Tag Archives: rose water

Rose Water Skin Care: কেমিক্যাল ভরা প্রসাধনীতে না সেজে, ত্বকের ঔজ্জ্বল্যে সেরা হল এই জলের উপাচার!

চৈত্রের ভাপসা গরম সঙ্গে চাদিফাটা রোদ। এমন আবহাওয়া ত্বকের নানা অস্বস্তির কারণও। ত্বককে স্বস্তি দিতে এমন আবহাওয়ায় ভরসা রাখতে পারেন গোলাপজলে।
চৈত্রের ভাপসা গরম সঙ্গে চাদিফাটা রোদ। এমন আবহাওয়া ত্বকের নানা অস্বস্তির কারণও। ত্বককে স্বস্তি দিতে এমন আবহাওয়ায় ভরসা রাখতে পারেন গোলাপজলে।
একদিকে দাবদাহ অপরদিকে দূষণ আর সূর্যের অতিবেগুনি রশ্মিতে ত্বকের অনেক ক্ষতি হয়। আর এই ক্ষতির হাত থেকে ত্বককে স্বস্তি দিতে পারে গোলাপ জল। এর ফলে ত্বকে খনিজের ভারসাম্য বজায় থাকে আর ত্বকও অনেক বেশি সহজ থাকে। সেই সঙ্গে জ্বালা ভাব কমায়।
একদিকে দাবদাহ অপরদিকে দূষণ আর সূর্যের অতিবেগুনি রশ্মিতে ত্বকের অনেক ক্ষতি হয়। আর এই ক্ষতির হাত থেকে ত্বককে স্বস্তি দিতে পারে গোলাপ জল। এর ফলে ত্বকে খনিজের ভারসাম্য বজায় থাকে আর ত্বকও অনেক বেশি সহজ থাকে। সেই সঙ্গে জ্বালা ভাব কমায়।
মুখে গোলাপজল লাগানোর পরে ফেসপ্যাক লাগান। তাতে ফেসপ্যাকের কার্যকারিতা বাড়বে, গোলাপজলও ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে আর্দ্র রাখবে।
মুখে গোলাপজল লাগানোর পরে ফেসপ্যাক লাগান। তাতে ফেসপ্যাকের কার্যকারিতা বাড়বে, গোলাপজলও ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে আর্দ্র রাখবে।
গোলাপজলের অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বক স্নিগ্ধ করে, ত্বকের জ্বালাভাব, র‍্যাশ কমায়। তুলায় করে নিয়ে মুখে বুলিয়ে নিন, ত্বক ঠাণ্ডা হয়ে যাবে নিমেষে।
গোলাপজলের অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বক স্নিগ্ধ করে, ত্বকের জ্বালাভাব, র‍্যাশ কমায়। তুলায় করে নিয়ে মুখে বুলিয়ে নিন, ত্বক ঠাণ্ডা হয়ে যাবে নিমেষে।
কাটাছেঁড়া, র‍্যাশ কমাতে গোলাপজলের মধ্যে হালকা অ্যাস্ট্রিনজেন্ট ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে।
কাটাছেঁড়া, র‍্যাশ কমাতে গোলাপজলের মধ্যে হালকা অ্যাস্ট্রিনজেন্ট ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে।
গোলাপ জলকে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি। গোলাপ জল একটি কটন প্যাডে নিয়ে মুখে লাগিয়ে নিন। ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকবে ফিরবে ত্বকের জেল্লাও।
গোলাপ জলকে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি। গোলাপ জল একটি কটন প্যাডে নিয়ে মুখে লাগিয়ে নিন। ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকবে ফিরবে ত্বকের জেল্লাও।

Making Rose Water at Home: বাড়ির গোলাপগাছে প্রচুর ফুল? চোখের নিমেষে বানান গোলাপজল, রইল সহজ পদ্ধতি

রাকেশ মাইতি, হাওড়া: গোলাপ ফুল থেকেই ‘গোলপ জল ‘ ! গোলাপ জল বানিয়ে নিন নিজের হাতে। ফুলের রানি সুন্দরী গোলাপের প্রতি প্রেম বা আকর্ষণ প্রায় সমস্ত মানুষের। সেই দিক থেকে গোলাপ ফুলের চাহিদা প্রচুর। প্রিয়জনকে খুশি করা থেকে বিবাহ অনুষ্ঠানের মতো নানা সময়ে গোলাপের প্রয়োজনীয়তা থাকে সর্বত্র এবং সারা বছর। গোলাপ ফুলের পাশপাশি গোলাপ জলের চাহিদাও দারুণ। সুগন্ধি গোলাপজলের ব্যবহার খাবারের রেসিপি, পুজো অর্চনা থেকে রূপচর্চায়।

সেই আদি কাল থেকে গোলাপজলের ব্যবহার চলে আসছে। ক্রমশ এর চাহিদা বেড়ে চলেছে। সেই দিক গুরুত্ব রেখে বাজার ছেয়েছে নানারকম কোম্পানির গোলাপ জল। বাজার থেকে কেনা সেই সব গোলাপ জল ব্যবহার হচ্ছে বোতল বোতল। কিন্তু এর গুণগত মান নিয়ে বহু মানুষের মনে রয়েছে নানা প্রশ্ন। অনেকই মনে করেন, বাজারে থাকা এই সমস্ত গোলাপ জলে মেশানো রয়েছে সুগন্ধি কেমিক্যাল। যা রান্না বা  রূপচর্চায় ক্ষতি করতে পারে। এই কারণেই গোলাপ জল ব্যবহারে চিন্তা বাড়ছে বহু মানুষের।

আরও পড়ুন : ইউরিক অ্যাসিডে অসহ্য জয়েন্ট পেইন? এখনই এই শাকসবজিগুলি খাওয়া বন্ধ করুন, আরাম পাবেন ব্যথা থেকে

যদিও অনেকেই সহজ উপায়ে গোলাপ জল বানিয়ে নিতে পারেন। নিজের হাতে তৈরি করা সেই গোলাপ জল খাবার থেকে রূপচর্চায় ব্যবহার করছেন। এই গোলাপ জল বানানো আরও সহজ হয়ে যায় নিজের গাছের ফুল থেকে। সৌন্দর্য বাড়াতে বেশ কয়েকটা গোলাপ গাছ লাগানো থাকে বহু বাড়িতে। শীত এলেই সেই সমস্ত গাছ ফুলে ভরে যায়। এত ফুল সহজেই কাজে লাগিয়ে প্রয়োজনীয় গোলাপ জল বানিয়ে নেওয়া যেতেই পারে। আর এই পথেই বহু মানুষ বাড়িতেই গোলাপ জল তৈরি করে ফেলছেন প্রতি বছর।

খুব সহজ উপায়ে বেশ কিছুটা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে পাত্রে জল দিয়ে ফুটিয়ে নেওয়া। এবার সেই ফুটন্ত পাত্রের উপরে ঢাকনা দিয়ে জলের বাষ্প থেকেই গোপাল জল সংগ্রহ। ঢাকনা দেওয়া ফুটন্ত জলে গোলাপ পাপড়ি দেওয়া পাত্রের জলের উপর একটি স্ট্যান্ড এ একটি খালি পাত্র দিয়ে গোলাপ জল সংগ্রহ করা। এই জল বাজারে কেনা গোলাপ জলের মত চড়া গন্ধ না হলেও সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এই গোলাপ জল। নিজেদের হাতে তৈরি জলেই রান্না থেকে রূপচর্চায় ব্যবহার করছেন।