Tag Archives: stray dogs

Alipurduar News: ঘরের জরাজীর্ণ পরিস্থিতি! পথ কুকুরদের সঙ্গেই দিন কাটাচ্ছেন এই মহিলা

আলিপুরদুয়ার: মাটির মেঝে। ত্রিপল দিয়ে ঘেরা ঘর। এই ঘরেই বোন ও ভাইকে নিয়ে গত প্রায় ১৫ বছর ধরে থাকছেন কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের উত্তর ফরোয়ার্ড নগরের বাসিন্দা তাপসী দত্ত।

শুধু বোন ও ভাই নয়, প্রায় দশটি পথ কুকুরের আস্তানাও তাপসী দত্তের এই জরাজীর্ণ ঘর। একে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। রেশনে পাওয়া চালটুকুও কুকুরগুলো খেয়ে নেয় বলে অভিযোগ।

মাঝে মধ্যে এলাকাবাসীদের দেওয়া খাবারেই দিন চলছে তাপসী ও তার পরিবারের। এ ছাড়া ঘরের এরূপ বেহাল অবস্থা যে ঘুমোনোরও উপায় নেই। তাপসীর কথায়, “ঘরের মেঝেরও বেহাল অবস্থা। ঘরে দরজা না থাকায় পথকুকুরও ঘরেই থাকে। কোনও মতে দুই বোন রাত কাটিয়ে দিই। আর ভাই অন্যত্র যায় ঘুমাতে।”

আরও পড়ুন- তরকারিতে ঘন ঘন চুল পাচ্ছেন? কিসের ইঙ্গিত জানেন? দেরি নয়, আজই ব্যবস্থা নিন!

তাপসী আরও জানান, তাঁরা তিনজনই অসুস্থ। এই অবস্থায় সরকারি লক্ষীভান্ডারের যে ভাতাটুকুও পান সেটাও ওষুধ কিনতে চলে যায়। কোনও মাসে সেটাও হয় না। তাঁর ভাই দিনমজুরির কাজ করে বেশিরভাগ দিনই কাজ পান না। আর দুই বোন ভিক্ষা করে কোনও মতে অন্ন জোগাড় করেন। এই পরিবারটিকে যাতে অনাহারে মরতে না হয় সেই আর্জি প্রশাসনের কাছে জানিয়েছেন এলাকাবাসীরাও।

অনন্যা দে 

Stray Dogs Rescue Agra Man: অবাক কাণ্ড! মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে বাঁচাল পথকুকুররা! কী ভাবে

আগ্রা:  জীবন্ত সমাধি দেওয়ার পরও প্রাণে বেঁচে ফিরলেন আগ্রার এক যুবক। তাও আবার পথকুকুরদের কল্যাণে। ২৪ বছরের সেই যুবকের নাম রূপ কিশোর। জমি সংক্রান্ত এক সমস্যায় ৪ জন মিলে মারধর করে রূপকে মাটিতে পুঁতে দিয়েছিল বলে অভিযোগ। এর পর তাঁকে খুঁড়ে বের করে পথকুকুররা, এমনই জানান রূপ।

ঘটনাটি ঘটে আগ্রার আরটোনি এলাকায়। অঙ্কিত, গৌরব, করণ, আকাশ নামের চার যুবক রূপকে আক্রমণ করে এমন মারে যাতে তিনি অজ্ঞান হয়ে যান। এতে সেই চার যুবক মনে করেছিল রূপের মৃত্যু হয়েছে। তারা রূপকে একটি ফার্ম হাউজের জমিতে কবর দিয়ে দিয়েছিল। এর পর পথকুকুররা খুঁড়ে বের করে রূপকে। তিনি তখন জ্ঞান ফিরে পান। কুকুরগুলি তাঁর গায়ে মুখ দিচ্ছিল বলে জানান তিনি। তবে উঠে দাঁড়িয়ে এক সময় হাঁটতে শুরু করেন রূপ। কিছু দূর গিয়ে স্থানীয়দের কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি। স্থানীয়রা রূপকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন রূপ।

রূপের বাড়ির লোকেরা দুশ্চিন্তায় ছিলেন। যদিও বিপদের আঁচ পেয়েছিলেন তাঁর মা। রূপের মা জানান, ওই ৪ যুবক রূপকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল।

 আরও পড়ুন- ৩ আইএএস প্রার্থীর মৃত্যুতে বড় পদক্ষেপ দিল্লির কোচিং সেন্টারগুলির! ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, বিনামূল্যে পাঠ

রূপকে নির্মম ভাবে মারধর করা হয়েছে বলেই অভিযোগ তাঁর। শ্বাসরোধ করে এর পর তাঁকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, জানান রূপের মা। যদিও সেই অভিযুক্তরা এখন পলাতক। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তাদের খুঁজছে।