Tag Archives: Maha Shivratri

মহা শিবরাত্রি 

মহা শিবরাত্রি 2023 তিথি

ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী

ধর্ম

হিন্দু

আরাধ্য দেবতা

মহাদেব

 পূজা সময়

সন্ধ্যাকাল, সারা রাত

 তাৎপর্য

‘শিবরাত্রি’ শব্দটি থেকেই বোঝা যায় এই ধর্মীয় উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে দু’টি অনুষঙ্গ—  ‘শিব’ ও ‘রাত্রি’। অর্থাৎ, শিবের জন্য রাত্রি। ধর্মপ্রাণ হিন্দুরা মনে করেন এই বিশেষ চতুর্দশী তিথিতে আদিদেব মহাদেবের আরাধনা করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ- এই চতুর্বিধ ফল লাভ হয়।

 পুরাণ কথা

শিবরাত্রিকে কেন্দ্র করে নানা কথা প্রচলিত রয়েছে। একটি মত অনুসারে এই রাতেই দেবী পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের মিলন হয়। শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন।

অন্য মতানুসারে এই তিথিতেই প্রকট হয়েছিল আদি শিবলিঙ্গ। মহাদেব শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দিয়েছিলেন। পুরাণ বলে, একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে প্রবল লড়াই বেঁধেছিল শ্রেষ্ঠত্ব নিয়ে৷ তা দেখে মহাদেব ক্রোধাণ্বিত হন, সেই ক্রোধ ব্রহ্মাণ্ডের সমান এক অগ্নিগোলকে পরিণত হয়।

শ্রেষ্ঠত্ব প্রমাণের পরীক্ষায় ব্রহ্মা ও বিষ্ণু সেই অগ্নিগোলকের উৎস সন্ধান করতে শুরু করেন। কিন্তু বিফল হন। তখন মহাদেব লিঙ্গ রূপে আবির্ভূত হলে পুজো করেন বিষ্ণু এবং ব্রহ্মা৷

আবার মনে করা হয় ব্রহ্মা নিজে মহাশিবরাত্র্রিতে শিবের রূদ্র রূপ প্রকাশ করেন। শিবমহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন।

অনেক মত অনুসারে সমুদ্র মন্থনে যে হলাহল উত্থিত হয় তা থেকে সৃষ্টিকে রক্ষা করতে বিষ নিজ কণ্ঠে ধারণ করে এ রাতেই নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব।

 তিথি মাহাত্ম্য

প্রতিমাসের কৃষ্ণ চতুর্দশীকেই মহাদেবের তিথি হিসেবে মনে করা হয়। সব ক’টিই শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে পালিত হয় মহা শিবরাত্রি।

 ব্রতকথা

শিব পুরাণ অনুসারে, অতি প্রাচীনকালে বারাণসীতে এক নিষ্ঠুর ব্যাধের বাস ছিল।  একদিন শিকারে বেরিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলে সে। রাতে গাছের উপর আশ্রয় নেয়। সারা দিনের অভুক্ত হতাশা ব্যাধ সারারাত জেগে একটি করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে। ঘটনাচক্রে গাছটি ছিল বেলগাছ, আর সে গাছের নীচেই ছিল একটি শিবলিঙ্গ। সে রাতও ছিল মহাশিবরাত্রি। উপবাসী ব্যাধের বেলপাতা শিবলিঙ্গে পড়ায় অজান্তেই তার ব্রত ফল লাভ হয়। পরদিন ব্যাধ বাড়ি ফিরে এসে তার খাবার সে এক অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের পারণ ফল লাভ হয়।

এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিতে আসে। কিন্তু শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হেতু শিবদূতরা এসে যুদ্ধ করে যমদূতদের হারিয়ে ব্যাধকে নিয়ে যায়। শিবচতুর্দশী ব্রত পালন করলে শিব ভক্তের উপর যমের কোনও অধিকার থাকে না। সে মুক্তিলাভ করে।

 পালন

ভারতের প্রায় সমস্ত রাজ্যেই পালিত হয় শিবরাত্রি।

 নেপাল

নেপালের পশুপতিনাথ মন্দির সব থেকে বড় উৎসব। সে দেশে এটি জাতীয় ছুটির দিন। মহা শিবরাত্রি নেপালি সেনা দিবস হিসাবে পালিত হয়। শিবকে আদি গুরু হিসাবেও পূজা করা হয় যাঁর কাছ থেকে ঐশ্বরিক জ্ঞানের উদ্ভব হয়।

 পাকিস্তান

করাচির শ্রীরত্নেশ্বর মহাদেব মন্দিরে শিবরাত্রি উৎসবে হাজার হাজার মানুষ যোগ দেন।

Maha Shivratri 2024: অভিনবভাবে শিবরাত্রি পালন পুরুলিয়া শহরে, রইল ভিডিও

পুরুলিয়া : হিন্দুধর্মাবলম্বী মানুষদের কাছে অন্যতম বড় উৎসব শিবরাত্রি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই উৎসব। রাজ্য জুড়ে সব জায়গাতেই পালিত হয় এই বিশেষ উৎসব। নানান আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব পালিত হয়ে থাকে। দেবাদিদেব মহাদেবের বিশেষ আরাধনা করা হয় এই শিবরাত্রিতে।

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলা জুড়ে শিব ভক্তরা মহাদেবের আরাধনা করে থাকেন। জেলার অন্যান্য জায়গায় শিবরাত্রি পালিত হলেও পুরুলিয়া শহরের গোশালায় বিশেষ ভাবে পালন হয় শিবরাত্রির পুজো। এখানে শিব পার্বতীর বিয়ে হয়। শিবের বারাত বের হয় তা গোটা শহর পরিক্রমা করে , এরপর হয় বরমালা।

আরও পড়ুন – Rohit Sharma Big Update: মাঠেই নামতে পারলেন না অধিনায়ক রোহিত, বড়সড় আপডেট বোর্ডের

গোশালা মন্দির প্রাঙ্গনে কয়েক হাজার মানুষের সমাগম হয়। ভান্ডারার আয়োজন হয়। এ সমস্ত আয়োজন করা হয়েছিল গোশালা হানুমান মন্দিরের পক্ষ থেকে।এ বিষয়ে শিব ও পার্বতী সেজে থাকা ভক্ত বলেন , তাদের সৌভাগ্য যে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছেন। এর চেয়ে বড় পাওনা আর কিছু নেই তাদের কাছে। তাদের ভীষণই ভালো লাগছে।

এ বিষয়ে মন্দিরের পূজারী বলেন , এই প্রথমবার তারা শিব বিবাহের আয়োজন করেছিলেন। শিবের শোভাযাত্রা বের হয়েছিল। বহু মানুষের সমাগম হয়েছিল। অনেকেই ভীষণ উৎসাহিত ছিল। আমরা চেষ্টা করছি আগামী বছরেও এই শিব বিবাহের আয়োজন করার চেষ্টা করব।

হিন্দু ধর্মের মানুষদের কাছে শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু শাস্ত্র মতে এইদিন শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই এই বিশেষ দিনে পুরুলিয়া শহরে শিব বিবাহের আয়োজন করা হয়েছিল।

Sharmistha Banerjee 

Maha Shivratri 2024: শিব গোবিন্দপুরের শিবের মেলা শুরুর ইতিহাস জানলে চমকে উঠবেন

দক্ষিণ ২৪ পরগনা: গ্রামের শিবের মেলা হলেও তা জাঁকজমকে হার মানাবে যে কোনও বড় মেলাকে। পাথরপ্রতিমার এই মেলা শিবরাত্রি থেকে শুরু করে চড়ক সংক্রান্তি পর্যন্ত চলে।

আরও পড়ুন: হাসপাতালের বেডে ফেলে দিয়ে গিয়েছিল, HIV আক্রান্তকে প্রাণে বাঁচালেন সরকারি ডাক্তার’রা

এই মেলায় প্রতি বছর ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ। কী নেই এই মেলায়? ছুরি, কাঁচি থেকে শুরু করে খেলনার দোকান। রয়েছে রকমারি খাবারের দোকান থেকে পুরানো জিনিসের দোকান সমস্ত কিছুই পাবেন পাথরপ্রতিমার এই শিবরাত্রির মেলায়। ১১০ বছর আগে স্থানীয় জমিদার পরিবারের লোকজন স্বপ্নাদেশ পেয়ে নদীর ধারে জঙ্গল পরিষ্কার করে এই স্থানের সন্ধান পান। সেই থেকে এলাকার নাম হয় শিব গোবিন্দপুর। এখানের শিবঠাকুর খুবই জাগ্রত, এমনই মত স্থানীয়দের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মেলায় এই কয়েকটা দিন সেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন। স্থানীয়দের কাছে এই মেলা একটি উৎসবের মত। এক মাস সকলে আনন্দ করেন মেলায় এসে। প্রতিদিন সন্ধে হলেই মানুষ দল বেঁধে এই মেলায় আসতে থাকে। এখানে আসতে হলে আপনাকে পাথরপ্রতিমার রামগঙ্গায় পৌঁছতে হবে। সেখান থেকে শিব গোবিন্দপুর। নদীর পাড়ে বসা এই মেলা আপনাকে মুগ্ধ করবেই। তাহলে আর দেরি কীসের, মেলা শেষ হওয়ার আগেই ঘুরে আসুন এই মেলা থেকে।

নবাব মল্লিক

Maha Shivratri 2024: বিখ্যাত ১০৮ শিবমন্দিরে কেমন হল শিবরাত্রির পুজো? দেখুন ভিডিও

পূর্ব বর্ধমান: শিবরাত্রি শৈব উপাসক তথা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ এক আচার অনুষ্ঠান। হিন্দু মতানুসারে এই শিবরাত্রি বা হররাত্রি আয়োজিত হয় প্রতিবছর। অনেকের মতে এটা শিব ও পার্বতীর মিলন উৎসব। পুরাণ অনুযায়ী, ভগবান শিব হলেন প্রলয় বা ধ্বংসের প্রতীক। অপরদিকে প্রেম, সৌন্দর্য ও সৃষ্টির প্রতিভূ হলেন দেবী পার্বতী। হিন্দু মতানুসারে এই তিথিতে একত্রে মিলিত হন শিব ও পার্বতী।

আরও পড়ুন: ২৫ দিন ধরে বন্ধ গ্রামের রাস্তা, হেলদোল নেই কারোর!

রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন শিব মন্দিরের মধ্যে অন্যতম হল বর্ধমানের ১০৮ শিবমন্দির। এই মন্দিরেই শুক্রবার রাতে উপচে পড়ল বহু মানুষের ভিড়। রাত ১০ টা পেরিয়ে গেলেও শুক্রবার বহু ভক্তকে জল নিয়ে বর্ধমানের ১০৮ মন্দিরে প্রবেশ করতে দেখা যায়। মন্দির চত্বরে রীতিমত পা রাখার জায়গা ছিল না বললেই চলে। জল ঢালার জন্য দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। যত রাত বাড়ছিল যেন ততই বেড়ে চলেছিল ভক্তদের ভিড়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে বর্ধমানের ১০৮ শিব মন্দির। শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল মানুষের আনাগোনা। শনিবার সকালেও এখানে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে বর্ধমানের এই মন্দির নামে ১০৮ হলেও, আদতে রয়েছে ১০৯ টি মন্দির। জপমালার মত ছড়িয়ে আছে ১০৮ টি শিব মন্দির এবং একটি রয়েছে কিছুটা দূরে। বর্ধমান শহরের নবাবহাট এলাকার এই শতাব্দী প্রাচীন মন্দিরে সারা বছরই ভিড় জমান পুণ্যার্থীরা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন অনন্য এই স্থাপত্য শৈলীর টানে। জানা যায় কলকাতা, আসানসোল, দুর্গাপুর সহ ভিন রাজ্য থেকেও বহু ভক্ত এই মন্দিরে এসে উপস্থিত হন। এই মন্দিরের প্রধান পুরোহিত দেবীপ্রসাদ মুখার্জী বলেন, আজ থেকে প্রায় ২৩৪ বছর আগে লক্ষাধিক টাকা ব্যয়ে এই অনন্য স্থাপত্যটি নির্মাণ করেছিলেন বর্ধমানের তৎকালীন মহারানি বিষ্ণুকুমারী দেবী। ১৭৮৮ সালে এই মন্দির নির্মাণ শুরু হয় এবং শেষ হয় ১৭৯০ সালে। তবে এই মন্দির কেন প্রতিষ্ঠা করা হয়েছিল তা নিয়ে বিভিন্ন মত রয়েছে।

বনোয়ারীলাল চৌধুরী

Maha Shivratri 2024: এই শিব মন্দিরের দেওয়াল এখন থেকে ‘মানবতার ….’

দক্ষিণ ২৪ পরগনা: এবার থেকে মথুরাপুরের শিবমন্দিরের দেওয়াল হবে ‘মানবতার দেওয়াল’। এমনই জানিয়েছেন মন্দিরকমিটির সদস্যরা। শতাব্দী প্রাচীন এই শিব মন্দিরের দেওয়ালকে মানবতার দেওয়ালের রূপ দেওয়ায় খুশি স্থানীয়রা। মানবতার দেওয়াল হল বিনা পয়সায় জামাকাপড় দেওয়ার ঠিকানা। এখানে স্থানীয় বাসিন্দারা জামাকাপড় ঝুলিয়ে রাখেন। নতুন অথবা পুরানো, যার কাছে যা আছে সেগুলি প্রয়োজনমত এখানে রেখে যান তাঁরা। এরপর সেই জামাকাপড় যাদের দরকার তাঁরা এসে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যান শিবঠাকুরকে সাক্ষী রেখে। শতাব্দী প্রচীন এই শিবমন্দিরকে নিয়ে রয়েছে অনেক গল্প কাহিনী।

আরও পড়ুন: এখানেও প্রযুক্তির ছোঁয়া! ইলেকট্রিক চাকা ঘুরিয়ে মাটির পাত্র তৈরি করছেন কুমোররা

স্থানীয়দের বিশ্বাস এই মন্দির খুবই জাগ্রত। এখানে রয়েছে প্রাচীন অশ্বথ গাছ, যার তলায় বিশ্রাম নেন শিবঠাকুর। বর্তমানে সেখানে আটচালা তৈরি করা হয়েছে। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে এই আটচালা তৈরি করা হয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শিবরাত্রিতে এখানে প্রচুর পূণ্যার্থী আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা। আর সেজন্য তার আগেই মানবতার দেওয়াল খুলে দেওয়া হয়েছে সেখানে। স্থানীয় বাসিন্দাদের এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন আনেকেই। মন্দির যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই মানবতার দেওয়াল থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

নবাব মল্লিক

Maha Shivratri 2024: শুরু হয়ে গেছে শিবরাত্রির চতুর্দশী, ভুলেও এই ভুলগুলি নয়, সাবধানবাণী পুরোহিত মশায়ের

শিবের পুজোয় কখনোই ভাঙা চাল দেওয়া উচিত নয়। অক্ষত মানে অখণ্ড ধান এটি পরিপূর্ণতার প্রতীক। তাই শিবকে অক্ষত নিবেদন করার সময় খেয়াল রাখতে হবে যেন চাল ভেঙে না যায়।তথ্য -সুস্মিতা গোস্বামী
শিবের পুজোয় কখনোই ভাঙা চাল দেওয়া উচিত নয়। অক্ষত মানে অখণ্ড ধান এটি পরিপূর্ণতার প্রতীক। তাই শিবকে অক্ষত নিবেদন করার সময় খেয়াল রাখতে হবে যেন চাল ভেঙে না যায়।তথ্য – সুস্মিতা গোস্বামী
শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা একদম উচিৎ নয়। কারণ শিব ঠাকুর কখনই বেলপাতা ছাড়া অন্য পাতায় সন্তুষ্ট নয়। তাই শিব ঠাকুরকে বেলপাতা অর্পণ করলে মনোস্কামনা পূর্ণ হয়।তথ্য - সুস্মিতা গোস্বামী
শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা একদম উচিৎ নয়। কারণ শিব ঠাকুর কখনই বেলপাতা ছাড়া অন্য পাতায় সন্তুষ্ট নয়। তাই শিব ঠাকুরকে বেলপাতা অর্পণ করলে মনোস্কামনা পূর্ণ হয়।তথ্য – সুস্মিতা গোস্বামী
মহাশিবরাত্রির দিন কখনোই কালো পোশাক পরা উচিৎ নয়। এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। তাই মহাদেব কে খুশি করতে অন্য রঙের পোশাক পড়া উচিৎ।তথ্য - সুস্মিতা গোস্বামী
মহাশিবরাত্রির দিন কখনোই কালো পোশাক পরা উচিৎ নয়। এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। তাই মহাদেব কে খুশি করতে অন্য রঙের পোশাক পড়া উচিৎ।তথ্য – সুস্মিতা গোস্বামী
ভক্তদের শিবলিঙ্গে দেওয়া প্রসাদ গ্রহণ করা উচিত নয় কারণ এটি দুর্ভাগ্য নিয়ে আসে। এটি করলে অর্থের ক্ষতি এবং রোগও হতে পারে।তথ্য - সুস্মিতা গোস্বামী
ভক্তদের শিবলিঙ্গে দেওয়া প্রসাদ গ্রহণ করা উচিত নয় কারণ এটি দুর্ভাগ্য নিয়ে আসে। এটি করলে অর্থের ক্ষতি এবং রোগও হতে পারে।তথ্য – সুস্মিতা গোস্বামী
শিবের মাথায় জল ঢালার সময় তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে হবে। স্টিল বা লোহার পাত্র ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে ফল তেমন পাওয়া যায় না।তথ্য - সুস্মিতা গোস্বামী
শিবের মাথায় জল ঢালার সময় তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে হবে। স্টিল বা লোহার পাত্র ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে ফল তেমন পাওয়া যায় না।তথ্য – সুস্মিতা গোস্বামী
শিবরাত্রির দিন বেশিক্ষণ ঘুমানো উচিৎ নয়। এবং রাতে ঘুম এড়িয়ে চলাই ভাল। রাত্রি জাগরণের সময় ভগবান শিবের স্তোত্র শোনা উচিৎ। পরদিন সকালে স্নান করে প্রসাদ গ্রহন করতে হয়।তথ্য - সুস্মিতা গোস্বামী
শিবরাত্রির দিন বেশিক্ষণ ঘুমানো উচিৎ নয়। এবং রাতে ঘুম এড়িয়ে চলাই ভাল। রাত্রি জাগরণের সময় ভগবান শিবের স্তোত্র শোনা উচিৎ। পরদিন সকালে স্নান করে প্রসাদ গ্রহন করতে হয়।তথ্য – সুস্মিতা গোস্বামী

Maha Shivratri 2024: মহারাষ্ট্রের ভোঁসলে এই শিব মন্দির সংস্কার করেছিলেন, বহরমপুরে এলে চমকে যাবেন

মুর্শিদাবাদ: বহরমপুর শহরের একটি অতি প্রাচীন ও পুরাতন মন্দির হল ব্যাসপুর শিব মন্দির। কাশিমবাজারের ব্যাসপুরে অবস্থিত এই বিখ্যাত শিব মন্দিরটি। কথিত আছে পণ্ডিত রামকেশব দেবশর্মন ১৮১১ সালে এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরটির স্থাপত্য শৈলী খুব সুন্দর। এরকম উঁচু মন্দির এখানে আর নেই।

আরও পড়ুন: শোকস্তব্ধ গোটা গ্রাম, রাস্তার ‘শব’ নিয়ে গ্রামবাসীদের অবাক কাণ্ড

সময়ের সঙ্গে সঙ্গে এই মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ে ১৯১৮ সালে। মুর্শিদাবাদের লালগোলার মহারাজা যোগীন্দ্র নারায়ণ রায় বাহাদুর এই মন্দিররের সংস্কার করেন। তখন এই মন্দিরের সংস্কারের তত্ত্বাবধানে ছিলেন আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা রায়বাহাদুর বৈকুণ্ঠনাথ সেন। ১৯৯৫ সালে মহারাষ্ট্রের অমিত কুমার ভোঁসলে আবার এই মন্দিরের সংস্কার করেন। মন্দিরটি বিভিন্ন স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি। মন্দিরে কার্নিশ সহ চালা, পদ্মফুলের আট পাপড়ি, আট কোণ যুক্ত চূড়া আছে। মন্দিরের চুড়ায় কলস ও ত্রিশূল আছে। যা উল্টো পদ্মের মতো দেখতে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মন্দিরের গায়ে দুর্গা, কালী, রাধামাধব, গণেশ, সিংহ, হাতি, সর্প অঙ্কিত। প্রবেশ পথে মন্দিরের গায়ে রাম-রাবণের যুদ্ধ, কৃষ্ণলীলা, বিষ্ণুর দশাবতার, মহিষাসুরমর্দিনী, ফুল, লতাপাতা আঁকা। মন্দির সংস্কারের ফলে টেরাকোটার কিছুটা ক্ষতি হয়েছে। এই মন্দিরের উচ্চতা ৫৭ ফুট। মন্দিরের গর্ভগৃহে আছে কষ্টিপাথরের শিবলিঙ্গ, যার নাম ব্যাস দেব। এই শিবলিঙ্গের উচ্চতা ৫ ফুট। সাম্প্রতিককালে মন্দিরটির সৌন্দর্যায়নের যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। মন্দিরের প্রবেশ পথের পাশেই তৈরি করা হয়েছে বিশাল হরগৌরীর মূর্তি, প্রধান মন্দিরের সম্মুখে তৈরি হয়েছে বিশাল নাট মন্দির। এখানে শিবরাত্রি উপলক্ষে চলে চার দিনব্যাপী উৎসব। বহু দূর দুরান্ত থেকে ভক্তের সমাগম হয়। এই মন্দিরের উৎসব আজ থেকেই শুরু হচ্ছে বলেই জানিয়েছেন মন্দির কমিটির সদস্যবৃন্দরা।

কৌশিক অধিকারী

Maha Shivratri 2024: শিবরাত্রির পুজো দিতে ভারত পেরিয়ে ভুটানে ভক্তরা! জয়ন্তী পাহাড়ের বড় মহাকাল ধামে উপচে পড়া ভিড়

আলিপুরদুয়ার: মহা শিবরাত্রিতে পুজো দিতে ভারত পেরিয়ে ভুটানে প্রবেশ ভক্তদের। এভাবেই ভক্তরা পৌঁছে গেলেন জয়ন্তী মহাকালধামের শিবতীর্থে। অবশ্য এটা প্রতিবছরেরই ছবি।

ভারতের রাস্তা ধরে যেতে হবে ভুটানে। তবেই পাওয়া যাবে মহাদেবের দর্শন। দেবাদিদেবের ভক্তরা সমস্ত কষ্ট সহ‍্য করে প্রতিবছর মহা শিবরাত্রিতে পৌঁছে যান জয়ন্তী মহাকালধামের শিবতীর্থে, যা বড় মহাকালধাম নামে পরিচিত।

আরও পড়ুন: রাতে উনুন নিভিয়ে শুতে ভুলে গিয়েছিলেন, তার কী মর্মান্তিক পরিণতি!

শিবরাত্রি উপলক্ষে জয়ন্তী মহাকালধামে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গিয়েছে। ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকালধামে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ‍্য অসম সহ বেশ কয়েকটি রাজ‍্য এবং প্রতিবেশী দেশ ভুটানের থেকে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয় ।

প্রতিবেশী দেশ ভুটানের জয়ন্তী মহাকাল ধাম পৌঁছতে হলে প্রথমে আলিপুরদুয়ার জেলার বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেড়তে হয়। এরপর জয়ন্তী নদী পার হয়ে বেশ কয়েকটি পাহাড়ি নদী ও ঝর্ণা পেরিয়ে পায়ে হেঁটে প্রায় ৩০০০ ফুট উঁচু পাহাড়ে উঠতে হবে। তবেই পৌঁছতে পারবেন মহাকালধামে ।

বছরের অন‍্য সময় এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকলেও শিবরাত্রি উপলক্ষ্যে দর্শনার্থীদের জন‍্য খুলে দেওয়া হয় প্রবেশ পথ। ভুটান প্রশাসন ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে জয়ন্তী মহাকাল ধামে বেশ কিছু উদ‍্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান, ভুটান ও আলিপুরদুয়ার প্রশাসন ভক্তদের সমস্ত রকম সাহায্য করছে। রাস্তা যেহেতু অনেকটা তাই পুলিশ সহায়তা কেন্দ্র, মেডিকেল ক‍্যাম্প বসানো হয়েছে। পানীয় জলের ব‍্যবস্থা করা হয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পাহাড়ি খরস্রোতা নদীতে অস্থায়ী বাঁশের সেতু এবং অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছে। বেশ কিছু সংগঠনের থেকে মহাকাল ধাম যাওয়ার রাস্তায় ভাণ্ডারা খোলা হয়েছে। ভক্তদের জানানো হয়েছে সাবধানতার সঙ্গে চলাফেরা করতে।

অনন্যা দে

Maha Shivratri 2024: মহাশিবরাত্রিতে রাশি মিলিয়ে করুন রুদ্রাভিষেক! সৌভাগ্য চড়বে সোনার সিঁড়িতে, সুখ-সমৃদ্ধিতে ভরবে ঘর

জ্যোতিষী পঙ্কজ মহারাজ জানান, মহাশিবরাত্রিতে ভগবান শিবের রুদ্রাভিষেক করার অনেক উপকারিতা রয়েছে। এর ফলে জীবনে সুখ, সমৃদ্ধি, ধন, প্রাপ্তি হয় এবং কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।
জ্যোতিষী পঙ্কজ মহারাজ জানান, মহাশিবরাত্রিতে ভগবান শিবের রুদ্রাভিষেক করার অনেক উপকারিতা রয়েছে। এর ফলে জীবনে সুখ, সমৃদ্ধি, ধন, প্রাপ্তি হয় এবং কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।
জ্যোতিষী পঙ্কজ মহারাজ বলেন, "মহাশিবরাত্রিতে রাশি অনুসারে রুদ্রাভিষেক করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়।"
জ্যোতিষী পঙ্কজ মহারাজ বলেন, “মহাশিবরাত্রিতে রাশি অনুসারে রুদ্রাভিষেক করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়।”
মেষ রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রির দিন গঙ্গাজলে চিনি ও গুড় মিশিয়ে অভিষেক করা উচিত। অভিষেক করার পরে, 'ওম নমঃ শিবায়' জপ করতে হবে। এর ফলে সকল ইচ্ছা পূরণ হতে পারে।
মেষ রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রির দিন গঙ্গাজলে চিনি ও গুড় মিশিয়ে অভিষেক করা উচিত। অভিষেক করার পরে, ‘ওম নমঃ শিবায়’ জপ করতে হবে। এর ফলে সকল ইচ্ছা পূরণ হতে পারে।
জ্যোতিষীর মতে, বৃষ রাশির জাতকদের আর্থিক ক্ষতি এড়াতে এবং সুখ ও সমৃদ্ধির জন্য দুধ ও দই দিয়ে রুদ্রাভিষেক করা উচিত। এতে তাঁরা আর্থিক সুবিধা পাবেন।
জ্যোতিষীর মতে, বৃষ রাশির জাতকদের আর্থিক ক্ষতি এড়াতে এবং সুখ ও সমৃদ্ধির জন্য দুধ ও দই দিয়ে রুদ্রাভিষেক করা উচিত। এতে তাঁরা আর্থিক সুবিধা পাবেন।
কাঙ্খিত ফল পেতে মিথুন রাশির জাতক-জাতিকাদের উচিত আখের রস দিয়ে অভিষেক করা এবং মহাশিবরাত্রির দিন ধতুরা ফুল অর্পণ করা। এর মাধ্যমে সকল ইচ্ছা পূরণ হতে পারে।
কাঙ্খিত ফল পেতে মিথুন রাশির জাতক-জাতিকাদের উচিত আখের রস দিয়ে অভিষেক করা এবং মহাশিবরাত্রির দিন ধতুরা ফুল অর্পণ করা। এর মাধ্যমে সকল ইচ্ছা পূরণ হতে পারে।
কর্কট রাশির জাতক-জাতিকারা সৌভাগ্যের জন্য মহাশিবরাত্রিতে দুধে চিনি দিয়ে অভিষেক করা উচিত। এতে ভাগ্য খুলে যাবে, বাধা দূর হবে।
কর্কট রাশির জাতক-জাতিকারা সৌভাগ্যের জন্য মহাশিবরাত্রিতে দুধে চিনি দিয়ে অভিষেক করা উচিত। এতে ভাগ্য খুলে যাবে, বাধা দূর হবে।
সিংহ রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রির দিন চন্দন দিয়ে অভিষেক করা উচিত। এটি করলে ঘরে আর্থিক লাভ ও সমৃদ্ধি আসতে পারে।
সিংহ রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রির দিন চন্দন দিয়ে অভিষেক করা উচিত। এটি করলে ঘরে আর্থিক লাভ ও সমৃদ্ধি আসতে পারে।
কন্যা রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রির দিন জলে দূর্বা মিশিয়ে অভিষেক করা উচিত। এতে মানসিক শান্তি ফিরবে ও পরিবারের কল্যাণ হবে।
কন্যা রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রির দিন জলে দূর্বা মিশিয়ে অভিষেক করা উচিত। এতে মানসিক শান্তি ফিরবে ও পরিবারের কল্যাণ হবে।
মহাশিবরাত্রির দিন তুলা রাশির জাতক-জাতিকাদের উচিত জলে ও ঘি দিয়ে অভিষেক করা। এতে আপনার সব ইচ্ছা পূরণ হতে পারে। জীবনে সুখ বজায় থাকবে।
মহাশিবরাত্রির দিন তুলা রাশির জাতক-জাতিকাদের উচিত জলে ও ঘি দিয়ে অভিষেক করা। এতে আপনার সব ইচ্ছা পূরণ হতে পারে। জীবনে সুখ বজায় থাকবে।
সর্বোত্তম ফল পেতে, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জলে চিনি ও মধু মিশিয়ে অভিষেক করা উচিত, এটি শুভ ফল দেবে।
সর্বোত্তম ফল পেতে, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জলে চিনি ও মধু মিশিয়ে অভিষেক করা উচিত, এটি শুভ ফল দেবে।
ধনু রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রির দিন গরুর কাঁচা দুধ দিয়ে অভিষেক করা উচিত। কাঙ্খিত ফল পেতে ১১ বার 'নমঃ শিবায়' জপ করুন।
ধনু রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রির দিন গরুর কাঁচা দুধ দিয়ে অভিষেক করা উচিত। কাঙ্খিত ফল পেতে ১১ বার ‘নমঃ শিবায়’ জপ করুন।
মকর রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রিতে তিলের তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত এবং বেলপাতার পাতায় চন্দন দিয়ে নিবেদন করা উচিত। দাম্পত্য জীবনে সুখ বজায় আসবে।
মকর রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রিতে তিলের তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত এবং বেলপাতার পাতায় চন্দন দিয়ে নিবেদন করা উচিত। দাম্পত্য জীবনে সুখ বজায় আসবে।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রিতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা উচিত। সুখ, সমৃদ্ধি এবং খ্যাতি এনে দেয়।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রিতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা উচিত। সুখ, সমৃদ্ধি এবং খ্যাতি এনে দেয়।
মীন রাশির জাতক-জাতিকাদের উচিত মহাশিবরাত্রির দিন জলে জাফরান মিশিয়ে অভিষেক করা। এর মাধ্যমে তাঁরা কাঙ্খিত ফল পেতে পারেন।
মীন রাশির জাতক-জাতিকাদের উচিত মহাশিবরাত্রির দিন জলে জাফরান মিশিয়ে অভিষেক করা। এর মাধ্যমে তাঁরা কাঙ্খিত ফল পেতে পারেন।

Mahashivratri 2024: মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জলাভিষেকের বড় নিয়ম, কোন দিকে মুখ করে মহাদবকে অর্পণ করবেন জল? সৌভাগ্যে পূর্ণ জীবন

মহাশিবরাত্রি থেকেই বিরাট মুহূর্ত তৈরি হচ্ছে ৷ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিবের নামেই সমর্পিত ৷ প্রতীকী ছবি ৷
মহাশিবরাত্রি থেকেই বিরাট মুহূর্ত তৈরি হচ্ছে ৷ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিবের নামেই সমর্পিত ৷ প্রতীকী ছবি ৷
এইদিন নানান পূজার্চনার মাধ্যমে দুধ, দই, মধু, পঞ্চামৃত-সহ বেশ কিছু উপাদান শিবের নামে অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন ৷ প্রতীকী ছবি ৷
এইদিন নানান পূজার্চনার মাধ্যমে দুধ, দই, মধু, পঞ্চামৃত-সহ বেশ কিছু উপাদান শিবের নামে অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন ৷ প্রতীকী ছবি ৷
তবে শিবলিঙ্গে জলাভিষের করানোর সঠিক উপায় ৷ শিবপূরাণ অনুযায়ী জলাভিষেক করলে সমস্ত রকমের বাধা বিপত্তি কাটে ৷ প্রতীকী ছবি ৷
তবে শিবলিঙ্গে জলাভিষের করানোর সঠিক উপায় ৷ শিবপূরাণ অনুযায়ী জলাভিষেক করলে সমস্ত রকমের বাধা বিপত্তি কাটে ৷ প্রতীকী ছবি ৷
মহাশিবরাত্রিতে জলাভিষেকের সময়ে অবশ্যই মনে রাখতে হবে কয়েকটি বিষয় ৷ জলাভিষেকের সময় উত্তর দিকে মুখ রাকলে বিশেষ শুভ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
মহাশিবরাত্রিতে জলাভিষেকের সময়ে অবশ্যই মনে রাখতে হবে কয়েকটি বিষয় ৷ জলাভিষেকের সময় উত্তর দিকে মুখ রাকলে বিশেষ শুভ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
এইদিকটি ভোলানাথের বাঁদিক বলেই পরিচিত যা মা দুর্গার জন্য অর্পিত ৷ পুরাণ মতে শিবলিঙ্গে কোনও সময়েই পূর্ব দিকে মুখ করে জলাভিষেক করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
এইদিকটি ভোলানাথের বাঁদিক বলেই পরিচিত যা মা দুর্গার জন্য অর্পিত ৷ পুরাণ মতে শিবলিঙ্গে কোনও সময়েই পূর্ব দিকে মুখ করে জলাভিষেক করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
এমন করলে বাধা বিপত্তি কোনও ভাবেই ছাড়বেনা পিছু ৷ একই সঙ্গে শিবলিঙ্গে জলাভিোষেক করার সময়ে খেয়াল রাখতে হবে কোনও ভাবেই যেন তাড়াহুড়ো না হয় ৷ প্রতীকী ছবি ৷
এমন করলে বাধা বিপত্তি কোনও ভাবেই ছাড়বেনা পিছু ৷ একই সঙ্গে শিবলিঙ্গে জলাভিোষেক করার সময়ে খেয়াল রাখতে হবে কোনও ভাবেই যেন তাড়াহুড়ো না হয় ৷ প্রতীকী ছবি ৷
পিতল বা কাঁসার পাত্রে জল ভরে তাতে জল মিশিয়ে ডান দিক দিয়ে অর্পণ করতে হবে কেননা এই ডানদিক গণেশের ৷ একই সঙ্গে বিশেষ ফল পাওয়া যাবে যদি ওমঃ গণেশায় নমঃ জপ করা হয় ৷ প্রতীকী ছবি ৷
পিতল বা কাঁসার পাত্রে জল ভরে তাতে জল মিশিয়ে ডান দিক দিয়ে অর্পণ করতে হবে কেননা এই ডানদিক গণেশের ৷ একই সঙ্গে বিশেষ ফল পাওয়া যাবে যদি ওমঃ গণেশায় নমঃ জপ করা হয় ৷ প্রতীকী ছবি ৷
ডানদিকের পরে বাঁদিক দিয়ে জলাভিষেক করা উচিৎ ৷ কেননা এই দিক শিবের বড় সন্তান কার্তিকের দিক ৷ এই দুই দিক সম্পন্ন করা হলে ৷ জলহরির মাঝামাঝি বরাবর জলাভিষেক করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
ডানদিকের পরে বাঁদিক দিয়ে জলাভিষেক করা উচিৎ ৷ কেননা এই দিক শিবের বড় সন্তান কার্তিকের দিক ৷ এই দুই দিক সম্পন্ন করা হলে ৷ জলহরির মাঝামাঝি বরাবর জলাভিষেক করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
এইদিক শিবের কন্যা অশোক সুন্দরীর জায়গা বলে মনে করা হয় ৷ জলধারির গোলাকায় অংশে জলাভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ এই স্থানকে মা দুর্গার হস্তকমল থাকে ৷ প্রতীকী ছবি ৷
এইদিক শিবের কন্যা অশোক সুন্দরীর জায়গা বলে মনে করা হয় ৷ জলধারির গোলাকায় অংশে জলাভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ এই স্থানকে মা দুর্গার হস্তকমল থাকে ৷ প্রতীকী ছবি ৷
এরপরে ওম নমঃ শিবায় মন্ত্র পড়ে জলাভিষেক করতে হবে ৷ এই ভাবেই শিবরাত্রিতে শিবের প্রতি জলাভিষেক করলে কাটবে সমস্ত বাধা বিপত্তি ৷ প্রতীকী ছবি ৷
এরপরে ওম নমঃ শিবায় মন্ত্র পড়ে জলাভিষেক করতে হবে ৷ এই ভাবেই শিবরাত্রিতে শিবের প্রতি জলাভিষেক করলে কাটবে সমস্ত বাধা বিপত্তি ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷

Maha Shivratri 2024: মহাশিবরাত্রিতে ধনিষ্ঠা নক্ষত্রে তৈরি শিবযোগ ও সিদ্ধযোগ, কীভাবে অর্চনা করলে গ্রহদোষ হবে দূর, হবে সন্তানসুখ লাভ

মহাশিবরাত্রি ২০২৪: এই বছর, মহাশিবরাত্রি উৎসব ৮ মার্চ শুক্রবার পালিত হচ্ছে। মহাশিবরাত্রিতে ধনিষ্ঠা নক্ষত্রে শিবযোগ এবং সিদ্ধ যোগ গঠিত হচ্ছে। বিখ্যাত জ্যোতিষী প্রদ্যুমন সুরি বলেছেন যে শিব ছাড়া পৃথিবী এবং এতে বসবাসকারী মানুষ অসম্পূর্ণ৷  কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন শিব থেকে ‘আ’ কার নিয়ে নিলে তা শব হয়ে যায়, যার মানে দাঁড়ায় মৃতদেহ।
মহাশিবরাত্রি ২০২৪: এই বছর, মহাশিবরাত্রি উৎসব ৮ মার্চ শুক্রবার পালিত হচ্ছে। মহাশিবরাত্রিতে ধনিষ্ঠা নক্ষত্রে শিবযোগ এবং সিদ্ধ যোগ গঠিত হচ্ছে। বিখ্যাত জ্যোতিষী প্রদ্যুমন সুরি বলেছেন যে শিব ছাড়া পৃথিবী এবং এতে বসবাসকারী মানুষ অসম্পূর্ণ৷  কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন শিব থেকে ‘আ’ কার নিয়ে নিলে তা শব হয়ে যায়, যার মানে দাঁড়ায় মৃতদেহ।
মহাশিবরাত্রি একজন ব্যক্তির জন্য জ্ঞানলাভের শ্রেষ্ঠ দিন। জ্যোতিষী প্রদ্যুমন সুরির থেকে জানুন  শিবরাত্রি পূজার শুভ সময় এবং শিবলিঙ্গে জল নিবেদনের সঠিক উপায় কী। এছাড়াও জেনে নিন মহাশিবরাত্রিতে জল দিয়ে নিবেদন করলে আপনার মনস্কামনা পূরণ হবে কিনা?  ভগবান শিবের রূপকে ধ্যান করি, তাহলে এর প্রতিটি প্রতীকের গভীর অর্থ রয়েছে।
মহাশিবরাত্রি একজন ব্যক্তির জন্য জ্ঞানলাভের শ্রেষ্ঠ দিন। জ্যোতিষী প্রদ্যুম্ন সুরির থেকে জানুন  শিবরাত্রি পূজার শুভ সময় এবং শিবলিঙ্গে জল নিবেদনের সঠিক উপায় কী। এছাড়াও জেনে নিন মহাশিবরাত্রিতে জল দিয়ে নিবেদন করলে আপনার মনস্কামনা পূরণ হবে কিনা?  ভগবান শিবের রূপকে ধ্যান করি, তাহলে এর প্রতিটি প্রতীকের গভীর অর্থ রয়েছে।
শিবের রূপ ও প্রতীকের অর্থকপালে চাঁদ: শিবের কপালে চতুর্থীর চাঁদ মানে মানুষের বুদ্ধিকে শান্ত ও শীতল রাখা।
শিবের রূপ ও প্রতীকের অর্থ
কপালে চাঁদ: শিবের কপালে চতুর্থীর চাঁদ মানে মানুষের বুদ্ধিকে শান্ত ও শীতল রাখা।
সাপ: সাপও একটি  প্রতীক যা বোঝায়  লালসা থেকে দূরে থাকুন।
সাপ: সাপও একটি  প্রতীক যা বোঝায়  লালসা থেকে দূরে থাকুন।
কমুন্ডল: কমুন্ডলের অর্থ হল গোপনীয়তা বজায় রাখা। অর্থাৎ নিজের ও  পরিবারের সবকিছু গোপন রাখুন।
কমুন্ডল: কমুন্ডলের অর্থ হল গোপনীয়তা বজায় রাখা। অর্থাৎ নিজের ও  পরিবারের সবকিছু গোপন রাখুন।
খড়ম:   শিবের প্রতিটি ভঙ্গিতে খড়ম দেখা যায়। এর অর্থ , মানুষের উচিত ধীরে ধীরে এবং সাবধানে চলাফেরা করা।
খড়ম:   শিবের প্রতিটি ভঙ্গিতে খড়ম দেখা যায়। এর অর্থ , মানুষের উচিত ধীরে ধীরে এবং সাবধানে চলাফেরা করা।
ত্রিশূল: ভগবান শিব এই তিনটি গুণ নিয়ে আবির্ভূত হন - রজঃ, তমঃ, সত্ত্বঃ যা ত্রিশূল রূপে ভগবান শিবের অংশ হয়ে ওঠে। যেহেতু মহাবিশ্ব এই তিনটি গুণ ছাড়া চলতে পারে না, তাই ভগবান শিব তাদের হাতে ধরেছিলেন।
ত্রিশূল: ভগবান শিব এই তিনটি গুণ নিয়ে আবির্ভূত হন – রজঃ, তমঃ, সত্ত্বঃ যা ত্রিশূল রূপে ভগবান শিবের অংশ হয়ে ওঠে। যেহেতু মহাবিশ্ব এই তিনটি গুণ ছাড়া চলতে পারে না, তাই ভগবান শিব তাদের হাতে ধরেছিলেন।
কৈলাসে বাস : কৈলাসে মহাদেবের বাসস্থান৷ এখানে  বসবাসের বার্তা প্রতিটি মানুষের কাছে এই যে কৈলাস পর্বত একটি উচ্চতায় অবস্থিত। একইভাবে, একজন মানুষের সবসময় উচিত এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে শীর্ষে থাকতে পারবে৷
কৈলাসে বাস : কৈলাসে মহাদেবের বাসস্থান৷ এখানে  বসবাসের বার্তা প্রতিটি মানুষের কাছে এই যে কৈলাস পর্বত একটি উচ্চতায় অবস্থিত। একইভাবে, একজন মানুষের সবসময় উচিত এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে শীর্ষে থাকতে পারবে৷
মহাশিবরাত্রিতে পূজার সময়প্রদোষ কালের মহাশিবরাত্রি উপবাস ও পূজা শুরু হয়।এই বিশেষ দিনে শিবযোগ গঠিত হচ্ছে যা চলবে মধ্যরাত ১২:০৫ পর্যন্ত এবং তার পরে সিদ্ধযোগ শুরু হবে। যেখানে ধনিষ্ঠা নক্ষত্রের যোগ হবে শনিবার সকাল ৮টা ১২ মিনিট থেকে পরের দিন সকাল ৬টা ৪২ মিনিট পর্যন্ত।
মহাশিবরাত্রিতে পূজার সময়
প্রদোষ কালের মহাশিবরাত্রি উপবাস ও পূজা শুরু হয়।এই বিশেষ দিনে শিবযোগ গঠিত হচ্ছে যা চলবে মধ্যরাত ১২:০৫ পর্যন্ত এবং তার পরে সিদ্ধযোগ শুরু হবে। যেখানে ধনিষ্ঠা নক্ষত্রের যোগ হবে শনিবার সকাল ৮টা ১২ মিনিট থেকে পরের দিন সকাল ৬টা ৪২ মিনিট পর্যন্ত।
মহাশিবরাত্রিতে, মন্দিরে দিনভর জলাভিষেক করা হয় এবং ৪টে তে শিবের পূজা করা হয়। যে দম্পতিরা মহা শিবরাত্রিতে ভগবান শিবের উপাসনা করেন তারা সুখ ও সমৃদ্ধি লাভ করে।
মহাশিবরাত্রিতে, মন্দিরে দিনভর জলাভিষেক করা হয় এবং ৪টে তে শিবের পূজা করা হয়। যে দম্পতিরা মহা শিবরাত্রিতে ভগবান শিবের উপাসনা করেন তারা সুখ ও সমৃদ্ধি লাভ করে।
ইচ্ছা পূরণের জন্য, মহাশিবরাত্রির দিন মন্দিরে সাধারণ জলের সঙ্গে গঙ্গা জল নিবেদন করা উচিত। ধন-সম্পদ লাভের জন্য শিবলিঙ্গকে মধু দিয়ে অভিষেক করতে হবে।
ইচ্ছা পূরণের জন্য, মহাশিবরাত্রির দিন মন্দিরে সাধারণ জলের সঙ্গে গঙ্গা জল নিবেদন করা উচিত। ধন-সম্পদ লাভের জন্য শিবলিঙ্গকে মধু দিয়ে অভিষেক করতে হবে।
কোনও কারণে যদি দম্পতি সন্তান ধারণ করতে না পারেন, তাহলে শিবলিঙ্গে দেশি ঘি অর্পণ করতে হবে। এতে বংশ বৃদ্ধি পায়। কুণ্ডলীতে গ্রহগত দোষ থাকলে সরিষার তেল অভিষেক করতে হবে।
কোনও কারণে যদি দম্পতি সন্তান ধারণ করতে না পারেন, তাহলে শিবলিঙ্গে দেশি ঘি অর্পণ করতে হবে। এতে বংশ বৃদ্ধি পায়। কুণ্ডলীতে গ্রহগত দোষ থাকলে সরিষার তেল অভিষেক করতে হবে।
জলাভিষেক সহ শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করলে সৌভাগ্য হয়। শমী পাতা, বেল ফুল, শিউলি ফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয়।
জলাভিষেক সহ শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করলে সৌভাগ্য হয়। শমী পাতা, বেল ফুল, শিউলি ফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয়।