Tag Archives: Agra

Agra News: স্নান করেন না স্বামী, গন্ধে অতিষ্ঠ হয়ে বিবাহ বিচ্ছেদ চাইলেন স্ত্রী! তারপর কী হল? আগ্রার ঘটনা শুনলে অবাক হবেন আপনিও…

আগ্রা: এক অদ্ভুত অভিযোগে স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদের জন্য আর্জি জানালেন আগ্রার এক মহিলা। মাত্র ৪০ দিনের বিবাহিত জীবন কাটানোর পরেই তাঁর স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদের আর্জি জানিয়েছেন এই মহিলা।

পরিচ্ছন্নতার অভিযোগ তুলে তিনি তাঁর স্বামী রাজেশের থেকে বিবাহ বিচ্ছেদের আর্জি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী মাসে এক বা দুই বার স্নান করেন।

আরও পড়ুন: জন্মানোর কুড়ি ঘণ্টার মধ্যেই বিহারের সরকারি হাসপাতাল থেকে চুরি গেল শিশু!

তাঁর এই স্নান না করার ফলে দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে তাঁর পক্ষে সে কথা মাথায় রেখেই তিনি বিবাহ বিচ্ছেদের আর্জি জানিয়েছেন। সংবাদসংস্থা সূত্রে খবর, রাজেশ জানান তিনি শরীর শোধন করার জন্য সপ্তাহে এক দিন তিনি গঙ্গাজল দিয়ে স্নান সারেন। বিগত ৪০ দিনে স্ত্রীর জোরাজুরি করার পরে তিনি মোট ছয়বার স্নান করেন। এই ঘটনাই তাঁদের সম্পর্কে অবনতি ঘটায় বলে জানান ওই মহিলা। বহুবার পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা বললেও রাজেশ তাতে কর্ণপাত না করায় তিনি তাঁর বাবা মায়ের কাছে চলে যান। এরপরেই নিকটবর্তী থানায় গিয়ে ওই মহিলা বিবাহ বিচ্ছেদের আর্জি জানান।

আরও পড়ুন: পোষ্য আছে? এই শহরে থাকলে মানতেই হবে কিছু নিয়ম, নইলেই গুনতে হবে মোটা জরিমানা!
ওই মহিলাকে আগ্রার ফ্যামিলি কাউন্সিলিং সেন্টারে পাঠানো হয়। রাজেশকেও ডেকে পাঠানো হয়। সেখানে রাজেশ প্রতিশ্রুতি দেয় যে সে পরিস্কার পরিচ্ছন্ন থাকবে এবং প্রতিদিন স্নান করবে। কিন্তু, ওই মহিলা আর রাজেশের কাছে ফিরতে রাজি হননি। ওই দম্পতিকে ফের আগামী ২২শে সেপ্টেম্বর কাউন্সিলিং-এর জন্য তলব করা হয়েছে।

OMG: রোজ বাইরের খাবার খেতে দেন না স্বামী, রাগে যা করলেন স্ত্রী, শুনলে পায়ের তলার মাটি কাঁপবে

আগ্রা: একে অপরের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন স্বামী-স্ত্রী। এদিকে ঘটনার বিবরণ শুনে তাজ্জব পুলিশকর্মীরাও। অবশ্য পুলিশি মধ্যস্থতায় বিষয়টি আপাতত নিয়ন্ত্রণে এসেছে।  আজকাল ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতে থাকে। আর তা কখনও কখনও থানা-পুলিশের পর্যায়ে পৌঁছে যায়। সেরকমই একটি ঘটনার খবর রবিবার এসে পৌঁছেছিল উত্তরপ্রদেশের আগ্রা পুলিশ লাইনের পরামর্শ কেন্দ্রে।

কী এমন অভিযোগ?  স্ত্রীর নালিশ, তাঁকে তাঁর স্বামী একেবারেই ফাস্ট ফুড খেতে দিতে চান না। সেই কারণেই রোজ তাঁদের মধ্যে ঝগড়াঝাটি হয়। বিষয়টি এতটাই বেড়ে যায় যে, তা থানা-পুলিশের পর্যায়ে চলে গিয়েছিল। গোটা ঘটনাটি আগ্রার সদর থানার। সূত্রের খবর, ২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন ওই দম্পতি। কিন্তু স্ত্রী ফাস্ট ফুড খেতে খুবই ভালবাসেন। এদিকে স্বামী কিছুতেই স্ত্রীকে তা খেতে দেবেন না। আর স্বামীর এই অতিরিক্ত খবরদারি চাপিয়ে দেওয়া একেবারেই না-পসন্দ ছিল ওই বধূর। ফলে স্বাভাবিক ভাবেই ঝগড়া-ঝামেলা দিন দিন বাড়তে শুরু করে। এরপর কোনও উপায় না দেখে নিজের শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন ওই মহিলা।

এদিকে স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রী অতিরিক্ত ফাস্ট ফুড খান। রোজ তাঁর চাই বার্গার, পিৎজা, চাউমিন, শিঙাড়া, গোলগাপ্পার মতো ফাস্ট ফুড। আর সেই কারণেই নিত্যদিন পেট ব্যথা এবং পেট সংক্রান্ত নানা রোগে ভুগতে থাকেন তিনি। ফলে স্ত্রীকে ফাস্ট ফুড খেতে বারণ করেছিলেন ওই যুবক। যার জেরে স্ত্রী রেগে গিয়ে ঝগড়া করে বাড়ি ছাড়েন।

এখন এই সমস্যার কিছুটা সমাধান হয়েছে পুলিশি হস্তক্ষেপে। রবিবার আগ্রা পুলিশ লাইনে পরিবার পরামর্শ কেন্দ্র তৈরি করে রীতিমতো কাউন্সেলিং করা হয় স্বামী-স্ত্রীর। সপ্তাহে ২ দিন ফাস্ট ফুড খেতে দেওয়া হবে – এই মর্মে ওই দম্পতির মধ্যে সমঝোতা করেন কাউন্সিলর। আর সেই শর্ত মেনে নিয়েছেন দু’জনেই। ফলে আপাতত স্বামীর সঙ্গেই শ্বশুরবাড়ি ফিরে গিয়েছেন ওই বধূ।

মনে আনন্দ নিয়েই বন্দে ভারত ট্রেন নিতে কোটা গিয়েছিলেন লোকো পাইলট, পরিচয়পত্র দেখানোর পরেও ঢুকতেই দেওয়া হল না ইঞ্জিনে; এরপর যা হল…

কামির কুরেশি, আগ্রা: গত সোমবার তৃতীয় বন্দে ভারত পেল উত্তর প্রদেশের আগ্রা। প্রথম দিনেই আগ্রা থেকে উদয়পুর পাড়ি দিয়েছে ট্রেনটি। তবে বন্দে ভারত ট্রেনটিকে ঘিরে আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আসলে ট্রেনটি স্টেশনে পৌঁছতেই রেলওয়ে মেনসের কর্মচারীরা ঝামেলা শুরু করেন এবং রাজস্থান কোটার লোকো পাইলটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।Representational Image
কামির কুরেশি, আগ্রা: গত সোমবার তৃতীয় বন্দে ভারত পেল উত্তর প্রদেশের আগ্রা। প্রথম দিনেই আগ্রা থেকে উদয়পুর পাড়ি দিয়েছে ট্রেনটি। তবে বন্দে ভারত ট্রেনটিকে ঘিরে আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আসলে ট্রেনটি স্টেশনে পৌঁছতেই রেলওয়ে মেনসের কর্মচারীরা ঝামেলা শুরু করেন এবং রাজস্থান কোটার লোকো পাইলটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। Representational Image
আসলে আগ্রা ডিভিশনের কোনও লোকো পাইলটের ওই ট্রেনটিকে আনার কথা ছিল। কিন্তু তা এনেছিলেন কোটার এক লোকো পাইলট। এদিকে কোটা থেকে ইঞ্জিনে উঠতে দেওয়া হয়নি আগ্রার লোকো পাইলটদের। এদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেনের মধ্যে ঝামেলার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।Representational Image
আসলে আগ্রা ডিভিশনের কোনও লোকো পাইলটের ওই ট্রেনটিকে আনার কথা ছিল। কিন্তু তা এনেছিলেন কোটার এক লোকো পাইলট। এদিকে কোটা থেকে ইঞ্জিনে উঠতে দেওয়া হয়নি আগ্রার লোকো পাইলটদের। এদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেনের মধ্যে ঝামেলার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। Representational Image
বলা হচ্ছে, ভাইরাল ভিডিওটি গঙ্গা পাল রেলওয়ে স্টেশনের। নর্থ সেন্ট্রাল রেলওয়ে মেনস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট বিজয়বীর সিংয়ের অভিযোগ, ট্রেন নম্বর ২০৯৮১/২০৯৮২ উদয়পুর সিটি আগ্রা ক্যান্টনমেন্ট-উদয়পুর সিটি উইকলি বন্দে ভারত ট্রেন ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ উদয়পুর সিটি থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা হয়েছিল।Representational Image
বলা হচ্ছে, ভাইরাল ভিডিওটি গঙ্গা পাল রেলওয়ে স্টেশনের। নর্থ সেন্ট্রাল রেলওয়ে মেনস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট বিজয়বীর সিংয়ের অভিযোগ, ট্রেন নম্বর ২০৯৮১/২০৯৮২ উদয়পুর সিটি আগ্রা ক্যান্টনমেন্ট-উদয়পুর সিটি উইকলি বন্দে ভারত ট্রেন ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ উদয়পুর সিটি থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা হয়েছিল।Representational Image
আগ্রা ডিভিশনের লোকো পাইলট ব্রজমোহন এবং তাঁর সহকর্মীকে কোটা থেকে আনার কথা ছিল ট্রেনটির। কিন্তু অভিযোগ, কোটা ডিভিশনের কর্মীরা আগ্রা ডিভিশনের কর্মীদের ইঞ্জিনে উঠতে দেননি। জোর করে তাঁদের অন্য কেবিনে বসতে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে আগ্রা ডিভিশনের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। শুধু তা-ই নয়, কোটা ডিভিশনের কর্মীরা রেল কর্তৃপক্ষের চিঠিও দেখান আগ্রা ডিভিশনের কর্মীদের। Representational Image
আগ্রা ডিভিশনের লোকো পাইলট ব্রজমোহন এবং তাঁর সহকর্মীকে কোটা থেকে আনার কথা ছিল ট্রেনটির। কিন্তু অভিযোগ, কোটা ডিভিশনের কর্মীরা আগ্রা ডিভিশনের কর্মীদের ইঞ্জিনে উঠতে দেননি। জোর করে তাঁদের অন্য কেবিনে বসতে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে আগ্রা ডিভিশনের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। শুধু তা-ই নয়, কোটা ডিভিশনের কর্মীরা রেল কর্তৃপক্ষের চিঠিও দেখান আগ্রা ডিভিশনের কর্মীদের। Representational Image
এই পরিস্থিতিতে ঝামেলা উত্তরোত্তর বাড়ছে। ফলে বেগতিক বুঝে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আরপিএফ এবং জিআরপি আধিকারিকরা। এরপর আগ্রা ডিভিশনের কর্মীকে ট্রেন দেওয়া হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই আগ্রা রেলওয়ে ডিভিশন পিআরও প্রশান্ত শ্রীবাস্তব বলেন যে, লোকো পাইলটকে ঘিরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সঙ্গে সঙ্গে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। এরপর নির্ধারিত সময়ে অর্থাৎ দুপুর ৩টে নাগাদ আগ্রা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ট্রেনটি। Representational Image
এই পরিস্থিতিতে ঝামেলা উত্তরোত্তর বাড়ছে। ফলে বেগতিক বুঝে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আরপিএফ এবং জিআরপি আধিকারিকরা। এরপর আগ্রা ডিভিশনের কর্মীকে ট্রেন দেওয়া হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই আগ্রা রেলওয়ে ডিভিশন পিআরও প্রশান্ত শ্রীবাস্তব বলেন যে, লোকো পাইলটকে ঘিরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সঙ্গে সঙ্গে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। এরপর নির্ধারিত সময়ে অর্থাৎ দুপুর ৩টে নাগাদ আগ্রা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ট্রেনটি। Representational Image

চেন টেনে ট্রেন থামালেন যাত্রী, কারণ শুনে হতবাক জিআরপি-সহ বাকিরাও, যথাযথ ব্যবস্থা নেওয়া হল সঙ্গে সঙ্গে

নয়াদিল্লি: সারা দেশের প্রতিটি প্রান্ত পরস্পরের সঙ্গে জুড়ে রেখেছে ভারতীয় রেল। তবে এর অব্যবস্থা নিয়ে আমাদের অভিযোগের অন্ত নেই। একটা বিষয়ে সকলেই একমত- ট্রেন ঠিক সময়ে ছাড়ে না। ছাড়লেও গন্তব্যে পৌঁছয় না সময়মতো। কথা হল, সমালোচনা করা খুব সহজ, কিন্তু ট্রেনের দেরি হয়ে যাওয়া বা মাঝপথে থেমে থাকার নেপথ্যে আমাদেরও যে বড়সড় ভূমিকা রয়েছে, তা কি অস্বীকার করা যায়?

শুনে অবাক লাগতেই পারে। কিন্তু ট্রেন যে ঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারে না, এর পিছনে যাত্রীদেরও ভূমিকা রয়েছে। সেটা হল তেমন কোনও আপদকালীন প্রয়োজন ছাড়াই চেন টেনে ট্রেন দাঁড় করানো। এমনই এক ঘটনার সম্প্রতি ফের সাক্ষ্য দিল মথুরা জংশন স্টেশন।

আরও পড়ুন- পড়াশোনার হাত থেকে মুক্তি পেতেই রুপোলি দুনিয়ায়, পেয়েছেন সুপারস্টারের তকমা; স্বয়ং আমির খানও এই অভিনেত্রীর ভক্ত

জানা গিয়েছে যে মথুরা জংশন স্টেশনে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সম্প্রতি দাঁড়িয়ে পড়ে। আরপিএফ এবং জিআরপি কর্মীরা স্পষ্টই বুঝতে পারেন যে চেন টেনে ট্রেন থামানো হয়েছে। কারণ অনুসন্ধান করে তাঁরাও অবাক হয়ে যান।

যে ব্যক্তি চেন টেনে ট্রেন থামিয়েছিলেন, কারণ হিসেবে তিনি দুঃস্বপ্নের কথা তুলে ধরেন। তিনি জানান যে বিহারিজির দর্শনান্তে তিনি ফিরে যাচ্ছিলেন। এমন সময়ে এক দুঃস্বপ্ন দেখে তাঁর মন চঞ্চল হয়ে পড়ে। তিনি ট্রেন থেকে নামতে যান। আর তখনই দেখেন যে ট্রেন ছেড়ে দিয়েছে। এর পর আর উপায় না দেখে তিনি চেন টানেন।

আরও পড়ুন– নিরামিষ বলে নাক সিঁটকোবেন না, এভাবে রাঁধলে মাছ, মাংসকেও হার মানাবে এই সবজি, কমবে ওজন, ভাল থাকবে হার্টও

ওই ব্যক্তি সহযাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চাইলেও তাঁর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। বস্তুত এরকম সামান্য কারণে চেন টেনে গাড়ি থামানোর ঘটনায় জেরবার উত্তর-মধ্য রেল। সেখানকার আগ্রা বিভাগের জনসংযোগ কর্মকর্তা বলেছেন যে যথাযথ কারণ ছাড়াই অ্যালার্ম চেন টানার জন্য ৩৭২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁদের কাছ থেকে ১৫৫৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ১৩৫ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ১৮ জন, মথুরা জংশনে ১২১ জন, অছনেরা স্টেশনে ২৯ এবং ঢোলপুর স্টেশনে ২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

ভারতীয় রেল এই প্রসঙ্গে যাত্রীদের বিনা কারণে চেন না টানার অনুরোধ জানিয়েছে। এতে অন্য যাত্রীদের অসুবিধা হয়। ট্রেন ঠিক সময়ে গন্তব্যে পৌঁছয় না। অনেক শিক্ষার্থীর ঠিক সময়ে পরীক্ষা দিতে যেতে পারেন না, অনেক রোগীর চিকিৎসায় বিলম্ব হয়। জেনে রাখা ভাল, রেলের আইনে কারণ ছাড়াই চেন টানলে ৬ মাস থেকে ১ বছরের কারাদণ্ড এবং ১০০০ টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে। অতএব, এবার সচেতন হওয়ার সময় এসেছে।

Stray Dogs Rescue Agra Man: অবাক কাণ্ড! মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে বাঁচাল পথকুকুররা! কী ভাবে

আগ্রা:  জীবন্ত সমাধি দেওয়ার পরও প্রাণে বেঁচে ফিরলেন আগ্রার এক যুবক। তাও আবার পথকুকুরদের কল্যাণে। ২৪ বছরের সেই যুবকের নাম রূপ কিশোর। জমি সংক্রান্ত এক সমস্যায় ৪ জন মিলে মারধর করে রূপকে মাটিতে পুঁতে দিয়েছিল বলে অভিযোগ। এর পর তাঁকে খুঁড়ে বের করে পথকুকুররা, এমনই জানান রূপ।

ঘটনাটি ঘটে আগ্রার আরটোনি এলাকায়। অঙ্কিত, গৌরব, করণ, আকাশ নামের চার যুবক রূপকে আক্রমণ করে এমন মারে যাতে তিনি অজ্ঞান হয়ে যান। এতে সেই চার যুবক মনে করেছিল রূপের মৃত্যু হয়েছে। তারা রূপকে একটি ফার্ম হাউজের জমিতে কবর দিয়ে দিয়েছিল। এর পর পথকুকুররা খুঁড়ে বের করে রূপকে। তিনি তখন জ্ঞান ফিরে পান। কুকুরগুলি তাঁর গায়ে মুখ দিচ্ছিল বলে জানান তিনি। তবে উঠে দাঁড়িয়ে এক সময় হাঁটতে শুরু করেন রূপ। কিছু দূর গিয়ে স্থানীয়দের কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি। স্থানীয়রা রূপকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন রূপ।

রূপের বাড়ির লোকেরা দুশ্চিন্তায় ছিলেন। যদিও বিপদের আঁচ পেয়েছিলেন তাঁর মা। রূপের মা জানান, ওই ৪ যুবক রূপকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল।

 আরও পড়ুন- ৩ আইএএস প্রার্থীর মৃত্যুতে বড় পদক্ষেপ দিল্লির কোচিং সেন্টারগুলির! ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, বিনামূল্যে পাঠ

রূপকে নির্মম ভাবে মারধর করা হয়েছে বলেই অভিযোগ তাঁর। শ্বাসরোধ করে এর পর তাঁকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, জানান রূপের মা। যদিও সেই অভিযুক্তরা এখন পলাতক। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তাদের খুঁজছে।

Agra Couple: শাড়ি কিনে দেননি স্বামী, থানায় ছুটলেন গৃহবধূ

আগ্রা: স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই মতানৈক্য দেখা যায়। তা মাঝে মাঝে বিচ্ছেদ পর্যন্তও গড়ায়। কিন্তু, শুধু শাড়ি না কিনে দেওয়ার জন্য পুলিশ স্টেশনে হাজির হন গৃহবধূ। এই ঘটনায় হতবাক সকলেই। ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রার।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অদ্ভুত অভিযোগটি নথিবদ্ধ না করে তা ফ্যামিলি কাউন্সিলর সেন্টারের কাছে। মূল ঘটনাটি হল , এই দম্পতির বিয়ে হয় ২০২২ সালে। বিয়ের পর থেকেই একের পর এক নানান ছোট ছোট বিষয়ে ঝগড়া লাগত। কিছুদিন পরেই শাড়ি কেনা নিয়ে দুজনের মধ্যে আবারও বাকবিতণ্ডা লাগে।ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে ওই মহিলা অভিযোগ জানান, তাঁদের বিয়ে হয় ২০২২ সালে। এরপর থেকেই তাঁর স্বামী তাঁর উপর শারীরিক অত্যাচার করত বলে অভিযোগ। এবং তাঁকে একটি শাড়ি পর্যন্ত কিনে দিতেও অক্ষম বলেও অভিযোগ করেন ওই মহিলা। অন্যদিকে, তাঁর স্বামী অভিযোগ করেন, তাঁর স্ত্রী গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলেন।

আরও পড়ুন: পড়ুয়া মৃত্যুর জের, বুলডোজার নিয়ে নামল দিল্লি পুরসভা

এই বিষয় নিয়ে এরপরে ফ্যামিলি কাউন্সিলরের কাছে তাঁদের নিয়ে যাওয়া হয়। ফ্যামিলি কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়ার পর ফল মেলে। একাধিকবার ওই দম্পতির সঙ্গে কথা বলার পর ওই মহিলাকে স্বামী তাঁর বাড়িতে নিয়ে যায়।
এই বিষয়ে নিয়ে কথা বলতে গিয়ে ফ্যামিলি কাউন্সিলরের ডাক্তার সতীশ সিকারওয়ার বলেন, তাঁদের কাছে প্রতিদিনই নানান অভাব অভিযোগ নিয়ে অনেক দম্পতি আসেন। এই সেন্টারের তরফ থেকে তাঁদের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানান সতীশ।
এক্ষেত্রে অভিযোগটি অদ্ভুত হলেও কথা বলে তা মিটিয়ে দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন ডাক্তার সতীশ।

মন্দিরের কাছে পিএসি-র ট্রাকের কারণে যানজট! পুলিশের গাড়ির চালান কাটলেন আগ্রার ট্র্যাফিক এসপি, হতবাক জনতা

আগ্রা: শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই অ্যাকশন মুডে আগ্রার ট্র্যাফিক পুলিশ। মন্দিরের বাইরে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করলেন এসপি ট্র্যাফিক আরিব আহমেদ। ভক্ত সমাগমও ছিল প্রচুর। মন্দিরের বাইরে দাঁড়িয়েছিল পুলিশের একটি গাড়ি। এসপি ট্র্যাফিক এসে প্রথমেই সেই গাড়ির চালান কাটেন। যা দেখে হতবাক হয়ে যান আশপাশের মানুষ।

রাওয়ালি মন্দিরের সামনে পিএসি পুলিশের একটা বড় ট্রাক দাঁড়িয়েছিল। তার কারণেই ব্যাপক যানজট হয়। তা দেখেই সেখানে পৌঁছে যান এসপি ট্র্যাফিক আরিব আহমেদ। প্রথমে এলাকা যানজট মুক্ত করেন। তারপরে যান ট্রাকের কাছে। পকেট থেকে মোবাইল বের করে সোজা চালান কেটে দেন। এমন কাণ্ডে চমকে যান পুলিশ কর্মীরা।

আরও পড়ুন– বইয়ের নির্বাচিত এক অংশ: ‘দিল্লির এক নবাব’

আরিব আহমেদ বলেন, “আইন সবার জন্য সমান। পুলিশের জন্যও। পিএসি ট্রাকের জন্য জ্যাম হয়েছে। সেটা দেখেও আপনারা ট্রাক সরাননি কেন? এখন চালান কেটে দিলাম। জরিমানা দিয়ে যাবেন।’’ এসপি ট্র্যাফিকের এমন কাজ দেখে হাততালি দিয়ে দিয়ে ওঠেন আশপাশের জনতা।

শ্রাবণ মাস উপলক্ষ্যে আগ্রার শিবমন্দিরগুলোতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে কাঁওয়ার যাত্রা চলছে। আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা। শুধু রাজ রাজেশ্বর মন্দিরেই মোতায়েন করা হয়েছে ৫০ জনের বেশি ট্র্যাফিক পুলিশ।

আগ্রা ট্রাফিকের এসপি আরিব আহমেদ বলেন, “শ্রাবণ মাসের প্রথম সোমবার যান চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। ট্র্যাফিক পুলিশের কাছে এটাই বছরের সবচেয়ে বড় ঘটনা। এই সময় ভারী যানবাহনের রুট বদলে দেওয়া হয়। শহরে ঢুকতে দেওয়া হয় না। সমস্ত মন্দিরেই পুলিশ মোতায়েন করা হয়েছে। যেখানে মেলা হয়, সেই মন্দিরগুলি বিশেষ নজরদারির আওতায় রয়েছে। ভক্তরা যাতে সহজে জলাভিষেক করতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।’’

আরও পড়ুন– হরিদ্বারের গঙ্গার সামনে ‘হর হর মহাদেব’ স্লোগান দুই কাঁওয়ার যাত্রীর, তারপরই ছুটে এল আশপাশের লোক, হঠাৎ কী হল?

আহমেদ আরও বলেন, “একজন টিআই-কে মন্দির ইনচার্জ করা হয়েছে। দলের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে একজন এসআইকে। তাঁরাই মন্দিরের ট্র্যাফিক সামলাচ্ছেন। এই দিনে রাজ রাজেশ্বর মন্দিরে প্রতি বছরই প্রচুর ভিড় হয়। তাই ৫০ জনের বেশি পুলিশকে ট্র্যাফিক সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে।’’

রাস্তায় ছড়িয়ে মদ, লুঠছে জনতা!-আগ্রার ভিডিও ভাইরাল

আগ্রা: “কারুর পৌষ মাস, তো কারুর সর্বনাশ”- বাংলার এই অমোঘ প্রবাদই যেন দেখা গেল আগ্রার ইদমাদপুরে। দেশি মদ বোঝাই এক ট্রাক রাস্তা দিয়ে যেতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে, গাড়ির দরজা খোলা থাকায় রাস্তায় ছড়িয়ে পড়ে মদ। আর তা লুঠ করতেই হুড়োহুড়ি পড়ে যায়। এমন দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা দেখে নেটিজেনরা  রীতিমত অবাক।

আসল ঘটনা হল, আগ্রার ইদমাদপুরে মিতওয়ালি গ্রামের কাছে বারহান রোড দিয়ে প্রায় ১১০ বাক্স দেশি মদ বোঝাই করে ওই ট্রাকটি যাওয়ার সময় সজোরে একটি স্পিডব্রেকারে ধাক্কা মারে। আর সেই সময় ট্রাকের দরজা খোলা থাকার দরুন প্রায় ৩০ বাক্স মদ রাস্তায় ছড়িয়ে পড়ে। আর তা কুড়োতে ভিড় জমে যায়।

আরও পড়ুন: নির্মলা সীতারমণ কী শাড়ি পরলেন বাজেটে..? পরনে অফ-হোয়াইট-ম্যাজেন্টা! কী ইঙ্গিত?

মোবাইলে কেউ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই কিছু মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বোতল কুড়োতে জনতার মধ্যে প্রায় হাতাহাতি হচ্ছে, কেউ কেউ রাস্তা দিয়েও বোতল কুড়োচ্ছেন। যতক্ষণে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুরাপ্রেমীরা ততক্ষণে পগারপার!

অন্য দিকে মাথায় হাত রাজপুরের চুঙ্গির বাসিন্দা সন্দীপ যাদবের, তিনি মিতওয়ালি গ্রামের কাছেই একটি মদের দোকান চালান, তাঁর দোকানেই ওই ট্রাক থেকে দেশীয় মদ আসার কথা ছিল। কিন্তু, আসার পথেই ১১০টি বাক্সের মধ্যে থেকে ৩০টি বাক্স রাস্তায় পড়ে যাওয়া মাত্র স্থানীয় মানুষ যেভাবে মুহূর্তে তা সরিয়ে নিলেন। তা কিছুতেই মেনে নিতে পারছেন না সন্দীপ।

অন্যদিকে, ভাইরাল ভিডিওতে সুরাপ্রেমীদের এই তীব্র আনন্দের বহিঃপ্রকাশ দেখে স্তম্ভিত নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন স্থানীয় প্রশাসন কেন কোন ব্যবস্থা নেয় নি? আবার অনেকে চিন্তা প্রকাশ করেছেন স্থানীয় যুবকদের মধ্যে বাড়তে থাকা মদের প্রতি আসক্তির বিষয়টি নিয়ে। অনেকে আবার প্রশ্ন তুলেছেন মদ সহজলভ্য বলেই হয়ত জনতার মধ্যেও তাঁর প্রভাব পড়ছে। এইসব নানাবিধ মত নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে আগ্রার এই ঘটনা।

স্বামীর কথায় প্রেমিককে ডেকে পাঠিয়েছিলেন স্ত্রী; তারপর যা ঘটল…! আগ্রার ঘটনায় শিউরে উঠছে গোটা দেশ

কামির কুরেশি,আগ্রা: হামেশাই ব্যস্ত থাকত স্ত্রী-র ফোন। এই পরিস্থিতিতে সন্দেহ দানা বাঁধে স্বামীর মনে। ইতিমধ্যেই সন্দেহ সত্যি হয়। আর স্বামী জানতে পারেন স্ত্রীর বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কের কথা। এরপর স্ত্রীর প্রেমিকের সঙ্গে আলাপ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। স্বামীর কথা মতো স্ত্রী ডেকে পাঠান নিজের প্রেমিককে। আলাপও করান। কিন্তু এরপর যা হল, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই! আর এই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের আগ্রা!

আরও পড়ুন- ‘গোটা জীবন জনসেবায় উৎসর্গ করেছেন…’, মোদির ভূয়সী প্রশংসা পুতিনের ! উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রবাসী ভারতীয়রা

আসলে আগ্রার এক জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল একটি নরকঙ্কাল। তারপরেই তদন্তে নামে পুলিশ। আর তা থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে থাকে। তদন্ত চলাকালীন তিন জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ছিল এক স্বামী-স্ত্রী এবং এক তরুণ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এটাহর বাসিন্দা দিলীপ নামে এক ব্যক্তিকে রীতিমতো ষড়যন্ত্র করে খুন করেছে। দিলীপের দেহ টুকরো টুকরো করে তা জঙ্গলে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

আগ্রার তাজগঞ্জ এলাকার গোবিন্দা নামে এক ব্যক্তি এটাহর এক মহিলাকে বিয়ে করেছিলেন। অথচ সেই মেয়েটির সঙ্গে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল পড়শি দিলীপের। মেয়েটির পরিবার এই কথা জানতে পেরে সম্পর্কটি মানেনি। বরং তারা আগ্রার গোবিন্দর সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয়। তবে বিয়ের পরেও সেই প্রেমের সম্পর্ক ভাঙেনি। ফলে দুজনের মধ্যে হামেশাই কথা হত।

আরও পড়ুন– ‘প্রথম দেখাতেই প্রেম’, কীর্তি চক্র সম্মান হাতে বললেন শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রী

স্ত্রীর এই সম্পর্কের কথা জানতে পেরেই প্রতিবাদ করেন গোবিন্দা। এদিকে দিলীপও ফোন করে ক্রমাগত হুমকি দিতে শুরু করে গোবিন্দাকে। এরপরেই দিলীপকে খুনের ছক কষে সে। এতে অবশ্য তার পাশে ছিল স্ত্রী তথা দিলীপের প্রেমিকা। এরপর আগ্রায় দিলীপকে ডেকে পাঠায় ওই মহিলা। দিলীপ সেখানে পৌঁছতেই তাকে আকবরপুরের কাছে একটি জঙ্গলে নিয়ে যায় গোবিন্দা, তার স্ত্রী এবং দুই বন্ধু। এরপর নৃশংস ভাবে দিলীপকে হত্যা করে তারা।

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে, প্রথমে তারা দিলীপের মাথা কেটে দিয়েছিল। আর কাটা মাথাটি নর্দমায় ফেলে দেওয়া হয়েছিল। এরপর দিলীপের দেহের অংশও কেটে নেওয়া হয়েছিল। নরকঙ্কাল ছাড়াও দেহের অবশিষ্টাংশও উদ্ধার করা হয়েছে। যা ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। ওই অভিযুক্তদের এটাহ পুলিশের হাত তুলে দেওয়ার চেষ্টা চলছে।

হাতে কাগজ নিয়ে জেলাশাসকের অফিসে গিয়ে নালিশ দুই শিশুর ! ওদের কথা শুনে প্রত্যেকেই অবাক

আগ্রা: গ্রামবাসীদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল দুই নাবালক। সোজা নালিশ জানাতে হাজির হল জেলাশাসকের দফতরে। বয়সে হয়তো তারা খুবই ছোট, কিন্তু সেই তুলনায় তাদের অভিযোগ একেবারেই ছোট নয়! আসলে তাদের গ্রামের পুকুর দখল নিয়েই রয়েছে অভিযোগ। শিশুদের অভিযোগ, “মুখ্যমন্ত্রী কাকু তো বলেছিলেন যে,পুকুর দখল করা হবে না। কিন্তু আমাদের গ্রামের কিছু মানুষ তা মাটি ফেলে ভরাট করে দখলের চেষ্টা করছে।” ছোট দুই শিশুর সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। এমনকী তাদের এহেন দৃঢ় সঙ্কল্প অনুপ্রেরণাও জোগাচ্ছে।

আরও পড়ুন– মোষের সন্তান জন্মানোয় কৃষক পরিবারে বাঁধভাঙা আনন্দের ঢেউ, পুলিশে ফোন করলেন বাড়ির মালিক; তারপর যা হল!

ঘটনাটি উত্তর প্রদেশের আগ্রার। যা সকলের নজর কেড়ে নিয়েছে। নিজেদের গ্রাম থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে আগ্রা জেলাশাসকের দফতরে পৌঁছয় তারা। যা দেখে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। বুধবার দুপুর ১২ নাগাদ জেলাশাসকের দফতরে হাজির হয় দুই নাবালক। পরনে জিন্স আর শার্ট। তাঁদের হাতে রয়েছে সাদা কাগজ। দু’জনের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। তবে জেলাশাসকের দফতরে ঢোকার পরে জানা যায়, তিনি ওই দিন ছিলেন না। ফলে অতিরিক্ত সিটি ম্যাজিস্ট্রেট (এসিএম) সতীশ কুমার কুশওয়াহা শিশু দু’টির কথা শোনেন। তাদের প্রশ্ন করায় একটি শিশু বলে, “কাকু আমার নাম পীযূশ। আর এটা আমার ভাই বিনয়। আমরা আসলে একটা অভিযোগ নিয়ে এসেছি।”

আরও পড়ুন– ব্যাঙ্কের স্লিপে টাকার পরিমাণের জায়গায় গ্রাহক যা লিখলেন… দেখে রীতিমতো বেহুঁশ SBI-এর কর্মীরা !

এরপর জানতে চাওয়া হলে ওই নাবালক বলে যে, “আমাদের গ্রামের নাম সুচেতা (পথৌলি)। আমাদের গ্রামে একটি ১০০ বছরের পুরনো পুকুর রয়েছে। তবে গ্রামের কিছু মানুষ পুকুর দখল করার চেষ্টা করছেন এবং মাটি দিয়ে পুকুরটিকে ভরাট করছেন। আসলে পুকুরটিকে যদি দখল করা হয়, তাহলে গ্রামে বৃষ্টির জল ভরে যাবে। নোংরা-আবর্জনা জমবে এবং মশার উৎপাত বাড়বে।” ওই শিশু দু’টির সাহস দেখে রীতিমতো আশ্চর্য হয়েছেন আধিকারিকরাও।

এসিএম এই ঘটনার কথা শোনেন এবং শিশু দুটিকে তেহসিলে গিয়ে এসডিএম-এর কাছে চিঠিটি জমা করতে বলেন। এরপর তারা সেই নির্দেশ মতো এসডিএম-এর দফতরে যায়। আর অভিযোগপত্রটি জমা করে। ওই দুই শিশুর আর্জি, তাদের গ্রামের ১০০ বছরের পুরনো পুকুরটিকে যেন দখলমুক্ত করা হয়। এটাকে ঠিক ভাবে পরিষ্কার করা উচিত। জেলা আধিকারিক ভানুচন্দ্র গোস্বামী বলেন যে, সুচেতা গ্রামের পুকুর দখল নিয়ে অভিযোগ জমা পড়েছে। ঘটনাটি খতিয়ে দেখার জন্য একটা বাহিনী পাঠানো হবে। অভিযোগ সত্যি হলে পুকুরটিকে দখলমুক্ত করা হবে। তবে এই ঘটনার পরে শিশু দু’টির সাহসিকতা নিয়ে জোরদার চর্চা হচ্ছে।