Tag Archives: Sukhendu Sekhar Roy

R G Kar Case: এবার সুখেন্দু শেখরকেই তলব লালবাজারে! তৃণমূল সাংসদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তুমুল শোরগোল

কলকাতা: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরে৷ একদিকে যেমন, তাঁর বক্তব্যের কিছু অংশের বিরোধিতা করতে দেখা গিয়েছে তৃণমূলেরই অন্য এক নেতা কুণাল ঘোষকে, তেমনই সুখেন্দুশেখরের বক্তব্যকে সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷ এর মধ্যেই আবার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে লালবাজারে তলব করেছে পুলিশ৷

এই পোস্টে সুখেন্দুশেখর রায় লিখেছিলেন, ‘সিবিআইয়ের উচিত স্বচ্ছ ভাবে কাজ করা৷ প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে ডেকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত৷ জানতে হবে কে আত্মহত্যার কাহিনিটা হাওয়ায় ভাসিয়েছিল৷ কেন দেওয়াল ভাঙা হয়েছিল, কোন প্রভাবশালীর প্রভাবে রাইয়ের এত দৌরাত্ম্য ছিল৷ কেন ঘটনার ৩ দিন পরে স্নিফার ডগ ব্যবহার করা হয়৷ এরকম আরও ১০০টা প্রশ্ন আছে৷ ওদের কথা বলাতেই হবে৷’

আরও পড়ুন: আর জি কর নিয়ে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখরের! সমর্থন সুকান্তর…পাল্টা মন্তব্য কুণালের

অন্যদিকে, সুখেন্দু শেখর রায়ের পুলিশ কমিশনার নিয়ে এই মন্তব্যের পাল্টা ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি উল্লেখ করেছেন, পুলিশ যথাযথ তদন্ত করেছে। দক্ষতার সাথে কাজ করেছেন পুলিশ কমিশনার। তাই সুখেন্দু শেখর রায়ের মতো সিনিয়র নেতার থেকে এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে কাম্য নয়। তবে, রাজ্যসভার সাংসদের বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, সুখেন্দুশেখর রায়ের স্নিফার ডগ সংক্রান্ত তথ্য নিয়েই এবার লালবাজারে তলব করা হয়েছে তাঁকে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নিফার ডগ ঘটনাস্থলে যাওয়া নিয়ে ‘ভুল তথ্য’ দিয়ে পোস্ট করেছিলেন উনি। স্নিফার ডগ ৯ অগাস্ট অর্থাৎ, ঘটনার পরের দিনই ও ১২ অগাস্ট পাঠানো হয়েছিল তদন্তের জন্য। সেই কারণে, সাংসদকে u/s 35(1) BNS নোটিস পাঠানো হয়েছে৷

আরও পড়ুন: আজ রাতেও মহিলাদের সমাবেশ, ১৪ অগাস্টের পুনরাবৃত্তি নয়, আগে থেকেই ব্যাপক পুলিশ মোতায়েনের নির্দেশ

যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত তিনি কোনও নোটিস পাননি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়৷

R G Kar Case: আর জি কর নিয়ে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখরের! সমর্থন সুকান্তর…পাল্টা মন্তব্য কুণালের

কলকাতা: আরজি কর কাণ্ডে এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর পোস্ট তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সিবিআই নিরপেক্ষ ভাবে তদন্ত করুক। প্রয়োজনে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও কলকাতা পুলিশ কমিশনার উভয়কেই তারা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাক।

এর পাশাপাশি রাজ্যসভার সাংসদ তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, কার নির্দেশে সেমিনার হলের বিপরীতে থাকা দেওয়াল ভাঙা হচ্ছিল? স্নিফার ডগ নিয়ে আসতে তিন দিন সময় কেন লাগল? আত্মহত্যার তত্ত্ব কে প্রথম রটাল? এই ধরনের একাধিক প্রশ্ন আছে এই তদন্তে। তার উত্তর খুঁজে বার করতেই সিবিআইয়ের এই পদক্ষেপ করা উচিত বলে পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়।

আরও পড়ুন: আজ রাতেও মহিলাদের সমাবেশ, ১৪ অগাস্টের পুনরাবৃত্তি নয়, আগে থেকেই ব্যাপক পুলিশ মোতায়েনের নির্দেশ

অন্যদিকে, সুখেন্দু শেখর রায়ের পুলিশ কমিশনার নিয়ে এই মন্তব্যের পাল্টা ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি উল্লেখ করেছেন, পুলিশ যথাযথ তদন্ত করেছে। দক্ষতার সাথে কাজ করেছেন পুলিশ কমিশনার। তাই সুখেন্দু শেখর রায়ের মতো সিনিয়র নেতার থেকে এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে কাম্য নয়।

রাজ্যসভার সাংসদের বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: কে রটিয়েছিল আত্মহত্যার খবর? জানুক CBI, এমন একশো প্রশ্নের উত্তর চান সুখেন্দুশেখর

এদিনের পোস্টে সুখেন্দু শেখর লেখেন, ‘সিবিআইয়ের উচিত স্বচ্ছ ভাবে কাজ করা৷ প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে নিজেদের হেফাজতে নিয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত৷ জানতে হবে কে আত্মহত্যার কাহিনিটা হাওয়ায় ভাসিয়েছিল৷ কেন দেওয়াল ভাঙা হয়েছিল, কোন প্রভাবশালীর প্রভাবে রাইয়ের এত দৌরাত্ম্য ছিল৷ কেন ঘটনার ৩ দিন পরে স্নিফার ডগ ব্যবহার করা হয়৷ এরকম আরও ১০০টা প্রশ্ন আছে৷ ওদের কথা বলাতেই হবে৷’

R G Kar Case: মেয়েদের উপরে অকথ্য অত্যাচারে আসুক আরও কড়া আইন! এবার অমিত শাহকে চিঠি তৃণমূল সাংসদের

কলকাতা: আরজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ছাত্রীর উপরে পাশবিক নির্যাতন, ধর্ষণ এবং খুনের ঘটনার জের৷ মেয়েদের উপরে অত্যাচার বন্ধ করতে এবার শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকারকে কড়া আইন প্রণয়নের কথা জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়৷

এই মর্মে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ৷ চিঠিতে সাংসদ দাবি জানিয়েছে, ‘যৌন হেনস্থার অভিযোগ আসলেই তড়িঘড়ি মামলা দায়ের করে তদন্ত শুরু করতে হবে। কোনও গড়িমসি চলবে না।’

আরও পড়ুন: ‘এটা জ্যোতিবাবু, বুদ্ধবাবুর পুলিশ নয়,’ উপ নির্বাচনের জন্যই সবকিছু? সন্দেশখালি মনে করালেন মমতা

পাশাপাশি সাংসদের দাবি, ‘কোনও সরকারি কর্মচারী দায়িত্ব না নিলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ কর‍তে হবে। সারা দেশে পাবলিক ট্রান্সপোর্ট, শপিং মল, সিনেমা হল, সহ জনবহুল জায়গায় সশস্ত্র নারী সুরক্ষা বাহিনী গড়তে হবে’।

চিঠিতে সুখেন্দুশেখর জানিয়েছেন, ‘দেশের সব জেলায় অন্তত তিনটে ফাস্ট ট্র‍্যাক কোর্ট করতে হবে। সেখানে যেন ছয় মাসের মধ্যে এই ধরণের অত্যাচারের সাজা ঘোষণা হয়। যদি আদালত সেই সিদ্ধান্ত নিতে সক্ষম না হয়, তাহলে উচ্চ আদালতের সাথে কথা বলে তাকে অব্যাহতি দেওয়া হোক।’

আরও পড়ুন: প্রমাণ লোপাট করতে আরজি করে ভাঙচুর করেছে বাম-বিজেপি, দাবি মমতার

সবশেষে, সাংসদ জানিয়েছেন, যৌন হেনস্থার ঘটনায় বেঁচে থাকলে এককালীন ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরি দিতে হবে সরকারকে। মৃত্যু হলে পরিবারকে ৫০ লক্ষ আর্থিক সাহায্য। ও একজন সদস্যকে সরকারি চাকরি।

Sukhendu Sekhar Roy: আরজি করের আন্দোলনকে সমর্থন জানিয়ে যোধপুর পার্কে ধর্নায় বসবেন সুখেন্দু, সমর্থন শুভেন্দুরও

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ ৷ নেতাজি মূর্তি, যোধপুর পার্কের সামনে ধরনা দেবেন তৃণমূল কংগ্রেস সাংসদ। ব্যক্তিগত ভাবে নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সাংসদ সুখেন্দু শেখর রায় ৷ সুখেন্দুকে সমর্থন শুভেন্দুর। এদিন যে ধরনা দেবেন বলে তৃণমূলের রাজ্য সভার সাংসদ জানিয়েছেন, তাকে যথাযথ বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সুখেন্দু শেখর রায় লিখেছিলেন, ‘‘কালকে প্রতিবাদে আমিও যোগ দেব। কারণ, লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও মেয়ের বাবা, নাতনির দাদু, আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন জোট বেঁধে প্রতিরোধ করি। যাই হোক না কেন।’’

আরও পড়ুন– ‘দুধ কা দুধ পানি কা পানি…’ সিবিআই তদন্তের নির্দেশের পর বিবৃতি স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার

সুখেন্দু শেখর রায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘‘লক্ষ লক্ষ বাঙালির মতো আমার বাড়িতেও একটি কন্যা ও ছোট নাতনি রয়েছে। তাই এই ব্যাপারে আমাদের অবশ্যই সোচ্চার হওয়া উচিত। মহিলাদের প্রতি অনেক নিষ্ঠুরতা হয়েছে। আসুন একসঙ্গে প্রতিবাদ করি।’’

তা সে যাই হোক না কেন।  সুখেন্দুর এই ভূমিকাকে কটাক্ষ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো স্ট্র্যাটেজি।

আরও পড়ুন– তদন্তে সিবিআই, আরজি কর নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কি বলবেন সুকান্ত মজুমদার?

মহিলাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এই আন্দোলনে তিনিও যোগ দেবেন বলে উল্লেখ করলেন।