Tag Archives: sharukh khan

IPL 2024 KKR Player: সর্বনাশ! KKR-এর জয়ের নায়ক পেল বড় শাস্তি! চরম ক্ষুব্ধ গাভাসকারও! কী ঘটল রাতের ইডেনে?

কলকাতা: প্রথমে রাসেলের মাসেল পাওয়ার। তারপর ক্লাসেনের ক্লাসিক হিট। শেষ পর্যন্ত শনিবার রাতে জয়ের হাসি হাসল কেকেআর। মরশুমের প্রথম ম্যাচেই ৪ রানের রুদ্ধশ্বাস জয় পেলে নাইটরা। ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং একসময় গোটা ইডেনকে স্তব্ধ করে দিয়েছিল। বিশেষ করে ২৫ কোটির স্টার্ক পুরোপুরি ফ্লপ প্রথম ম্যাচে। কিন্তু শেষ ওভারে প্রায় হারা ম্যাচ কেকেআরকে জিতিয়ে জয়ের নামক হর্ষিত রানা।
কলকাতা: প্রথমে রাসেলের মাসেল পাওয়ার। তারপর ক্লাসেনের ক্লাসিক হিট। শেষ পর্যন্ত শনিবার রাতে জয়ের হাসি হাসল কেকেআর। মরশুমের প্রথম ম্যাচেই ৪ রানের রুদ্ধশ্বাস জয় পেলে নাইটরা। ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং একসময় গোটা ইডেনকে স্তব্ধ করে দিয়েছিল। বিশেষ করে ২৫ কোটির স্টার্ক পুরোপুরি ফ্লপ প্রথম ম্যাচে। কিন্তু শেষ ওভারে প্রায় হারা ম্যাচ কেকেআরকে জিতিয়ে জয়ের নামক হর্ষিত রানা।
কিন্তু ম্যাচের শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েও শাস্তির মুখে পড়তে হল হর্ষিত রানাকে। কেকেআর বোলারের ম্যাচ ফি-র ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তাঁর বিতর্কিত আচরণের জন্য সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
কিন্তু ম্যাচের শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েও শাস্তির মুখে পড়তে হল হর্ষিত রানাকে। কেকেআর বোলারের ম্যাচ ফি-র ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তাঁর বিতর্কিত আচরণের জন্য সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
ঠিক কী ঘটেছিল? ম্যাচে প্রথমে মায়াঙ্ক এবং পরে ম্যাচের চূড়ান্ত উত্তেজনার সময় ক্লাসেনকে আউট করে মাত্রাতিরিক্ত উত্তেজনা প্রকাশ করেছিলেন হর্ষিত রানা। হায়দরাবাদের দুই ব্যাটসম্যানকেই বিদ্রুপ করেন তিনি। যা আইপিএলের আচরণবিধি সম্মত নয়। আচরণবিধির ২.৫ নম্বর ধারা লঙ্ঘন করেছেন হর্ষিত।

ঠিক কী ঘটেছিল? ম্যাচে প্রথমে মায়াঙ্ক এবং পরে ম্যাচের চূড়ান্ত উত্তেজনার সময় ক্লাসেনকে আউট করে মাত্রাতিরিক্ত উত্তেজনা প্রকাশ করেছিলেন হর্ষিত রানা। হায়দরাবাদের দুই ব্যাটসম্যানকেই বিদ্রুপ করেন তিনি। যা আইপিএলের আচরণবিধি সম্মত নয়। আচরণবিধির ২.৫ নম্বর ধারা লঙ্ঘন করেছেন হর্ষিত।
তাঁকে ‘লেভেল ১’ পর্যায়ের অপরাধে অভিযুক্ত করেছেন ম্যাচ রেফারি মনু নায়ার। ম্যাচের পরের শুনানিতে নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন রানা। প্রথম অপরাধের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ এবং দ্বিতীয় বার একই অপরাধ করার জন্য ম্যাচ ফির আরও ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। অর্থাৎ ম্যাচ ফির মোট ৬০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর। হর্ষিতের সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
তাঁকে ‘লেভেল ১’ পর্যায়ের অপরাধে অভিযুক্ত করেছেন ম্যাচ রেফারি মনু নায়ার। ম্যাচের পরের শুনানিতে নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন রানা। প্রথম অপরাধের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ এবং দ্বিতীয় বার একই অপরাধ করার জন্য ম্যাচ ফির আরও ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। অর্থাৎ ম্যাচ ফির মোট ৬০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর। হর্ষিতের সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।
ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর।
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর।
২০৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করে সানরাইজার্স হায়দরাবাদ। মারকাটারি শট খেলতে থাকেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক শর্মা। ৫ ওভারের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ষষ্ঠ ওভারে ৬০ রানে প্রথম উইকেট পড়ে সানরাইজার্সের। ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ।
২০৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করে সানরাইজার্স হায়দরাবাদ। মারকাটারি শট খেলতে থাকেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক শর্মা। ৫ ওভারের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ষষ্ঠ ওভারে ৬০ রানে প্রথম উইকেট পড়ে সানরাইজার্সের। ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ।
চাপের মুহূর্তে কেকেআর যেমন রাসেল টেনেছিলে, হায়দরাবাদের হয়ে ঠিক সেই কাজই করেন হেনরিক ক্লাসেন। বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরের জয়ের গ্রাস প্রায় কেড়েই নিয়েছিলেন তিনি। ক্লাসেনকে কিছুটা সঙ্গ দেন শাহবাজ আহমেদ। ২৫ কোটির স্টার্ক ১৯তম ওভারে চারটি ছয় দিয়ে প্রায় ম্যাচ হারিয়েই দিয়েছিলেন। ৪ ওভারে বিনা উইকেটে ৫৩ রান খরচ করেন তিনি।
চাপের মুহূর্তে কেকেআর যেমন রাসেল টেনেছিলে, হায়দরাবাদের হয়ে ঠিক সেই কাজই করেন হেনরিক ক্লাসেন। বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরের জয়ের গ্রাস প্রায় কেড়েই নিয়েছিলেন তিনি। ক্লাসেনকে কিছুটা সঙ্গ দেন শাহবাজ আহমেদ। ২৫ কোটির স্টার্ক ১৯তম ওভারে চারটি ছয় দিয়ে প্রায় ম্যাচ হারিয়েই দিয়েছিলেন। ৪ ওভারে বিনা উইকেটে ৫৩ রান খরচ করেন তিনি।
শেষ ওভারে হর্ষিত রানা ম্যাচ উইনিং ওভার করেন। ক্লাসেন ও শাহবাজ দুজনকেই আউট করেন তিনি। ২৯ বলে ৬৩ রান করে আউট হন ক্লাসেন। হতাশা নিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে সানরাইজার্স। ৪ রানে ম্যাচ জেতে কেকেআর। মরশুমের প্রথম ম্যাচ মাঠে দেখতে এসে রুদ্ধশ্বাস জয় উপহার পেলেন শাহরুখ খান।
শেষ ওভারে হর্ষিত রানা ম্যাচ উইনিং ওভার করেন। ক্লাসেন ও শাহবাজ দুজনকেই আউট করেন তিনি। ২৯ বলে ৬৩ রান করে আউট হন ক্লাসেন। হতাশা নিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে সানরাইজার্স। ৪ রানে ম্যাচ জেতে কেকেআর। মরশুমের প্রথম ম্যাচ মাঠে দেখতে এসে রুদ্ধশ্বাস জয় উপহার পেলেন শাহরুখ খান।

Shah Rukh Khan First Salary: ১০০ টাকাও ছিল না রোজগার! প্রথম সিনেমায় শাহরুখ কত পেয়েছিলেন জানেন?…জানেন এখন সম্পত্তি কত

তাঁর একের পর এক সিনেমা করে ১০০০ কোটির ব্যবসা৷ চার বছর একটানা ব্রেক নেওয়ার পরেও পর পর ব্লক বাস্টার৷ তাঁর সিনেমার জন্যই মাল্টিপ্লেক্সের জমানাতেও নতুন করে প্রাণ ফিরে পায় সিঙ্গল স্ক্রিনের সিনেমা হল৷ হলের বাইরে বসে যায় আলুর চিপস আর পপকর্নের স্টল৷ সেই শাহরুখ খানের জীবনে প্রথম পারিশ্রমিক কত ছিল জানেন? প্রথম সিনেমা করে কত টাকা পেয়েছিলেন?
তাঁর একের পর এক সিনেমা করে ১০০০ কোটির ব্যবসা৷ চার বছর একটানা ব্রেক নেওয়ার পরেও পর পর ব্লক বাস্টার৷ তাঁর সিনেমার জন্যই মাল্টিপ্লেক্সের জমানাতেও নতুন করে প্রাণ ফিরে পায় সিঙ্গল স্ক্রিনের সিনেমা হল৷ হলের বাইরে বসে যায় আলুর চিপস আর পপকর্নের স্টল৷ সেই শাহরুখ খানের জীবনে প্রথম পারিশ্রমিক কত ছিল জানেন? প্রথম সিনেমা করে কত টাকা পেয়েছিলেন?
এখনই বা সিনেমা পিছু কত টাকা নেন শাহরুখ? তাঁর মোট সম্পত্তির পরিমাণ শুনলে তো ঘুরে যাবে মাথা৷ কিন্তু, তা সত্ত্বেও শাহরুখের এই জার্নি নিঃসন্দেহেই অনুপ্রেরণা দেয়৷
এখনই বা সিনেমা পিছু কত টাকা নেন শাহরুখ? তাঁর মোট সম্পত্তির পরিমাণ শুনলে তো ঘুরে যাবে মাথা৷ কিন্তু, তা সত্ত্বেও শাহরুখের এই জার্নি নিঃসন্দেহেই অনুপ্রেরণা দেয়৷
শাহরুখ ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। কিন্তু, জীবনের প্রথম পাঁচ বছর মামারবাড়ির দাদু-দিদার সঙ্গে কাটিয়েছিলেন ম্যাঙ্গালোরে। পরে তিনি নয়া দিল্লির রাজেন্দ্রনগরে তাঁর বাবা-মায়ের বাড়িতে ফিরে আসেন। ১৯৮৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন৷ পড়াশোনা ছিল সেন্ট কলম্বাস স্কুলে।
শাহরুখ ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। কিন্তু, জীবনের প্রথম পাঁচ বছর মামারবাড়ির দাদু-দিদার সঙ্গে কাটিয়েছিলেন ম্যাঙ্গালোরে। পরে তিনি নয়া দিল্লির রাজেন্দ্রনগরে তাঁর বাবা-মায়ের বাড়িতে ফিরে আসেন। ১৯৮৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন৷ পড়াশোনা ছিল সেন্ট কলম্বাস স্কুলে।
গ্র্যাজুয়েশনের সময় থেকেই দিল্লির একটি নাট্যদল Theatre Action Group (TAG)-এর সঙ্গে যুক্ত ছিলেন৷ স্নাতক স্তরে পড়াশোনার পরে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি করেন শাহরুখ৷
গ্র্যাজুয়েশনের সময় থেকেই দিল্লির একটি নাট্যদল Theatre Action Group (TAG)-এর সঙ্গে যুক্ত ছিলেন৷ স্নাতক স্তরে পড়াশোনার পরে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি করেন শাহরুখ৷
একটি সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছিলেন, প্রথম দিকে তিনি খুব কম টাকার বিনিময়ে কাজ করতেন৷ এমনকি, একসময় তাঁকে সিনেমা হলে টিকিট বিক্রির চাকরিও নিতে হয়েছিল৷ সেই কাজে তিনি পারিশ্রমিক পেতেন মাত্র ৫০ টাকা৷
একটি সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছিলেন, প্রথম দিকে তিনি খুব কম টাকার বিনিময়ে কাজ করতেন৷ এমনকি, একসময় তাঁকে সিনেমা হলে টিকিট বিক্রির চাকরিও নিতে হয়েছিল৷ সেই কাজে তিনি পারিশ্রমিক পেতেন মাত্র ৫০ টাকা৷
ছোট পর্দায় ‘ফৌজি’ সিরিয়াল দিয়ে অভিনয়ের শুরু হলেও, বলিউডে শাহরুখ খানের ডেবিউ ফিল্ম ছিল ‘দিওয়ানা’৷ যেখানে ঋষি কপূর এবং দিব্যা ভারতীর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি৷ একটি পুরনো সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তিনি ওই সিনেমার জন্য কত টাকা পেয়েছিলেন৷
ছোট পর্দায় ‘ফৌজি’ সিরিয়াল দিয়ে অভিনয়ের শুরু হলেও, বলিউডে শাহরুখ খানের ডেবিউ ফিল্ম ছিল ‘দিওয়ানা’৷ যেখানে ঋষি কপূর এবং দিব্যা ভারতীর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি৷ একটি পুরনো সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তিনি ওই সিনেমার জন্য কত টাকা পেয়েছিলেন৷
www.zoomtventertainment.com রিপোর্ট অনুযায়ী, ‘দিওয়ানা’ সিনেমার জন্য শাহরুখকে সাইনিং অ্যামাউন্ট দেওয়া হয়েছিল মাত্র ১১ হাজার টাকা৷ সিনেমার জন্য তিনি মোট পারিশ্রমিক পেয়েছিলেন ৪ লক্ষ টাকা মতো৷ তবে, প্রতিশ্রুতি ছিল সিনেমা ১০০ দিনের বেশি চললে আরও ১ লাখ টাকা পাবেন৷ কিন্তু, সুপার ডুপার হিট হওয়া সত্ত্বেও সেই টাকা তিনি পাননি৷
www.zoomtventertainment.com রিপোর্ট অনুযায়ী, ‘দিওয়ানা’ সিনেমার জন্য শাহরুখকে সাইনিং অ্যামাউন্ট দেওয়া হয়েছিল মাত্র ১১ হাজার টাকা৷ সিনেমার জন্য তিনি মোট পারিশ্রমিক পেয়েছিলেন ৪ লক্ষ টাকা মতো৷ তবে, প্রতিশ্রুতি ছিল সিনেমা ১০০ দিনের বেশি চললে আরও ১ লাখ টাকা পাবেন৷ কিন্তু, সুপার ডুপার হিট হওয়া সত্ত্বেও সেই টাকা তিনি পাননি৷
এখানেই শেষ নয়, ওই সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন রাজু বন গয়া জেন্টিলম্যানের জন্য মাত্র ২৫ হাজার টাকা পেয়েছিলেন তিনি৷
এখানেই শেষ নয়, ওই সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন রাজু বন গয়া জেন্টিলম্যানের জন্য মাত্র ২৫ হাজার টাকা পেয়েছিলেন তিনি৷
এখন শুনলে অবাক হবেন, সেই শাহরুখ যিনি এক সময় একটি সিনেমার জন্য মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, তিনি এখন প্রতি সিনেমা পিছু, ১০০-১৫০ কোটি টাকা নেন৷ ‘পাঠান’ সিনেমার ক্ষেত্রে তিনি লভ্যাংশের ৬০ শতাংশ পারিশ্রমিক নিয়েছিলেন৷
এখন শুনলে অবাক হবেন, সেই শাহরুখ যিনি এক সময় একটি সিনেমার জন্য মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, তিনি এখন প্রতি সিনেমা পিছু, ১০০-১৫০ কোটি টাকা নেন৷ ‘পাঠান’ সিনেমার ক্ষেত্রে তিনি লভ্যাংশের ৬০ শতাংশ পারিশ্রমিক নিয়েছিলেন৷
শুধু তাই নয়, বর্তমানে পৃথিবীর চতুর্থতম ধনী অভিনেতা হলেন শাহরুখ৷ বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬,৩০০ কোটি টাকা৷
শুধু তাই নয়, বর্তমানে পৃথিবীর চতুর্থতম ধনী অভিনেতা হলেন শাহরুখ৷ বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬,৩০০ কোটি টাকা৷

Viral Video: আমেরিকার নাবিকরা গাইলেন ‘স্বদেশ’ ছবির গান ! ধন্যবাদ জানালেন শাহরুখ খান !

#মুম্বই: ভারতীয় ছবির গান যদি আমেরিকার নাবিকরা গায়, তবে মনটা খুশি হয়ে যায় বইকি। দেশের জন্য গর্ব যেমন হয়, তেমন মনে হয় ভারতীয় সিনেমা সর্ব মহলে সমাদৃত। যদিও ভারতীয় সিনেমা আর্টিস্টরা এখন বলিউড ছাড়িয়ে হলিউডেও কাজ করছেন। তাঁদের মধ্যে অন্যতম অবশ্যই প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘স্বদেশ’ সিনেমাটি। শাহরুখ খান অভিনীত এই ছবিটি সে সময় বক্স অফিস কাঁপাতে না পারলেও, দেশ বিদেশে প্রশংসা পেয়েছিল। পুরস্কার ছিনিয়ে নিয়েছিল। এই ছবিরই একটি জনপ্রিয় গান , ‘ ইয়ে যো দেশ হ্যায় তেরা’ সে সময় মানুষের মন জয় করেছিল। তবে এই গান এতগুলো বছর পেরিয়ে ২০২১-এও মানুষের মনে সমান জায়গা নিয়ে আছে।

শুধু দেশ নয় আমেরিকার মাটিতেও এই গান মানুষের মনে গেঁথে আছে। আর তাই তো অমেরিকার নেভির নাবিকরা এই গান গাইলেন একটি অনুষ্ঠানে। ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন তরণজিৎ সিং সাধু। তিনি জানিয়েছেন, US Chief of Naval Operations-এর একটি নৈশ ভোজে চারজন নাবিক এই গান গাইলেন। তাঁরা শুধু ভারতকে সম্মান করেছেন তাই নয়। এই গান বুঝিয়েছে একতা কাকে বলে। মানুষ গানে কোনও ভেদাভেদ করে না। গান দিয়েই বিশ্ব জয় করা যায়। আর তাই এ আর রহমানের এই গান জয় করে নিয়েছে সেখানকার মানুষের মনও।

তবে শাহরুখ খান এই ভিডিও দেখে আর চুপ থাকতে পারেননি। তিনিও ট্যুইট করে তরণজিৎ সিং সাধুকে ধন্যবাদ জানান। ইউএস নেভিকে ধন্যবাদ জানান। শাহরুখ লেখেন, ” ধন্যবাদ স্যর এই ভিডিও শেয়ার করার জন্য।” তিনি নস্টালজিক হয়ে পড়ছেন সে কথাও লেখেন। আশুতোষ গোয়ারিকরকেও ধন্যবাদ জানান এই ছবি তৈরির জন্য। ভিডিওটি দেখা মাত্রই বহু মানুষ প্রশংসা করেছেন।