Tag Archives: south bengal news

South Bengal News: ক্লাস ৩-এর ছাত্রকে ডেকে ‘মারধর’, থানায় অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে

গড়িয়া: স্কুলের মধ্যে দুষ্টুমি করায় তৃতীয় শ্রেণীর ছাত্রকে মারধর করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গড়িয়া বরদাপ্রসাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আর একটি বাসের! আহত ২৫ জন চিকিৎসাধীন

গড়িয়া বরদাপ্রসাদ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র রুপম চৌধুরী। চতুর্থ শ্রেণীর এক ছাত্রের সঙ্গে সে খেলা করছিল। সেইসময় তাকে রাহুল হালদার নামে স্কুলেরই এক শিক্ষক মারধর করে বলে অভিযোগ। এই স্যারের বিরুদ্ধে এর আগেও মারার অভিযোগ করেছে আক্রান্ত ছাত্রের পরিবার। আরও অনেক ছাত্রকেই মারা হয়েছে বলে অভিযোগ। ছাত্রটি বাড়িতে গিয়ে তার মাকে জানায় যে তার হাতে ব্যাথা করছে। সঙ্গে সঙ্গে তাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে করার পর জানা যায় যে তার হাত চিড় ধরেছে।

ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জলি হালদার রায় জানান তারাও বিষয়টি খতিয়ে দেখছেন। তবে বাচ্চাটির পরিবার বা বাচ্চাটি  কিছু জানায়নি, তাঁরা থানা থেকেই পুরো বিষয়টি জানিয়েছেন। বারুইপুর জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, ‘ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। আমরা পুরো বিষয় খতিয়ে দেখছি।’

অর্পন মন্ডল, নরেন্দ্রপুর

ভূরি ভূরি ইলিশ উঠবে জালে! ‘এইখানে’ গেলেই…! বিরাট সুখবর দিয়ে দিলেন মৎস্যজীবীরা

দক্ষিণ ২৪ পরগনা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপর মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন। কিন্তু জানেন কি, এই মৎস্যজীবীরা কূল কিনারাহীন সমুদ্রের মাঝে কোথায় যায়। তাঁরা যান বড় ও ছোট খাঁড়িতে। সমুদ্রের মাঝে একটি অগভীর অংশ রয়েছে যা নালার মত। মাছ এসে জড়ো হয় সেখানে। ফলে এই অংশে জাল ফেললে মাছ পাওয়া যায় ভালই। আর সেখানেই কি রুপোলি ইলিশের খনি?

এই চ্যানেলের মত অংশটির বেশিরভাগই রয়েছে বাংলাদেশে। ফলে সেখানে মাছ বেশি পাওয়া যায়। ভারতেও রয়েছে ওই চ্যানেলের কিছুটা অংশ। ভারতীয় জেলেরা সেখান থেকে মাছ ধরেন। ২ মাস সমুদ্রে মৎস্যজীবীরা যায়নি একেবারেই। ফলে ছোট ও বড় খাঁড়িতে প্রচুর মাছ জমেছে বলে মত মৎস্যজীবীদের।

আরও পড়ুন: জ্বলছে-পুড়ছে দক্ষিণবঙ্গ…! ৭ জেলায় চরম ‘হিটওয়েভ’ কন্ডিশন! মুক্তির ‘বৃষ্টি’ কবে? বর্ষা নিয়ে খাস আপডেট দিয়ে দিল IMD

এবছর আবার আবহাওয়া অনুকূলে রয়েছে। মাছ ধরতে যাওয়ার পরই বর্ষাকাল নেমে যাবে। এখনও পর্যন্ত তেমনই খবর দিচ্ছে আবহাওয়া দফতর। ফলে মৎস্যজীবীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। এবছর জালে পড়বে বেশি মাছ এমনই মত তাদের। কপাল ভাল থাকলে ইলিশও পড়বে বিপুল পরিমাণে সেই আশাতেই এখন সাগরে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। এখন দেখার কি হয় এবারের মরশুমে।

নবাব মল্লিক

Hilsa festival in Sundarbans: শুরু হচ্ছে সুন্দরবনে ইলিশ উৎসব! কীভাবে নাম লেখাবেন? কী আছে দুর্ধর্ষ প্যাকেজে? দেখুন যাবতীয় খুঁটিনাটি

দক্ষিণ ২৪ পরগনা : মানুষ বরাবরই সুন্দরবনকে পছন্দ করে সুন্দরবনে প্রতিবছরই দেশ-বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করতে ভালোবাসেন। সুন্দরবন ভারত বাংলাদেশ জুড়েই বিস্তৃত। সুন্দরবন মূলত দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা জুড়েই বেষ্ঠিত। সুন্দরী গড়ান গেওয়া হেতাল কেওড়া এছাড়াও বহু গাছের সৃষ্টি এই সুন্দরবনে। সুন্দরবনে সারা বছরই পর্যটকরা ঘুরতে আসেন। আর তার সঙ্গে যদি থাকে ইলিশ। লোভনীয় হাতছানি।

সুন্দরবনের অন্যতম বড় উৎসব, ইলিশ উৎসব। প্রতি বছরই শুরু হয় জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই কমাস ধরে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা বোট বা সুসজ্জিত ট্যুরিজম লাক্সারি বোটের উপর বসে উপভোগ করেন। আর তার সঙ্গে থাকে বাঙালির জিভে জল আনা ইলিশের বিভিন্ন পদ। সরষে ইলিশ, ভাপা ইলিশ এমনকি ইলিশ বিরিয়ানির মতো সুস্বাদু বিভিন্ন পদ মেলে। আর ইলিশ উৎসবে আপনাকে আসতে গেলে কীভাবে আসতে হবে তা জেনে নিন আগে।

আপনাকে শিয়ালদহ দক্ষিণ শাখার লোকালে ক্যানিং লোকালে উঠে আপনাকে ক্যানিং স্টেশনে নামতে হবে আর সেখান থেকেই আপনি বুকিং করে নিতে পারবেন এই উৎসবের এন্ট্রি পাস। তবে আপনারা যতজন থাকবেন তার উপরেই থাকবে রেট চার্জ। আর এই প্যাকেজে থাকছে জঙ্গল ভ্রমণ আদিবাসী নৃত্য সরকারি পারমিশন সরকারি গাইড অভিজ্ঞ ট্যুর ম্যানেজার নদীতে ভ্রমণ সঙ্গে থাকছে বিভিন্ন লোভনীয় খাবার।

এই ভ্রমণে আপনাকে হাতে কয়েকটি দিন সময় নিয়ে আসতে হবে যার কারণ এই ভ্রমণের সময় থাকছে দু রাত্রি তিন দিন। আপনাকে ক্যানিং স্টেশন থেকে রওনা দিতে হবে, গদখালি ঘাট। আর তারপর সেখান থেকে লাক্সারি বোটে চলে যাবেন ঐতিহাসিক বেকন সাহেবের বাংলো ও হ্যামিলটন বাংলোতে। তারপর সেখান থেকে বোট রওনা দেবে পাখিরালয়, সেখানে রাত্রি যাপন। যাওয়ার পথে বেশ কিছু জঙ্গলের মনোরম পরিবেশ।

আবারও পরের দিন বিভিন্ন খাড়ি দর্শনের সঙ্গে থাকছে সজনে খালি দোবাকি জঙ্গল এভাবে সারাদিন ঘোরাঘুরি এবং সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের ইলিশের পদ। পরের দিন সুন্দরবনের বিভিন্ন জঙ্গল দেখানোর পর গদখালী তারপর সেখান থেকে ক্যানিং স্টেশনে ফিরে গিয়ে বাড়ির উদ্দেশে রওনা হওয়া।

সুমন সাহা

ভোটের আগে বড় আক্ষেপের কথা জানিয়ে দিলেন পদ্মশ্রী প্রাপ্ত দুখু মাঝি

শেষ দফার ভোট শনিবার! তার পরেই জানা যাবে ফলাফল, তার আগে ভোট নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করলেন! ভোটের আগে নিজের আক্ষেপের কথা জানিয়ে দিলেন পদ্মশ্রী প্রাপ্ত দুখু মাঝি

Jhargram News: ১৫ মিনিটে তাক লাগিয়ে দিল ছোট্ট মেয়ে! বিশ্বের দরবারে নামোজ্জ্বল জঙ্গলমহলের সংস্থিতার, গর্বিত জেলাবাসী

ঝাড়গ্রাম: সবে শুরু হয়েছে তার স্কুলজীবন। শুরু হয়েছে পড়াশোনা। মাত্র ৬ বছর তার জীবনের পথচলা। তবে সামান্য এই বয়সে তার কৃতিত্ব চমকে দিয়েছে সকলকে। অসম্ভবকে সম্ভব করেছে এই খুদে মেয়ে। শুধু তা-ই নয়, প্রাপ্তি স্বরূপ জুটেছে সম্মানও। জঙ্গলমহলের ছোট্ট মেয়ের কৃতিত্বে গর্বিত এলাকাবাসী। পড়াশোনার পাশাপাশি তার চিন্তাভাবনা এবং বিশেষ কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

জঙ্গলমহলের ছোট্ট মেয়ে সংস্থিতা নিজের নাম পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে। মাত্র ১৫ মিনিটে পিস জিগ-স’ পাজেলে পুরো বিশ্বের মানচিত্র সমাধান করে তাক লাগিয়েছে সে। এর জন্য অবশ্য তাকে কোনও বাধার মুখে পড়তে হয়নি। যা দেখে কার্যত অবাক সকলেই।

আরও পড়ুন: স্নানের সময়ে শরীরের এই ৫ অংশ না ধুলেই বিপদ…! দুর্গন্ধ পিছু ছাড়বে না, বাড়বে রোগের আশঙ্কা

ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকায় ছোট্ট মেয়ে সংস্থিতা মাহাতো। সবুজে ঘেরা প্রত্যন্ত গ্রামের মেয়ে সে। সে ঝাড়গ্রাম ওয়েস্ট এন্ড হাইস্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। এই বয়সে এত বড় প্রতিভার অধিকারী হওয়া সত্যিই অদম্য চেষ্টা ও জেদের ফল। জানা গিয়েছে, তার বাবা সত্যজিৎ মাহাতো পেশায় স্বাস্থ্যকর্মী ও মা ঝুমা পাইন অঙ্গন‌ওয়াড়ি কর্মী। তার এই সাফল্যে বাবা মায়ের পাশাপাশি খুশি পরিবার পরিজন-সহ সবাই। এর আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম রয়েছে তার।

ছোট থেকেই তার বিভিন্ন জিনিস জানার আগ্রহ খুব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দিয়েছে তার বাবা-মা। নিজের দক্ষতা ইচ্ছে শক্তির কারণে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেকে মেলে ধরেছে এই ছোট্ট মেয়ে। তবে এবারে মাত্র ১৫ মিনিট ২৯ সেকেন্ডে ওয়ার্ল্ড ম্যাপ জিগ-স’ পাজেল সম্পূর্ণ করেছে সে। তার সাফল্যে খুশি সকলে।

রঞ্জন চন্দ

Higher Secondary 2024: শহরের কাঁড়িকাঁড়ি সুবিধা পেয়েও কিছু হচ্ছে না? প্রত্যন্ত গ্রামে অভাবী এই মেয়েকে দেখুন, উচ্চ মাধ্যমিকের রেজাল্টে চমকে দিল

পশ্চিম মেদিনীপুর: স্যাঁতস্যাঁতে মাটির সামান্য ছিটেবেড়া বাড়ি। বাবা, মা, আর তার সংসার। ঘরে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তবে দু’চোখে স্বপ্ন অগাধ। সেবিকা হয়ে মানুষের সেবা করার পাশাপাশি সে চায়, তাদের পরিবারের আর্থিক উন্নতি এবং ছোট্ট একটি ঘর করে বাবা মার জন্য সুনির্দিষ্ট থাকার বন্দোবস্ত করার। নিত্যদিন চলে পারিবারিক অসচ্ছলতা এবং মেধার লড়াই। সাংসারিক অনটন, নানাবিধ চাপকে সহ্য করেও নিজের জেদ এবং অধ্যাবসায়ে সফলতা জুটেছে উচ্চমাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর পরিবারে খুশির হাওয়া থাকলেও ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় সকলে।

পশ্চিম মেদিনীপুরের দাঁতন ভাগবতচরণ হাইস্কুলের কৃতী ছাত্রী চুমকি মণ্ডল। কলা বিভাগে পড়াশোনা করে ৪৪৪ নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করেছে সে। পারিবারিক অসচ্ছলতা বারংবার অন্তরায় হয়েছে তার পড়াশোনাতে। তবুও সে দমে যায়নি। নিজের জেদ এবং ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে সে। বড় হয়ে ইচ্ছে নার্স হওয়ার। সেইমত উচ্চমাধ্যমিক পরীক্ষার পর সরকারি ক্ষেত্রে পড়াশোনার জন্য প্রস্তুতিও নিচ্ছে।

আরও পড়ুনHS Exam Result 2024: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধাতালিকায় সায়ন্তন! নিউরোসায়েন্স নিয়ে গবেষণার ইচ্ছে ৫ম স্থানাধিকারীর

চুমকির বাবা কানাই মণ্ডল, সামান্য দিনমজুরের কাজ করে পড়াশোনা চালিয়ে রেখেছে চুমকির। যেটুকু টাকা রোজগার হয় তা দিয়ে চলে সংসার, চুমকির পড়াশুনোর খরচ। এসব করতে গিয়ে আর সাধের ঘর বানানো হয়নি। সামান্য মাটির ছিটেবেড়া বাড়িতে কোনওভাবেই কেটে যায় তিন জনের দিন। তবে কোনও দিন আর্থিক অসচ্ছলতা বুঝতে দেয়নি তার বাবা। সব সময় উৎসাহ এবং সামর্থ মত সহযোগিতা দিয়ে মেয়েকে এগিয়ে দিয়েছেন ভবিষ্যতের দিকে।

সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। উচ্চশিক্ষার জন্য প্রয়োজন অর্থ। একদিকে বাড়িতে মা, বাবা অন্যদিকে মাথায় উচ্চ শিক্ষার ভাবনা। পড়াশোনার ফাঁকে বাড়িতে নিত্য কাজও করতে হত চুমকিকে। কখনও রান্নার কাজে হাত লাগানো আবার কখনও বাড়ির অন্যান্য কাজ করতে হয়েছে তাকে। সেসব সামলে পড়াশোনা চালিয়ে রেখেছে সে। সময় মত পড়ে পেয়েছে সাফল্য। তবে মানুষের উপকারের লক্ষ্য নিয়ে নার্স হওয়ার ইচ্ছে তার। তারই সাফল্যে খুশি বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা। আগামীতে উচ্চশিক্ষায় সর্বত সাহায্যের আশ্বাস দিয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষও।

আগামী দিনে উচ্চ শিক্ষায় কি বাধা হয়ে দাঁড়াবে অর্থ? নাকি সব সামলে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে চুমকি? সে প্রশ্ন এখন সকলের মধ্যে।

রঞ্জন চন্দ

West Bengal Rain Update: দু’দিনে আরও বাড়বে ঝড়বৃষ্টির দাপট! তবে ফের শুরু হবে গরম, বৃষ্টি উধাও হওয়ার দিন জানাল হাওয়া অফিস!

Bengal Rain Update: মৎস্যজীবীদের আর কোনও সতর্কতা নেই উপকূলে। সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কাও আর নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে।
Bengal Rain Update: মৎস্যজীবীদের আর কোনও সতর্কতা নেই উপকূলে। সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কাও আর নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে।
Bengal Rain Update: রবিবারের পর তাপমাত্রা বাড়বে। তার আগে পর্যন্ত মেঘলা আকাশ। দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে দমকা ঝড়। শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা নামল স্বাভাবিকের নীচে।
Bengal Rain Update: রবিবারের পর তাপমাত্রা বাড়বে। তার আগে পর্যন্ত মেঘলা আকাশ। দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে দমকা ঝড়। শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা নামল স্বাভাবিকের নীচে।
Bengal Rain Update: সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ছিলই।
Bengal Rain Update: সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ছিলই।
Bengal Rain Update: বুধবার বৃষ্টি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। অন্যান্য জেলাতে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।
Bengal Rain Update: বুধবার বৃষ্টি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। অন্যান্য জেলাতে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।
Bengal Rain Update: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতে।
Bengal Rain Update: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতে।
Bengal Rain Update: শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই পাঁচ জেলাতে।
Bengal Rain Update: শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই পাঁচ জেলাতে।
Bengal Rain Update: বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হইতে পারে এই জেলাগুলিতে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা।
Bengal Rain Update: বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হইতে পারে এই জেলাগুলিতে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা।
Bengal Rain Update: শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
Bengal Rain Update: শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
Bengal Rain Update: উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ৮ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায়।
Bengal Rain Update: উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ৮ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায়।
Bengal Rain Update: উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। শনিবারের পর বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে।
Bengal Rain Update: উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। শনিবারের পর বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে।

রামলালার সূর্য তিলক, অযোধ্যার বিজ্ঞানে চমক দুর্গাপুরের যুবকের

অবাক কাণ্ড ঘটিয়ে বসলেন দুর্গাপুরের যুবক। রাম নবমীতে অযোধ্যার রাম মন্দির দেখেছিল রামলালার সূর্য তিলক। সূর্যদেব সরাসরি রামলালার কপালে তিলক এঁকে দিয়েছিলেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়িয়ে পড়েছিল। বহু ভক্তর মন কেড়ে নিয়েছিল এই দৃশ্য। আর রামলালার সেই সূর্য তিলকের অভিনব দৃশ্য এ বার দেখা গেল দুর্গাপুরে।দুর্গাপুরের এক যুবক অভিনব এই কাণ্ড ঘটিয়েছেন বাড়িতে বসেই। প্রথমেই তিনি তৈরি করেছেন একটি রামলালার মূর্তি। সেখানেও রয়েছে চমক। রামলালার মূর্তি তৈরি করতে তিনি ব্যবহার করেছেন থার্মোকল। এছাড়াও রামলালাকে সাজিয়ে তুলতে বিভিন্ন রকমের ডাল ব্যবহার করেছেন তিনি। তাছাড়াও ব্যবহার করা হয়েছে জিরে। অযোধ্যার রামলালাকে তিনি হুবহু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দুর্গাপুরে। তারপর সেই রামলালার মূর্তিতেই হয়েছে সূর্য তিলক।

Weather IMD Update: আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৩ জেলায়, দিঘায় নামল স্বস্তির বৃষ্টি

তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল পূর্ব মেদিনীপুরের দিঘায়। দমকা হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি হয়ে গেল দিঘায়।
তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল পূর্ব মেদিনীপুরের দিঘায়। দমকা হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি হয়ে গেল দিঘায়।
বিকেল নাগাদ আচমকাই বৃষ্টি শুরু হয় সৈকত শহর দিঘায়। স্বস্তির বৃষ্টিতে দারুণ খুশি পর্যটক থেকে স্থানীয়রা।
বিকেল নাগাদ আচমকাই বৃষ্টি শুরু হয় সৈকত শহর দিঘায়। স্বস্তির বৃষ্টিতে দারুণ খুশি পর্যটক থেকে স্থানীয়রা।
দিঘায় বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি হয়েছে।
দিঘায় বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি হয়েছে।
বজবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৩ জেলায়।
বজবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৩ জেলায়।
আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
পূর্ব মেদিনীপুর জেলায় আরও বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্ব মেদিনীপুর জেলায় আরও বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Update Loo Wind: রোদ তো নয়, যেন গনগনে আগুন জ্বলছে! ৪০-৪১-৪২? তাপমাত্রার সূচক কত জানেন? ভয় লাগবে শুনলে

দক্ষিণবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী। গরমে গলদঘর্ম অবস্থা সবার। এমন অবস্থায় কার্যত পুড়ছে পানাগড়-সহ গোটা পশ্চিম বর্ধমান জেলা। আবহাওয়া ইনডেক্স দিচ্ছে ভয়ঙ্কর পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী। গরমে গলদঘর্ম অবস্থা সবার। এমন অবস্থায় কার্যত পুড়ছে পানাগড়-সহ গোটা পশ্চিম বর্ধমান জেলা। আবহাওয়া ইনডেক্স দিচ্ছে ভয়ঙ্কর পূর্বাভাস।
চলতি সপ্তাহে ৪০ ডিগ্রির কোঠা পার করে গিয়েছে পানাগড়ের তাপমাত্রা। এদিন বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পরিবেশ বিজ্ঞানীদের। বেলা ১০'টা নাগাদই তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি।
চলতি সপ্তাহে ৪০ ডিগ্রির কোঠা পার করে গিয়েছে পানাগড়ের তাপমাত্রা। এদিন বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পরিবেশ বিজ্ঞানীদের। বেলা ১০’টা নাগাদই তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি।
আবহাওয়াবিদদের আশঙ্কা, বুধবার ৪০ ডিগ্রি থেকে আরও অনেকটা দূরে যেতে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়ার ইনডেক্স বলছে, বেলা দুটো নাগাদ তাপমাত্রায় পারদ ছুঁতে পারে ৪৪ ডিগ্রিতে। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে বাড়তে ৪৫-এর কোঠায় পৌঁছে যেতে পারে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, বুধবার ৪০ ডিগ্রি থেকে আরও অনেকটা দূরে যেতে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়ার ইনডেক্স বলছে, বেলা দুটো নাগাদ তাপমাত্রায় পারদ ছুঁতে পারে ৪৪ ডিগ্রিতে। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে বাড়তে ৪৫-এর কোঠায় পৌঁছে যেতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার তাপমাত্রা একটু কম থাকলেও শুক্রবার থেকে ফের অনেকটা বাড়বে। একই সঙ্গে ইউ.ভি সূচক রয়েছে উচ্চতম জায়গায়। ফলে রাস্তায় বের হলে খুব সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার তাপমাত্রা একটু কম থাকলেও শুক্রবার থেকে ফের অনেকটা বাড়বে। একই সঙ্গে ইউ.ভি সূচক রয়েছে উচ্চতম জায়গায়। ফলে রাস্তায় বের হলে খুব সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুধু পানাগড় নয়, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং দুর্গাপুরেও তাপমাত্রা ৪০ ডিগ্রির কোটা ছাড়িয়ে ৪১ ডিগ্রি, ৪২ ডিগ্রির কাছাকাছি থাকবে। ফলে পানাগড় যেমন তীব্র গরমে পুড়ছে, তেমনি ভয়ংকর রোদ-গরমে নাজেহাল দুর্গাপুর এবং আসানসোলও।
শুধু পানাগড় নয়, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং দুর্গাপুরেও তাপমাত্রা ৪০ ডিগ্রির কোটা ছাড়িয়ে ৪১ ডিগ্রি, ৪২ ডিগ্রির কাছাকাছি থাকবে। ফলে পানাগড় যেমন তীব্র গরমে পুড়ছে, তেমনি ভয়ংকর রোদ-গরমে নাজেহাল দুর্গাপুর এবং আসানসোলও।