Tag Archives: Summer Holidays

Environmental Training Camp: গ্রীষ্মের ছুটিতে প্রকৃতির পাঠশালা

নদিয়া: প্রকৃতি পাঠশালা শান্তিপুরে। ঝুমুরিয়া গ্রাম নিকটস্থ গোলদোয়া অঞ্চলে সেভ জলঙ্গির উদ্যোগে এবং শান্তিপুর সেতুর সহযোগিতায় অনূষ্ঠিত হল ‘প্রকৃতির পাঠশালা’৷ গ্রীষ্মের ছুটিতে প্রকৃতির সঙ্গে শিশুদের নিবিড় মেল বন্ধন ও আত্মিক যোগাযোগ ঘটানোর উদ্দেশ্যে প্রায় দেড়শো ছাত্র-ছাত্রীকে কলাবাগান, পাটের ক্ষেত এবং জলাশয়কে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা এবং সেখানকার পরিবেশ, মাটি, গাছপালা ও কীটপতঙ্গ সমস্ত কিছুর সঙ্গে এক নিবিড় যোগাযোগের এক বিশেষ রূপরেখা দেওয়ার ব্যবস্থা করা হয়।

সেভ জলঙ্গির সভাপতি যতন রায়চৌধুরী জানান, বর্তমানে ছাত্র-ছাত্রীদের পরিবেশমুখি করার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন। প্রকৃতির পাঠশালার প্রশিক্ষক হিসেবে আছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আন্দামানের শিক্ষক কুন্তল সিংহ রায়৷ যতনবাবু আরও জানান, কুন্তলবাবু খুবই আন্তরিকতার সঙ্গে শ্যাওলা, ছোট ছোট উদ্ভিদ, গাছ, পুকুর, নদীর সঙ্গে পাখি, সাপ, ব্যাঙ, মাকড়সা, শামুক সহ বিভিন্ন ছোট বড়ো প্রাণীর যে সম্পর্ক এবং সেই সম্পর্কের সঙ্গে বাস্তুতন্ত্রের যে মেলবন্ধন সেগুলি হাতে কলমে শিখিয়েছেন ছাত্র-ছাত্রীদের৷

আরও পড়ুন: সন্তান হাঁটতে না পারলে এই সরকারি হাসপাতালে নিয়ে আসুন, ফিজিওথেরাপি করে পাবেন নিশ্চিত সাফল্য

প্রকৃতি পাঠশালার প্রশিক্ষক এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কুন্তল সিংহ রায় জানান, তিনি শিক্ষকতার পাশাপাশি নিজের প্যাশন হিসাবে এই কাজকে বেছে নিয়েছেন৷ কুন্তলবাবুর বক্তব্য, ছাত্র-ছাত্রীদের জানা দরকার পরিবেশের সমস্ত জীব ও কীটপতঙ্গদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে৷ পাশাপাশি পরিবেশ দূষণ রুখতে ছাত্র-ছাত্রীদেরই এগিয়ে আসতে হবে বলে জানান৷ এমন কর্মসূচির মধ্যে দিয়েই সেগুলো ঘটা সম্ভব হয় বলে তিনি উল্লেখ করেন।

মৈনাক দেবনাথ