Tag Archives: SSC Teacher Recruitment

SSC Recruitment Scam: একলপ্তে হাজার হাজার শিক্ষকের চাকরি নেই! এ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কী হবে? বিরাট আশঙ্কা

কলকাতা: কয়েকদিন আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল এবার থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে মে মাস থেকে। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা একাদশ শ্রেণিতে উঠবেন তাঁদের সময় থেকেই উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। একেবারে নতুন ধাঁচায় হবে পঠনপাঠন থেকে পরীক্ষা। এমন সময় রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক শিক্ষকের চাকরি বাতিল।

একলপ্তে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষকের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের দাবি, ‘নতুন সেমিস্টার পদ্ধতিতে কী ভাবে পড়ুয়াদের পড়ানো হবে, তা নিয়ে কিছু দিনের মধ্যেই বেশ কিছু প্রশিক্ষণ শিবির করার কথা। কিন্তু এই পরিস্থিতিতে কতজন শিক্ষক এই প্রশিক্ষণ নেবেন, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। উচ্চ মাধ্যমিকে কৃত্রিম মেধা, ডেটা সায়েন্সের মতো নতুন বিষয় যোগ হয়েছে। এই দু’টি বিষয় পড়াতে বিজ্ঞান বিষয়ক শিক্ষকই প্রশিক্ষণ নিয়েছেন। এ বার তাঁরা যদি বাতিলের তালিকায় থাকেন, তা হলে এগুলোই বা কে পড়াবেন?’

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রাকৃতির, নেপালি কন্যের মুক্তাক্ষর MS Word-এর ফন্টকেও হার মানায়

এ বছর থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। এই পরিস্থিতিতে শিক্ষকদের একাংশের দাবি, যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদের বেশিরভাগই উচ্চ মাধ্যমিকের শিক্ষক। ওই স্তরে একটি বিষয় পড়ানোর জন্য এক জন শিক্ষকই থাকেন। তাঁর বিষয়টি অন্য বিষয়ের শিক্ষক পড়াতে পারেন না। চাকরি বাতিলের জেরে এবার পড়ুয়াদের পড়াশোনার কী সুরাহা হবে তা-ই প্রশ্নচিহ্নের মুখে।

আরও পড়ুন: সুকান্তর গড়ে বিজেপির প্রচারে কোয়েল, ভোটের ময়দানে সুন্দরীকে দেখে শোরগোল! সঙ্গে দারুণ ‘রহস্য’

স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি বাতিল হওয়া যোগ্য শিক্ষকেরাও যাবেন সুপ্রিম কোর্টে। অভিভাবকদের একাংশের প্রশ্ন, পড়ুয়াদের পঠনপাঠন কী ভাবে হবে, তা নিয়ে কেউ কি চিন্তাভাবনা করছেন? গরমের ছুটির পরে স্কুল খুললে কী হবে, তা নিয়ে কারও কোনও সুনিশ্চিত পরিকল্পনা রয়েছে? আশঙ্কায় রাজ্যের হাজার হাজার পড়ুয়া ও তাঁদের অভিভাবকেরা।

SSC Recruitment Scam: রেলের চাকরি ছেড়ে শিক্ষক, আর এখন সেই চাকরিও গেল! এবার কী হবে? জেলায় জেলায় হাহাকার

মালদহ: সম্মানের চাকরি শিক্ষকতা। তাইতো কেউ রেলে, কেউ প্রাথমিক আবার কেউ খাদ্য সরবরাহ দফতরে চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন হাই স্কুলের শিক্ষক পদে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন মালদহের ভিন্ন পেশা থেকে হাইস্কুলের শিক্ষক পদে যোগ দেওয়া ‘চাকরিহারাদের’ একাংশ।

তাঁদের মধ্যে কেউ ভাবতেই পারেননি একদিন এই ভাবে চাকরি হারাতে হবে‌। চাকুরি হারিয়ে এখন বিপাকে তাঁরা। এখন আর নতুন করে পরীক্ষা দিয়ে অন্য চাকরিতে যোগদানও সম্ভব নয়, কারণ অনেকের বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে। তাই এখন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন: প্রশ্নপত্রে একাধিক ভুল! এবার প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

চাকরিহারা বাপ্পাদিত্য রায় বলেন, ‘রেলের ডি গ্রুপের চাকরি ছেড়ে প্রাথমিক স্কুলের শিক্ষক তারপর হাইস্কুলের শিক্ষকতায় যোগদান করি। হাইস্কুলের শিক্ষকতায় সম্মান রয়েছে, বেতন বেশি। তাই এই চাকরি করছিলাম। যোগ্য হওয়া সত্ত্বেও কোর্টের রায়ে আমাদের চাকরি গিয়েছে। এখন কী করব কিছুই বুঝে উঠতে পারছি না।’ শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের প্যানেলের চাকরিপ্রার্থীরা ২০১৯ সালে জেলার বিভিন্ন হাইস্কুলে শিক্ষক, শিক্ষিকা হিসাবে যোগ দেন।

আরও পড়ুন: গরমে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে! ধরা পড়ল ইসরোর ক্যামেরায়, ভারতে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত

সেই সংখ্যা প্রায় এক হাজার রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলায় চাকরিহারা শিক্ষক, শিক্ষিকাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে, দাবি শিক্ষা দফতরের। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে ‘যোগ্য’ প্রার্থীদেরও, এমনটাই দাবি। মালদহ টাউন হলে জমায়েত হন তাঁদের একাংশ। তাঁদের দাবি, সিবিআই অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করেছিল। তার পরেও প্যানেলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের কেন বাদ দেওয়া হল,  প্রশ্ন তোলেন তাঁরা।

হরষিত সিংহ