Tag Archives: suryatilak

রামলালার সূর্য তিলক, অযোধ্যার বিজ্ঞানে চমক দুর্গাপুরের যুবকের

অবাক কাণ্ড ঘটিয়ে বসলেন দুর্গাপুরের যুবক। রাম নবমীতে অযোধ্যার রাম মন্দির দেখেছিল রামলালার সূর্য তিলক। সূর্যদেব সরাসরি রামলালার কপালে তিলক এঁকে দিয়েছিলেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়িয়ে পড়েছিল। বহু ভক্তর মন কেড়ে নিয়েছিল এই দৃশ্য। আর রামলালার সেই সূর্য তিলকের অভিনব দৃশ্য এ বার দেখা গেল দুর্গাপুরে।দুর্গাপুরের এক যুবক অভিনব এই কাণ্ড ঘটিয়েছেন বাড়িতে বসেই। প্রথমেই তিনি তৈরি করেছেন একটি রামলালার মূর্তি। সেখানেও রয়েছে চমক। রামলালার মূর্তি তৈরি করতে তিনি ব্যবহার করেছেন থার্মোকল। এছাড়াও রামলালাকে সাজিয়ে তুলতে বিভিন্ন রকমের ডাল ব্যবহার করেছেন তিনি। তাছাড়াও ব্যবহার করা হয়েছে জিরে। অযোধ্যার রামলালাকে তিনি হুবহু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দুর্গাপুরে। তারপর সেই রামলালার মূর্তিতেই হয়েছে সূর্য তিলক।

Ram Lala Suryatilak: অবাক কাণ্ড! দুর্গাপুরে রামলালার সূর্য তিলক, বিজ্ঞানে বাজিমাত যুবকের

নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : অবাক কাণ্ড ঘটিয়ে বসলেন দুর্গাপুরের যুবক। রাম নবমীতে অযোধ্যার রাম মন্দির দেখেছিল রামলালার সূর্য তিলক। সূর্যদেব সরাসরি রামলালার কপালে তিলক এঁকে দিয়েছিলেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়িয়ে পড়েছিল। বহু ভক্তর মন কেড়ে নিয়েছিল এই দৃশ্য। আর রামলালার সেই সূর্য তিলকের অভিনব দৃশ্য এ বার দেখা গেল দুর্গাপুরে।

দুর্গাপুরের এক যুবক অভিনব এই কাণ্ড ঘটিয়েছেন বাড়িতে বসেই। প্রথমেই তিনি তৈরি করেছেন একটি রামলালার মূর্তি। সেখানেও রয়েছে চমক। রামলালার মূর্তি তৈরি করতে তিনি ব্যবহার করেছেন থার্মোকল। এছাড়াও রামলালাকে সাজিয়ে তুলতে বিভিন্ন রকমের ডাল ব্যবহার করেছেন তিনি। তাছাড়াও ব্যবহার করা হয়েছে জিরে। অযোধ্যার রামলালাকে তিনি হুবহু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দুর্গাপুরে। তারপর সেই রামলালার মূর্তিতেই হয়েছে সূর্য তিলক।

আরও পড়ুন : ম্যাজিক খাবার! ৩ মাসে ১ বার দিলেই টবের গাছ ঢাকবে রজনীগন্ধা ফুলে! গন্ধে ভরবে বাড়ি

রামলালার কপালে সূর্য তিলক করার জন্য তিনি দুপুর বারোটার সময়কে বেছে নিয়েছিলেন। অযোধ্যার রাম মন্দিরে রামলালার কপালে সূর্য তিলক আঁকতে যে নিখুঁত বিজ্ঞানের ব্যবহার করা হয়েছে, সেই বিজ্ঞান ব্যবহার করে রামলালার কপালে সূর্যতিলক আঁকার ব্যবস্থা করেছিলেন তিনি। এজন্য তিনি পিভিসি পাইপ এবং লেন্সের ব্যবহার করেছেন। তারপরেই নিখুঁতভাবে রামলালার কপালে সূর্যতিলক আঁকার দৃশ্য দেখা গিয়েছে।

দুর্গাপুর গোপালমাঠ এলাকার বাসিন্দা ছোটন ঘোষ মনু। এর আগে তিনি একাধিক রকম মডেল বানিয়ে চমক দিয়েছেন। কখনও তৈরি করেছেন চন্দ্রযান। সেটিকে আকাশে উড়িয়েছেন। কখনও আবার বিস্কুট দিয়ে তৈরি করেছেন রাম মন্দিরের মডেল। আর এবার সেই ছোটন ঘোষ মনু রামলালার কপালে সূর্য তিলক আকার দৃশ্য শহরবাসীর সামনে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। যে কারণে বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে তিনি লাগাতার পরিশ্রম করেছেন। তারপরেই রামলাল আর কপালে সূর্য তিলকের অভিনব দৃশ্য তুলে ধরতে পেরেছেন শহরবাসীর সামনে।