই নিয়ে মামলা দায়েরের অনুমতি দিলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা। রেস্তরাঁর মালিক আনিসুলের অভিযোগ বিধায়ক সোহমের চাপে নিষ্ক্রিয় বিধাননগর পুলিশ। তাঁকে মারধর করার পরেও বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না টেকনো সিটি থানার পুলিশ, এমনই অভিযোগ তাঁর।

গত শুক্রবার ৭ জুন নিউটাউনের একটি রেস্তরাঁয় শুটিং করছিলেন তৃণমূল বিধায়ক সোহম। সেই সময় হোটেলের সামনে একটি গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাঁধে রেস্তরাঁর মালিক আনিসুল আলমের। অভিযোগ সেই বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। তিনি অভিযোগ করেন, সোহম তাঁকে লাথি-ঘুষি মারেন, ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। নিজের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে বেশ কিছু ভিডিও ফুটেজও তিনি সামনে আনেন।

যদিও সোহম এই বিষয় নিয়ে পরে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চেয়ে সোহম বলেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।’’

Soham-Dev: সোহমের পাশে নেই বন্ধু দেব! বিধায়কের আচরণে ক্ষুব্ধ সাংসদ-অভিনেতা কী বললেন?

ঘাটাল: এবার অভিনেতা-বিধায়ক সোহমকে নিয়ে কড়া সমালোচনা করলেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু, দলের সতীর্থ সুপারস্টার দেব। রেস্তরাঁ-কাণ্ডে সোহমের পাশে দাঁড়ালেন না অভিনেতা-সাংসদ। সপাটে জানিয়ে দিলেন, এই ঘটনার সমর্থন করেন না।

নিউজ18 বাংলাকে দেব বললেন, ‘‘সোহম একজন সেলিব্রিটি এবং অবশ্যই একজন জনপ্রতিনিধি। আর তাই তাঁর অনেক বেশি দায়িত্ববান হওয়া উচিত। তাঁর কাছ থেকে এই ধরনের আচরণ কখনওই কাম্য নয়। এছাড়াও দিনের শেষে তিনি একজন মানুষ এবং কোনও মানুষেরই অন্য কারও প্রতি এরকম আচরণ আমি সমর্থন করি না।’’ সোহম ঘনিষ্ঠ বন্ধু হলেও তাঁকে সমর্থন করেন না দেব। সে কথা জানিয়ে দিলেন স্পষ্ট।

অভিনেতা এবং সাংসদ হিসেবে দেব বরাবরই মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রায় ১ লাখ ৮৩ হাজার ভোটে জিতেছেন তৃণমূলের হয়ে। রবিবার তিনি ঘাটালের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন। দেব ঘোষণা করেছেন, নোটা বাদে যত ভোট, দল নির্বিশেষে মানুষ ঘাটাল কেন্দ্রে দিয়েছেন। আগামী পাঁচ বছর ধরে ততগুলো গাছ ঘাটালে তিনি লাগাবেন।

আরও পড়ুন: প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, রেস্তোরাঁ কাণ্ডে বেকায়দায় সোহম! চাপে পড়ে ক্ষমা চাইলেন বিধায়ক

সোহম এবং দেবের সম্পর্ক বরাবরই ভাল। কিছুদিন আগেই প্রধান ছবিতে দু’জন একসঙ্গে কাজ করেছেন। দু’জন একই রাজনৈতিক দলের কর্মী। তবে সম্প্রতি সোহম শ্যুটিং চলাকালীন নিউটাউনের রেস্তরাঁয় যে কাণ্ড ঘটিয়েছেন, সেটা ভাল চোখে দেখছেন না দেব। সোহমের এই আচরণের সমালোচনা করলেন প্রকাশ্যে।

ঠিক কী ঘটেছিল? জানা যায়, যে রেস্তরাঁর সামনে সোহমের গাড়িটি রাখা ছিল, সেই রেস্টুরেন্টের মালিক এসে গাড়িটা সরাতে বলেন৷ তা নিয়ে অভিনেতার নিরাপত্তারক্ষীদের সঙ্গে মালিকের কথা কাটাকাটি শুরু হয়, এবং নিরাপত্তারক্ষীরা জানান এটি বিধায়ক সোহম চক্রবর্তীর গাড়ি৷

এরপর সোহম নীচে নেমে এসে রেস্তরাঁর মালিককে মারধর করেন৷ শুধু তা-ই নয়, মালিককে মারধর করার কথাও স্বীকার করে নিয়েছেন সোহম৷ তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করাতেই নাকি গায়ে হাত তুলতে বাধ্য হন। যদিও মালিক সে কথা সম্পূর্ণ অস্বীকার করেন।

Soham Chakraborty: প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, রেস্তোরাঁ কাণ্ডে বেকায়দায় সোহম! চাপে পড়ে ক্ষমা চাইলেন বিধায়ক

কলকাতা: টলিউড অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীকে নিয়ে তোলপাড় কাণ্ড৷ শুক্রবার রাতে নিউটাউনের সাপুরজি এলাকার একটি রেস্টুরেন্টে শুটিং করছিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। শ্যুটিং চলাকালীন আচমকাই বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা৷ ইতিমধ্যেই তা নিয়ে বিরাট জলঘোলা শুরু হয়েছে৷

ঠিক কী ঘটেছে? জানা যায়, যে রেস্তোরাঁর সামনে সোহমের গাড়িটি রাখা ছিল, সেই রেস্টুরেন্টের মালিক এসে গাড়িটা সরাতে বলে৷ তা নিয়ে অভিনেতার নিরাপত্তারক্ষীদের সঙ্গে মালিকের কথা কাটাকাটি শুরু হয়, এবং নিরাপত্তারক্ষীরা জানায় এটি বিধায়ক সোহম চক্রবর্তীর গাড়ি৷

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

অভিযোগ শুনে তখন মালিক বলে কে এম এল ওসব জানি না গাড়ি সরাতে হবে, তারপরই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলা শুরু হয়, চিৎকার চেঁচামেচি দেখে সোহম নিচে নেমে আসে৷ এবং রেস্তোরাঁর মালিককে মারধর করে৷ শুধু তাই নয়, মালিককে মারার কথাও স্বীকার করে নিয়েছেন সোহম৷ সোহমের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নামে গালাগালি করছিল সেই কারণে আমি মেরেছি।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

তবে পুরো ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ শনিবার দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন, এটা ঠিক একজন জনপ্রতিনিধি হিসেবে এভাবে মেজাজ হারানো উচিত হয়নি আমার। বিষয়টা প্রশাসনের হাতে ছেড়ে দেওয়াই উচিত ছিল৷ আমি ক্ষমাপ্রার্থী কখনওই এটা উচিত হয়নি হয়তো একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার দরুন। কিন্তু অন্যদিকেও রাজনৈতিক বিষয় না হওয়া সত্ত্বেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেয়, তখনই আমি মেরেছি।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

সোহম আরও বলেন, পরে বুঝতে পেরেছি এটা করা উচিত হয়নি, আমার ভুল হয়েছে। যতদূর জানি অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলা যায় না। কিন্তু তাদেরকেও ধাক্কা মারা হয়, গালিগালাজ করা হয়। এখনও পর্যন্ত আমি কোনওরকম অভিযোগ করিনি৷ তবে মেজাজ হারিয়েই তিনি এমন ঘটনা ঘটিয়ে ফেলেছেন বলে দাবি করেছেন৷

Soham Chakraborty: রেস্তোরাঁর মালিককে গালে ঠাসিয়ে চড়, শ্যুটিং ছেড়ে বেরিয়েই মারধর অভিনেতা সোহমের, কী এমন ঘটল?

নিউটাউন: নিউটাউন সাপুরজি এলাকার একটি রেস্টুরেন্টের শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর। সেখানেই বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা৷ ইতিমধ্যেই তা নিয়ে বিরাট সমস্যায় পড়েছেন অভিনেতা৷

জানা যায়, যে রেস্তোরাঁর সামনে সোহমের গাড়িটি রাখা ছিল, সেই রেস্টুরেন্টের মালিক এসে গাড়িটা সরাতে বলে৷ তা নিয়ে অভিনেতার নিরাপত্তারক্ষীদের সঙ্গে মালিকের কথা কাটাকাটি শুরু হয়, এবং নিরাপত্তারক্ষীরা জানায় এটি বিধায়ক সোহম চক্রবর্তীর গাড়ি৷

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

অভিযোগ শুনে তখন মালিক বলে কে এম এল ওসব জানি না গাড়ি সরাতে হবে, তারপরই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলা শুরু হয়, চিৎকার চেঁচামেচি দেখে সোহম নিচে নেমে আসে৷ এবং রেস্তোরাঁর মালিককে মারধর করে৷

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

শুধু তাই নয়, মালিককে মারার কথাও স্বীকার করে নিয়েছেন সোহম৷ সোহমের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নামে গালাগালি করছিল সেই কারণে আমি মেরেছি।

Soham Chakraborty: প্রচারে বেরিয়ে আচমকা গুরুতর অসুস্থ অভিনেতা সোহম, হাসপাতালে চলছে চিকিৎসা

কলকাতাঃ গরমে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী। তীব্র গরমে নাজেহাল পরিস্থিতি। ৪০ ডিগ্রির উপরে কলকাতার তাপমাত্রা, যা ইতিমধ্যেই ৭০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এই ভয়ঙ্কর গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু এই সব  উপেক্ষা করেই রাজ্যে চলছে নির্বাচনী প্রচার।

দলীয় প্রার্থীদের সমর্থনে অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী প্রচার করছিলেন। সেই সময়ই হঠাৎ গুরুতর অসুস্থ পড়েন। জানা গিয়েছেন, লু লেগেই অভিনেতা মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছিলেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘কিউ কি সাস ভি কাভি বহু থি…’, সন্দেশখালিতে যতটা রেখা, ততটাই চমক দিচ্ছেন প্রার্থীর শাশুড়ি

সোহমের অসুস্থার খবর পেয়ে এ দিন প্রচারের ফাঁকে আজ তাঁকে দেখতে যান সাংসদ অভিনেতা দেব। দেখতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সোহমের অসুস্থতার খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত সোহম চক্রবর্তী। নিজে ভোটে না দাঁড়ালেও তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় নাম রয়েছে অভিনেতার। সেই কাজ মন দিয়ে করছেন। হাসপাতাল সূত্রে খবর, সোহমের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

Soham in Jalpaiguri: ভ্যাপসা গরম, তাতে কী! জলপাইগুড়িতে এমন একজনের আগমন, দৌড়ে গেল যুবতীরা

উন্নয়নই ভোট প্রচারের হাতিয়ার
আসন্ন লোকসভার ভোট প্রচারে জলপাইগুড়িতে এসে এমনটাই বললেন রুপালি পর্দার হিরো তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী।
অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত সাধারণ মানুষ
অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত সাধারণ মানুষ
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে জলপাইগুড়ি এসে সোহমকেই দেখতে ভিড় জনগণের
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে জলপাইগুড়ি এসে সোহমকেই দেখতে ভিড় জনগণের
বার্নিশ দুর্যোগ অথবা যে কোনও দুর্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে জনসাধারণের পরিষেবা দেওয়ার জন্য। তৃণমূলের হয়ে সাফ বক্তব্য সোহমের
বার্নিশ দুর্যোগ অথবা যে কোনও দুর্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে জনসাধারণের পরিষেবা দেওয়ার জন্য। তৃণমূলের হয়ে সাফ বক্তব্য সোহমের
উওরবঙ্গে ঠান্ডা হলেও ভোটের আবহাওয়া গরম রয়েছে। তূণমূল কংগ্রেসকে মানুষ ভালবাসে, তাই যে কোনও সভায় ভালবাসাতেই ভিড় হয়।
উওরবঙ্গে ঠান্ডা হলেও ভোটের আবহাওয়া গরম রয়েছে। তূণমূল কংগ্রেসকে মানুষ ভালবাসে, তাই যে কোনও সভায় ভালবাসাতেই ভিড় হয়।
ভ্যাপসা গরমকে উপেক্ষা করে অভিনেতা সোহমকে দেখতে ভিড় যুবতীদের।
ভ্যাপসা গরমকে উপেক্ষা করে অভিনেতা সোহমকে দেখতে ভিড় যুবতীদের।

Pori Moni : টলিউডে এবার পরীমনি! সঙ্গে দোসর সোহম ও মধুমিতা, কবে মুক্তি পাবে তাঁর ছবি?

টলিউডে এই প্রথম অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শ্যুটিং শুরুর অপেক্ষায় তাঁর আসন্ন ছবি 'ফেলু বক্সি'। সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার এবং পরীমনি প্রথম এই ছবিতে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে চলেছেন।
টলিউডে এই প্রথম অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শ্যুটিং শুরুর অপেক্ষায় তাঁর আসন্ন ছবি ‘ফেলু বক্সি’। সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার এবং পরীমনি প্রথম এই ছবিতে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে চলেছেন।
'ফেলু বক্সী' একটি থ্রিলার সিনেমা হতে চলেছে যেখানে সোহম চক্রবর্তীকে প্রধান চরিত্রে দেখা যাবে। 'ফেলু বক্সি' নামটি বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্বের প্রতিধ্বনি বলা যায়। যাইহোক, নির্মাতাদের মতে বইয়ের পাতার 'ফেলু' এই নামের মিলের চেয়ে আরও বেশি কিছু রয়েছে, ছবিটিতে। দর্শকদের জন্য নানা রহস্য অপেক্ষা করছে।
‘ফেলু বক্সী’ একটি থ্রিলার সিনেমা হতে চলেছে যেখানে সোহম চক্রবর্তীকে প্রধান চরিত্রে দেখা যাবে। ‘ফেলু বক্সি’ নামটি বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্বের প্রতিধ্বনি বলা যায়। যাইহোক, নির্মাতাদের মতে বইয়ের পাতার ‘ফেলু’ এই নামের মিলের চেয়ে আরও বেশি কিছু রয়েছে, ছবিটিতে। দর্শকদের জন্য নানা রহস্য অপেক্ষা করছে।
ফেলু বক্সি হল একটি নতুন চরিত্র, যিনি বিদগ্ধ টেক-স্যাভি এবং প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট রাখেন। কিন্তু মনে মনে তিনি একজন সাধারণ বাঙালি যিনি খেতে ভালবাসেন, সঙ্গে অপরাধ সমাধান করাও তাঁর অতন্ত্য পছন্দের কাজ। তাঁর কাছে রহস্যের সমাধান করা রান্নার বই থেকে রেসিপি পড়ার মতো। সে তাঁর খাবারকে যতটা ভালবাসে ততটাই সে রহস্যের সমাধান করতে ভালবাসে।
ফেলু বক্সি হল একটি নতুন চরিত্র, যিনি বিদগ্ধ, টেক-স্যাভি এবং প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট রাখেন। কিন্তু মনে মনে তিনি একজন সাধারণ বাঙালি যিনি খেতে ভালবাসেন, সঙ্গে অপরাধ সমাধান করাও তাঁর অতন্ত্য পছন্দের কাজ। তাঁর কাছে রহস্যের সমাধান করা রান্নার বই থেকে রেসিপি পড়ার মতো। সে তাঁর খাবারকে যতটা ভালবাসে ততটাই সে রহস্যের সমাধান করতে ভালবাসে।
মধুমিতাকে দেখা যাবে 'দেবযানী' চরিত্রে। দেবযানী একজন রেডিও জকি। 'ফেলু বক্সি'কে তাঁর অনুসন্ধানী সাহায্য করে সে। সঙ্গে সঙ্গে তাঁর প্রতি দেবযানীর একটা ভাললাগাও রয়েছে।
মধুমিতাকে দেখা যাবে ‘দেবযানী’ চরিত্রে। দেবযানী একজন রেডিও জকি। ‘ফেলু বক্সি’কে তাঁর অনুসন্ধানী সাহায্য করে সে। সঙ্গে সঙ্গে তাঁর প্রতি দেবযানীর একটা ভাললাগাও রয়েছে।
অন্যদিকে, পরীমনিকে দেখা যাবে 'লাবণ্য' চরিত্রে। তাঁর চরিত্রের নানা রকমের শেড রয়েছে। এছাড়াও শতাফ ফিগারকেও দেখা যাবে এই ছবিতে।
অন্যদিকে, পরীমনিকে দেখা যাবে ‘লাবণ্য’ চরিত্রে। তাঁর চরিত্রের নানা রকমের শেড রয়েছে। এছাড়াও শতাফ ফিগারকেও দেখা যাবে এই ছবিতে।
আগামী ২৭ মার্চ কলকাতায় শ্যুটিং শুরু হবে এবং ছবিটি এই বছরের শেষ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরীমনির উপস্থিতি অবশ্যই বাড়তি মাত্রা যোগ করবে ছবিটিতে। নির্মাতাদের 'ফেলু বক্সি'র চরিত্রটি থেকে একটি ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি তৈরি করার কল্পনা রয়েছে তাঁদের। সিনেমাটোগ্রাফি করবেন ভিঞ্চি দা খ্যাত সুদীপ্ত মজুমদার এবং সঙ্গীত পরিবেশন করবেন অদিতি বোস এবং অম্লান চক্রবর্তী। 
আগামী ২৭ মার্চ কলকাতায় শ্যুটিং শুরু হবে এবং ছবিটি এই বছরের শেষ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরীমনির উপস্থিতি অবশ্যই বাড়তি মাত্রা যোগ করবে ছবিটিতে। নির্মাতাদের ‘ফেলু বক্সি’র চরিত্রটি থেকে একটি ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি তৈরি করার কল্পনা রয়েছে তাঁদের। সিনেমাটোগ্রাফি করবেন ভিঞ্চি দা খ্যাত সুদীপ্ত মজুমদার এবং সঙ্গীত পরিবেশন করবেন অদিতি বোস এবং অম্লান চক্রবর্তী।

Happy Birthday Parambrata: কেক, ফিস ফ্রাই, পায়েস দিয়ে জন্মদিন পালন পরমব্রতর, কারা শুভেচ্ছা জানালেন নায়ককে?

#কলকতা: ৪২-এ পা দিলেন আজ। টলিউডের ‘চার্মিং’, ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’, ‘কৃষ্ণ’, এমনই নাম দেওয়া হয়েছে তাঁকে। বয়স বাড়লেও তাঁর জাদুতে এখনও কাবু কত কত মহিলা ও পুরুষ। সেই পরমব্রত চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। ট্যুইটার, ফেসবুক ভরে উঠেছে তাঁকে শুভেচ্ছা জানানোর ঝড়ে। অভিনেতা, প্রযোজক, সঙ্গীতশিল্পী, পরিচালক, একই অঙ্গে তাঁর নানা রূপ। দেখে নেওয়া যাক, টলিউডের কোন কোন তারকা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউস থেকে ট্যুইটারে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। যেখানে পরমব্রত অভিনীত বিভিন্ন ছোট ক্লিপ জোড়া হয়েছে। লেখা হয়েছে, ‘তোমার অভিনয়ে তুমি আমাদের মুগ্ধ করেছো বারবার। তোমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তোমার অভিনয়ের মতোই সুন্দর, যা থেকে যায় মনে। ভালো কাটুক তোমার প্রতিটি দিন। শুভ জন্মদিন।’

অভিনেতা-রাজনীতিবিদ সোহম চক্রবর্তী তাঁর সঙ্গে পরমব্রতর একটি পুরনো ছবি দিয়ে লিখলেন, ‘শুভ জন্মদিন ভাই।’ ছবিতে দেখা যাচ্ছে, চায়ের দোকানে বসে তাঁরা আড্ডা দিচ্ছেন কাজের ফাঁকে।

প্রযোজক রানা সরকার জন্মদিনের পার্টির ছবি দিয়েছেন। ‘বার্থ ডে বয়’-এর সঙ্গে সেখানে উপস্থিত শ্রীজাত, প্রিয়াঙ্কা সরকার, সৃজিত মুখোপাধ্যায় প্রমুখ। সঙ্গে লিখলেন, ‘জন্মদিনের সন্ধ্যা। পায়েস, কেক, ফিস ফ্রাই, ফিস ওরলি, মটন সিঙাড়া, মটন ডেভিল, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি এবং আরও অনেক কিছু।’

ঋতুপর্ণা সেনগুপ্ত ফেসবুকে দু’জনের একটি ছবি পোস্ট করে লিখলেন নায়ককে শুভেচ্ছা জানালেন। লিখলেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা পরমব্রত।’

আবীর চট্টোপাধ্যায় লিখলেন, ‘শুভ জন্মদিন কমরেড। অনেক ভালবাসা। আরও কাজ করো। কাজের জন্য আরও আরও প্রশংসা কুড়াও।’

পাওলি দাম পরমব্রতর সঙ্গে ছবি দিয়ে লিখলেন, ‘সব থেকে সুন্দর বছর কাটাও পরমব্রত।’