Tag Archives: Satabdi Roy

Satabdi Roy: হ্যাটট্রিক হয়ে গিয়েছে, চতুর্থ বার সাংসদ হওয়ার লড়াইয়ে বিরাট চমক শতাব্দীর

বীরভূম: একটানা ১৫ বছরের সাংসদ।একদিকে অভিনেত্রী অন্য দিকে বিদায়ী সাংসদ, বীরভূম জুড়েই তাঁর ফ্যান-ফলোয়ার শুধু নয়, ভালবাসার অসংখ্য মানুষ ছড়িয়ে ছিঁটিয়ে আছে।এমন কি, বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা তাঁর কর্মপদ্ধতির স্বচ্ছতা ও সততার ভূয়সী প্রশংসা করেন প্রকাশ্যেই।

এবার নির্বাচনী প্রচারে অভিনবত্ব আনতে লালমাটির বাসিন্দা সাধারণ তৃণমূলকর্মী ও সমর্থকদের নিয়েই ‘বীরভূমকে ভালবেসে’ নামে থিম ভিডিও তৈরি করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।এলাকার বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে পরিচিত তৃণমূল নেতা-কর্মীরাই ভিডিও- র অভিনেতা-অভিনেত্রী।তাঁরই লেখা ও গাওয়া গান, তাঁরই ভাবনা ও অভিনয়ের পাশাপাশি বলা যেতে পারে ২৫ বছরের অভিনয়ের দক্ষতা ও অভিজ্ঞতা তিনি মিশিয়ে দিয়েছেন এই থিম ভিডিওতে।

আরও পড়ুন: ‘দেশটাকেই তো জেল বানিয়ে ফেলেছেন, আপনার ধমকে ভয় পাই না!’ মোদিকে জবাব মমতার

২ মিনিট ৩৫ সেকেন্ডের এই গানের কথাগুলিও খুবই হৃদয়স্পর্শী এবং বীরভূমবাসীর আবেগ-উচ্ছ্বাস মেশানো। দিয়েছেন সুর দিয়েছেন পীযূষ।
শতাব্দী নিজেই লিখেছেন, ‘জিতব আমি, জিতব আমরা, জিতবে তৃণমূল, বীরভূম আজ দিদির সঙ্গে জিতবে তৃণমূল।’  তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এর বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে গানের মধ্যে দিয়ে।রবিবার থিম-ভিডিও প্রকাশ পেতেই তাঁর লেখা গানের কথা ছাড়িয়েছে রাজ্যের নানা প্রান্তে।প্রকাশ হওয়ার থিম সংটি কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার লাইক ও ভিউ হয়ে গিয়েছে।

শতাব্দী এই গানের শ্যুটিং করেছেন নিজের সংসদীয় কেন্দ্রের বিভিন্ন স্পটে।কখনও হুডখোলা জিপে, কখনও আদিবাসী পাড়ায় তাঁদের নাচের তালে, কখনও মিছিলে।কিন্তু নির্বাচনের আগে কেন এমন ভিডিও? বীরভূমের বিদায়ী সাংসদ এবং লোকসভা নির্বাচনের প্রার্থী শতাব্দী রায় জানালেন, ‘এখন দেশ এগোচ্ছে। মানুষ গরুর গাড়ি ছেড়ে উড়ো জাহাজ চড়ছে।লোকের হাতে হাতে স্মার্ট ফোন।এ ছাড়াও দলের একাধিক থিম সং রয়েছে।এটা তার সঙ্গে যুক্ত হল।তাই ২ মিনিট ৩৫ সেকেন্ডের একটা প্রচারের থিম ভিডিও বানালাম। যা একদম নতুন।”

প্রসঙ্গত তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, শতাব্দী রায় নির্বাচন কমিশনের কাছে ভিডিও-র স্ক্রিপ্ট ও ছবি জমা দিয়ে অনুমতি নিয়ে তবেই সেটি প্রকাশ করলেন সিউড়ির তৃণমূল ভবনে। তাঁর এই থিম সং নিয়ে উচ্ছাস দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।

সৌভিক রায়

Satabdi Roy: শতাব্দী রায়ের অ্যাকাউন্টে পড়ে মাত্র ২২৩ টাকা! বিদায়ী সাংসদ তহবিলের ১৭ কোটি কোথায় খরচ? জানুন

বীরভূম: ঠিক বিগত পাঁচ বছরের সাংসদ তহবিলে পাওয়া টাকার খতিয়ান প্রকাশ করলেন বিদায়ী সাংসদ শতাব্দী রায়। ২০০৯ সাল থেকে দীর্ঘ তিন বারের সাংসদ শতাব্দী রায়। সামনে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনে পুনরায় বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। বৃহস্পতিবার ৬ টা বেজে ৪৫ মিনিটে দীর্ঘ পাঁচ বছরের খতিয়ান প্রকাশ করেন রামপুরহাট তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত এবং বিদায়ী সাংসদের স্বামী মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়। মোট সাতটি বিধানসভার জন্য আলাদা আলাদা করে খরচের পুস্তিকা প্রকাশ করলেন।

আরও পড়ুন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, গরমের দাবদাহ থেকে মুক্তি দিতে ধেয়ে আসছে দমকা হাওয়া! বৃষ্টি নামবে এই জেলাগুলিতে

শতাব্দী জানান, “গত পাঁচ বছরে ১৭ কোটি টাকা পেয়েছি। সাত বিধানসভায় আলো, জল, রাস্তা, ড্রেন-সহ বিভিন্ন উন্নয়নের কাজের খরচ করেছি। কিন্তু আমাদের সাংসদ তহবিলের ৮ কোটি টাকা কেটে নিয়ে নিজের তহবিলে রেখেছিলেন প্রধানমন্ত্রী। সেই টাকার কী হল সেটা জানতে হবে।” বৃহস্পতিবার সন্ধেয় রামপুরহাট শহর কার্যালয়ে শতাব্দী রায় ২০১৯ থেকে ২০২৪ বছর পর্যন্ত বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, হাসন বিধানসভার জন্য আলাদা আলাদা ভাবে সাংসদ তহবিলের টাকার হিসেব তুলে ধরলেন।

আরও পড়ুন: এক মাসের জন্য চিনি খাওয়া ছেড়ে দিন, শরীরে বিপুল পরিবর্তন হবেই! ধাপে ধাপে কী হতে চলেছে জানলে চমকে যাবেন!

সব কিছু খরচ করার পর এখন তাঁর কাছে মাত্র ২২৩ টাকা পড়ে রয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত, করোনা পরিস্থিতি চলাকালীন প্রত্যেকটি সাংসদ তহবিল থেকে টাকা কেটে নিয়েছিলে কেন্দ্রীয় সরকার। প্রত্যেক বছর সাংসদরা উন্নয়নের তহবিলের জন্য পাঁচ কোটি টাকা করে পান। তবে সেই ক্ষেত্রে শতাব্দী পেয়েছিলেন ১৭ কোটি টাকা। বিদায়ী সাংসদ শতাব্দী রায় বলেন, “করোনার সময় আমার তহবিল থেকে কেটে নেওয়া ৮ কোটি টাকা।”

বিদায়ী সাংসদের এই তহবিলের খরচের নথি তুলে ধরার বিষয়টি কিছুটা হলেও দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষের, এমনটাই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। অন্যদিকে, এভাবেই ভোটের আগে সমস্ত জন প্রতিনিধিদের কাজের বিবরণ দেওয়া উচিত বলে মনে করছেন এলাকার মানুষজন।

সৌভিক রায়

Satabdi Roy: ‘স্বামী অন্য মহিলার সঙ্গে পালিয়ে গেলে…’ শতাব্দী রায়ের কথা শুনে থ সকলে! বীরভূমে বড় পরীক্ষা

সুপ্রতিম দাস, সিউড়ী: স্বামী অন্য মহিলার সঙ্গে পালিয়ে গেলেও আমার কাছে , গরু হারালেও আমার কাছে, ভোট কিন্তু এই জন্য হয় না। ভোট হয় আপনার এলাকার উন্নয়নের জন্য। বীরভূমের সিউড়ীর পুরন্দরপুরে ভোট প্রচারে এসে বললেন বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

পাশাপাশি তিনি বলেন, এমপি ফান্ডের টাকা খুব সীমিত তার মধ্যেও তিনি কাজ করেছেন। আগামী দিনে তিনিই জিতবেন বলে জানিয়েছেন। ভোট প্রচারে গিয়ে আদিবাসিদের সঙ্গে নাচও করলেন তিনি।

আরও পড়ুন: কলকাতার সবচেয়ে আজব খাবার কী জানেন! স্বাদ কেমন? দেখুন তো, এই ৫ খাবার আপনি খেয়েছেন

বিজেপি এখনও বীরভূম কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি। প্রচারও নেই। এদিকে নিবিড় জনসংযোগের পাশাপাশি পরের পর সাংগঠনিক বৈঠক করছেন শতাব্দী রায়। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ জেলা সভাপতি কেষ্ট মণ্ডল এখন তিহাড় জেলে। অনুব্রত জেলে যাওয়ার পর এই প্রথম কোনও বড় ভোট হচ্ছে জেলায়। এই অবস্থায় বীরভূমে বড় পরীক্ষা করতে চলেছে বিজেপি। গত নির্বাচনে বীরভূমে দুধকুমার মণ্ডলকে প্রার্থী করা হয়েছিল। দুধকুমার স্থানীয় নেতা। সাড়ে পাঁচ লক্ষের বেশি ভোট পেলেও দুধকুমার ৮৯ হাজার ভোটে হেরেছিলেন। অর্থাৎ ৪৫ হাজার ভোটের এদিক ওদিকের ফারাক ছিল।

বিজেপি মনে করছে, বীরভূম লোকসভায় সাড়ে ১৭ লক্ষের মতো ভোটার রয়েছেন। সেই হিসাবে ৪৫ হাজারের এদিক ওদিক বড় ব্যবধান নয়। এই অবস্থায় সদ্য পদত্যাগী আইপিএস অফিসারকে দেবাশিস ধরকে প্রার্থী করে বীরভূমে এক্সপেরিমেন্ট করতে চাইছেন শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদাররা। তবে, বীরভূম কেন্দ্রে এখনও আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।