Tag Archives: Shreyash Iyer

KKR Team News: স্টার্ককে নিয়ে নাটক জারি, বাদ কেকেআরের দামিতম প্লেয়ার, রইল কারণ

কেকেআর ফ্যানদের মনের সুখের দিন৷ বাদ পড়লেন ২৪.৭৫ কোটি টাকায় কেনা মিচেল স্টার্ক৷ কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে বাদ পড়লেন স্টার্ক৷ শ্রেয়স আইয়ার কারণ দেখিয়েছেন আঙুলের চোটের৷
কেকেআর ফ্যানদের মনের সুখের দিন৷ বাদ পড়লেন ২৪.৭৫ কোটি টাকায় কেনা মিচেল স্টার্ক৷ কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে বাদ পড়লেন স্টার্ক৷ শ্রেয়স আইয়ার কারণ দেখিয়েছেন আঙুলের চোটের৷
স্টার্কের বদলে খেলবেন দুষ্যমন্ত চামিরা৷ এদিন টসে জিতে পঞ্জাব কিংস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে৷ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছেন স্টার্কের আঙুলে হালকা চোট থাকায় এদিন তাঁকে বিশ্রাম দেওয়া হল৷ এদিকে স্টার্কের হাত থেকে চামিরাকে কেকেআর ক্যাপ দেওয়া হয়৷
স্টার্কের বদলে খেলবেন দুষ্যমন্ত চামিরা৷ এদিন টসে জিতে পঞ্জাব কিংস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে৷ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছেন স্টার্কের আঙুলে হালকা চোট থাকায় এদিন তাঁকে বিশ্রাম দেওয়া হল৷ এদিকে স্টার্কের হাত থেকে চামিরাকে কেকেআর ক্যাপ দেওয়া হয়৷
এদিকে এর আগে শুক্রবার সিনেমার ব্লকবাস্টারের রিলিজ নিয়ে যেরকম অপেক্ষার প্রহর গোনে মানুষ ঠিক তেমনিই শুক্রবার কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচের আগে মিচেল স্টার্ককে নিয়ে জোর জল্পনা জারি৷ এই শোনা যাচ্ছে তাঁর আঙুলে হালকা চোটের সমস্যা আছে, যার জেরে টিম ম্যানেজমেন্ট অবশেষে স্টার্কের বদলে অন্য প্লেয়ার খেলাবে৷
এদিকে এর আগে শুক্রবার সিনেমার ব্লকবাস্টারের রিলিজ নিয়ে যেরকম অপেক্ষার প্রহর গোনে মানুষ ঠিক তেমনিই শুক্রবার কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচের আগে মিচেল স্টার্ককে নিয়ে জোর জল্পনা জারি৷ এই শোনা যাচ্ছে তাঁর আঙুলে হালকা চোটের সমস্যা আছে, যার জেরে টিম ম্যানেজমেন্ট অবশেষে স্টার্কের বদলে অন্য প্লেয়ার খেলাবে৷
কিন্তু না কোনও শান্তি নেই৷  স্টার্কের চোটের রহস্য ঘিরে যখন ফিসফাস গুঞ্জন তখন খোদ কেকেআর ক্রিকেটারই জানিয়ে দিলেন এটা আদৌ সত্যিই নয়৷
কিন্তু না কোনও শান্তি নেই৷  স্টার্কের চোটের রহস্য ঘিরে যখন ফিসফাস গুঞ্জন তখন খোদ কেকেআর ক্রিকেটারই জানিয়ে দিলেন এটা আদৌ সত্যিই নয়৷
মিচেল স্টার্কের কোনও ইনজুরির উদ্বেগ নেই এবং তিনি প্রথম একাদশের সিলেকশনের জন্য  অ্যাভেলেবেল অর্থাৎ উপলব্ধ- আছেন৷  কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রমনদীপ সিং বলেছেন, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে  তাঁদের আইপিএল ম্যাচের  আগে তারকা পেসার  হালকা অনুশীলন করেছিলেন৷
মিচেল স্টার্কের কোনও ইনজুরির উদ্বেগ নেই এবং তিনি প্রথম একাদশের সিলেকশনের জন্য  অ্যাভেলেবেল অর্থাৎ উপলব্ধ- আছেন৷  কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রমনদীপ সিং বলেছেন, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে  তাঁদের আইপিএল ম্যাচের  আগে তারকা পেসার  হালকা অনুশীলন করেছিলেন৷
অস্ট্রেলিয়ান ক্রিকেটার, IPL এ তিনি রেকর্ড বিড পেয়ে কেকেআরে এসেছিলেন, তিনি আট বছর পর তিনি লিগে ফিরে আসার  পরেও বল হাতে আশাপ্রদ পারফরম্যান্স করতে পারেননি৷
অস্ট্রেলিয়ান ক্রিকেটার, IPL এ তিনি রেকর্ড বিড পেয়ে কেকেআরে এসেছিলেন, তিনি আট বছর পর তিনি লিগে ফিরে আসার  পরেও বল হাতে আশাপ্রদ পারফরম্যান্স করতে পারেননি৷
কিন্তু না কোনও শান্তি নেই৷  স্টার্কের চোটের রহস্য ঘিরে যখন ফিসফাস গুঞ্জন তখন খোদ কেকেআর ক্রিকেটারই জানিয়ে দিলেন এটা আদৌ সত্যিই নয়৷
কিন্তু না কোনও শান্তি নেই৷  স্টার্কের চোটের রহস্য ঘিরে যখন ফিসফাস গুঞ্জন তখন খোদ কেকেআর ক্রিকেটারই জানিয়ে দিলেন এটা আদৌ সত্যিই নয়৷

 

কেকেআর বনাম পিবিকেএস-র ম্যাচের আগে তাঁকে দু'টি অনুশীলন সেশনে নেটে বোলিং করেননি, অন্যদিকে শ্রীলঙ্কার পেসার দুষ্যন্ত চামেরাকে গা ঘামাতে দেখা গিয়েছিল,৷ ফলে আশা করা হচ্ছিল অজি তারকাকে ‘বিশ্রাম’ দেওয়া হতে পারে৷  এমন জল্পনাকে উস্কে শোনা যাচ্ছিল অজি পেসার বদলালে দলে দুটি পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে৷ শেরফানে রাদারফোর্ড৷ যিনি ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ এবারের নিলামে তাঁকে দেড় কোটি টাকায় কিনেছিল কেকেআর৷ তিনি  খেলেতে পারেন আর ইমপ্যাক্ট প্লেয়ারে খেলতে পারেন চেতন সাকারিয়া৷
কেকেআর বনাম পিবিকেএস-র ম্যাচের আগে তাঁকে দু’টি অনুশীলন সেশনে নেটে বোলিং করেননি, অন্যদিকে শ্রীলঙ্কার পেসার দুষ্যন্ত চামেরাকে গা ঘামাতে দেখা গিয়েছিল,৷ ফলে আশা করা হচ্ছিল অজি তারকাকে ‘বিশ্রাম’ দেওয়া হতে পারে৷  এমন জল্পনাকে উস্কে শোনা যাচ্ছিল অজি পেসার বদলালে দলে দুটি পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে৷ শেরফানে রাদারফোর্ড৷ যিনি ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ এবারের নিলামে তাঁকে দেড় কোটি টাকায় কিনেছিল কেকেআর৷ তিনি  খেলেতে পারেন আর ইমপ্যাক্ট প্লেয়ারে খেলতে পারেন চেতন সাকারিয়া৷
তবে রমনদীপ বলেছেন স্টার্ক অ্যাভেলেবেল রয়েছেন-রমনদীপ জানিয়েছেন"হ্যাঁ, তিনি উপলব্ধ। এটি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কিত৷’’  তিনি আরও বলেন, "তিনি একজন কিংবদন্তী। ক্রিকেট সময়ের খেলা। আমরা তাঁকে কয়েকটি ম্যাচ দিয়ে বিচার করতে পারি না।"
তবে রমনদীপ বলেছেন স্টার্ক অ্যাভেলেবেল রয়েছেন-
রমনদীপ জানিয়েছেন”হ্যাঁ, তিনি উপলব্ধ। এটি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কিত৷’’  তিনি আরও বলেন, “তিনি একজন কিংবদন্তী। ক্রিকেট সময়ের খেলা। আমরা তাঁকে কয়েকটি ম্যাচ দিয়ে বিচার করতে পারি না।”
রমনদীপ বলেন, "বোলিং নিয়ে কোনও আলোচনা হয়নি।" "আমরা শুধু পরিকল্পনা  কীভাবে বাস্তবায়ন এবং কীভাবে আরও উন্নতি করা যায় সে সম্পর্কে আলোচনা করি। আমরা এক বা দুটি ম্যাচে কাউকে বিচার করি না।"
রমনদীপ বলেন, “বোলিং নিয়ে কোনও আলোচনা হয়নি।” “আমরা শুধু পরিকল্পনা  কীভাবে বাস্তবায়ন এবং কীভাবে আরও উন্নতি করা যায় সে সম্পর্কে আলোচনা করি। আমরা এক বা দুটি ম্যাচে কাউকে বিচার করি না।”
৭ ম্যাচে ৫টি জয়ের সঙ্গে KKR  টেবিলে দ্বিতীয় স্থান দখল করে রয়েছে৷ এদিকে দলের প্রধান মস্তিষ্ক হিসেবে  যিনি এ মরশুমে তাঁদের ধারাবাহিক প্রদর্শনের জন্য দলের পরামর্শদাতা গৌতম গম্ভীরকে  কৃতিত্ব দিয়েছেন গম্ভীর৷  তিনি বলেন, "প্রত্যেকের কাছেই অনেক স্বচ্ছ্বতা আছে। শুধুমাত্র তাঁর কারণেই দল এত ভাল পারফর্ম করছে। তিনি সবাইকে সাপোর্ট দিচ্ছেন।"
৭ ম্যাচে ৫টি জয়ের সঙ্গে KKR  টেবিলে দ্বিতীয় স্থান দখল করে রয়েছে৷ এদিকে দলের প্রধান মস্তিষ্ক হিসেবে  যিনি এ মরশুমে তাঁদের ধারাবাহিক প্রদর্শনের জন্য দলের পরামর্শদাতা গৌতম গম্ভীরকে  কৃতিত্ব দিয়েছেন গম্ভীর৷  তিনি বলেন, “প্রত্যেকের কাছেই অনেক স্বচ্ছ্বতা আছে। শুধুমাত্র তাঁর কারণেই দল এত ভাল পারফর্ম করছে। তিনি সবাইকে সাপোর্ট দিচ্ছেন।”

KKR News: ইডেনে এ কী হাল কেকেআরের, পরপর উইকেট হারাচ্ছে শ্রেয়সের দল, রইল ভিডিও

কলকাতা: KKR vs SRH ম্যাচ- দীর্ঘদিনের চোট পর্ব শ্রেয়স আইয়ারের ফেরার ম্যাচ হিসেবে দেখা হচ্ছিল, আর কী ফিরলেন, কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ২ বলে শূন্য করে প্যাভিলিয়নে ফিরে গেলেন৷ আর ইডেনে শুরুটাই হল একেবারে ধুঁকেধুঁকে৷

বিভিন্ন ভাবনা চিন্তা চলছিল৷ টসে হারা কেকেআর ব্যাট করতে নামে সল্ট ও নারিন জুটি৷ সল্টের স্বচ্ছন্দ ব্যাটিং দেখে আশায় স্বপ্ন বুনছিল কেকেআর ফ্যানরা৷ কিন্তু সে সময় প্রথম ছন্দ কাটে যখন নারিন রানআউট হয়ে যান৷ এরপর থেকে হঠাৎ করেই পরপর তিনটি উইকেট পড়ে যায়৷

পরপর প্যাভিলিয়নে ফিরে যান ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা৷

 

আরও পড়ুন – Rishabh Pant: ১৫ মাস বাদে ফিরলেন মাঠে, গোটা গ্যালারির গলায় পন্থের নাম, কিন্তু রূপকথা হল কই…

কেকেআর ফ্যানরা নতুন মেন্টর ও পুরনো অধিনায়কের সমীকরণ দিয়ে নতুন মরশুম শুরু করতে চলেছে হোম গ্রাউন্ড থেকে৷ কারণ আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী দুটি প্লেয়ার থাকা দল নিজেদের দামীতম অস্ত্র মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স ইডেনে অস্ত্রে শান দিচ্ছেন৷  ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে৷

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স ফলে ইডেনে প্রথমে ব্যাট করবে কেকেআর।

আইয়ার, পিঠের চোটের কারণে গত বছর পুরো মরশুমে খেলতে পারেননি৷ নীতিশ কুমার গত মরশুমে দলকে নেতৃত্ব দিয়েছিলেন, এবার ফের শ্রেয়স আইয়ার কেকেআর-র নেতৃত্বে ফিরে এসেছেন৷  এবার কেকেআর দলের নিউক্লিয়াস অক্ষত রেখে কিছু কৌশলগত সংযোজন করেছে থিঙ্ক ট্যাঙ্ক৷

শ্রেয়স সম্প্রতি  রঞ্জি ট্রফি ফাইনালের জয়ে ৯৫ রানের ইনিংস খেলে  জ্বলে উঠেছেন৷ তবে তাঁর ফিটনেস উদ্বেগের কারণে তিনি পুরো টুর্নামেন্টের সমস্ত ম্যাচের জন্য খেলতে পারবেন কিনা তা নিয়ে উষ্মা রয়েছে৷

KKR-এর সবচেয়ে সফল নেতা গৌতম গম্ভীর তার দ্বিতীয় ইনিংসে মেন্টর হিসেবে ফিরেছেন। প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তাঁর জুটি ক্যারিশমা করবে কিনা তা বড় প্রশ্ন৷  ঘরোয়া ক্রিকেটে তিনি একজন বুদ্ধিদীপ্ত  কৌশলী, এই দিয়ে ইডেনে প্রথম ম্যাচে জয়ের স্বপ্নে বুঁদ কেকেআর৷

কামিন্সের সঙ্গে SRH অধিনায়কত্বে আরেকটি পরিবর্তন এসেছে। ২০১৬-র আইপিএল  চ্যাম্পিয়নরা গত মরশুমটি  চরম খারাপ করেছিল৷ সেখানে তাঁরা দশম স্থান অর্জন করেছিল৷ এবার তাদের মনের আশা প্যাট কামিন্সের অধিনায়কের উপর৷ তিনি অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপ জিতিয়েছিলেন৷

দেখে নিন প্লেয়িং ইলেভেন

ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), পিল সল্ট  (Phil Salt), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer),  নীতিশ রানা  (Nitish Rana),  রিঙ্কু সিং  (Rinku Singh) ,   আন্দ্রে রাসেল (Andre Russell), রমনদীপ সিং (Ramandeep Singh),  সুনীল নারিন (Sunil Narine),   মিচেল স্টার্ক  (Mitchell Starc), হর্ষিত রানা (Harshit Rana),  বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)

ইডেনের মাঠেও সানরাইজার্স বনাম নাইট লড়াইতে হায়দরাবাদও নিজেদের ব্লু প্রিন্ট অনুসারে দল সাজিয়েছে। দেখে নিন তাদের দল।

Shreyash Iyer: KKR অধিনায়ক নাকি ‘Bad Boy’, বিসিসিআই নাকি শাস্তি দিয়েছে, তোলপাড় শ্রেয়সকে নিয়ে

Shreyash Iyer: শ্রেয়স আইয়ার এই মুহূর্তে বড় চাপে৷ রাহুল দ্রাবিড় নিজের ক্রিকেট কেরিয়ারেও অনুশাসন মেনে চলা ক্রিকেটার ছিলেন এখন যখন ভারতীয় দলের কোচ হয়েছেন তখনও তিনি সেই অনুশাসন প্রিয়ই রয়ে গেছেন৷ বিষম অখুশি নাকি দ্রাবিড়৷ আর সেই অখুশি হওয়ার খবর তিনি বোর্ডকে জানিয়ে দিয়েছেন৷
Shreyash Iyer: শ্রেয়স আইয়ার এই মুহূর্তে বড় চাপে৷ রাহুল দ্রাবিড় নিজের ক্রিকেট কেরিয়ারেও অনুশাসন মেনে চলা ক্রিকেটার ছিলেন এখন যখন ভারতীয় দলের কোচ হয়েছেন তখনও তিনি সেই অনুশাসন প্রিয়ই রয়ে গেছেন৷ বিষম অখুশি নাকি দ্রাবিড়৷ আর সেই অখুশি হওয়ার খবর তিনি বোর্ডকে জানিয়ে দিয়েছেন৷
কী গণ্ডগোল সবই মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাবছেন কারণ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যেই জানিয়েছেন যে শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণকে ভারত বনাম আফগানিস্তান সিরিজে রাখা হয়নি কারণ টিম কম্পোজিশনে তাঁদের প্রয়োজন হয়নি৷
কী গণ্ডগোল সবই মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাবছেন কারণ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যেই জানিয়েছেন যে শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণকে ভারত বনাম আফগানিস্তান সিরিজে রাখা হয়নি কারণ টিম কম্পোজিশনে তাঁদের প্রয়োজন হয়নি৷
কিন্তু এই গল্পটা যতটা সহজে বলা হচ্ছে বিষয়টা তত সহজ নয়৷ জল গড়িয়েছে অনেক দূর৷ কেকেআর অধিনায়কের কেরিয়ারের শুরুটা যেরকম ধমধম করে উঠছিল সেরকম কেরিয়ার হঠাৎই গোঁৎ খাওয়া ঘুড়ির মতো নিচে নামছে৷
কিন্তু এই গল্পটা যতটা সহজে বলা হচ্ছে বিষয়টা তত সহজ নয়৷ জল গড়িয়েছে অনেক দূর৷ কেকেআর অধিনায়কের কেরিয়ারের শুরুটা যেরকম ধমধম করে উঠছিল সেরকম কেরিয়ার হঠাৎই গোঁৎ খাওয়া ঘুড়ির মতো নিচে নামছে৷
বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক জানিয়েছেন বোর্ড ইশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে নিয়ে খুশি নয়৷ কেকেআর অধিনায়ক রনজি না খেলে দুবাইতে পার্টি করছিলেন যা ভাল লাগেনি রাহুল স্যারের৷
বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক জানিয়েছেন বোর্ড ইশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে নিয়ে খুশি নয়৷ কেকেআর অধিনায়ক রনজি না খেলে দুবাইতে পার্টি করছিলেন যা ভাল লাগেনি রাহুল স্যারের৷
এদিকে নির্বাচকদের মন উঠেছিল শ্রেয়সের ওপর থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই৷ কারণ বিদেশের মাটিতে কেকেআর অধিনায়কের শট সিলেকশন ঠিক ছিল না৷
এদিকে নির্বাচকদের মন উঠেছিল শ্রেয়সের ওপর থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই৷ কারণ বিদেশের মাটিতে কেকেআর অধিনায়কের শট সিলেকশন ঠিক ছিল না৷
তারপরে যখন ঘরোয়া ক্রিকেটে যখন খেলার অবকাশ ছিল তখনও তরুণ তুর্কি এই ক্রিকেটার সেখানে না খেলে দুবাই চলে গিয়ে বন্ধুদের সঙ্গে মস্তিতে মাতেন৷ চোটের কারণে আইপিএলে খেলে হয়নি শ্রেয়সের ৷
তারপরে যখন ঘরোয়া ক্রিকেটে যখন খেলার অবকাশ ছিল তখনও তরুণ তুর্কি এই ক্রিকেটার সেখানে না খেলে দুবাই চলে গিয়ে বন্ধুদের সঙ্গে মস্তিতে মাতেন৷ চোটের কারণে আইপিএলে খেলে হয়নি শ্রেয়সের ৷
কেকেআর অধিনায়ক হিসেবে নীতিশ রানা দলের নেতৃত্ব দেন৷ এবারও যদি কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বোর্ডের মান ভাঙাতে পারেন তাহলে তাহলে আইপিএলেও তাঁর কপাল কী নাচছে কেউ জানে না৷
কেকেআর অধিনায়ক হিসেবে নীতিশ রানা দলের নেতৃত্ব দেন৷ এবারও যদি কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বোর্ডের মান ভাঙাতে পারেন তাহলে তাহলে আইপিএলেও তাঁর কপাল কী নাচছে কেউ জানে না৷

কেকেআরের নতুন ক্যাপ্টেন, নীতিশ রানা আর নয়! গম্ভীর আসতেই বড় বদল

কলকাতা: গত মরশুমে পিঠের ব্যথার জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। শুধু ক্রোড়পতি লিগ নয়, ভারতীয় দলের হয়েও একাধিক সিরিজ খেলতে পারেননি তিনি। সেই জন্য তাঁর জায়গায় নীতীশ রানার হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়।

পিঠের চোট সারানোর পর এনসিএ-তে ছিলেন শ্রেয়স। গত এশিয়া কাপে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক করেছিলেন তিনি। আর এবার সমস্ত জল্পনার অবসান। আইপিএলে কেকেআর এর অধিনায়ক হিসেবে ফিরলেন শ্রেয়স আইয়ার। ডেপুটি নীতিশ রানা।‌

আরও পড়ুন- IND vs SA: সিরিজ বাঁচানোর লড়াই ভারতের, কোন রণনীতিতে আসবে জয়! তৈরি দঃ আফ্রিকাও

গত বছর চোটের কারণে খেলতে পারেনি শ্রেয়স। সেই জন্য নেতৃত্ব দেন নীতিশ। ‌ আগামী মঙ্গলবার ১৯ তারিখ নিলামে থাকছেন গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পন্ডিত।

কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, ‘‘চোটের কারণে ২০২৩ সালের আইপিএল খেলতে পারেনি শ্রেয়স। এটা দুর্ভাগ্যজনক। তবে এবার ও খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়স। যে ভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়সের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’’

আরও পড়ুন- ২৫ বছর কেটে গিয়েছে, এখনও কেউ ভাঙতে পারেনি সচিন তেন্ডুলকরের এই রেকর্ড

গত মরসুমে অধিনায়ক হিসাবে নীতীশেরও প্রশংসা করেছেন বেঙ্কি। তিনি বলেন, ‘‘গত বার নীতীশকে হঠাৎ করে দলের দায়িত্ব নিতে হয়েছিল। সেটা মোটেই সহজ কাজ ছিল না। নীতীশ নিজের দায়িত্ব খুব ভাল ভাবে সামলেছে। তাই এই মরসুমে নীতীশই দলের সহ-অধিনায়ক। ও সব সময় শ্রেয়সকে সাহায্য করতে পারবে।’’

Viral Video: ‘আরে দাদা মদ খেয়ে নাকি’ ড্রেসিং রুমে রোহিতের নাচ সুপার ভাইরাল

মুম্বই: ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে দুরন্ত জয় ভারতের৷ ৭০ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে রোহিত এন্ড কোং৷ এদিনের ম্যাচে যেদিকেই তাকানো যায় ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের মণি মুক্তো ছড়ানো রয়েছে৷ বিরাট কোহলি তাঁর কেরিয়ারের ৫০ তম সেঞ্চুরি করে খোদ মাস্টারব্লাস্টারের নজর কেড়ে নেন। বিশ্বকাপে পরপর দুটি সেঞ্চুরি সেরে নেন মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারও। মাত্র  ৭০ বলে  আটটি ছক্কা ও চারটি চারের সাহায্যে তিনি করেন ১০৫ রান।

 ভারত এদিন ৩৯৮ রানের বিশাল টার্গেট দিয়েছিল তাতে গুরুত্বপূর্ণ অবদান শ্রেয়স আইয়ারের। এদিনের সেমিফাইনালের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, যেখানে অধিনায়ক রোহিত শর্মাকে আইয়ারের সেঞ্চুরিতে নিজের স্টাইলে নাচতে দেখা যাচ্ছে। এমন নাচ যা দেখে নেটিজেনদের মন্তব্য আরে দাদা মদ্যপ নাকি!

আরও পড়ুন – Babar Azam Resigns: পাকিস্তানের পুরনো খেলা! এবার পদ ছাড়লেন খোদ অধিনায়ক বাবর, লিখলেন আবেগ ভরা মেসেজ

রইল সেই ভাইরাল ভিডিও

ভিডিওটি যাঁরা দেখেছেন তাঁরা বারবার দেখছেন এই ভিডিও, আর নিজেদের রিঅ্যাকশনও দিচ্ছেন৷   আসলে, রোহিত শর্মাকে আইয়ারের সেঞ্চুরিতে আনন্দে নাচতে দেখা যায়। ম্যাচে দলের পারফরম্যান্সে দারুণ খুশি হিটম্যান। ফ্যানরা বলছেন যে রোহিত সবচেয়ে সুন্দর অধিনায়ক, অন্যরা মদ্যপানে তার নাচ সম্পর্কে মজার প্রতিক্রিয়া দিতে শুরু করে।

সকলেরই বক্তব্য আরে দাদা পিছনে কী কোনও মদ খাওয়ার গান বাজছে নাকি৷

এদিন সেমিফাইনাল ১১৭  রান করেন বিরাট কোহলি। সচিনের ৫০ সেঞ্চুরির রেকর্ড ভাঙা বিরাট, বর্তমান বিশ্বকাপ টুর্নামেন্টে রান তুলতে ব্যস্ত। এদিন  শুভমান গিল ৬৬ বলে ৮০ রান এবং অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলে ৪৭ রান করেন। ভারত ঘরের মাঠের ফাইনালের টিকিট পেয়ে ফুটছে টগবগ করে৷

IND vs NZ: শ্রেয়সের ব্যাটে ঝকঝকে ৮০, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০৬ রান ভারতের

#অকল্যান্ড:  শ্রেয়স আইয়ারের অপরাজিত ৮০ এবং ধাওয়ান ও শুভমানের অর্ধশতরান সব মিলিয়ে প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান করল ভারতীয় ক্রিকেট দল ৷ এদিন ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত৷

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ও লকি ফার্গুসন ৩ টি করে উইকেট তুলে নেন৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুম করে ফ্লপ সূর্য কুমার যাদব। টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপরে কিউয়িদের বিরুদ্ধেই দারুণ ফর্মে ছিলেন কিন্তু প্রথম ওডিআইতে মাত্র ৪ রান করে আউট হয়ে যান তিনি। ফ্লপ শো জারি রয়েছে ঋষভ পন্থের। তিনি মাত্র ১৫ রান করেন৷  তবে ব্যাট হাতে ঝকঝকে শিখর ধাওয়ান, শুভমান গিল এবং শ্রেয়স আইয়ার৷

তিন ক্রিকেটারই এদিন অর্ধশতরান করে ফেলেছেন৷ শিখর ধাওয়ান ৭৭ বলে ৭২ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ১৩ টি চার দিয়ে৷ ৬৫ বলে ৫০ করে আউট হন শুভমান গিল৷ তাঁর ইনিংস সাজানো ৩ টি ছক্কা ও একটি চার দিয়ে৷  এদিকে সঞ্জু স্যামসন ৩৬ রান করে আউট হন৷

 

 

ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand)  মধ্যে প্রথম একদিনের ম্যাচ শুক্রবার খেলা হচ্ছে অকল্যান্ডে। ইডেন পার্কে এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শিখর ধাওয়ানের অধিনায়কত্বে ভারতীয় দল কার্যত তরুণ ব্রিগেডকে নিয়ে মাঠে নেমেছে। ভারতের জার্সিতে এই ম্যাচে অভিষেক ঘটল তরুণ অর্শদীপ সিং এবং উমরান মালিকের।

 

আরও পড়ুন –  Weather Update: শীতের ছোট ইনিংস জারি, কলকাতায় আরও নামবে তাপমাত্রা, শীতের নাচন ভালই

 

তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে চোটের জন্য খেলতে না পারলেও এই ম্যাচে কেন উইলিয়ামসন ফের নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন। এদিন অবশ্য ম্যাচ শুরুতে ভারতীয় দলকে বিশেষ ধাক্কা দিতে পারেনি নিউজিল্যান্ড।

 

আরও পড়ুন –  Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

 

শিখর ধাওয়ান ও শুভমান গিল দুই ওপেনারই স্বচ্ছন্দ্য ছিলেন৷ দুজনেই অর্ধশতরান করে ফেলেন৷

 

এদিকে এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ বৃষ্টি বিঘ্নিত একদিনের সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল ১-০ সিরিজ জেতে৷ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শেষ ম্যাচও বৃষ্টির কারণে টাই হয়েছিল৷ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত জিতে থাকায় সিরিজ জিতে যায় টিম ইন্ডিয়া৷

এদিকে একদিনের বিশ্বকাপের লক্ষ্যেই এই সিরিজগুলিকে প্রস্তুতি হিসেবে দেখছে টিম ইন্ডিয়া৷

‘‘Let’s Kill It’’ কেকেআরের ভাবী অধিনায়কের গলায় গভীর আগ্রাসন, দারুণ খুশি ফ্যানরা

#বেঙ্গালুরু: অনেকেই তাঁকে তাক করেছিল বা বলা ভাল টার্গেট করেছিল তরুণ তুর্কি ও সম্ভবনাময় অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyash Iyer) ৷ আর সকলের পছন্দের এই ভারতীয় উঠতি তারকাকে তুলে নিয়ে শুরুতেই শের কেকেআর (KKR)৷ এদিকে শ্রেয়স আইয়ারও দুবারের আইপিএল চ্যাম্পিয়ন  কেকেআর (KKR) দলের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি৷

তাঁর উচ্ছ্বসিত হয়ে কেকেআরে যোগ দিতে চাওয়ার অধীর আগ্রহের ভিডিও অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল৷ কেকেআরের অধিনায়ক স্লটের প্রথম পছন্দ শ্রেয়স আইয়ারের (Shreyash Iyer) ভিডিও দেখুন৷

আরও পড়ুন – গত Valentie’s Dayতে বিয়ে, অন্যের বউয়ের সঙ্গে ঘর করছেন নাসির হুসেন, বিস্ফোরক অভিযোগ Bangladesh Cricketer-র বিরুদ্ধে

আইপিএলের মেগা অকশনের (IPL Auction 2022) শুরুতেই ধামাকা পারফরম্যান্স কেকেআরের (KKR)৷ ১০ জনের মার্কি প্লেয়ারের পুল থেকে তাঁরা তুলে নিলেন দুই জন ক্রিকেটারকে৷ প্রথমে তাঁর নিলাম টেবল থেকে তুলে নেয় কেকেআরের পুরনো নাইট প্যাট কামিন্সকে৷ আর দ্বিতীয়বারে তাঁরা তুলে নেয় সকলের নজরে থাকা শ্রেয়স আইয়ারকে৷

তিনি যেমন সকলকে ধন্যবাদ জানিয়েছেন তেমনিই সকলের নজর কেড়ে নিয়েছেন প্রথমেই বলেছেন ‘লেটস কিল ইট’- অর্থাৎ চলুন খতম করি, অর্থাৎ আগ্রাসী অধিনায়ক বলেছেন চলুন মরশুম জিতে খতম করি৷ অর্থাৎ তাঁর কিলার ইন্সটিঙ্ক খুব ভালো বোঝা যাচ্ছে৷ দেখে নিন সেই ভিডিও বার্তাও৷

প্যাট কামিন্সকে (Pat Cummins) দিয়ে নিলামে প্রথম দান খোলে কেকেআর (KKR)৷ গুজরাত টাইটান্স তাঁকে নিয়ে লড়াইতে নামে৷ ৭.২৫ কোটি টাকায় কেকেআর কিনে নেয় প্যাট কামিন্সকে৷ গতবারের ১৫.৫ কোটির প্রায় অর্ধেক দামেই তাঁকে তুলে নিল কেকেআর৷ কেকেআরের অধিনায়ক হিসেবে বিকল্পও হতে পারেন অজি স্পিডস্টার৷

আরও পড়ুন – IPL 2022 Mega Auction: নিলামের প্রথমেই ধামাকা শুরু KKR-র, শ্রেয়স-কামিন্স দলে, বাকি তারকারা কে কোথায়

এদিকে পুরনো নাইট শিবিরে ফের ফিরে দারুণ খুশি প্যাট কামিন্স৷ নিলামে বিক্রি হয়ে যাওয়ার পরেই তিনি নিজের উচ্ছ্বাস না চেপে রেখে ভিডিও বার্তা পাঠিয়ে দেন৷ কেকেআর নিজেদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছে৷ যেখানে নিজের উচ্ছ্বাস ফুটিয়ে তুলেছেন অজি স্পিডস্টার৷ তিনি জানিয়েছেন কেকেআরে আসার জন্য তিনি ছটফট করছেন৷ দেখে  নিন ঠিক কী বলেছেন কেকেআরের নাইট প্যাট কামিন্স ৷

দেখে নিন ভিডিও৷

কলকাতার সঙ্গে ফিরে খুশি এই কথা জানানোর পাশাপাশি ভেঙ্কি , শাহরুখ, জয় অর্থাৎ টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে ভোলেননি ৷

আরও পড়ুন – Hot Photo: IPL Auction টেবলে বর Mohammed Shamiকে নিয়ে বাজার হবে গরম, তার আগেই ‘বোল্ড’ Hasin Jahan

এদিকে গত মরশুমে আইপিএলের দ্বিতীয় পর্বে প্যাট কামিন্স খেলতে না পারায় নিউজিল্যান্ডের টিম সাউদিকে খেলিয়েছিল কেকেআর৷ কিন্তু এবার আবারও অজি পেস অস্ত্রের ওপরই ভরসা রাখল নাইট টিম ম্যানেজমেন্ট৷

Ind vs WI: দাদারা ফ্লপ, শ্রেয়স, পন্থ, দীপকদের ব্যাটে ভারতের স্কোর ২৬৫/১০

#আহমেদাবাদ: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় একদিনের (3rd ODI) ম্যাচে বড় দাদাদের ফ্লপ শো৷ জ্বলে উঠলেন তরুণ তুর্কিরা৷ শ্রেয়স আইয়ার (Shreyash Iyer), ঋষভ পন্থ (Rishabh Pant), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), দীপক চাহারের (Deepak Chahar) ব্যাটে ৫০ ওভারে ১০ উইকেটে  ২৬৫ রান করে৷

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় একদিনের (3rd ODI) ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)৷ করোনা সংক্রমণ কাটিয়ে দলে ফেরেন শিখর ধাওয়ান৷ রোহিত শর্মা জোসেফের বলে ১৩ রান  করে আউট হয়ে যান৷ এরপর প্যাভিলিয়নে ১০ রান করে আউট হয়ে যান শিখর ধাওয়ান৷ ফ্লপ প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli) ৷ কোহলি ০ করে ফিরে যান৷

আরও পড়ুন – Virat Kohli’s Duck: আবার একটা ‘শূন্য’, Ind vs WI সিরিজে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে উত্তাল ট্যুইটার

একটা সময় মনে হচ্ছিল ক্যারিবিয়ানরা বোধহয় এই ম্যাচে ভারতকে দাঁত ফোটাতে দেবে না৷ কিন্তু তারা ভুল ভেবেছিল৷ তরুণ শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ দায়িত্ব নিয়ে দাদাদের ভুল শোধরানোর কাজে লেগে যান৷ শ্রেয়স আইয়ার (Shreyash Iyer) ১১১ বলে ৮০ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার দিয়ে৷

এদিকে ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটেও এদিন অর্ধশতরান ৷ ৫৪ বলে ৫৬ করেন তিনি৷ তাঁর ইনিংসে রয়েছে ১ টি ছয় এবং ৬ টি চার৷ আইয়ার ও পন্থ দুজনেই ওয়ালশের শিকার৷

আরও পড়ুন – KKR: আইপিএল মেগা অকশনে এই বাংলার ক্রিকেটারদের দিকে নজর থাকছে কেকেআরের

এদিকে দীপক চাহার (Deepak Chahar) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) জুটিতে ওঠে ৫০ রান৷

মূলত এদের সবার সৌজন্যে ১০ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৬৫ রান করে ভারত৷