Tag Archives: Satabdi Roy
Lok Sabha Election 2024 Results:”রাম মন্দিরের কোনও প্রভাব মানুষের মনে পড়েনি” জয়ের পর বলেন শতাব্দী
TMC Satabdi Roy Diet: তীব্র গরমের মাঝে লোকসভা নির্বাচনের ফলাফল, অভিনেত্রী-প্রার্থী শতাব্দী কী খাচ্ছেন জানেন?
বীরভূম: বীরভূমের মধ্যে মোট দুটি লোকসভা এক বীরভূম লোকসভা দুই বোলপুর লোকসভা। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় এবং বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ।বীরভূম লোকসভা কেন্দ্রর ভোট গণনা প্রক্রিয়া চলছে শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে। আবার অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা প্রক্রিয়া চলছে বোলপুর কলেজে।
তীব্র দাবদাহের মাঝেই আজ লোকসভা নির্বাচনের ফলাফল। বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৯° সেলসিয়াসের কাছাকাছি। আর এই গরমে সকাল বেলায় ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করে গেছেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এরপরে ভোট গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস এর ক্যাম্পে বসেই টিভিতে ভোট গণনা প্রক্রিয়া দেখছেন শতাব্দী রায়। আর এই গরমে সুস্থ থাকতে অভিনেত্রী শতাব্দী রায় কী খাচ্ছেন জানেন?
সকাল আটটা থেকেই ভোট গণনা প্রক্রিয়া পরিদর্শনের পর তিনি দীর্ঘ গরমে বসে রয়েছেন এবং এই গরমে ঠান্ডা লেবুর রস এবং তার সঙ্গে চালভাজা খেয়েই কাটিয়ে দিচ্ছেন।
প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছিলেন অভিনেত্রী শতাব্দী রায়৷ কখনও হুড খোলা গাড়িতে বা কখনও পায়ে হেঁটে গ্রামেগঞ্জে তিনি তাঁর প্রচারকর্ম সেরেছেন। আর সেই গরমেও প্রচার কর্ম সারতে শতাব্দী মাঝেমধ্যেই পান করতেন ডাবের জল।
শুধু তিনিই যে লেবুর শরবত পান করলেন সেটা না,তার সঙ্গে উপস্থিত তার সমস্ত কর্মী সমর্থকদের লেবুর শরবত পান করালেন। আর তাছাড়াও এই গরমে তিনি দুপুরের খাবারে পাতলা মাছের ঝোল আবার কখনও হালকা সবজি দিয়ে ভাত খেতেন।
সৌভিক রায়
Lok Sabha Election Result 2024: হ্যাটট্রিকের পরেও কুর্সি দখলে এগিয়ে শতাব্দী, অনুব্রত-গড়ে আবার উড়বে সবুজ আবির? ভোটকেন্দ্রে TMC প্রার্থী
বীরভূম: দীর্ঘ ৭ দফায় লোকসভা নির্বাচনের পর আজ ভোটের ফলাফল ঘোষণা চলছে। পশ্চিমবঙ্গে মোট ৪২টি আসন রয়েছে। সেই ৪২টি আসনের মধ্যে কে কত আসনে জয়লাভ করবে, তার প্রতীক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গবাসী।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। প্রসঙ্গত ২০০৯ সাল থেকে দীর্ঘ তিন বারের সাংসদ তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই বছর লোকসভা নির্বাচনের ফলাফলে কোন রাজনৈতিক দল জয়ী হয়, সেই দিকে তাকিয়ে রয়েছে আপামর জনগণ।
আরও পড়ুন: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকে চমকে দেওয়া ফল ইন্ডিয়া জোটের! দেখুন সরাসরি
মঙ্গলবার সকাল ৮টা থেকে বীরভূম লোকসভা কেন্দ্রে ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে বীরভূম জেলার সদর শহর সিউড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে। সকাল থেকে কড়া পুলিশি প্রহরা এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় শুরু হয়েছে ভোটের গণনা প্রক্রিয়া। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে ভোট গণনা কেন্দ্র পরিদর্শনে এলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দী রায়।
ইতিমধ্যেই ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। এবং কয়েক রাউন্ডের ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন দেখার বিষয় ভোট গণনা শেষে কোন দল শেষ হাসি হাসে।
সৌভিক রায়