Tag Archives: Assault

West Bengal news: পুরসভার মহিলা কর্মীর চিঠিতে অস্বস্তিতে চুঁচুড়ার বিধায়ক! দুর্ব্যবহার, কুপ্রস্তাব-সহ একাধিক অভিযোগ

সোমনাথ ঘোষ, চুঁচুড়া: দলের মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে অস্বস্তিতে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। জুলাই মাসের ৫ তারিখে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিধায়কের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন চুঁচুড়ার এক মহিলা তৃণমূল কর্মী।

সেই অভিযোগে তোলাবাজি থেকে মহিলাদের সঙ্গে খারাপ আচরনের কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, মহিলা তৃণমূল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, কুপ্রস্তাব দেওয়া থেকে রাতে ভিডিও কল করতেন চুঁচুড়া তৃনমূল বিধায়ক অসিত মজুমদার। এমনই দাবি তুলেছেন সেই মহিলা।

আরও পড়ুন: উত্তরবঙ্গ জুড়ে ভয়ঙ্কর দুর্যোগ! প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ফালাফালা হবে একাধিক জেলা

পুরসভায় কাজ করলেও বিধায়ক তাঁকে পুরসভার কাজ না করিয়ে বাড়ির কাজ করাতেন বলে অভিযোগ। মহিলা তৃনমূল কর্মীর এই বক্তব্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। নিউজ১৮ বাংলা ভিডিওর সত্যতা যাচাই করেনি। বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়, সজল ঘোষরা সেই ভিডিও তাদের সমাজমাধ্যমে সেই ভিডিও শেয়ার করেন।

আরও পড়ুন: ১০ মহিলা পুলিশকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ধৃত এইট পাশ যুবক! কোন ছকে ফাঁদে ফেলতেন?

শুধু তাই নয়, চুঁচুড়ায় বিভিন্ন জায়গায় বিধায়ক অসিত মজুমদারের নামে পোস্টার পড়তে দেখা যায়। পোস্টারে লেখা রয়েছে, ‘চুঁচুড়ার বিধায়ক দূর হাটো চুঁচুড়া নারীদের সম্মান বাঁচাও’। যদিও এই সব বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি বিধায়ক অসিত মজুমদার।

Stray Dogs Rescue Agra Man: অবাক কাণ্ড! মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে বাঁচাল পথকুকুররা! কী ভাবে

আগ্রা:  জীবন্ত সমাধি দেওয়ার পরও প্রাণে বেঁচে ফিরলেন আগ্রার এক যুবক। তাও আবার পথকুকুরদের কল্যাণে। ২৪ বছরের সেই যুবকের নাম রূপ কিশোর। জমি সংক্রান্ত এক সমস্যায় ৪ জন মিলে মারধর করে রূপকে মাটিতে পুঁতে দিয়েছিল বলে অভিযোগ। এর পর তাঁকে খুঁড়ে বের করে পথকুকুররা, এমনই জানান রূপ।

ঘটনাটি ঘটে আগ্রার আরটোনি এলাকায়। অঙ্কিত, গৌরব, করণ, আকাশ নামের চার যুবক রূপকে আক্রমণ করে এমন মারে যাতে তিনি অজ্ঞান হয়ে যান। এতে সেই চার যুবক মনে করেছিল রূপের মৃত্যু হয়েছে। তারা রূপকে একটি ফার্ম হাউজের জমিতে কবর দিয়ে দিয়েছিল। এর পর পথকুকুররা খুঁড়ে বের করে রূপকে। তিনি তখন জ্ঞান ফিরে পান। কুকুরগুলি তাঁর গায়ে মুখ দিচ্ছিল বলে জানান তিনি। তবে উঠে দাঁড়িয়ে এক সময় হাঁটতে শুরু করেন রূপ। কিছু দূর গিয়ে স্থানীয়দের কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি। স্থানীয়রা রূপকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন রূপ।

রূপের বাড়ির লোকেরা দুশ্চিন্তায় ছিলেন। যদিও বিপদের আঁচ পেয়েছিলেন তাঁর মা। রূপের মা জানান, ওই ৪ যুবক রূপকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল।

 আরও পড়ুন- ৩ আইএএস প্রার্থীর মৃত্যুতে বড় পদক্ষেপ দিল্লির কোচিং সেন্টারগুলির! ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, বিনামূল্যে পাঠ

রূপকে নির্মম ভাবে মারধর করা হয়েছে বলেই অভিযোগ তাঁর। শ্বাসরোধ করে এর পর তাঁকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, জানান রূপের মা। যদিও সেই অভিযুক্তরা এখন পলাতক। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তাদের খুঁজছে।

Ariadaha Assault Case: সেজে বসে রইল কনে, বিয়ে করতেই এল না জায়ান্ট-এর শাগরেদ রাহুল! আড়িয়াদহে এ কী কাণ্ড?

তিন তলা বাড়ি সাজানো রং বেরঙের লাইট দিয়ে। ছাদে হয়েছে প‍্যাণ্ডেল। ভিতরে সুসজ্জিত ডেকোরেশন করে ফুল দিয়ে লেখা ‘‘ওয়েডিং সেরেমনি অফ রাহুল এন্ড তানিয়া’’, রাহুল-তানিয়ার বিয়ের অনু্ষ্ঠান। তবে এই বিয়ে হয়নি। কারণ, বর পলাতক। ধৃত জয়ন্ত সিংয়ের ডান হাত রাহুল গুপ্তা বিয়ের অনুষ্ঠানে ঠিক এমন কাণ্ডই ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আড়িয়াদহ ক্লাবের মধ্যে মহিলাকে ঝুলিয়ে গণপিটুনির ঘটনায় ইতিমধ্যেই জেল হেফাজতে আছেন জয়ন্ত সিং। সেই ‘জায়ান্ট’-এর ডান হাত রাহুল গুপ্তা। জয়ন্ত সিংকে গ্রেফতার করা গেলেও এখনও পলাতক রাহুল গুপ্তা। শুক্রবার ছিল রাহুলেরই বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুন: বলুন তো কোন প্রাণী জল, খাবার কোনও কিছু না খেয়েই ৩০ বছর দিব‍্যি বেঁচে থাকতে পারে? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

সূত্রের খবর অনুযায়ী, আড়িয়াদহে মিলনীতে ছিল রাহুল গুপ্তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু ক্লাবের সদস্যদের দাবী কনে ও তার পরিবার এলেও আসেনি বর রাহুল। ফলে বিয়ে বন্ধ হয়ে গিয়েছে। খুলে ফেলা হয়েছে বিয়ের ডেকোরেশন। অবশ‍্য এ বিষয়ে ক্লাবের সদ‍স‍্যদের বাইরে অন‍্য কেউ মুখ খোলেননি। রাহুলকে নিয়ে প্রশ্ন করলেই এড়িয়ে যাচ্ছেন প্রতিবেশীরাও।