Tag Archives: Saltlake

Special Puja for Rain: এবার শহরে নামবে স্বস্তির বৃষ্টি! ইন্দ্র ও বরুনদেবকে তুষ্ট করতে বিশেষ আয়োজন সল্টলেকে

উত্তর ২৪ পরগনা: তীব্র তাপপ্রবাহ থেকে চাই মুক্তি। তাই বৃষ্টির আশায় বজ্রদেব ইন্দ্র ও বৃষ্টির দেবতা বরুন দেবকে সন্তুষ্ট করতে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হল শহর তিলোত্তমায়। সল্টলেকের দত্তাবাদ এলাকার একটি মন্দিরে বিধাননগর কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয়দের উদ্যোগে করা হয় এই অভিনব আয়োজন।

গোটা রাজ্য জুড়ে যে হারে তাপপ্রবাহ চলছে, গত চার দশকে এরকম দাবদাহর অভিজ্ঞতা নেই শহরবাসীর। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে রেকর্ড গড়েছে। এই দাবদাহের মধ্যেই মানুষকে কাজের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে রাস্তায় বেরোতে হচ্ছে।

এদিন তাই তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় বিশেষ পুজোর মধ্যে দিয়ে ইন্দ্র ও বরুন দেবের আরাধনা করা হয়। সল্টলেকের দত্তাবাদে তাঁরা মায়ের মন্দিরে পুরোহিত দিয়ে পুজোর সব রীতিনীতি মেনে করা হয় যজ্ঞও।

আরও পড়ুন: আবার দুঃসংবাদ! সঙ্গীতজগতে ফের নক্ষত্রপতন, অকালেই চলে গেলেন জনপ্রিয় গায়িকা উমা!

স্থানীয়রা মহিলারা শঙ্খধ্বনি ও ধুপ ধুনো সহযোগে দেবতাকে তুষ্ট করতে বন্দনা করতে থাকেন। অস্বস্তিকর গরমেও এই পুজো ঘিরে যেন স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ছিল অন্য মাত্রায়।

Rudra Narayan Roy

Bengali News: এক বিজ্ঞপ্তিতেই সল্টলেকে মৃত্যু মুখে সারমেয়রা! সারাদিন প্রায় কিছুই খেতে পাচ্ছে না

উত্তর ২৪ পরগনা: গত কয়েক বছর ধরেই অবলা বেশ কিছু সারমেয়র বাসস্থান হয়ে উঠেছিল সল্টলেক এফবি ব্লকের উল্টোদিকে অবস্থিত সেন্ট্রাল পার্ক, বনবিতান পার্ক। প্রাকৃতিক নিয়মে সেখানে ওই কুকুরদের বংশবিস্তারও ঘটে। বেশ কিছু সদ্যোজাত কুকুরছানা আছে ওই জায়গায়। কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে গেছে। ওখানে থাকা প্রায় ৪০ টি কুকুর চরম খাদ্য কষ্টে বাঁচছে।

আরও পড়ুন: দেওয়াল লিখন মুছে দিচ্ছে কমিশন! ভোটের শুরুতেই বিতর্ক কোচবিহারে

২০২৩ এর সেপ্টেম্বর এই পার্কের দায়িত্বে আসা নতুন রেঞ্জার প্রণব দাসের জারি করা একটি বিজ্ঞপ্তির কারণেই এমন অমানবিক পরিস্থিতিতে তৈরি হয়েছে বলে অভিযোগ। এলাকার পশুপ্রেমীরা দাবি করেছেন, গত কয়েক মাসে এখানে খেতে না পেয়ে ১৩ থেকে ১৫ টি কুকুরের মৃত্যু হয়েছে। আগে পার্কে আসা মানুষজন খেতে দিত এই পথ কুকুরদের। ফলে তাদের খাওয়া নিয়ে কোন‌ও সমস্যা ছিল না। কিন্তু বন বিভাগের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে এই কুকুরদের খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়, তার ফলেই খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।

বর্তমানে এই পার্কে গেলে দেখা যাবে শীর্ণকায় চেহারায় ঘুরে বেড়াচ্ছে কুকুরগুলো দেখলেই বোঝা যায় তারা ভাল করে খেতে পায় না। সদ্যোজাত কুকুর ছানাগুলো তো না খেতে পেয়ে যেকোনও মুহূর্তে মারা যাবে সেটা সাদা চোখে দেখলেই বোঝা যাচ্ছে। এমন অমানবিক দৃশ্য দেখে ঠিক থাকতে না পেরে এগিয়ে আসেন পশুপ্রেমী অনির্বাণ মিত্র। কীভাবে এই পথ কুকুরদের তিনি বাঁচাবেন সেই চিন্তা করে লুকিয়ে খাবার নিয়ে পার্কের ভেতরে ঢুকে তাদের মুখে আহার তুলে দেওয়ারও চেষ্টা করেন। এদিকে নানাভাবে চেষ্টা চালিয়েও পার্কের ভেতর থেকে কিছুতেই কুকুরগুলোকে বাইরে বের করা সম্ভব হয়নি। কষ্ট সহ্য করেই অবলা প্রাণীগুলি রয়ে গিয়েছে সেখানে। এই অবস্থায় এমন বিজ্ঞপ্তি নিয়েই উঠেছে প্রশ্ন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পশুপ্রেমী অনির্বাণ মিত্র ও কলকাতার এক ব্লগার তথা পশু প্রেমী সুবর্ণ গোস্বামী বিষয়টিকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পশুপ্রেমীরা। পার্কের দায়িত্বে থাকা আধিকারিকের এই সিদ্ধান্তকে অমানবিক বলে চিহ্নিত করেন তাঁরা। বিষয়টি জানানো হয় মানেকা গান্ধি সহ বন দফতরের কাছে। বিষয়টি জেনে এগিয়ে আসেন আইনজীবী সোহিনী অধিকারীও। পার্কের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী বলে আখ্যা দেন তিনি। এদিকে বন দফতরের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

রুদ্রনারায়ণ রায়

Car: সল্টেলেকে এই গাড়িটি কী করে বেড়াল! সিসিটিভি-তে কী দেখা গেল, দেখুন…

কলকাতা: সল্টেলেকে নীলবাতির গাড়ি নিয়ে চুরি! গাড়িতে রয়েছে সরকারি স্টিকার। সিসি ক্যামেরা দেখে চিহ্নিত ওই গাড়ি। সল্টলেকে অভিনব কায়দায় এই চুরির ঘটনায় ধৃত ২। রবিবার উল্টোডাঙার বাসন্তী দেবী কলোনি থেকে ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করে বিমল ব্যাপারী নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আটক নীলবাতি ও সরকারি স্টিকার লাগানো গাড়িটি।