Tag Archives: Shivaratri

Mahashivratri 2024: তেল, ঘি নাকি কর্পূর? মহাদেবের পুজোয় কী দিয়ে জ্বালাবেন প্রদীপ? জেনে নিন সঠিক নিয়ম

মহাশিবরাত্রির দিন ভক্তরা শিবের পুজো করবেন। এইদিনে মহাদেবের পুজোর বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। সঠিক নিয়ম মেনেই অবশ‍্যই পুজো করা উচিত।
মহাশিবরাত্রির দিন ভক্তরা শিবের পুজো করবেন। এইদিনে মহাদেবের পুজোর বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। সঠিক নিয়ম মেনেই অবশ‍্যই পুজো করা উচিত।
পুজোর সময় প্রদীপ জ্বালাবার কথা মোটামুটি সকলেই জানেন। কিন্তু প্রদীপ তো বিভিন্নভাবে জ্বালা যায়। অনেকে প্রদীপ জ্বালাতে তেল ব‍্যবহার করেন। কেউ ঘি দিয়ে প্রদীপ জ্বালান।
পুজোর সময় প্রদীপ জ্বালাবার কথা মোটামুটি সকলেই জানেন। কিন্তু প্রদীপ তো বিভিন্নভাবে জ্বালা যায়। অনেকে প্রদীপ জ্বালাতে তেল ব‍্যবহার করেন। কেউ ঘি দিয়ে প্রদীপ জ্বালান।
আবার কর্পূর দিয়েও দ্বীপ জ্বালানো যায়। শিবরাত্রিতে শিবের পুজোর সময় কী ব‍্যবহার করে প্রদীপ জ্বালানো উচিত
আবার কর্পূর দিয়েও দ্বীপ জ্বালানো যায়। শিবরাত্রিতে শিবের পুজোর সময় কী ব‍্যবহার করে প্রদীপ জ্বালানো উচিত
তিরুপতির জ্যোতিষী ডঃ কৃষ্ণ কুমার ভার্গব জানালেন, প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম রয়েছে। মহাশিবরাত্রির দিন মহাদেবের পুজোর সময় কী দিয়ে প্রদীপ জ্বালানো উচিত।
তিরুপতির জ্যোতিষী ডঃ কৃষ্ণ কুমার ভার্গব জানালেন, প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম রয়েছে। মহাশিবরাত্রির দিন মহাদেবের পুজোর সময় কী দিয়ে প্রদীপ জ্বালানো উচিত।
জ‍্যোতিষাচার্যের মতে, মহাদেবের পুজোয় সরষের তেল, ঘি অথবা কর্পূর। যে কোনও একটি জিনিস দিয়েই প্রদীপ জ্বালানো যেতে পারে। এর কোনও কড়াকড়ি বিধি নেই। তবে আরতির সময় অন‍্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।
জ‍্যোতিষাচার্যের মতে, মহাদেবের পুজোয় সরষের তেল, ঘি অথবা কর্পূর। যে কোনও একটি জিনিস দিয়েই প্রদীপ জ্বালানো যেতে পারে। এর কোনও কড়াকড়ি বিধি নেই। তবে আরতির সময় অন‍্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।
মহাদেবের পুজোর কিছু নিয়ম আছে, যা মেনে চলা আবশ্যক। প্রথম নিয়ম হল আরতির সময় শঙ্খ ব্যবহার করা উচিত নয়।
মহাদেবের পুজোর কিছু নিয়ম আছে, যা মেনে চলা আবশ্যক। প্রথম নিয়ম হল আরতির সময় শঙ্খ ব্যবহার করা উচিত নয়।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।

Mahashivratri 2024: শিবরাত্রিতে মনবাঞ্ছা পূরণ! মহাদেবকে নিবেদন করুন ‘এই’ ৪ জিনিস! রকেটের গতিতে হবে উন্নতি

মহাশিবরাত্রির উত্সব সারা দেশে ধুমধাম করে উদযাপিত হয়। এই দিনে ভোলেনাথের ভক্তরা শিব মন্দিরে আসেন তাঁর পুজো করতে। এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর পুজো করা হয়।
মহাশিবরাত্রির উত্সব সারা দেশে ধুমধাম করে উদযাপিত হয়। এই দিনে ভোলেনাথের ভক্তরা শিব মন্দিরে আসেন তাঁর পুজো করতে। এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর পুজো করা হয়।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে খুশি করার জন্য কিছু কাজ করা যেতে পারে। শিবের আশীর্বাদ আপনার ও পরিবারের উপর থাকবে। কী কী জিনিস দিলে মহাদেব খুশি হবেন দেখে নিন-
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে খুশি করার জন্য কিছু কাজ করা যেতে পারে। শিবের আশীর্বাদ আপনার ও পরিবারের উপর থাকবে। কী কী জিনিস দিলে মহাদেব খুশি হবেন দেখে নিন-
বেলপাতা-ভগবান শিব বেলপাতা ভালবাসেন। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে বেল পাতা নিবেদন করলে ভগবান শিব দ্রুত প্রসন্ন হন। এটি করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়।
বেলপাতা-ভগবান শিব বেলপাতা ভালবাসেন। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে বেল পাতা নিবেদন করলে ভগবান শিব দ্রুত প্রসন্ন হন। এটি করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়।
ধুতরা-ভগবান ভোলেনাথকে নিবেদিত জিনিসগুলির মধ্যে একটি হল ধুতরা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির দিন  ধুতরা দেওয়া খুবই শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়, তবে ধতুরা হল একমাত্র গাছ যা ঘরে লাগালে সুখ, সমৃদ্ধি আসে এবং বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি পায়।
ধুতরা-ভগবান ভোলেনাথকে নিবেদিত জিনিসগুলির মধ্যে একটি হল ধুতরা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির দিন ধুতরা দেওয়া খুবই শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়, তবে ধতুরা হল একমাত্র গাছ যা ঘরে লাগালে সুখ, সমৃদ্ধি আসে এবং বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি পায়।
দুধ- ভগবান শিব দুধ খুব ভালবাসেন। তাই তাঁকে দুধ দিয়ে স্নান করালে তিনি প্রসন্ন হবেন। তাহলে জীবনে কোনও সমস‍্যা থাকবে না।
দুধ- ভগবান শিব দুধ খুব ভালবাসেন। তাই তাঁকে দুধ দিয়ে স্নান করালে তিনি প্রসন্ন হবেন। তাহলে জীবনে কোনও সমস‍্যা থাকবে না।
জাফরান- জাফরান দিয়ে মহাদেবকে তিলক দিলে সব নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এটিকে খুবই শুভ বলে মনে করা হয়। (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
জাফরান- জাফরান দিয়ে মহাদেবকে তিলক দিলে সব নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এটিকে খুবই শুভ বলে মনে করা হয়। (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)

Mahashivratri 2024: শিবরাত্রিতে জলাভিষেকের সঠিক নিয়ম জানেন? সমস্ত বাধা বিপত্তি নিমেষেই দূর হবে

আর মাত্র কয়েকদিন তারপরই শিবরাত্রি। মহাদেবের পুজোতে জলাভিষেক করেন। কিন্তু শিবলিঙ্গে জল ঢালার নির্দিষ্ট কিছু বিধি রয়েছে।
মাত্র কয়েকদিন তারপরই শিবরাত্রি। মহাদেবের পুজোতে বহু ভক্তরাই জলাভিষেক করেন। কিন্তু শিবলিঙ্গে জল ঢালার নির্দিষ্ট কিছু বিধি রয়েছে।
বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান, মহাদেবের আরাধনা করে তাঁকে তুষ্ট করতে এই মহা শিবরাত্রিতে সঠিক উপায়ে শিবলিঙ্গে জল ঢালুন।
বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান, মহাদেবের আরাধনা করে তাঁকে তুষ্ট করতে এই মহা শিবরাত্রিতে সঠিক উপায়ে শিবলিঙ্গে জলাভিষেক করুনপ্রথমত শিবলিঙ্গে জল ঢালার সময় কখওনই পূর্ব দিকে মুখ করে বসবেন না। পূর্ব দিকে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয় তাই আপনি পূর্ব দিকে মুখ করে থাকলে তা মহাদেবের পথে বাধার সৃষ্টি করতে পারে। খেয়াল রাখতে হবে শিবলিঙ্গে জল ঢালার সময় যিনি ঢালছেন তাঁর মুখ যেন উত্তর দিকে থাকে।

প্রথমত শিবলিঙ্গে জল ঢালার সময় কখওনই পূর্ব দিকে মুখ করে বসবেন না। পূর্ব দিকে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয় তাই আপনি পূর্ব দিকে মুখ করে থাকলে তা মহাদেবের পথে বাধার সৃষ্টি করতে পারে। খেয়াল রাখতে হবে শিবলিঙ্গে জল ঢালার সময় যিনি ঢালছেন তাঁর মুখ যেন উত্তর দিকে থাকে।

এছাড়া স্টিলের পাত্রে মহাদেবকে জল অর্পণ করবেন না। তামার কলস কিম্বা রুপো বা ব্রোঞ্জের পাত্রে শিবলিঙ্গে জল ঢালতে পারেন।
এছাড়া স্টিলের পাত্রে মহাদেবকে জল অর্পণ করবেন না। তামার কলস কিম্বা রুপো বা ব্রোঞ্জের পাত্রে শিবলিঙ্গে জল ঢালতে পারেন।
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না। মহাদেবের রুদ্রাভিষেক করার সময় দাঁড়িয়ে থাকা একদমই উচিত নয়।

দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না। মহাদেবের রুদ্রাভিষেক করার সময় দাঁড়িয়ে থাকা একদমই উচিত নয়।
এছাড়া অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন আর আপনার বাম হাত আপনার ডান হাতকে স্পর্শ করে থাকবে। জল ঢালার সময় "ওম নমঃ শিবায়" এই মন্ত্রটি জপ করবেন।

এছাড়া অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন আর আপনার বাম হাত আপনার ডান হাতকে স্পর্শ করে থাকবে। জল ঢালার সময় “ওম নমঃ শিবায়” এই মন্ত্রটি জপ করবেন।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)

Mahashivrtari 2024: শিবরাত্রিতে রাশি অনুযায়ী ধারণ করুন রুদ্রাক্ষ! মহাদেবের কৃপায় হবে সৌভাগ‍্য লাভ! কেটে যাবে সমস্ত বাধা

জ‍্যোতিষশাস্ত্রে রুদ্রাক্ষের বিশেষ ভূমিকা রয়েছে। জ্যোতিষী পঙ্কজ পাঠকের মতে রুদ্রাক্ষ পরলে শিবের আশির্বাদ পাওয়া যায়। কিন্তু যেমন তেমন ভাবে পরলে হবে না। রুদ্রাক্ষ পরতে হবে সঠিক নিয়ম মেনে। রুদ্রাক্ষের উপকারীতা পেতে রাশি অনুযায়ী বেছে নিতে হবে রুদ্রাক্ষ।
জ‍্যোতিষশাস্ত্রে রুদ্রাক্ষের বিশেষ ভূমিকা রয়েছে। জ্যোতিষী পঙ্কজ পাঠকের মতে রুদ্রাক্ষ পরলে শিবের আশির্বাদ পাওয়া যায়। কিন্তু যেমন তেমন ভাবে পরলে হবে না। রুদ্রাক্ষ পরতে হবে সঠিক নিয়ম মেনে। রুদ্রাক্ষের উপকারীতা পেতে রাশি অনুযায়ী বেছে নিতে হবে রুদ্রাক্ষ।
পাহাড়ে রুদ্রাক্ষ গাছ দেখা যায়। যার মধ্যে রুদ্রাক্ষ আসলে গাছের ফল। বিভিন্ন মুখী রুদ্রাক্ষ পাওয়া যায়। এক মুখী, তিন মুখী, পাঁচ মুখী। এমন বিভিন্ন ধরণের রুদ্রাক্ষ পাওয়া যায়। কিন্তু সব ধরণের রুদ্রাক্ষ সকলের জন‍্য নয়।
পাহাড়ে রুদ্রাক্ষ গাছ দেখা যায়। যার মধ্যে রুদ্রাক্ষ আসলে গাছের ফল। বিভিন্ন মুখী রুদ্রাক্ষ পাওয়া যায়। এক মুখী, তিন মুখী, পাঁচ মুখী। এমন বিভিন্ন ধরণের রুদ্রাক্ষ পাওয়া যায়। কিন্তু সব ধরণের রুদ্রাক্ষ সকলের জন‍্য নয়।
জ্যোতিষ পণ্ডিত পঙ্কজ পাঠক বিস্তারিত ভাবে জানালেন রাশি অনুসারে কোন রুদ্রাক্ষ পরা উচিত। পাশাপাশি তিনি এও জানালেন রুদ্রাক্ষ ধারণ করলে ধন, জ্ঞান, স্বাস্থ্য, সম্পত্তি, সমৃদ্ধি, দীর্ঘায়ু, শত্রুদের বিরুদ্ধে জয়, রোগ ও পাপ থেকে মুক্তির পাশাপাশি সৌভাগ্যও লাভ হয়।
জ্যোতিষ পণ্ডিত পঙ্কজ পাঠক বিস্তারিত ভাবে জানালেন রাশি অনুসারে কোন রুদ্রাক্ষ পরা উচিত। পাশাপাশি তিনি এও জানালেন রুদ্রাক্ষ ধারণ করলে ধন, জ্ঞান, স্বাস্থ্য, সম্পত্তি, সমৃদ্ধি, দীর্ঘায়ু, শত্রুদের বিরুদ্ধে জয়, রোগ ও পাপ থেকে মুক্তির পাশাপাশি সৌভাগ্যও লাভ হয়।
মেষ: মেষ রাশির জাতকদের তিন মুখী রুদ্রাক্ষ পরা উচিত বলেই জানালেন জ্যোতিষ পণ্ডিত।
মেষ: মেষ রাশির জাতকদের তিন মুখী রুদ্রাক্ষ পরা উচিত বলেই জানালেন জ্যোতিষ পণ্ডিত।
বৃষ রাশি: পণ্ডিত পঙ্কজ পাঠকের মতে, বৃষ রাশির জাতক জাতিকাদের ছয়মুখী ও দশমুখী রুদ্রাক্ষ পরা উচিত

বৃষ রাশি: পণ্ডিত পঙ্কজ পাঠকের মতে, বৃষ রাশির জাতক জাতিকাদের ছয়মুখী ও দশমুখী রুদ্রাক্ষ পরা উচিত
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য চার মুখী বা এগারো মুখী রুদ্রাক্ষ পরিধান করা শুভ হবে বলেই মত তাঁর।

মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য চার মুখী বা এগারো মুখী রুদ্রাক্ষ পরিধান করা শুভ হবে বলেই মত তাঁর।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকাদের চার মুখী রুদ্রাক্ষ পরা উচিত। এছাড়াও এই রাশির জাতকরা গৌরীশঙ্কর রুদ্রাক্ষও পরতে পারেন।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকাদের চার মুখী রুদ্রাক্ষ পরা উচিত। এছাড়াও এই রাশির জাতকরা গৌরীশঙ্কর রুদ্রাক্ষও পরতে পারেন।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের পঞ্চমুখী রুদ্রাক্ষ পরা উচিত। এটি পরিধান করলে সিংহ রাশির জাতক জাতিকাদের ধন-সম্পদ লাভ করার সম্ভাবনা বাড়বে।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের পঞ্চমুখী রুদ্রাক্ষ পরা উচিত। এটি পরিধান করলে সিংহ রাশির জাতক জাতিকাদের ধন-সম্পদ লাভ করার সম্ভাবনা বাড়বে।
কন‍্যা রাশি: গৌরী শঙ্কর রুদ্রাক্ষ পরা কন্যা রাশির জাতকদের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি তুলা রাশির জাতকদের জন্য সাতমুখী ও গণেশ রুদ্রাক্ষ পরা খুবই শুভ।
কন‍্যা রাশি: গৌরী শঙ্কর রুদ্রাক্ষ পরা কন্যা রাশির জাতকদের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি তুলা রাশির জাতকদের জন্য সাতমুখী ও গণেশ রুদ্রাক্ষ পরা খুবই শুভ।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা বলি, তাহলে তার ইচ্ছা পূরণের জন্য আট মুখী এবং তেরো মুখী রুদ্রাক্ষ পরা উচিত। ধনু রাশির জাতকদের জন্য নয় মুখী বা এক মুখী রুদ্রাক্ষ পরা উত্তম। এর পাশাপাশি মকর রাশির জাতকদের জন্য দশমুখী ও তেরোমুখী রুদ্রাক্ষ পরা উপকারী।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা বলি, তাহলে তার ইচ্ছা পূরণের জন্য আট মুখী এবং তেরো মুখী রুদ্রাক্ষ পরা উচিত। ধনু রাশির জাতকদের জন্য নয় মুখী বা এক মুখী রুদ্রাক্ষ পরা উত্তম। এর পাশাপাশি মকর রাশির জাতকদের জন্য দশমুখী ও তেরোমুখী রুদ্রাক্ষ পরা উপকারী।
কুম্ভ রাশির ব্যক্তির সাফল্য পেতে সাত মুখী রুদ্রাক্ষ পরিধান করা উচিত এবং মীন রাশির ব্যক্তির জন্য এক মুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফল প্রদানকারী বলে মনে করা হয়।
কুম্ভ রাশির ব্যক্তির সাফল্য পেতে সাত মুখী রুদ্রাক্ষ পরিধান করা উচিত এবং মীন রাশির ব্যক্তির জন্য এক মুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফল প্রদানকারী বলে মনে করা হয়।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।

Mahashivratri 2024: ধুতরা, আকন্দ.. কোন ফুলে পুজো করবেন শিবের? শিবরাত্রির আগে জেনে নিন সঠিক উত্তর, মিলবে কৃপা

কিছুদিন পরেই শিবরাত্রি। শাস্ত্রমতে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এইদিন মহাদেবের পূজা করবেন ভক্তরা। কিন্তু জানেন কী মহাদেবের পুজোয় ফুল দেওয়া উচিত?
কিছুদিন পরেই শিবরাত্রি। শাস্ত্রমতে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এইদিন মহাদেবের পূজা করবেন ভক্তরা। কিন্তু জানেন কী মহাদেবের পুজোয় ফুল দেওয়া উচিত?
নিষ্ঠাভরে এদিন শিবের পুজো করবেন ভক্তরা। কিন্তু পুজোয় মানতে হবে কিছু নিয়ম। রয়েছে বিধিনিষেধ। জেনে নিন কোন ফুলে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হবে। পাশপাশি কোন ফুল কখনও দেওয়া উচিত নয়।
নিষ্ঠাভরে এদিন শিবের পুজো করবেন ভক্তরা। কিন্তু পুজোয় মানতে হবে কিছু নিয়ম। রয়েছে বিধিনিষেধ। জেনে নিন কোন ফুলে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হবে। পাশপাশি কোন ফুল কখনও দেওয়া উচিত নয়।
দিল্লি নিবাসী জ‍্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্যে জানালেন শিবপূজায় কোন ফুল ব‍্যবহার করা উচিত। সেইসঙ্গে তিনি এও জানালেন কোন ফুল দেওয়া একেবারে অনুচিত।
দিল্লি নিবাসী জ‍্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্যে জানালেন শিবপূজায় কোন ফুল ব‍্যবহার করা উচিত। সেইসঙ্গে তিনি এও জানালেন কোন ফুল দেওয়া একেবারে অনুচিত।
ধুতুরা: জ‍্যোতিষপণ্ডিত জানালেন মহাদেবের পূজায় ধুতরা ফুলের ব‍্যবহার করা শুভ।

ধুতুরা: জ‍্যোতিষপণ্ডিত জানালেন মহাদেবের পূজায় ধুতরা ফুলের ব‍্যবহার করা শুভ।
আকন্দ ফুল: মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে লাল বা সাদা আকন্দ ফুল অর্পণ করতে পারেন। এই ফুল শিবপূজার জন‍্য অত‍্যন্ত পবিত্র।
আকন্দ ফুল: মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে লাল বা সাদা আকন্দ ফুল অর্পণ করতে পারেন। এই ফুল শিবপূজার জন‍্য অত‍্যন্ত পবিত্র।
কলকে ফুল: জ‍্যোতিষপণ্ডিত জানালেন শিবের পূজায় কখনওই ব‍্যবহার করা উচিত নয় কলকে ফুল। এই ফুলের ব‍্যবহার করতে বারণ করেন তিনি।
কলকে ফুল: জ‍্যোতিষপণ্ডিত জানালেন শিবের পূজায় কখনওই ব‍্যবহার করা উচিত নয় কলকে ফুল। এই ফুলের ব‍্যবহার করতে বারণ করেন তিনি।
কেতকী: গ্রাম বাংলার অতি পরিচিত একটি ফুল কেতকী। তবে সুগন্ধি এই ফুল কখনওই পুজোয় ব‍্যবহার করা উচিত নয়।

কেতকী: গ্রাম বাংলার অতি পরিচিত একটি ফুল কেতকী। তবে সুগন্ধি এই ফুল কখনওই পুজোয় ব‍্যবহার করা উচিত নয়।
বেলপাতা কেমন হওয়া উচিত- জ‍্যোতিষী পণ্ডিত জানালেন মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে বেলপাতা নিবেদন করা উচিত। এই বেলপাতা কোথাও ভাঙা, ছেঁড়া বা খণ্ডিত হওয়া উচিত নয়। বেলপাতা সর্বদা একটি মসৃণ পৃষ্ঠে দেওয়া উচিত। আপনি ভগবান শিবকে দেওয়া বেলপাতা ধুয়ে পুনরায় ব্যবহার করতে পারেন।

বেলপাতা কেমন হওয়া উচিত- জ‍্যোতিষী পণ্ডিত জানালেন মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে বেলপাতা নিবেদন করা উচিত। এই বেলপাতা কোথাও ভাঙা, ছেঁড়া বা খণ্ডিত হওয়া উচিত নয়। বেলপাতা সর্বদা একটি মসৃণ পৃষ্ঠে দেওয়া উচিত। আপনি ভগবান শিবকে দেওয়া বেলপাতা ধুয়ে পুনরায় ব্যবহার করতে পারেন।
তুলসী পাতা- ভোলেনাথের পূজা করার সময় ভুল করেও তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। জানালেন জ‍্যোতিষাচার্য

তুলসী পাতা- ভোলেনাথের পূজা করার সময় ভুল করেও তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। জানালেন জ‍্যোতিষাচার্য
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।

Mahashivratri 2024: ভুলেও শিবপূজার সময় করবেন না এইসব কাজ, দেবেন না এইসব ফুল! শিবরাত্রির আগেই সাবধান করলেন বিশেষজ্ঞ

সামনেই মহা শিবরাত্রি। শাস্ত্রমতে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। অতি পবিত্র দিন শিবরাত্রি। ওই দিন ভক্তরা মহাদেবের পুজো করবেন। কিন্তু শিবপূজা করতে গিয়ে অনেকেই না জেনে বেশ কিছু ভুল ত্রুটি করে বসেন। জ‍্যোতিষ পণ্ডিত সাবধান করলেন সেই ভুলগুলি সম্পর্কে। সেই সঙ্গে জানালেন, সঠিক নিয়ম মেনে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হবেন।
সামনেই মহা শিবরাত্রি। শাস্ত্রমতে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। অতি পবিত্র দিন শিবরাত্রি। ওই দিন ভক্তরা মহাদেবের পুজো করবেন। কিন্তু শিবপূজা করতে গিয়ে অনেকেই না জেনে বেশ কিছু ভুল ত্রুটি করে বসেন। জ‍্যোতিষ পণ্ডিত সাবধান করলেন সেই ভুলগুলি সম্পর্কে। সেই সঙ্গে জানালেন, সঠিক নিয়ম মেনে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হবেন।
দিল্লি নিবাসী জ‍্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্যে জানালেন শিবপূজার রীতিনীতি সম্বন্ধে। মহাদেবের পূজার সময় কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়, তা জানালেন জ‍্যোতিষী। বেলপাতা কেমন হওয়া উচিত থেকে শিবলিঙ্গের পরিক্রমা, সমস্ত বিষয়েই বিস্তারিত ভাবে জানালেন তিনি।
দিল্লি নিবাসী জ‍্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্যে জানালেন শিবপূজার রীতিনীতি সম্বন্ধে। মহাদেবের পূজার সময় কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়, তা জানালেন জ‍্যোতিষী। বেলপাতা কেমন হওয়া উচিত থেকে শিবলিঙ্গের পরিক্রমা, সমস্ত বিষয়েই বিস্তারিত ভাবে জানালেন তিনি।
শিবলিঙ্গের সম্পূর্ণ পরিক্রমা করবেন না- জ‍্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্যে জানালেন ভোলেনাথের পূজা করার সময়, ভুল করেও শিবলিঙ্গের সম্পূর্ণ পরিক্রমা করা উচিত নয়।
শিবলিঙ্গের সম্পূর্ণ পরিক্রমা করবেন না- জ‍্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্যে জানালেন ভোলেনাথের পূজা করার সময়, ভুল করেও শিবলিঙ্গের সম্পূর্ণ পরিক্রমা করা উচিত নয়।
বেলপাতা কেমন হওয়া উচিত- জ‍্যোতিষী পণ্ডিত জানালেন মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে বেলপাতা নিবেদন করা উচিত। এই বেলপাতা কোথাও ভাঙা, ছেঁড়া বা খণ্ডিত হওয়া উচিত নয়। বেলপাতা সর্বদা একটি মসৃণ পৃষ্ঠে দেওয়া উচিত। আপনি ভগবান শিবকে দেওয়া বেলপাতা ধুয়ে পুনরায় ব্যবহার করতে পারেন।
বেলপাতা কেমন হওয়া উচিত- জ‍্যোতিষী পণ্ডিত জানালেন মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে বেলপাতা নিবেদন করা উচিত। এই বেলপাতা কোথাও ভাঙা, ছেঁড়া বা খণ্ডিত হওয়া উচিত নয়। বেলপাতা সর্বদা একটি মসৃণ পৃষ্ঠে দেওয়া উচিত। আপনি ভগবান শিবকে দেওয়া বেলপাতা ধুয়ে পুনরায় ব্যবহার করতে পারেন।
এই জিনিসগুলি নিবেদন করবেন না- ভোলেনাথের পূজা করার সময়, ভুল করেও হলুদ, কুমকুম, রোলি নিবেদন করা উচিত নয়। হলুদের পরিবর্তে ভোলেনাথকে হলুদ চন্দন নিবেদন করতে পারেন।
এই জিনিসগুলি নিবেদন করবেন না- ভোলেনাথের পূজা করার সময়, ভুল করেও হলুদ, কুমকুম, রোলি নিবেদন করা উচিত নয়। হলুদের পরিবর্তে ভোলেনাথকে হলুদ চন্দন নিবেদন করতে পারেন।
শঙ্খ দিয়ে অভিষেক করবেন না- ধর্মীয় গ্রন্থ অনুসারে, শিবের পূজার অভিষেকের সময় শঙ্খ ব্যবহার করা উচিত নয়।

শঙ্খ দিয়ে অভিষেক করবেন না- জ‍্যোতিষী পণ্ডিত জানালেন শিবের পূজার অভিষেকের সময় শঙ্খ ব্যবহার করা উচিত নয়।
তুলসী পাতা- ভোলেনাথের পূজা করার সময় ভুল করেও তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। জানালেন জ‍্যোতিষাচার্য
তুলসী পাতা- ভোলেনাথের পূজা করার সময় ভুল করেও তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। জানালেন জ‍্যোতিষাচার্য
কেতকী এবং কলকে ফুল - কেতকী ফুল এবং কলকে ফুল মহাদেবকে নিবেদন করা উচিত নয়।
কেতকী এবং কলকে ফুল – কেতকী ফুল এবং কলকে ফুল মহাদেবকে নিবেদন করা উচিত নয়।
মহাশিবরাত্রিতে এই জিনিসগুলি নিবেদন করুন - উপরে উল্লিখিত জিনিসগুলির পরিবর্তে, আপনি যদি মহাশিবরাত্রিতে ভোলেনাথকে বেলপাতা, ভাং, ধুতুরা, আকন্দ এবং শমী পাতা নিবেদন করেন তবে মহাদেব এতে প্রসন্ন হবেন।
মহাশিবরাত্রিতে এই জিনিসগুলি নিবেদন করুন – উপরে উল্লিখিত জিনিসগুলির পরিবর্তে, আপনি যদি মহাশিবরাত্রিতে ভোলেনাথকে বেলপাতা, ভাং, ধুতুরা, আকন্দ এবং শমী পাতা নিবেদন করেন তবে মহাদেব এতে প্রসন্ন হবেন।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।