Tag Archives: Rishabh Pant

ঋষভ পন্থ: জীবন, কেরিয়ার, সাফল্য এক ঝলকে

পুরো নাম: ঋষভ রাজেন্দ্র পন্থ

জন্ম: ৪ অক্টোবর ১৯৯৭

উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: বাম-হাতি ব্যাটার, বাম-হাতি উইকেট রক্ষক

পরিবার:

পিতা: রাজেন্দ্র পন্থ

মাতা: সরোজ পন্থ

উত্তরাখণ্ডের হরিদ্বারে‌ জন্মেছেন ঋষভ পন্থ। তাঁর একটি বোন রয়েছে, যাঁর নাম সাক্ষী পন্থ। কার্ডিয়াক অ্যারেস্টের কারণে ২০১৭ সালে মৃত্যু হয়েছে ঋষভের বাবার। 

কেরিয়ারের সূচনা:

ঋষভ পন্থ হলেন একজন ভারতীয় ক্রিকেটার। প্রাথমিক ভাবে অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ স্তরে রাজস্থানের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ঋষভ পন্থ। ২০১৫ সালে ১৮ বছর বয়সে প্রথম শ্রেণীর রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল ঋষভের। মহারাষ্ট্রের বিরুদ্ধে ট্রিপল শত রান করে বেশ কয়েকটি রেকর্ডও ভেঙেছেন তিনি। রঞ্জি ট্রফিতে তাঁর অসাধারণ প্রতিভা প্রর্দশনের কারণে ২০১৭ সালের ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি দলের হয়ে খেলার ডাক পড়ে তাঁর।

উত্থান:

২০১৭ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে অভিষেক ঘটেছিল ঋষভের। টি-টোয়েন্টিআই ম্যাচে অভিষেক হওয়া ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ১৯ বছর ১২০ দিন। পরবর্তীতে ওয়াশিংটন সুন্দর ২০১৭ সালে ১৮ বছর ৮০ দিন বয়সে টি-টোয়েন্টিআই খেলে রেকর্ড গড়েন তিনি। 

২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া সিরিজে ভারতের হয়ে টেস্ট স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল ঋষভের। ২০১৮ ইংল্যান্ড ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হওয়া সিরিজে ভারতের হয়ে ওডিআই দলে নির্বাচন করা হয় ঋষভকে। ২০১৮ সালেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই অভিষেক হয় তাঁর। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন পন্থ। তাঁকে স্কোয়াডের উদীয়মান তারকা হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বর্তমানে টেস্ট ক্রিকেটে পন্থ একটি অত্যন্ত বড় নাম। 

আইপিএল কেরিয়ার:

ঘরোয়া ক্রিকেটে এবং অনূর্ধ্ব-১৯ ম্যাচে পন্থের ব্যাটিং স্টাইল দেখে মুগ্ধ হয়ে যান ভক্তরা। যেখানে অন্যান্য খেলোয়াড়রা আইপিএলে সুযোগ পান না, সেখানে প্রথম অকশনেই তাঁকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়ে যায়। শেষ অবধি ২০১৬ সালের নিলামে দিল্লি ডেয়ারডেভিলস তাকে ১.৯ কোটি টাকা দিয়ে কিনে নেয়। তাঁর প্রতি সকলের প্রত্যাশা বেড়ে যায় এবং তিনি তাঁর যোগ্যতার প্রমাণ বারবার দিয়েছেন। 

যদিও প্রথম সিজন তাঁর খুব একটা ভালো যায়নি। ২০১৭ সালে পন্থ খুবই ভালো পারফর্ম করেছেন। এর পরের সিজনে দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিটেন করে। এই সিজন তাঁদের খুব ভালো না-কাটলেও পন্থ তাঁর ফর্ম ধরে রেখেছিলেন। এর পর তাঁকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। আর আইপিএল পারফরমেন্স দেখেই তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়।     

রেকর্ড:

  • টি-টোয়েন্টিআই ম্যাচে অভিষেক হওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ।
  • টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকিয়ে কেরিয়ার শুরু করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান তিনি।
  • টেস্টে সর্বাধিক ক্যাচ নেওয়া প্রথম ভারতীয় উইকেট রক্ষক হিসেবেও নিজের নাম রেকর্ডের খাতায় তুলেছেন।

পুরস্কার: 

  • ২০১৮ সালের আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার।
  • আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯-এ হয়েছেন আইসিসি রাইজিং স্টার অফ দ্য স্কোয়াড।

Ind vs Aus: দলে অনেকগুলি পরিবর্তন, থাকল চমকও

#মেলবোর্ন : ২৬ ডিসেম্বর ভারত ঐতিহাসিক বক্সিং ডে টেস্ট  (Boxing Day Test) খেলবে৷ অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্নে হবে খেলা৷ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ এটি৷ অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর ভারত এই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া৷ দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে আউট হওয়ার পর ভারতের সামনে নিজেদের প্রমাণ করার এটা সুযোগ৷ মেলবোর্ন টেস্টে বেশ কয়েকটি বড় বদল আসছে৷

বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছেন৷ এই অবস্থায় দ্বিতীয় টেস্টে অধিনায়ক হচ্ছেন অজিঙ্ক রাহানে৷ পৃথ্বী শ -র বদলে শুভমান গিল খেলবেন৷ গত বছর ওয়ান ডে -তে অভিষেকের পর এবার তাঁর টেস্ট অভিষেক হবে টেস্ট ম্যাচে৷

গত ম্যাচে চোট পেয়েছিলেন মহম্মদ শামি৷ এই ম্যাচে তাঁর জায়গায় খেলবেন মহম্মদ সিরাজ৷ এটা মহম্মদ সিরাজের টেস্ট অভিষেক ৷ ফিটনেস টেস্ট পাস করে রবীন্দ্র জাদেডা প্লেয়িং ইলেভেন থাকবেন৷ জাদেজা হনুমা বিহারীকে রিপ্লেস করবেন৷ কিন্তু ২ জনেই রয়েছেন৷

শুভমান গিল পৃথ্বী শ-কে সরিয়ে দলে ঢুকেছেন৷ পৃথ্বী শ-র টেকনিকজনিত কারণে কিছু সমস্যা হচ্ছে ৷ বিদেশের মাটিতে গিয়ে সেই অসুবিধা সামনে এসেছে৷ পৃথ্বী প্রথম ইনিংসে শূন্য রানে ও দ্বিতীয় ইনিংসে চার রানে আউট হন৷ পৃথ্বী শরীর থেকে দূরে রেখে ক্রিকেট খেলার চেষ্টা করছেন৷ ওঁর ব্যাট ও প্যাডের মধ্যে বড় গ্যাপ রয়েছে৷ তাঁর জন্য তিনি শট খেলতে পারছেন না৷ আইপিএলেও পৃথ্বী-র পারফরম্যান্স বেশ খারাপ ছিল৷ আইপিএলের শেষ আটটি ইনিংসে যথাক্রমে ১৯, ৪, ০,০, ৭, ১০, ৯, ০ রান করেছিলেন৷ এরপর তাঁকে ড্রপ করে দেওয়া হয়৷ অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচ সহ ৬ টি ইনিংসে মাত্র ৬৬ রান করেছেন৷ অন্যদিকে শুভমান গিল নিজের ফার্স্ট ক্লাস রেকর্ড দিয়ে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন৷ গিল মাত্র ২৩ ম্যাচে ৬৮.৭৮ গড়ে ২২৭০ রান করেছেন৷  এতে ৭ টি শতরান ও ১১ টি অর্ধশতরান রয়েছে৷ ফার্স্টক্লাস ক্রিকেটে গিলের গড়ে প্রায় ৭৪৷

অ্যাডিলেডে চোট পাওয়া মহম্মদ শামির জায়গায় অভিষেক হচ্ছে মহম্মদ সিরাজের৷ শামির না খেলাটা ভারতের জন্য বড় ধাক্কা৷ ২০১৮-১৯ মরশুমে তিনি ৮ ইনিংসে ১৬ উইকেট নিয়েছিলেন৷ তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন৷ এদিকে সিরাজ একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টিতে খেলেছেন এবার ভারতের জার্সিতে টেস্ট অভিষেক হবে তাঁর৷ ফার্স্টক্লাস ক্রিকেটে ৬৭ ইনিংসে তিমি ৪৪.৯স্ট্রাইক রেটে ১৫২ উইকেট নিয়েছেন৷

IND vs NZ: এটা কী করলেন রাহানে ! ভুল বোঝাবুঝিতে পন্থের রান আউটের পর প্রশ্ন নেটিজেনদের

#ওয়েলিংটন: শনিবার টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় সমর্থকরা আশা করেছিলেন, হয়তো বেশি সময় ক্রিজে টিকে যাবেন অজিঙ্কা রাহানে ৷ কিন্তু সেটা আর হল কই ৷ উইকেটে সবে যখন কিছুটা থিতু হতে শুরু করেছিলেন রাহানে এবং পন্থ ৷ ঠিক তখনই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ঋষভ পন্থ (১৯) ৷ রাহানের টেস্ট কেরিয়ারে যা প্রথম ৷ এমন কুৎসিত রান আউটের সঙ্গে আগে কখনও জড়াননি তিনি ৷

পন্থ আউট হওয়ার পর খুব বেশিক্ষণ আর উইকেটে টেকেননি রাহানেও ৷ ৪৬ রান করে সাউদির শিকার হন তিনি ৷ এমন রান আউট দেখে প্রচণ্ডই হতাশ ভারতীয় সমর্থকরা ৷ রাহানেকে নিয়ে অসংখ্য ট্যুইটে এখন ভরে গিয়েছে ট্যুইটার ৷ প্রত্যেকের একটাই বক্তব্য, দলের ব্যাটিংয়ের যখন খুব একটা ভাল হাল নয় ৷ তখন উইকেটে সেট হয়ে যাওয়ার পরেও এমন স্যুইসাইড কেন ?

ভারতীয় দলের এই ব্যাটিং বিপর্যয় নিয়ে শুক্রবার প্রথম দিনের শেষেই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল বলেছিলেন, ‘‘পরিস্থিতি ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন হয়ে উঠেছিল কারণ বেশ ভাল গতিতেই হাওয়া বইছিল। ব্যাটসম্যানদের জন্য যা সোজা নয়। বিশেষ করে প্রথম দিন এমন একটা পিচে। ব্যাটসম্যান হিসেবে কখনই এমন পিচে মনে হবে না থিতু হতে পেরেছি। জেমিসন ঠিক জায়গায় বলটা রাখছিল। ভাল বাউন্সও পাচ্ছিল। নতুন বল দারুণ ভাবে ব্যবহার করেছে। তা ছাড়া উইকেট থেকেও ও সাহায্য পাচ্ছিল।’’