Tag Archives: shatabdi roy

TMC Leader Anubrata Mandal bail: বীরভূমে ফিরছেন অনুব্রত! উৎসাহিত কাজল শেখ থেকে সাংসদ শতাব্দী রায়

বীরভূম: “কেষ্টদা ফেরা মানে সংগঠন উপকৃত হবে। তাঁর মতো জেলার প্রতিটি ব্লক, অঞ্চল, অলিগলি আর কে চেনেন! মনে রাখবেন, পুরনো চাল ভাতে বাড়ে”, অনুব্রতের ফেরা প্রসঙ্গে প্রতিক্রিয়ায় এই কথাই বলছেন বীরভূমের আর এক নেতা কাজল শেখ। যদিও অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরে, শাসক দলের শীর্ষ নেতৃত্ব যে কোর কমিটি গঠন করেছিল, তার সঙ্গে থেকে কাজ করেছেন কাজল শেখ। নানুরের কাজলকে জেলা সভাধিপতি করা হয়েছে। লোকসভা ভোটেও তাঁকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে শাসক দল।

আরও পড়ুন: বকখালির হোটেল যেন ‘নোংরামির’ আস্তানা! ধৃত ৫, লজ্জায় মাথা হেঁট সকলের

বীরভূমের চার বারের সাংসদ শতাব্দী রায় বলছেন, ‘‘কেষ্টদার সংগঠনে ফিরে কাজ করতে কোনও অসুবিধাই হবে না। কারণ, তাঁর পদ যায়নি। আর তিনি দীর্ঘ দিন ধরে সংগঠন করেছেন। জেলাটা চেনেন।’’ প্রসঙ্গত, ২০১৩ সালের পঞ্চায়েত থেকে ২০২২ সালের পুরসভা— বীরভূমের সব নির্বাচনেই বীরভূমের দুর্গরক্ষার ভার নিতেন অনুব্রত। তাঁর ‘ভোট করানোর’ ধরন নিয়ে বিরোধীরা লাগাতার অভিযোগ জানিয়ে এসেছেন। এমনকি নির্বাচন কমিশন তাকে গৃহবন্দিও করেছিল এক সময়, কিন্তু তৃণমূলের সাফল্য আটকানো যায়নি।

আরও পড়ুন: রান্নার তেলেই লুকিয়ে বিপদ! হার্ট ভাল রাখতে খাবারে এই ৫ তেল একদম ব্যবহার করবেন না

২০২৩ সালের পঞ্চায়েত এবং ২০২৪ সালের লোকসভা ভোটে বীরভূমে তৃণমূলের জয় পেতে অসুবিধা হয়নি। যদিও ওই দুই ভোটের সময়েই অনুব্রত জেলবন্দি ছিলেন। অবশ্য পাশাপাশি অনেকের দাবি, ব্লক এবং অঞ্চল স্তরে অনুব্রত যে ভাবে সংগঠন সাজিয়ে দিয়েছিলেন, তার উপর ভর করেই ভোটের বীরভূমে সাফল্য পেয়েছে তৃণমূল।

অনুব্রতকে ‘বাঘ’ বলে সম্বোধন করেছেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘বাঘ বাঘই থাকে। বাঘ খাঁচার ভিতরে থাকলে শেয়াল, হায়নারা বাইরে থেকে হুঙ্কার দেয়। আর বাইরে বেরোলে তারা পালিয়ে যায়।’’ এর আগে গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পরেও বীরভূমে এসে তাঁকে ‘বাঘ’ বলে সম্বোধন করেছিলেন ফিরহাদ হাকিম। আপাতত বীরভূমে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতারা ব্যস্ত হয়ে পড়েছেন ‘কেষ্টদার’ ফেরার জন্য। আগামী কয়েকদিনেই স্পষ্ট হয়ে যাবে বীরভূমের রাজনীতিতে অনুব্রতর ভূমিকা কী হতে চলেছে।

TMC: সাতসকালে পুজো দিলেন মা তারার মন্দিরে, বীরভূমের আনাচকানাচে দাপিয়ে বেড়াচ্ছেন শতাব্দী

বীরভূম: চতুর্থ দফায় লোকসভা নির্বাচন বীরভূমে সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সূর্যের আলো ফুটতে না ফুটতেই লম্বা লাইন বিভিন্ন ভোটকেন্দ্রে। বীরভূমের মধ্যে অবস্থিত মোট দুটি লোকসভা এক বীরভূম লোকসভা অন্যটি বোলপুর লোকসভা। ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে সকাল সাতটা থেকে চলবে সন্ধে ছ’টা পর্যন্ত। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ।

বীরভূম লোকসভা কেন্দ্রে মোট বুথ সংখ্যা ১৯৪৩, মোট কেন্দ্রীয় বাহিনী ১৩১ কোম্পানির, মোট রাজ্য পুলিশ ৬১৭২ জন, নাকা পয়েন্ট ৯৪টি, স্পর্শকাতর সংখ্যা ৪০৭ ক্যামেরা এবং ওয়েব কাস্টিং ১৯৪৩ বুথে। দায়িত্বে রয়েছেন সাধারণ পর্যবেক্ষক রবিকান্ত, পুলিশ পর্যবেক্ষক বিজয় সিং। মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৩৪ হাজার ১৪ জন। মোট প্রার্থী ১২ জন।

আরও পড়ুনঃ সোমবার কোন কোন জেলায় ঝড়বৃষ্টি? মঙ্গল থেকে বাড়বে তাপমাত্রা! ফের তাপপ্রবাহ বাংলায়? লেটেস্ট আপডেট

অন্যদিকে, বোলপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৩৯ হাজার ২৩৪ জন। মোট প্রার্থী ৮ জন। বিধানসভার সংখ্যা সাতটি কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর। মোট বুথ সংখ্যা ১৯৩৯ টি, মোট কেন্দ্রীয় বাহিনী ৬৫ কোম্পানি মোট রাজ্য পুলিশ ৩০৮৬ নাকা পয়েন্ট ১৪টি, স্পর্শকাতর বুথ ৬৪০টি। ক্যামেরা এবং ওয়েবকাস্টিং প্রায় সমস্ত বুথে। দায়িত্বে রয়েছেন সাধারণ পর্যবেক্ষক রাজেন্দ্র ভারুড, পুলিশ পর্যবেক্ষক বিজয় সিং।

এ দিন সকালে মা তারার মন্দিরে পুজো দেওয়ার পরেই রামপুরহাটের নিজের ফ্ল্যাট থেকে বেরোলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। আর এরপরই তিনি প্রত্যেক বুথে বুথে গিয়ে পরিদর্শন করেন ঠিকঠাক ভাবে ভোট প্রক্রিয়া চলছে কিনা। পাশাপাশি বিভিন্ন লোকজনদের সঙ্গে কথা বলেন।

সৌভিক রায়