Tag Archives: Robot

Robot: রোবটের হাতে মৃত্যু হয়েছে মানুষের, একবার নয় বারবার, জানেন কোথায় কীভাবে? রইল ভয়ঙ্কর তথ্য

কলকাতা: অনেক কল্পবিজ্ঞানের (sci-fi) গল্পেই দেখা যায় কৃত্তিম বুদ্ধিমত্তা বা রোবট ধীরে ধীরে গোটা পৃথিবীর উপরেই নিজেদের আধিপত্য কায়েম করে ফেলছে। শুধু কল্পবিজ্ঞানের সিনেমা বা উপন্যাসেও একই ধারা লক্ষ্য করা গিয়েছে বিগত বহু বছর ধরেই। মানুষ আর যন্ত্রের যে বিবাদ তা নিয়ে পরবর্তীতে সমসার সৃষ্টি করতে পারে তা মেনে নিয়েছেন বিজ্ঞানীরাও। প্রতিনিয়ত যে ভাবে প্রযুক্তি উন্নত হয়ে চলেছে তার ফলে রোবট মানুষের জীবনে মুখ্য ভুমিকা পালন করেছে।

ঘরের কাজ হোক কিংবা সঙ্গী হিসাবে যেকোনো কাজে রোবটকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু, জানেন কি রোবটও একবার এক মানুষকে খুন করেছিল। হ্যাঁ। এটা সত্যি, আইএফএলসাইন্সের রিপোর্ট অনুযায়ী ইতিহাসে প্রথমবার রোবট একজন মানুষকে হত্যা করে আজ থেকে ৪৫ বছর আগে ১৯৭৯ সালে। রিপোর্ট অনুযায়ী, রবার্ট উইলিয়ামস প্রথম সেই অভাগা ব্যক্তি যিনি রোবটের হাতে মারা যান। আমেরিকার ফ্ল্যাট রকের মিচিগানে বছর ২৫-এর রবার্ট ফোর্ড মোটর কোম্পানিতে কাজ করতেন।

ঘটনার দিন, কিছু আইনি নথি সংগ্রহের জন্য রবার্ট তিন তলায় ওঠেন কারণ সেই সময় ওই রোবটটি অস্বাভাবিক আচরণ করছিল। কিন্তু, এরপরেই অঘটন ঘটে রবার্টের সঙ্গে যান্ত্রিক হাতে তাঁর ধাক্কা লাগে। এরপরেই সেই যান্ত্রিক হাত তাঁকে পিছন থেকে চেপে ধরে পিষে ফেলে।

মর্মান্তিক এই ঘটনা ঘটার পর হতভম্ব হয়ে পড়ে তাঁর পরিবার। সূত্রের খবর, তাঁর পরিবার এরপর ওই রোবট উৎপাদন সংস্থার বিরুদ্ধে মামলা করেন। লিটন ইন্ডাস্ট্রি ওই রোবটের উৎপাদন সংস্থা ১৯৮৩ সালে জানান, এই ভ্যঙ্কর দুর্ঘটনার রিপোর্ট পেশ করে। সেখানে তাঁরা বলেন, ওই যান্ত্রিক হাতে প্রবল জোর থাকলেও সেই সঙ্গে যথেষ্ট সাবধানতাও অবলম্বন করা হয়েছিল। ১৯৮৪ সালে মৃতের পরিবারকে ওই সংস্থার পক্ষ থেকে ৮৪ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা, হুড়মুড় করে ভেঙে পড়ল বহুতল! মৃত অন্তত ১০,দেখুন ভিডিও
একই ধরনের ঘটনা ঘটে জাপানেও। ১৯৮১ সালে বছর ৩৭-এর কেঞ্জি উরাদা কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ প্লান্টে কর্মরত ছিলেন। সেখানেও যান্ত্রিক গোলযোগের কারণে রোবটের যান্ত্রিক হাতে পিষ্ট হয়ে প্রাণ হারান তিনি।

আরও পড়ুন: আন্ডারপাসের জমা জলে বিলাসবহুল গাড়ি আটকে মৃত্যু হল ব্যাঙ্ক ম্যানেজারের
সাম্প্রতিককালে, দক্ষিণ কোরিয়ায় রোবটের হাতে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছরই অর্থাৎ ২০২৩ সালে রোবট বুঝতেই পারেনি কোনটা খাবারের বাক্স আর কোনটা মানুষ। ফলে যন্ত্রের চাপে পিষ্ট হয়ে যায় হতভাগ্য মানুষটির মুখ এবং বুক। প্রাণ হারান ওই ব্যক্তি।
যন্ত্র মানুষের কাজ সহজ করেছে, মানুষের জীবনে গতি এনেছে কিন্তু কখনও এই যন্ত্রই আবার মানুষের জীবনও কেড়ে নিয়েছে।

Robot destroys self: টানা ৯ ঘণ্টা কাজ, অবসাদে ‘আত্মহত্যা’ করল রোবট! চাপের কাছে হার মানল যন্ত্রও?

গুমি, দক্ষিণ কোরিয়া: কাজের চাপে কি ভেঙে পড়তে পারে রোবটরাও? শুনতে অবিশ্বাস্য লাগলেও উত্তরটা হ্যাঁ৷ কারণ এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়৷ সেখানকার গুমি সিটি কাউন্সিলে নাগরিক পরিষেবার কাজে নিযুক্ত একটি রোবট নাকি কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হয়েছে৷ এই ঘটনা সামনে আসার পর দাবি করা হচ্ছে, পৃথিবীতে এটিই প্রথম কোনও রোবটের আত্মহত্যার ঘটনা৷

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অজানা কারণে ওই রোবটটি ইচ্ছাকৃত ভাবে সিঁড়ির উপর থেকে নিজেকে ফেলে দেয়৷ গত ২৬ জুন এই ঘটনা ঘটে৷ গুমি সিটি কাউন্সিলের দফতরেই দোতলা এবং তিনতলার মধ্যে রোবটটির ভাঙাচোড়া অংশ উদ্ধার হয়৷

আরও পড়ুন: ভীমরুলের চাকে আগুন দিতে গিয়ে গৃহস্থের সর্বনাশ, ডাকতে হল দমকল! শিলিগুড়িতে আতঙ্ক

ডেইলি মেলে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, রোবট সুপারভাইজার হিসেবে কর্মরত ওই রোবটটি খুবই পরিশ্রমী হিসেবে ওই অফিসে পরিচিত ছিল৷ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ডিউটি থাকত তার৷
ডেইলি মেল-এর ওই রিপোর্টে দাবি করা হয়েছে, কাজের অতিরিক্ত চাপের কারণেই আত্মঘাতী হয়েছে রোববটি৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সিঁড়ি থেকে নীচে ঝাঁপ দেওয়ার আগে রোবটটি এক জায়গায় বেশ কিছুক্ষণ চক্কর কাটতে থাকে৷ তার পরই সেটি নীচে ঝাঁপ দেয়৷ কেন এবং কী কারণে রোবটটি পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে৷

২০২৩ সালে এই রোবট অফিসারকে কাজে নিযুক্ত করা হয়েছিল৷ স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল সে৷ নাগরিকদের বিভিন্ন ধরনের নথি পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন রকমের তথ্য দিয়েও সাহায্য করত সে৷
ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা ওই রোবটটিকে তৈরি করেছিল৷ রোবটটির ভাঙা অংশগুলি সংগ্রহের পর তথ্য বিশ্লেষণ করে ঘটনার কারণ খতিয়ে দেখছেন ওই সংস্থার বিশেষজ্ঞরা৷

Robot Waitress: ভারতের এই রেস্তোরাঁয় অতিথিদের খেতে দিচ্ছে রোবট ‘পালকি’!

নিজস্ব প্রতিবেদন: জাপান বা কোরিয়া নয়, এই ভারতেরই এক রেস্তোরাঁয় গত পাঁচ বছর ধরে অতিথিদের খাবার পরিবেশন করছেন মহিলা রোবট! খবরটা আপনি জানতেন? শুধু আপনি নয়, এই দেশের বেশিরভাগ মানুষই এই সমগ্র বিষয়টি সম্বন্ধে জানেন না। যদিও অসমের উরুকা রেস্তোরাঁর ওয়েট্রেস পালকির কথা ইতিমধ্যে ঠাঁই পেয়েছে বিলেতের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে।

গুয়াহাটির শিলপুকুরি এলাকায় অবস্থিত এসএন ফরিদের উরুকি রেস্তোরাঁ। তার স্ত্রী কারিশমা বেগমকে নিয়ে এই ব্যবসাটি দেখভাল করেন মিস্টার ফরিদ। তাদের এই রেস্তোরাঁর সবচেয়ে বড় চমক হল রোবট পালকি। এই মহিলার রোবট গত পাঁচ বছর ধরে দেশি-বিদেশি অতিথিদের সামনে যাবতীয় খাদ্য পরিবেশন করে চলেছে। অসমীয়া মেখেলা শাল পরে থাকে পালকি। সেইসঙ্গে ইংরেজির পাশাপাশি সাবলীলভাবে সে অসমীয়ায় কথা বলতে পারে।

আরও পড়ুন: ভোটের পর জমিদারদের তৈরি এই প্রাচীন মন্দিরের সংস্কার চায় গোটা গ্রাম

রেস্তোরার মালিক এসএন ফরিদ নিজে এই দুর্দান্ত রোবটটি তৈরি করেন। প্রথমে বছরখানেক ধরে গবেষণা করেন, তারপর মাত্র ৬ মাসের মধ্যে রোবটটিকে তৈরি করে রেস্তোরাঁর কাজে নিয়োগ করেন। পালকিকে দেখতে এবং এমন বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকতে ইউরোপের বহু দেশ থেকে পর্যটকরা ভারতে ঘুরতে এসে অসমের এই বিশেষ রেস্তোরাঁ-টিতে আসেন।

পাঁচ বছরের পালকি ইতিমধ্যেই অসম জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। কেমব্রিজের পাঠ্যক্রমে তার অন্তর্ভুক্তি হওয়ার বিষয়টি আর‌ও বেশি করে তাকে আলোচনায় নিয়ে এসেছে। সম্প্রতি একটি মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা এই মানব রূপী রোবটকে ফুল দিয়ে সংবর্ধনাও জানায়।

Robot News: বিজ্ঞানের অভিশাপ! শিশুর সঙ্গে দাবা খেলতে গিয়ে আঙুল ভেঙে দিল রোবট, ভয়ানক ভিডিও

#কলকাতা: ভয়ানক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি ভিডিওয় দেখা গিয়েছে, একটি সাত বছরের শিশু দাবা খেলছে একটি রোবটের বিরুদ্ধে। এআই সমৃদ্ধ এই রোবটটির মস্কোতে একটি দাবা খেলায় অংশ নিয়েছিল শিশু প্রতিযোগীদের বিরুদ্ধে। সেই খেলা চলাকালীন রোবটের একটি দান দেওয়ার সময় আসে, সেটি দেওয়ার পর রোবটের পুরো কার্যক্রম শেষ হওয়ার আগেই ওই শিশু নিজের দান দিতে যায়, তখনই ক্ষেপে ওঠে রোবট। সেই রোবটই আঙুল মুচড়ে ভেঙে দেয় রোবট। রাশিয়ার, মস্কোয় সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: আদালতের ৩ পর্যবেক্ষণ মুছে ফেলার আর্জি পার্থর! হাই কোর্ট জানাল, ‘অত্যন্ত অসুবিধার’

আরও পড়ুন: সব নজরে পার্থ, এদিকে CBI-এর ডাক ৩ তৃণমূল নেতাকে! তুমুল আলোড়ন নন্দীগ্রামে

মস্কো চেস ফেডারেশনের প্রধান সার্গেই লাজারেভ জানিয়েছেন, ‘‘ওই রোবটটি ওই শিশুর আঙুল ভেঙে দিয়েছে। এই ঘটনাটি সত্যিই খুব খারাপ।’’ তারপরেই ভাইরাল হয়েছে এই ভিডিওটি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এই ঘটনা সত্যিই প্রমাণ করে মানবজীবনের উপর বিজ্ঞান কখনও কখনও অভিশাপ হয়েও নেমে আসছে। অত্যন্ত আধুনিক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন মানবজাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। সব রোবট না হলেও, এই মানুষের তৈরি রোবটই অনেক সময় ধ্বংসাত্মক কাজ করতে পারে।

যদিও দাবা ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই শিশু খেলোয়াড়টি চাল দিতে তাড়াহুড়ার করার ফলেই এই ঘটনা ঘটেছে। তাঁরা বলেছেন, ‘‘এই রোবটটি আমরা ভাড়া করেছিলাম। রোবটটিকে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। ফলে, এটি আগে থেকেই পরীক্ষিত ছিল, সেটা বলা চলে। কিন্তু এক্ষেত্রে শিশু খেলোয়াড়টি সরাসরি আগে দাবার দান দিতে চাওযায় এই বিপত্তি ঘটেছে। কারণ, ওই শিশু খেলোয়াড়টিকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। তবে ওই শিশুটি পরের দিনও খেলায় অংশ নিয়েছিল ও টুর্নামেন্ট শেষ করেছিল।’’