Tag Archives: RCB vs MI

IPL 2024 MI vs RCB: ঈশান-সূর্যকুমারের ব্যাটিং ঝড়ে খড়কুটোর মত উড়ে গেল আরসিবি, প্রেস্টিজ ফাইটে সহজ জয় পেল মুম্বই

মুম্বই: ঈশান কিশান ও সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মত উড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিফলে গেল ফাফ ডুপ্লেসি, দীনেশ কার্তিক, রজত পাতিদারদের লড়াকু ইনিংস। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিবিকে ৭ উইকেটে হেলায় হারিয়ে সহজ পেল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত, ঈশান, সুর্যকুমাররা রানে ফিরতেই সেই পুরনো চেনা ছন্দে পাওয়া গেল পাঁচ বারের আইপিএল জয়ী দলকে।

ঘরের মাঠে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা ভাল না হলেও ফাফ ডুপ্লেসি ও রজত পাতিদারের ইনিংসে ম্যাচে ফেরে আরসিবি। ৮২ রানের পার্টনারশিপ করেন দুজনে। অর্ধশতরান করেন আরসিবি অধিনায়ক ও পাতিদার। ডুপ্লেসি ৪০ বলে ৬১ ও রজত পাতিদার ২৬ বলে ৫০ রানে ফিরতেই ফের চাপ বাড়ে আরসিবির ব্যাটিংয়ের উপর।

একটা সময় যেখানে মনে হচ্ছিল বড় স্কোর করতে পারবে না আরসিবি। তখনই ফের একবার অনবদ্য ব্যাটিং করে দলকে লড়াইয়ে ফেরান দীনেশ কার্তিক। মারকাটারি ব্যাটিং করেন ডিকে। ২৩ বলে ৫৩ রানের ইনিংস খেলেন কার্তিক। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত বোলিং করেন জসপ্রীত বুমরাহ। এবারের আইপিএলের দ্বিতীয় বোলার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট নিলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে আরসিবি।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে পাওয়া যায় রোহিত শর্মা ও ঈশান কিশানকে। একের পর এক আক্রমণাত্মক শট খেলে আরসিবির বোলারদের কোনও পরিকল্পনাই সফল হতে দেননি। নবম ওভারেই শতরানের পার্টনারশিপ করে ফেলেন দুই তারকা ব্যাটার। নিজের অর্ধশতরান পূরণ করেন ঈশান। ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে আউট হন ঈশান কিশান। রোহিত ফেরেন ৩৮ রান করে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: আইপিএলে মধ্যেই টি-২০ বিশ্বকাপে ভারতের দল ঘোষণা! জানা গেল সম্ভাব্য তারিখ

তবে ঈশান ও রোহিতের ব্যাটিং ঝড় তো ট্রেলার ছিল। আসল তাণ্ডব তখনও বাকি ছিল। সূর্যকুমার যাদব ক্রিজে এসেই রীতিমত তাণ্ডব শুরু করেন। নিজের ফর্মে ফিরলেন ‘স্কাই’। নিজের ট্রেডমার্ক একের পর এক শট খেলে আরসিবি বোলারদের নাজেহাল করে দেন। ১৭ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ১৯ বলে ৫২ করে আউট হন সূর্যকুমার যাদব। ১৫.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় মুম্বই। ২১ রানে হার্দিক পান্ডিয়া ও ১৬ রানে তিলক বর্মা অপরাজিত থাকেন।

WPL 2024: এলিস পেরির ঐতিহাসিক স্পেল, মুম্বইকে উড়িয়ে দিয়ে প্লে অফে আরসিবি

দিল্লি: উইমেন্স প্রিমিয়ার লিগের এলিস পেরির ঐতিহাসিক স্পেল। প্রথম বোলার হিসেবে মেয়েদের আইপিএলে নিলেন ৬ উইকেট। ব্যাটেও দাপট দেখালেন অজি তারকা। সঙ্গ দিলে রিচা ঘোষ। ডব্লুউপিএল গুরুত্বপূর্ণ ম্যাচে একতরফাভাবে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফের জায়গা পাকা করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ও দিল্লি আগেই প্লেঅফে পৌছে গিয়েছিল। এবার প্রতিযোগিতার এক ম্যাচ বাকি থাকতেই প্লে অফের ৩ দল নির্ধারণ হয়ে গেল।

মঙ্গলবারের ম্যাচের আগেই আরিসিবির প্লে অফে জায়গা প্রায় পাকা ছিল। কিন্তু যদি বড় ব্যবধানে হারত তাহলে কিছুটা হলেও আশা থাকত ইউপির। আর জিততে পারলে ছিল প্লে অফে সরাসরি এন্ট্রি। হলও তাই। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন স্মৃতি মন্ধনা। ওপেনিং জুটিতে সাজিবন সজানার ৩০ ও হেইলি ম্যাথিউজের ২৬ রানের ইনিংস ছাড়া কোনও মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটার ২০-র গণ্ডি টপকাতে পারেনি। এলিস পেরির স্বপ্নের স্পেলের সামনে তাসের ঘরের মত ভেঙে যায় মুম্বইয়ের ব্যাটিং লাইন। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট নেন পেরি। যা ডব্লুউপিএলের ইতিহাসে সেরা। ১৯ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায় মুম্বই।

১১৪ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি আরসিবি। ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ব্যাঙ্গালোর। সাজঘরে ফেরত যান স্মৃতি মন্ধনা, সোফি মোলিনেক্স ও সোফি ডিভাইন। এরপর দলের ইনিংসের রাশ ধরেন এলিস পেরি ও রিচা ঘোষ। ঠান্ডা মাথায় ব্যাট করেন দুজনে। খেলেন বেশ কিছু চোখ ধাঁধানো শট। শেষ পর্যন্ত ১৫ ওভরারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। ৪০ রানে এলিস পেরি ও ৩৬ রানে রিচা ঘোষ অপরাজিত থাকেন। ব্যাটে-বলে দুরন্ত পারফর্মকরে ম্যাচের সেরা নির্বাচিত হনপেরি।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, এক সফরে ১৩টি রাজ্যে যায় কোন ট্রেন? উত্তর জানলে আপনি জিনিয়াস

প্রসঙ্গত, ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে প্লে অফে পৌছেছে দিল্লি ক্যাপিটালস। গুজরাতের বিরুদ্ধে একটি ম্যাচ বাকি রয়েছে। ৮ ম্যাচে ৫ জয় রান রেটের নিরিখে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে পৌছেছে মুম্বই ইন্ডিয়ান্স। ৮ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হিসেবে প্লে অফে উঠল আরসিবি।

WPL 2024 MI vs RCB: হরমনপ্রীতকে ছাড়াই সহজ জয়, স্মৃতির আরসিবিকে হারিয়ে লিগ শীর্ষে মুম্বই

বেঙ্গালুরু: গত ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের হার থেকে শিক্ষা নিয়ে মহিলা আইপিএলে ঘুড়ে দাঁডাল মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার কঠিন ম্যাচ আরসিবিকে সহজেই হারাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অধিনায়ক হরমনপ্রীত কউর না থাকলেও জয় পেতে কোনও অসুবিধাই হল না মুম্বইয়ের। ২৯ বল বাকি থাকতে আরসিবিকে ৭ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌছে গেল মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দল।

হরমনপ্রীত কউরের অনুপস্থিতিতে মুম্বইকে নেতৃত্ব দেন ন্যাট স্কিভার ব্রান্ট। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই। ম্যাচের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি। টপ অর্ডারে স্মৃতি মন্ধনা, সোফি ডিভাইন, সবনইনি মেঘনা, রিচা ঘোষরা রান না পাওয়া চাপ বাড়ে আরসিবির উপর। কঠিন সময় দলের কিছুটা হাল ধরেন এলিস পেরি ও জর্জিয়া ওয়ারহ্যাম। পেরি ৪৪ ও ওয়ারহ্যাম ২৭ রান করে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান করে আরসিবি। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ন্যাট স্কিভার ব্রান্ট ও পুজা বস্ত্রাকর।

রান তাড়া করতে ওপেনিং জুটিতে ঝোড়ো ইনিংস খেলেন যস্তিকা ভাটিয়া। তাকে সঙ্গ দেন হেইবি ম্যাথিউজ। ৪ ওভারে ৪৫ রানের পার্টনারশিপ করেন তারা। ১৫ বলে ৩১ রান করে আউট হন যস্তিকা ভাটিয়া। এরপর ম্যাথিউজের সঙ্গে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান এই ম্যাচে অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ট। ৬৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে মুম্বইয়ের। ২১ বলে ২৬ রান করে আউট হন হেইলি ম্যাথিউজ।

আরও পড়ুনঃ IPL 2024: বলুন তো,আইপিএলের সব মরশুম যোগ করে সবথেকে বেশি টাকা কে পেয়েছে? রইল প্রথম পাঁচের তালিকা

এরপর একদিকে থেকে মারকাটারি ব্যাটিং করেন অ্যামেলিআ কের। তাঁকে ঠান্ডা মাথায় সঙ্গ দেন ব্রান্ট। দুজন মিলে জুটিতে ৪৯ রান যোগ করেন ও দলের জয় নিশ্চিত করেন। ১১৮ রানে তৃতীয় উইকেট পড়ে। ২৫ বলে ২৭ করে আউট হন ব্রান্ট। শেষে অ্যামেলিয়া কের ও পুজা বস্ত্রাকর মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। অ্যামেলিয়া কের ২৪ বেল ৪০ রান ও পুজা ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচে জেতে মুম্বই ইন্ডিয়ান্স।

IPL 2032: রোহিত-বিরাট দ্বৈরথ, মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত আরসিবির

বেঙ্গালুরু: আইপিএল ২০২৩-এর প্রথম সুপার সানডের ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে মেগা ফাইট। নতুন মরসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে মুম্বই বনাম আরসিবির দ্বৈরথ মানেই রোহিত শর্মা বনাম বিরাট কোহলির ডুয়েল। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার মহারণ আরও একবার দেখতে প্রস্তুত ক্রিকেট প্রেমিরা। একদিকে এক দশকের বেশি সময় ধরে আইপিএলের প্রথম ম্যাচে জয় না পাওয়ার বদনাম ঘোচাতে মরিয়া রোহিত ব্রিগেড। একইসঙ্গে এই ম্যাচ টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে এটি রোহিতের ২০০তম ম্যাচ। অন্যিদিকে ঘরের মাঠে জয় দিয়ে মরসুম শুরু করতে বদ্ধপরিকর ডুপ্লেসি-বিরাটরা।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস ভাগ্য সাথ দিল আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির। টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চিন্নাস্বামী রাতের দিকে শিশির সমস্যা রয়েছে। যা ব্যাটিং সাইডকে সাহায্য করে। সেই কারণেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফাফ। এছাড়া পরে ব্যাটিং করলে ইমপ্যাক্টি প্লেয়ারের সুযোগ পরিকল্পনা করে নেওয়া যায়। অপরদিকে, টস হারলেও খুব একটা চিন্তিত নন রোহিত শর্মা। পজেটিভ মাইন্ডে ব্যাট করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। ফলে শেষে হাসি কে হাসবে তার উত্তর দেবে আগামি কয়েক ঘণ্টা। টানটান, রুদ্ধশ্বাস ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রীডা প্রেমিরা।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহার ওয়াধেরা, টিম ডেভিড, হৃত্ত্বিক শকিন, জোফ্রা আর্চার, আরশাদ খান, পীযুষ চাওলা।

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, হার্শল প্যাটেল, রিস টপলে, মহম্মদ সিরাজ, করণ শর্মা, আকাশ দীপ।

 

MI vs RCB, 1st innings : আরসিবির বিরুদ্ধে কম রান মুম্বইয়ের, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই শুধু সূর্য কুমারের

মুম্বই ইন্ডিয়ান্স – ১৫১/৬

#পুনে: নিজেদের ইতিহাসে এরকম কঠিন সময় খুব বেশি আসেনি মুম্বই ইন্ডিয়ান্স দলের। বিশেষ করে শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর আজ বাঁচা মরার লড়াই ছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের। আমরা জিতেছি একসাথে। আমরা হেরেওছি একসাথে।আমরা ঘুরে দাঁড়াব একসাথেই। আরসিবি’র বিরুদ্ধে মাঠে নামার আগে এভাবেই সতীর্থদের উজ্জীবিত করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

চলতি আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নদের অবস্থা রীতিমতো সঙ্গীন। প্রশ্ন উঠছে, দল গঠন নিয়েও। ‘ঘরের মাঠ’, বিপুল দর্শক সমর্থন সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্সের এই পদস্খলন বিস্মিত করেছে ক্রিকেট মহলকে। তবে চ্যাম্পিয়নরা জানে, আঁধার কাটিয়ে কীভাবে আলোয় ফিরতে হয়। তাই তো এখনও স্বপ্ন দেখছেন সমর্থকরা।

শনিবারের ম্যাচটা রোহিতদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তলানিতে ঠেকা মনোবলে অক্সিজেন জোগাতে দরকার মূল্যবান জয়। কিন্তু লড়াইটা সহজ হবে না। প্রতিপক্ষ যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাফল্যের নিরিখে দুই দলের মধ্যে বিস্তর ফারাক থাকলেও কাগজে-কলমে খুব বেশি পার্থক্য নেই দু’দলের গঠন বিন্যাসে। তাছাড়া চলতি আইপিএলের এখনও অবধি দুই দলের পারফরম্যান্সও বিপরীতমুখী। পরপর তিনটি ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে রোহিত বাহিনীর। অন্যদিকে, আরসিবি তিনটি খেলে জিতেছে দু’টিতে।

লড়াইয়ের ভরকেন্দ্র দুই নায়ককে ঘিরে। অনেকেই এই ম্যাচটাকে দেখছেন রোহিত শর্মা-বিরাট কোহলির মর্যাদার দ্বৈরথ হিসেবেই। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠালেন ফ্যাফ ডু প্লেসি। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ঈশান কিষান প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন। পাওয়ার প্লে উইকেট না হারিয়ে মুম্বই ছিল ৪৯/০।

এরপর হর্ষল প্যাটেল এসেই তুলে নিলেন রোহিতকে (২৬)। হাঁফ ছেড়ে বাঁচল আরসিবি। এলেন তরুণ দেওয়াল্ড ব্রেভিস। কিন্তু এদিন সম্পূর্ণ ব্যর্থ তিনি। ৮ করে এলবিডব্লিউ হলেন হাসারাঙ্গার বলে। এরপর ফিরে গেলেন ঈশান কিষান (২৬)। বাংলার আকাশদীপের বলে ক্যাচ নিলেন সিরাজ।

এবার খাতা না খুলেই রান আউট তিলক বর্মা। দুরন্ত রিফ্লেক্স দেখালেন ম্যাক্সওয়েল। বাংলার আকাশদীপ এদিন দুরন্ত বল করলেন। গতি এবং সুইংয়ে চাপ সৃষ্টি করলেন মুম্বইয়ের ওপর। পোলার্ড এলেন আর গেলেন। খাতা না খুলে হাসারাঙ্গার বলে এলবি হলেন। ৬২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে মুম্বই তখন ধুঁকছে।

রামনদীপ (৬) ফিরে গেলেন হর্ষলের বলে। কিন্তু যতক্ষণ সূর্য কুমার যাদব ছিলেন আশা ছিল মুম্বই ইন্ডিয়ান্স দলের। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে একাই লড়াই চালালেন স্কাই। বেশ কিছু মন্ত্রমুগ্ধ করার মত শট খেললেন। মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা ভদ্রস্থ জায়গায় পৌঁছল সূর্য কুমারের জন্য। হাফ সেঞ্চুরি করলেন।