Tag Archives: ssc job scam

West Bengal SSC Recruitment Case: SSC চাকরিহারাদের হল না সুরাহা, সুপ্রিম কোর্টে পিছোল শুনানি! ফের শুরু অপেক্ষা, পরবর্তী শুনানি কবে?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলা। একাধিকবার সময় পিছিয়ে গিয়েও সোমবারে শুনানি হলই না এই মামলার। মঙ্গলবার শুনানি হবে প্রধান বিচারপতি বেঞ্চে। কাল একটি আগাম জামিন মামলার শুনানি করার পর এসএসসি মামলা ধরবে শীর্ষ আদালত।

কলকাতা হাইকোর্টের রায়ে মুহূর্তের মধ্যে হাজার হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরিহারা হয়েছেন। সোমবার সেই মামলার শুনানি ছিল দেশের সর্বোচ্চ আদালতে। কিন্তু সেখানেই এসএসসির চাকরিহারাদের কোনও সুরাহা হল না।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। গত সোমবার মামলাটির শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। মামলা শুনেই প্রধান বিচারপতির মন্তব্য, ‘প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে। এটা তো সম্পূর্ণ জালিয়াতি।’ ৬ মে, সোমবার ফের শুনানি হওয়ার কথা ছিল এই মামলার।

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

গত শুনানিতেই সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়ে এসএসসি। সরকারের আইনজীবী আদালতে প্রশ্ন করেন, ‘আমাদের ফান্ডামেন্টাল প্রশ্ন হল হাইকোর্ট কীভাবে একজন সরকারি কর্মীকে টার্মিনেট করতে পারে? তাঁরা তো কমপিটেন্ট অথরিটি নয়। ২৪ হাজার মানুষ কর্মহীন হলে তাঁদের পরিবারের কী হবে?’ পাল্টা প্রধান বিচারপতির প্রশ্ন, ‘বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, এমন অভিযোগ জানার পরেও কী ভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরিক পোস্ট (বাড়তি পদ) তৈরি করা হল?’

আরও পড়ুন: গাড়িতে টানা কতক্ষণ AC চললে ১ লিটার তেল পোড়ে জানেন? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, ওএমআর শিট নষ্ট করা হয়েছে। ওএমআর শিট না পেলে কীভাবে যোগ্য-অযোগ্য প্রার্থীর বিচার হবে? সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিলেও হাইকোর্টের বাকি রায়ে ওইদিন স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছিল, মামলার পরবর্তী শুনানি হবে সোমবার, ৬ মে ২০২৪। ততদিন চাকরি বাতিলের রায় বহাল থাকবে। কিন্তু এদিন সেই মামলার শুনানি পিছিয়ে গেল ৭ মে, মঙ্গলবার।

অর্ণব হাজরা

SSC Recruitment Scam: রেলের চাকরি ছেড়ে শিক্ষক, আর এখন সেই চাকরিও গেল! এবার কী হবে? জেলায় জেলায় হাহাকার

মালদহ: সম্মানের চাকরি শিক্ষকতা। তাইতো কেউ রেলে, কেউ প্রাথমিক আবার কেউ খাদ্য সরবরাহ দফতরে চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন হাই স্কুলের শিক্ষক পদে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন মালদহের ভিন্ন পেশা থেকে হাইস্কুলের শিক্ষক পদে যোগ দেওয়া ‘চাকরিহারাদের’ একাংশ।

তাঁদের মধ্যে কেউ ভাবতেই পারেননি একদিন এই ভাবে চাকরি হারাতে হবে‌। চাকুরি হারিয়ে এখন বিপাকে তাঁরা। এখন আর নতুন করে পরীক্ষা দিয়ে অন্য চাকরিতে যোগদানও সম্ভব নয়, কারণ অনেকের বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে। তাই এখন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন: প্রশ্নপত্রে একাধিক ভুল! এবার প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

চাকরিহারা বাপ্পাদিত্য রায় বলেন, ‘রেলের ডি গ্রুপের চাকরি ছেড়ে প্রাথমিক স্কুলের শিক্ষক তারপর হাইস্কুলের শিক্ষকতায় যোগদান করি। হাইস্কুলের শিক্ষকতায় সম্মান রয়েছে, বেতন বেশি। তাই এই চাকরি করছিলাম। যোগ্য হওয়া সত্ত্বেও কোর্টের রায়ে আমাদের চাকরি গিয়েছে। এখন কী করব কিছুই বুঝে উঠতে পারছি না।’ শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের প্যানেলের চাকরিপ্রার্থীরা ২০১৯ সালে জেলার বিভিন্ন হাইস্কুলে শিক্ষক, শিক্ষিকা হিসাবে যোগ দেন।

আরও পড়ুন: গরমে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে! ধরা পড়ল ইসরোর ক্যামেরায়, ভারতে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত

সেই সংখ্যা প্রায় এক হাজার রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলায় চাকরিহারা শিক্ষক, শিক্ষিকাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে, দাবি শিক্ষা দফতরের। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে ‘যোগ্য’ প্রার্থীদেরও, এমনটাই দাবি। মালদহ টাউন হলে জমায়েত হন তাঁদের একাংশ। তাঁদের দাবি, সিবিআই অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করেছিল। তার পরেও প্যানেলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের কেন বাদ দেওয়া হল,  প্রশ্ন তোলেন তাঁরা।

হরষিত সিংহ

Kunal Ghosh: ‘পার্থ চট্টোপাধ্যায়ের জন্যই এটা হয়েছে, এর জন্য দলকে কেন বিড়ম্বনায় পড়তে হবে?’ এসএসসি মামলার রায় ঘোষণার পরে বিস্ফোরক কুণাল

কলকাতা: এসএসসি মামলার রায় ঘোষণার পরে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের ৷ তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের কীর্তি এইসব। তাঁর সময়েই হয়েছে। আমি বলেছিলাম। আমাকে হুমকি দিয়েছিল। ব্রাত্যকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে নিল। আবার তাকে সরানোয় ক্ষিপ্তদের মতো আচরণ করা হয়েছিল। আদালত অবশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লাইনে চলেছে। তবে চাকরিপ্রার্থীরা গরমে রাস্তায় বসে কেন শাস্তি পাবে? পার্থ চট্টোপাধ্যায় কেন জেলের সেলে থাকবেন? জেলের মাঠে এই রোদ্দুরে দাঁড় করিয়ে রাখা উচিত। জেলের মাঠে তাঁকে বসিয়ে রাখা উচিত। আমি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। পার্থ চট্টোপাধ্যায়ের জন্যই এটা হয়েছে। এর জন্য দলকে কেন বিড়ম্বনায় পড়তে হবে?’’

আরও পড়ুন– ‘যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিক, কিন্তু ভোটের আগেই এই রায় কেন…?’ প্রশ্ন কুণালের

কুণাল ঘোষ এদিন আরও বলেন, ‘‘আদালত রায় দিয়েছে। তার নানা দিক আছে। অনভিপ্রেত রায়। আইনজীবী-সহ এসএসসি সবটা খতিয়ে দেখছে। কিছু লোক ভুল করেছিল। ক্ষমার অযোগ্য অপরাধ করে নেচে বেড়াচ্ছিল। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। যারা যোগ্য, তাদের চাকরি হোক। কিন্তু গোটাটাকে এক বন্ধনীতে রাখার চেষ্টা করেছে কেউ কেউ। কেউ কেউ পাপ করেছে বলে আজ সকলের ভোগান্তি হল। যোগ্যদের চাকরি হোক। আমরা আশা করেছিলাম, যোগ্যদের চাকরি হবে। দেখা গেল, সকলের ক্ষেত্রে জটিল পরিস্থিতি হল। ত্রিপুরাতে বাম আমলে এমন একটি ঘটনা ঘটে। ১০ হাজারের বেশি শিক্ষকের প্যানেল বাতিল হয়। ভোটের সময় বলে অনেকে এটা নিয়ে কুৎসা করবে। যারা যোগ্য তাদের কী হবে? আইনি খুঁটিনাটি দেখতে হবে। বিরোধীরা নানা সময় বাধা দিচ্ছে। সরকার সব সাবধানতা রেখে কাজ করবে। যারা অন্যায় করেছে তাদের এক বিচার। আর যারা যোগ্য তাদের অনিশ্চয়তায় ফেলে দেওয়া এটা দুর্ভাগ্যজনক। যে বা যারা অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তারাই ছড়ি ঘুরিয়েছে সেই সময়। কিছু বলতে গেলেই অপ্রিয় হয়ে যেতে হয়। পার্থ চট্টোপাধ্যায়-সহ গুটিকয়েকের জন্য এই অবস্থা এল। চরম ঔদ্ধত্য দেখিয়েছে। এখন সরকার সেই ব্যবস্থা নিয়েছে। বাম জমানাতেও দলদাসদের চাকরি হয়েছে। তবে পার্থ চট্টোপাধ্যায় যা করে গিয়েছেন, তা কোনও ভাবে হতে পারে না।’’

Kunal Ghosh: ‘যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিক, কিন্তু ভোটের আগেই এই রায় কেন…?’ প্রশ্ন কুণালের

কলকাতা: এসএসসি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করা হল। ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তাঁরা। প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের বেতন ফেরত দিতে হবে। প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে। এসএসসির নিয়োগ প্রক্রিয়ার অনেক ওএমআর শিট বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যেগুলি এখনও আপলোড করা হয়নি, সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত। উত্তরপত্র যাতে জনগণ যাতে দেখতে পান, সেই ব্যবস্থাও করতে হবে।

আরও পড়ুন– সপ্তাহভর তাপপ্রবাহের পরিস্থিতি, বুধবার থেকে গরম আরও বাড়বে! শুকনো গরম ও অস্বস্তি চরমে পৌঁছবে

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘আদালত রায় দিয়েছে। তার নানা দিক আছে। অনভিপ্রেত রায়। আইনজীবী-সহ এসএসসি সবটা খতিয়ে দেখছে। কিছু লোক ভুল করেছিল। ক্ষমার অযোগ্য অপরাধ করে নেচে বেড়াচ্ছিল। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। যারা যোগ্য, তাদের চাকরি হোক। কিন্তু গোটাটাকে এক বন্ধনীতে রাখার চেষ্টা করেছে কেউ কেউ। কেউ কেউ পাপ করেছে বলে আজ সকলের ভোগান্তি হল। যোগ্যদের চাকরি হোক। আমরা আশা করেছিলাম, যোগ্যদের চাকরি হবে। দেখা গেল, সকলের ক্ষেত্রে জটিল পরিস্থিতি হল। ত্রিপুরাতে বাম আমলে এমন একটি ঘটনা ঘটে। ১০ হাজারের বেশি শিক্ষকের প্যানেল বাতিল হয়। ভোটের সময় বলে অনেকে এটা নিয়ে কুৎসা করবে। যারা যোগ্য তাদের কী হবে? আইনি খুঁটিনাটি দেখতে হবে। বিরোধীরা নানা সময় বাধা দিচ্ছে। সরকার সব সাবধানতা রেখে কাজ করবে। যারা অন্যায় করেছে তাদের এক বিচার। আর যারা যোগ্য তাদের অনিশ্চয়তায় ফেলে দেওয়া এটা দুর্ভাগ্যজনক। যে বা যারা অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তারাই ছড়ি ঘুরিয়েছে সেই সময়। কিছু বলতে গেলেই অপ্রিয় হয়ে যেতে হয়। পার্থ চট্টোপাধ্যায়-সহ গুটিকয়েকের জন্য এই অবস্থা এল। চরম ঔদ্ধত্য দেখিয়েছে। এখন সরকার সেই ব্যবস্থা নিয়েছে। বাম জমানাতেও দলদাসদের চাকরি হয়েছে। তবে পার্থ চট্টোপাধ্যায় যা করে গিয়েছেন, তা কোনও ভাবে হতে পারে না।’’

আরও পড়ুন– দুর্ঘটনার আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে ! মৃত্যু হয় পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতির, আশঙ্কাজনক অভিনেতার বোন

তিনি বলেন, ‘‘নিয়োগ কর্তব্য, আর দূর্নীতি হল অবাঞ্ছিত, বামেরাও দলদাসদের চাকরি দিয়েছে। ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল। তাঁকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায় চলে এলেন। আমরা বলতে গেলে অপরাধী হতাম। বিপদ ফাঁস হওয়ার পরে শুদ্ধিকরণ শুরু হল। এই বিতর্ক তৃণমূল সামলে নেবে। যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিক। দু’দিন আগে এক বিজেপি নেতা বলেছেন বোমা ফাটবে। তাহলে বলতে হবে সরকারকে বিপাকে ফেলতে এই সময় রায়। ভোটের আগে এই রায় কেন?’’

SSC Scam: SSC-কে ‘বিশ্বাসঘাতক’ দেখাতে গিয়ে ফাঁপড়ে মধ্যশিক্ষা পর্ষদ, সচিবকে শো-কজ হাইকোর্টের

কলকাতা: SSC-কে ‘বিশ্বাসঘাতক’ দেখাতে গিয়ে ফাঁপড়ে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সচিবকে শো-কজ করল কলকাতা হাইকোর্ট। সচিবের বিরুদ্ধে পদক্ষেপ কেন নেবে না হাইকোর্ট? সোমবার সচিবকে এজলাসে হাজিরা দিয়ে ব্যাখা তলব বিচারপতি বিশ্বজিৎ বসুর।

উমা প্রামাণিক বাঁকুড়া শালতোড়া গার্লস স্কুলে চাকরির সুপারিশ পান সেপ্টেম্বর ২০২১-এ। ২ বছর পরেও সেই এসএসসি চাকরি দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সচিব হাইকোর্টে জানান, SSC সঠিক তথ্য দিচ্ছে না। কোনও সুপারিশ পত্র এসএসসি পাঠায়নি।

আরও পড়ুন: শীতের হাওয়ায় লাগল নাচন ‘এই’ জেলায়, পৌষের শেষবেলায় হাড়ে কাঁপন ধরাল ঠান্ডা

SSC আদালতে প্রমাণ দাখিল করতেই মামলা ঘুরে যায়। মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বসু। তারপরেই মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে শো-কজ করে হাইকোর্ট। সোমবার মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে হাইকোর্টে হাজিরা দিয়ে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত ইমরান হাশমির ছেলের অস্ত্রোপচারে বাদ গিয়েছে কিডনি! আয়ান এখন কেমন আছে? বড় ‘খবর’ দিলেন অভিনেতা

অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এবার ভূতুড়ে চাকরির হদিশ দিল খাস SSC। নবম-দশমে ভুতূড়ে চাকরি ৪০। একাদশ-দ্বাদশে চাকরি ১৮। ৫৮ চাকরির ভবিষ্যৎ নিয়ে ঘোর সংশয়। ৫৮ চাকরির পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ কোনও তথ্য নেই SSC কাছে। ইন্টারভিউ না দিয়েই চাকরি এই ৫৮ জনের।

অর্ণব হাজরা

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F