Tag Archives: Social media viral

স্ট্রবেরি-ব্লুবেরি স্বাদের সিঙাড়া খাবেন? আজব এই খাবারের খবরে তাজ্জব নেটিজেন

#দিল্লি : শীত,গ্রীষ্ম হোক বা বর্ষা, এক কাপ গরম চায়ের সঙ্গে একটা সিঙাড়া হলে যেন মন জুড়িয়ে যায় ৷ কিন্তু, এই সিঙাড়াই যদি নীল বা গোলাপী রঙের হয়!অবাক লাগছে তো ? সিঙাড়া বলতেই মনে পড়ে গরম তেলে ভাজা ময়দার একটা তিনকোনা খাবার ৷

কিন্তু,  সম্প্রতি এক রঙ-বেরঙের সিঙাড়ার খোঁজ মিলেছে রাজধানীতে  ৷শুধু রঙবেরঙের সিঙাড়াই নয় একেবারে ভিন্ন স্বাদ ভিন্ন গন্ধের সিঙাড়া ৷ কোনোটা নীল আবার কোনোটা গোলাপী ৷ হরেক রকম ফ্লেভারের এই সিঙাড়া দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

 

View this post on Instagram

 

A post shared by Burning Spices?? (@burning_spices)

দিল্লির এক খাদ্য বিক্রেতা সৃষ্টি করেছেন সিঙাড়ার এই ভিন্ন রূপ ৷ গোলাপী, নীল রঙ দিয়ে  সিঙাড়ায় এনেছেন ভিন্ন ফ্লেভার ৷ গোলাপী সিঙাড়ার নাম দিয়েছেন স্ট্রবেরি সিঙাড়া আর নীল সিঙাড়ার নাম দিয়েছেন ব্লু-বেরি সিঙাড়া ৷

আরও পড়ুন :আচার বিচার, নিয়ম কানুনে অভিনব দর্জিপাড়া মিত্রবাড়ির পুজো

দিল্লির এই আজব সিঙাড়ার দোকানের নাম “সামোসা হাব” ৷ এই আজব সিঙাড়ার  ভিডিও নেটমাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, আমরা যতই সিঙাড়া খাই না কেন এ সিঙাড়া একেবারে অন্যরকম ৷ এই আজব সিঙাড়া যে আদপে একটি মিষ্টান্ন, তাও জানানো হয়েছে ভিডিওর ক্যাপশনে ৷

সিঙাড়া খেতে ভালবাসেন না এরকম লোক হয়তো খুব কমই আছেন ৷ তাই শেয়ার হওয়া মাত্রই কমেন্টের বন্যা বয়ে গেছে ভিডিওটিতে ৷
কেউ আবার এই আজব সিঙাড়া দেখে খুশি হয়েছেন  কেউ  আবার রেগে গিয়ে লিখেছেন “সিঙাড়া খুবই আবেগের জিনিস ৷ সিঙাড়া নিয়ে এইসব চলবে না ৷ “

আরও পড়ুন : ‘প্রাণহীন’ শিশুকে বাঁচিয়ে দিলেন চিকিৎসক! ডাক্তার মানে ভগবান, ফের প্রমাণিত

একজন আবার রসিকতা  করে লিখেছেন “স্বাগত ডায়েবেটিস” ৷  আবার আরেক নেটিজেনতো আবেগের বসে ফাঁশিই চেয়ে বসেছেন খাদ্য বিক্রেতার৷ এই আজব রঙ-বেরঙের সিঙাড়া দেখে   উত্তাল  হয়েছে নেট পাড়া ৷

‘প্রাণহীন’ শিশুকে বাঁচিয়ে দিলেন চিকিৎসক! ডাক্তার মানে ভগবান, ফের প্রমাণিত

#আগ্রা: অবাক করে দেওয়ার মতো কিছু ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় ৷ এরকমই এক আশ্চর্যজনক ভিডিও দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷  ভিডিওতে  এক সদ্যজাতর  প্রাণ বাঁচানোর দৃশ্য ধরা পড়েছে ৷

ভিডিওতে  ধরা পড়েছে এক অলৌকিক দৃশ্য ৷  দেখা গিয়েছে এক মহিলা ডাক্তার  এক নবজাতক শিশুকে কোলে ধরে আছেন ৷ এবং শিশুটির মুখে অনবরত ফু দিচ্ছেন ৷ তারপর শিশুটিকে উলটে দিয়ে তার পিঠ ঘষে দিচ্ছেন মহিলাটি ৷ কিছুক্ষণ পরেই শিশুটিকে হাসতে দেখা গেছে ভিডিওতে ৷

জানা গিয়েছে এই ভিডিওতে থাকা মহিলাটা একজন চিকিৎসক ৷ এবং যে শিশুটিকে ভিডিওতে দেখা গিয়েছে জন্মানোর পর তার দেহে প্রাণ ছিল না ৷  অনেক চেষ্টা করার পরেও নড়াচড়া করছিল না শিশুটি ৷  তারপরে, এই মহিলা চিকিৎসক নবজাতক শিশুটিকে একটানা ৭ মিনিট সিআরপি বা  কারডিও পালমোনারি রিসেসিটেশন দেওয়ার পরেই প্রাণ ফিরে পায় নবজাতক ৷ এই সিআরপি করেই শিশুটিকে শ্বাস নিতে সাহায্য করছিলেন এই মহিলা চিকিৎসক ৷  অবশেষে অনেক কষ্টে শিশুটির প্রাণ ফিরিয়ে আনতে সফল হন তিনি ৷

আরও পড়ুন : সাইকেল আরোহীকে আক্রমণ চিতাবাঘের! পুরনো ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠল নেটিজেনরা

ভিডিওর শেষে দেখা গিয়েছে প্রাণ ফিরে পাওয়ার পরেই চিকিৎসককে দেখে হাসছে  নবজাতক যা দেখেই আবেগপ্রবণ হয়েছেন নেটিজেনরা ৷

আরও পড়ুন : কলেজ ছাত্রকে প্রকাশ্যে চড়, লাথি শিক্ষকের! ভয়ঙ্কর মারধরের ভিডিও ভাইরাল

নবজাতকটির প্রাণ রক্ষা করেছেন চিকিৎসক সুরেখা চৌধুরী ৷ চিকিৎসক সুরেখা চৌধুরী একজন শিশু বিশেষজ্ঞ ৷ ঘটনাটি ঘটেছে ২০২২ সালের মার্চ মাসে  আগ্রার ইতমাদপুরে ৷  সম্প্রতি এই পুরোনো ভিডিও নিয়েই উত্তাল হয়েছে নেট দুনিয়া ৷

 

Viral News: এই ছবিতে লুকিয়ে আছে একটি লেপার্ড, দেখুন তো খুঁজে পান কী না

#কলকাতা: অপটিক্যাল ইলিউশন বলে একটি বিষয় সকলেই জানেন। যাকে সহজ কথায় দৃষ্টিভ্রম বলা চলে। এমন কোনও ছবি বা ডিজাইন যা দেখে চোখে ধাঁধাঁ লেগে যায়। এটি এমনই একটি ছবি। সম্প্রতি ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে এই ছবি দেখে ধাঁধা লেগে যাচ্ছে অনেকেরই। অনেকেই খুঁজে বার করতে পারছেন না সাধারণ মানুষ।

ছবিটি একটি জঙ্গলের ছবি। সেটিতে গাছের কিছু শুকনো ডাল দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে হলুদ শুকনো ছোট গাছ। এক পাশে গাছের সবুজ পাতাও দেখা যাচ্ছে। কিন্তু অনেকেই তন্নতন্ন করে খুঁজেও এর ভিতরে লেপার্ডটিকে দেখতে পাচ্ছেন না।

আরও পড়ুন: আজ থেকে বন্ধ প্রাইমারি-সেকেন্ডারি স্কুল, লক্ষ লক্ষ পড়ুয়ার স্বার্থে বড় নির্দেশ শিক্ষা দফতরের

অমিত মেহরা নামে একজন এই ছবিটি শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে তিনি ক্যাপশনে লিখেছে, এই ছবিতে একটি লেপার্ড লুকিয়ে আছে। চেষ্টা করুন সেটিকে চিহ্নিত করতে। মজা করছি না, সত্যি!

গত ২৭ ডিসেম্বর এই ছবিটি শেয়ার করার পর থেকে প্রায় আড়াই হাজার লাইক পড়েছে ছবিটিতে। মাত্র কয়েকদিনের মধ্যেই অসংখ্য মানুষ ছবিটি দেখেছেন। লেপার্ডটি কার্যত রঙের মিশেলে লুকিয়ে পড়েছে ছবিটিতে। প্রথম দেখায় অনেকের পক্ষেই বোঝা সম্ভব নয়। সেই কারণে উত্তর খুঁজতে অনেকেই নজর রাখছেন এই ছবির কমেন্ট সেকশনে। সেখানে অবশ্য অনেকেই ছবি দিয়ে দেখিয়ে দিয়েছেন কোথায় আছেন আসল লেপার্ডটি।

Viral Video | Rasgulla Chaat: দই ও তেঁতুলের চাটনি দিয়ে রসগোল্লার চাট, খেয়েছেন? তুমুল ভাইরাল ভিডিও…

#নয়াদিল্লি: বাঙালির সবচেয়ে প্রিয় মিষ্টি রসগোল্লা। শুধু বাঙালিই না, গোটা দেশে এই সাদা সাদা রসে চোবানো ছানার মিষ্টি খুবই জনপ্রিয়। কলকাতায় এলে এখানকার রসগোল্লা না খেয়ে যান না কেউই। কিছুদিন আগেই মহানগরীর জনপ্রিয় মিষ্টির দোকানে গিয়ে রসগোল্লা চেখে দেখতে দেখা গিয়েছেল মার্কিন রাষ্ট্রদূতকে। সেই রসগোল্লা দিয়েই এবার এক অদ্ভূত ফিউশনের খোঁজ পাওয়া গিয়েছে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নজর কেড়েছে খাদ্যরসিকদের (Viral Video | Rasgulla Chaat)। অনেকেরই প্রশ্ন এমনও আবার হয় নাকি? রসগোল্লা দিয়ে চাট তৈরি করে শোরগোল ফেলে দিয়েছেন এক যুবক (Viral Video | Rasgulla Chaat)।

আলু, দই, চানাচুর, চাটনি দিয়ে তৈরি চাট একেবারেই অন্য ধরনের একটা খাবার। বিশেষ করে অবাঙালির পছন্দের এই চাটের সঙ্গে যখন রসগোল্লার ফিউশন করা হবে? ভাবতে পারছেন? এক ব্যক্তি তেমনই কিছু একটা ভেবে রসগোল্লা দিয়ে চাট তৈরি করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে, দুটি রসগোল্লার রস চিপে বের করে সেটিকে একটি বাটিতে রাখছেন এক যুবক। তাতে তেঁতুলের চাটনি ও দই যোগ করছেন তিনি। সঙ্গে কয়েকটি আমন্ড, কাজু বাজাম ও কিসমিস। উপর দিয়ে আরেকটু তেঁতুলের চাটনি ছড়িয়ে দিলেন তিনি। কাপ্তান হিন্দুস্তান নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিও ট্যুইটারে শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: ফুচকায় চকোলেট-ম্যাগি-চিকেন-কর্ন চিজ-সহ প্রায় ১৫ রকম! ‘ফুচকাম্যান’-এর অভিনব প্রয়াস…

মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয়েছে। প্রায় ৭২ হাজারের বেশি ভিউজ পেয়েছে ভিডিওটি। কমেন্ট বক্সে ভরে গিয়ে নেটিজেনের মন্তব্য। অনেকেই একে জঘন্য বলে ব্যাখ্যা করেছেন, অনেকে আবার নতুন এমন খাবার চেখে দেখতেও আগ্রহী বলে জানিয়েছেন। অনেকে আবার এতে চিজ যোদ করার অনুরোধ করেছেন। তবে সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে এই রসগোল্লা চাট। আপনিও বাড়িতে কখনও ট্রাই করে দেখতে পারেন। নতুন নতুন ফিউশন খাবার পছন্দ করলে, এটাও হোক আপনার একবারের পরীক্ষা।

অনেকেই ম্যাগি দিয়ে নানা খাবারের পরীক্ষা-নিরীক্ষা করেন। ডিম দিয়ে, মাংস দিয়ে, সবজি দিয়ে, লঙ্কার কুচি ফেলে– নানা ভাবে ম্যাগি বানিয়ে খান অনেকে। তালিকায় রয়েছে মির্চি ম্যাগিও। এবার রসগোল্লা দিয়েও হোক এমন নানা পরীক্শা-নিরীক্ষা।

আরও পড়ুন: সে কী, এমনও হয়? লঙ্কার ভিতরে ম্যাগি দিয়ে মির্চি-ম্যাগি! তুমুল ভাইরাল রেসিপি

Viral Tweet: অপারেশন টেবিলে ভয়ে কান্না মহিলার, কাঁদার জন্য আলাদা বিল ধরাল হাসপাতাল! তুমুল ভাইরাল…

#নিউ ইয়র্ক: এমন ঘটনা সম্ভবত এর আগে কোনওদিনই শোনা যায়নি। পাঁচতারা হোটেলে বা হাসপাতালে অন্যায্য বিল নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। তবে সম্প্রতি মার্কিন দেশের এক মহিলার ট্যুইটে যে বিষয় সামনে এসেছে, তা কোনও দিনই এর আগে ঘটেনি বলেই মনে করছেন নেটিজেন। শরীরের তিল অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচার করিয়েছেন মিডজে নামের এক মার্কিন মহিলা। ট্যুইটে তিনি (Viral Tweet) দাবি করেছেন, অপারেশন টেবিলে ভয়ে কেঁদে ফেলার জন্য আলাদা ভাবে বিল নিয়েছে হাসপাতাল। ভাবতে পারছেন? ভয়ে কেঁদে ফেলার জন্য টাকা দিতে হল (Viral Tweet)?

বিলের ইনভয়েস ট্যুইট (Viral Tweet) করে মিডজে লিখেছেন, তিল অপারেশনের জন্য ২২৩ ডলার বিল। তার সঙ্গে ‘ব্রিফ ইমোশান’, অর্থাৎ, অপারেশন টেবিলে ভয়ে কেঁদে ফেলায় ১১ ডলার আলাদা ভাবে চার্জ নেওয়া হয়েছে বিলে। সেই বিলের ইনভয়েসেও পরিষ্কার লেখা রয়েছে সেটি। ‘ব্রিফ ইমোশানের’ জন্য ১১ ডলার অর্থাৎ প্রায় ৮১৫ টাকা চার্জ ধরা হয়েছে। মিডজে ট্যুইটারে এই বিলের ছবি পোস্ট করার পর থেকেই সেটি ভাইরাল হয়েছে।

নিমেষের মধ্যে ট্যুইটটি প্রায় ২ লক্ষ লাইক পেয়েছে। তারই সঙ্গে অসংখ্যবার রিট্যুইট করা হয়েছে সেটি। নেটিজেন এমন কাণ্ড দেখে হতবাক হয়ে নানা কথা লিখেছেন। কেউ লিখেছেন, হতে পারে না। কারও মত, জঘন্য। অনেকে আবার আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থাকেও কটাক্ষ করতে ছাড়েননি। নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন এই ট্যুইটের কমেন্টে। মেডিক্যাল পরিষেবা দিতে গিয়ে এভাবে মানুষের কাছ থেকে টাকা নেওয়াকে অপরাধ বলে উল্লেখ করেছেন নেটিজেন।

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কত কিছুই না ভাইরাল হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে কত ছবি ও ভিডিও নজর কাড়ে নেটিজেনের। আর সেগুলি পছন্দ হলেই একের পর এক শেয়ার ও কমেন্ট। আর তার পরেই ভাইরাল হয়ে যায় সেগুলি (Viral)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বিলের ট্যুইটও তেমনই সাড়া ফেলে দিেয়ছে। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ট্যুইট।

আরও পড়ুন: রাইস কুকারকে বিয়ে, আবার ডিভোর্সও! এই ব্যক্তির কাণ্ডকারখানায় চমকে উঠছে বিশ্ব…

Viral Leopard Challenge: এই ভাইরাল ছবিটিতে স্নো লেপার্ডটি কোথায় দাঁড়িয়ে খুঁজে পেলেন? চ্যালেঞ্জ চলছে ইন্টারনেটে!

#নয়াদিল্লি: ছবি শেয়ার করে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মধ্যে অনেকেই মজা পান। ইন্টারনেটে মাঝে মাঝেই এমন ছবির চ্যালেঞ্জ দেখতে পাওয়া যায়। তেমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ফরেস্ট সার্ভিস অফিসার রমেশ পান্ডের ছুড়ে দেওয়া এই চ্যালেঞ্জে (Viral Leopard Challenge) রীতিমতো হিমশিম অবস্থা নেটপাড়ার বাসিন্দাদের। বরফে ঢাকা এই পাথুরে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে রয়েছে একটি স্নো লেপার্ড। আর ছবির ভিতর সেটি খুঁজে বের করারই চ্যালেঞ্জ ছুড়েছেন বনাধিকারিক পান্ডে।

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে রমেশ পান্ডে লিখেছেন, ‘ফ্যানটম ক্যাট…! এদেরকে পর্বতের ভূত বলে আখ্যা দেওয়া হয়। আপনি যদি খুঁজে পান।’ ছবিটি শেয়ার করার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। বেশিরভাগই খুঁজে বের করতে পারছেন না। অনেকে আবার নিমেষে খুঁজে পেয়েছেন চিতাবাঘটিকে। ছবিটি ভালো করে মন দিয়ে দেখুন। ডানদিকের কোনায় দাঁড়িয়ে রয়েছে চিতাবাঘটি। পাহাড়ের রঙের সঙ্গে তার শরীরে রং একেবারে মিশে গিয়েছে বলেই ছবিটিতে তাকে খোঁজা কঠিন হয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়ার ইউজাররা অনেকেই এই ছবি থেকে স্নো লেপার্ডকে খুঁজে বের করে রমেশ পান্ডের উদ্দেশে রি-ট্যুইট করে জবাব দিয়েছেন। একজন লিখেছেন, ‘উফ, খুবই কঠিন ছিল স্যার’। আরেকজনের বক্তব্য, ‘খুঁজে পেয়েছি স্যার, অনেক বার জুম করে দেখে পেলাম।’ এবার আপনি দেখে নিন, খুঁজে পেলেন কিনা।