Tag Archives: TMC Brigade Rally

TMC Candidate List: উত্তর থেকে দক্ষিণ, ‘সব’ ভেবেই প্রার্থী বাছাই মমতার! কী কী চমক দিলেন তৃণমূল নেত্রী, দেখুন…

কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার আগেই রাজ্যের ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছে একাধিক চমক। নিজের ভাষণের শুরুতেই দলনেত্রী মমতা জানিয়ে দিয়েছিলেন, তিনি ব্রিগেড ময়দানের র‌্যাম্পে ৪২ আসনের প্রার্থীদের সঙ্গে নিয়ে হাঁটবেন। সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে ঘোষণা করলেন ৪২ কেন্দ্রে প্রার্থীদের নাম। আর প্রার্থীরা মঞ্চে উঠে দলনেত্রীর পিছন পিছন হাঁটলেন র‌্যাম্প দিয়ে। এ ভাবে প্রার্থী তালিকা আগে কখনও ঘোষণা করেননি মমতা। কিন্তু রবিবার প্রার্থী ঘোষণা নিয়ে একদম নতুন চিত্র দেখা গেল ব্রিগেডের ময়দানে।

আরও পড়ুন: ৪২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের! বিরাট চমক! কে কোন কেন্দ্রে প্রার্থী হল, দেখুন

৪২ আসনের তৃণমূল প্রার্থী কারা? দেখুন…

আলিপুরদুয়ার – প্রকাশচিক বড়াইক
আরামবাগ-মিতালি বাগ
আসানসোল- শত্রুঘ্ন সিনহা
বহরমপুর- ইউসুফ পাঠান
বালুরঘাট- বিপ্লব মিত্র
বনগাঁ-বিশ্বজিৎ দাস
বাঁকুড়া-অরূপ চক্রবর্তী
বারাসত- কাকলী ঘোষ দস্তিদার
বর্ধমান পূর্ব- ডক্টর শর্মিলা সরকার
ব্যারাকপুর-পার্থ ভৌমিক
বসিরহাট-হাজী নুরুল ইসলাম
বীরভূম- শতাব্দী রায়
বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল
বোলপুর-অসিত মাল
বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ
কোচবিহার- জগদীশ চন্দ্র বাশুড়িয়া
দার্জিলিং- গোপাল লামা
ডায়মন্ডহারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
দমদম- সৌগত রায়
ঘাটাল- দেব
হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
হাওড়া-প্রসূন বন্দ্যোপাধ্যায়
যাদবপুর- সায়নী ঘোষ
জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
জঙ্গিপুর-খলিলুর রহমান
ঝাড়গ্রাম-কালীপদ সোরেন
জয়নগর-প্রতিমা মন্ডল
কাঁথি-উত্তম বারিক
কলকাতা দক্ষিণ- মালা রায়
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
কৃষ্ণনগর-মহুয়া মৈত্র
মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলী রহমান
মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
মথুরাপুর-বাপি হালদার
মেদিনীপুর-জুন মালিয়া
মুর্শিদাবাদ-আবু তাহের খান
পুরুলিয়া-শান্তিরাম মাহাতো
রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
রানাঘাট- মুকুট মণি অধিকারী
শ্রীরামপুর-কল্যাণ বন্দ্যোপাধ্যায়
তমলুক-দেবাংশু ভট্টাচার্য
উলুবেড়িয়া- সাজদা আহমেদ

ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই তালিকায় রয়েছে একের পর এক চমক। এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের মঞ্চ থেকে। প্রার্থী ঘোষণার জন্য অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন মমতা।

উল্লেখযোগ্য ভাবে, রাজ্যের ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল। এর ফলে একটা বিষয় নিশ্চিত যে, রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের আর কোনও সম্ভাবনা নেই। তৃণমূল রাজ্যে একাই লড়াই করতে চলেছে। যা বেশ কিছু দিন আগে থেকেই বলে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TMC Candidate List: ৪২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের! বিরাট চমক! কে কোন কেন্দ্রে প্রার্থী হল, দেখুন

কলকাতা: ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই তালিকায় রয়েছে একের পর এক চমক। এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের মঞ্চ থেকে। প্রার্থী ঘোষণার জন্য অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন মমতা।

একনজরে দেখে নিন, কোথায় কাকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আলিপুরদুয়ার – প্রকাশচিক বড়াইক
আরামবাগ-মিতালি বাগ
আসানসোল- শত্রুঘ্ন সিনহা
বহরমপুর- ইউসুফ পাঠান
বালুরঘাট- বিপ্লব মিত্র
বনগাঁ-বিশ্বজিৎ দাস
বাঁকুড়া-অরূপ চক্রবর্তী
বারাসত- কাকলী ঘোষ দস্তিদার
বর্ধমান পূর্ব- ডক্টর শর্মিলা সরকার
ব্যারাকপুর-পার্থ ভৌমিক
বসিরহাট-হাজী নুরুল ইসলাম
বীরভূম- শতাব্দী রায়
বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল
বোলপুর-অসিত মাল
বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ
কোচবিহার- জগদীশ চন্দ্র বাশুড়িয়া
দার্জিলিং- গোপাল লামা
ডায়মন্ডহারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
দমদম- সৌগত রায়
ঘাটাল- দেব
হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
হাওড়া-প্রসূন বন্দ্যোপাধ্যায়
যাদবপুর- সায়নী ঘোষ
জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
জঙ্গিপুর-খলিলুর রহমান
ঝাড়গ্রাম-কালীপদ সোরেন
জয়নগর-প্রতিমা মন্ডল
কাঁথি-উত্তম বারিক
কলকাতা দক্ষিণ- মালা রায়
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
কৃষ্ণনগর-মহুয়া মৈত্র
মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলী রহমান
মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
মথুরাপুর-বাপি হালদার
মেদিনীপুর-জুন মালিয়া
মুর্শিদাবাদ-আবু তাহের খান
পুরুলিয়া-শান্তিরাম মাহাতো
রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
রানাঘাট- মুকুট মণি অধিকারী
শ্রীরামপুর-কল্যাণ বন্দ্যোপাধ্যায়
তমলুক-দেবাংশু ভট্টাচার্য
উলুবেড়িয়া- সাজদা আহমেদ

এবারের প্রার্থী তালিকায় চমক একাধিক। এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন তৃণমূল নেত্রী। কিন্তু এ বার তাতেও ব্যতিক্রম। নজিরবিহীন ভাবে, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা।

আরও পড়ুন: ‘এ আপনারা কোনও দিন দেখেননি’, ব্রিগেডে বিরাট চমক মমতার! দেখেই বিস্মিত সকলে

উল্লেখযোগ্য ভাবে, রাজ্যের ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল। এর ফলে একটা বিষয় নিশ্চিত যে, রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের আর কোনও সম্ভাবনা নেই। তৃণমূল রাজ্যে একাই লড়াই করতে চলেছে। যা বেশ কিছু দিন আগে থেকেই বলে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Mamata Brigade: ‘এ আপনারা কোনও দিন দেখেননি’, ব্রিগেডে বিরাট চমক মমতার! দেখেই বিস্মিত সকলে

কলকাতা: ব্রিগেডের মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই ৪২ জন প্রার্থী নিয়ে মঞ্চের সঙ্গে বানানো র‍্যাম্প হাঁটবেন তিনি। রবিবার ব্রিগেডের ময়দান থেকে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ”প্রচণ্ড গরম। আমার কথা বলা শেষ হলে ৪২ টি আসনের ৪২ জন প্রার্থীকে নিয়ে এই র‍্যাম্পে হাঁটব। যা আপনারা কোনও দিন দেখেননি।” বস্তুতই এ ভাবে প্রার্থী তালিকা আগে কখনও ঘোষণা করেননি মমতা। কিন্তু রবিবার প্রার্থী ঘোষণা নিয়ে একদম নতুন চিত্র দেখা গেল ব্রিগেডের ময়দানে।

ব্রিগেডে রেকর্ড জমায়েতের চ্যালেঞ্জ ছিল তৃণমূলের। রেকর্ড জমায়েতের লক্ষ্যে তৈরি হয় বিশাল মঞ্চ। মঞ্চ থেকে তৈরি করা হয় ৩০০ ফুট লম্বা র‍্যাম্প। তিনটি মঞ্চ রয়েছে ব্রিগেডে। এই তিন মঞ্চ মিলিয়ে ছিলেন প্রায় ৬০০ নেতা-নেত্রী। ভিক্টোরিয়ার দিকে ব্রিগেডের দক্ষিণ দিকে বাঁধা হয় মঞ্চ। মূল মঞ্চের সমান্তরাল ছিল আরও দুটি মঞ্চ। মূল মঞ্চ থেকে মাঠের উত্তর দিকে প্রায় ৩৪০ ফুটের র‍্যাম্প।

আরও পড়ুন: প্রথা ভাঙছে আজ, ব্রিগেড থেকেই ৪৮ আসনে প্রার্থী ঘোষণা করবেন মমতা! কারা পাচ্ছেন টিকিট?

পূর্ব পশ্চিমেও ১০ মিটারের র‍্যাম্প। মূল মঞ্চ – ৭২/২০*২ ফিটর‍্যাম্প – ৩৪০ ফিট রানিং ও ১৫০ ফিট ডানদিকে ও বাম দিকে আরও দুটো মঞ্চ ৬৮/২৪ ফিট। গত কয়েকদিন ধরে বারবার চর্চা হয়েছে ব্রিগেড সমাবেশে তৃণমূল কংগ্রেসের মঞ্চ নিয়ে৷ বিশেষ করে মূল মঞ্চ থেকে দীর্ঘ র‍্যাম্প যা জনতার মাঝ বরাবর চলে গিয়েছে৷ নীল কার্পেটে সাজানো হয়েছে এই র‍্যাম্প। এছাড়া মূল মঞ্চ জুড়ে থাকছে একটা বিশালাকার ভিডিও ওয়াল। যেখানে ব্রিগেড সমাবেশের লাইভ স্ট্রিমিং চলছে। এর সঙ্গে এই জনগর্জন সভা উপলক্ষ্যে যে নানা ভিডিও তৈরি করা হয়েছে তাও চলে সেখানে। পূর্ব ভারতে এই ধরণের র‍্যাম্প কোনও রাজনৈতিক সমাবেশে প্রথম ব্যবহার বলে দাবি শাসক দলের। যদিও দক্ষিণ ভারতে এর প্রভাব দেখা যায়।

আরও পড়ুন: পুলিশকর্তা থেকে বিধায়ক, আজ তৃণমূলে যোগ দেবেন কারা? চমকে দেওয়া খবর ঘাসফুল শিবিরে

তবে নবজোয়ার যাত্রায় যে অধিবেশন মঞ্চ তৈরি করা হয়েছিল তাতেও ছিল ছোট আকারের র‍্যাম্প। তবে ব্রিগেডে যে দীর্ঘ র‍্যাম্প হয়েছে তা নজর কাড়ছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে অংশে সভা করা হচ্ছে তাকে বেশ কতগুলি ব্লকে ভাগ করা হয়েছে। মঞ্চ এবং ডি জোন বাদ দিয়ে প্রায় ৪০ থেকে ৫০টির কাছাকাছি ব্লকে ভাগ করা হয়েছে মাঠকে, যেখানে কর্মী সমর্থকরা বসেন। আবার মূল মঞ্চের দুই পাশে আলাদা আলাদা করে দুটি পৃথক মঞ্চ গড়া হয়েছে।

Mamata Banerjee: ব্রিগেডের জনগর্জন সভায় পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন

Mamata Banerjee: ব্রিগেডের জনগর্জন সভায় পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়…

TMC Brigade Rally: ‘রাজ্যে দিদি আছে যার ওয়ারেন্টি আছে’, ব্রিগেড থেকে বিজেপিকে কটাক্ষ কীর্তি আজাদের

কলকাতা: রবিতে তৃণমূলের মেগা ব্রিগেড। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ নানা ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার অভিযোগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই জনগর্জন সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপধ্যায়। জনগর্জন সভা থেকে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। সভায় তৃণমূলের হয়ে লড়াইয়ের বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন কীর্তি আজাদ।

ব্রিগেডের ময়দান থেকে কীর্তি আজাদ বলেন,”আগামী ৬ মাসে আমার ইচ্ছা থাকবে আরও ভালো করে বাংলা বলতে শেখা। নরেন্দ্র মোদী এসে বাংলায় বলেছিলেন, নিজে খাবো না কাউকে খেতে দেব না। কিন্তু আজকের ভারতের যা পরিস্থিতি, যে রাজ্যে ক্ষমতা নেই সেখানে ভাই এর সঙ্গে ভাই এর লড়াই করিয়ে দাও। গ্যাসের দাম বাড়িয়ে ৪০০ টাকা থেকে করে ১২০০ টাকা করেছো সেখানে ১০০ টাকা কমিয়ে কি হবে? বিজেপির এই নীতি আমি মানতে পারিনি। আমি খুব খুশি যে বিজেপি থেকে সরিয়ে দিয়েছে, আর দিদি আমাদের আপন করে নিয়েছে। কিন্তু এখানে দিদি আছে যার ওয়ারেন্টি আছে।”

তৃণমূল সূত্রে খবর, এবার রাজ্যে লোকসভা ভোটের প্রার্থী হতে পারেন কীর্তি আজাদ। সম্ভবত দুর্গাপুর – বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিমধ্যে দুর্গাপুরের একাধিক জায়গায় পরিদর্শন করছেন তিনি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে দেখা গিয়েছে তাঁকে। দলের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গিয়েছে কীর্তি আজাদকে।

প্রসঙ্গত, রবিবার ব্রিগেডের সভা থেকেই লোকসভা ভোটে রাজ্যের ৪২ আসনের প্রার্থী ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক। একইসঙ্গে ব্রিগেডের ময়দান থেকে লোকসভা ভোটের আগে কর্মীদের কী বার্তা দেন মমতা-অভিষেক সেদিকেই নজর সকলের।

TMC Brigade 2024: ‘আমার বাড়িতে ইডি-সিবিআই এসেছিল, তারপর…’, ব্রিগেডের মঞ্চে বিস্ফোরক ফিরহাদ হাকিম

কলকাতা: ব্রিগ্রেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’ শুরু হয়ে গিয়েছে৷ মঞ্চে ফিরহাদ হাকিমের বক্তৃতা শুরু হয়ে গিয়েছে৷ ব্রিগেডের মঞ্চে বিজেপিকে একহাত নিলেন কলকাতার মেয়র৷ তাঁর কথায় উঠে এল সন্দেশখালির প্রসঙ্গও৷

এদিন ব্রিগেড থেকে ফিরহাদের ঘোষণা, ‘‘এই জনগর্জনের শব্দ যাবে দিল্লিতে। আমরা দিল্লিতে ধর্না করেছিলাম। কিন্তু দিল্লির টনক নড়েনি। মোদিজি মিথ্যে কথা বলেছেন। সন্দেশ খালি নিয়ে মিথ্যে কথা বলছেন’’৷

আরও পড়ুন: ‘লাঞ্চ’ সেরে ব্রিগেডের পথে তৃণমূল কংগ্রেস কর্মীরা! ‘জনগর্জন সভা’র মেনুতে কী থাকছে জানেন?

কলকাতার মেয়র আরও বলেন, ‘‘নারী লাঞ্ছনার যেদিন অভিযোগ হয়েছিল সেদিন শিবু সরদারকে গ্রেফতার করেছে। আমাদের সরকার গ্রেফতার করবে, মিথ্যাচার করবে বিজেপি এটা হতে পারে না। হাই কোর্ট বলে দেওয়ার পর সাহা জাহানকে গ্রেফতার করা হয়েছিল। আমার বাড়িতে ইডি, সিবিআই এসেছিল। সার্চ করছে। কিন্তু ভয় পাইনা। আমরা তৃণমূল কংগ্রেস ভয় পাইনা। আমি ভয় করব না।’’

ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে ৷ আর তাতে তৃণমূল সুপ্রিমোর অনুমোদনও মিলেছে ৷

এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেই তালিকা এদিন ঘোষিত হবে ব্রিগেড থেকে।

TMC Brigade Rally: ইস্তেহারের আগেই ‘ইস্তেহার’! জনগর্জন সভায় কেন্দ্রের বঞ্চনাকেই ‘অস্ত্র’ করতে চলেছে তৃণমূল

কলকাতা: আজ তৃণমূলের ব্রিগেড৷ ‘জনগর্জন সভা’৷ আর ব্রিগেডের ময়দান থেকেই সম্ভবত লোকসভা নির্বাচনের তুঙ্গ প্রচার শুরু করে দিতে চলেছে তৃণমূল৷ আর ব্রিগেডের মঞ্চ থেকেই যে আগামী লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল, তা ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷

শুধু তাই নয়৷ ব্রিগেডের মঞ্চ থেকেই নির্বাচনী ইস্তেহারের আগেই ‘ইস্তেহার’ প্রকাশ করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই সামনে এসেছে সেই ইস্তেহারের কপি৷

আরও পড়ুন: প্রথা ভাঙছে আজ, ব্রিগেড থেকেই ৪৮ আসনে প্রার্থী ঘোষণা করবেন মমতা! কারা পাচ্ছেন টিকিট?

ব্রিগেডের আগে নিজেদের প্রচারপত্রের ছত্রে ছত্রে কেন্দ্রের বিজেপি সরকারের তুলোধনা করেছে তৃণমূল৷ প্রচার পত্রে লেখা হয়েছে, ‘ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে, মানুষকে ইচ্ছাকৃকভাবে বঞ্চিত করে নিজেদের বাংলা-বিরোধী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে৷ এই বাংলা-বিরোধী লক্ষণগুলি বিজেপির প্রতিটি কার্যকলাপে স্পষ্ট হয়ে উঠেছে৷’

আরও পড়ুন: পুলিশকর্তা থেকে বিধায়ক, আজ তৃণমূলে যোগ দেবেন কারা? চমকে দেওয়া খবর ঘাসফুল শিবিরে

শেষ পাঁচ বছরে রাজ্যের করের ‘প্রাপ্য’ টাকা আটকে রাখা সহ, প্রচারপত্রে উঠে এসেছে আবাস যোজনা, ১০০ দিনের কাজের যথাক্রমে ৮,১৪০ কোটি ও ৬,৯১৩ কোটি বকেয়া টাকা আটকে রাখার কথা৷ দেশজুড়ে বিজেপি বিরোধী দলগুলির উপরে কেন্দ্রীয় তদন্তকারী দলকে ‘ব্যবহার’ করার অভিযোগ আনা হয়েছে এই প্রচারপত্রে৷ সব মিলিয়ে বলাই যায় ব্রিগেডের প্রচারপত্রে বঞ্চনার অস্ত্রেই শান দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল৷

TMC Brigade News : মঞ্চের শেষ প্রান্ত পর্যন্ত র‍্যাম্প, জনতার মাঝেই পৌঁছে যাবেন তৃণমূল নেতারা! দেখে নিন সেই ভিডিও

আজ তৃণমূলের ব্রিগেড। ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’। ব্রিগেডে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি। জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। ব্রিগেডের জনসভায় এই প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের। মূল মঞ্চের সঙ্গেই যোগ করা হয়েছে দর্শক আসনের একেবারে শেষপ্রান্তে পৌঁছনোর জন্য একটি র‍্যাম্প। র‍্যাম্পের দৈর্ঘে ৩৪০ ফুট। এই র‍্যাম্প থেকে ডান হাতে এবং বাঁ হাতে ১০ মিটার করে এগোনর জন্য দু’টি জায়গা। মূল মঞ্চে ভাষণ দেওয়ার সময় যে কোনও নেতা এই র‍্যাম্প দিয়েই পৌঁছে যেতে পারবেন জনতার মাঝে। দ্বিতীয় মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা, তৃতীয় মঞ্চে বসবেন শহীদ পরিবারের সদস্যরা।

TMC Brigade Rally : ব্রিগেডের মঞ্চেই প্রার্থী ঘোষণা ! একাধিক বড় চমকের পথে তৃণমূল, তুঙ্গে জল্পনা

ব্রিগেড থেকেই তৃণমূলের প্রার্থী তালিকা। আজই লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা। টার্গেট লোকসভায় তৃণমূলের ব্রিগেড। ব্রিগেড থেকেই তৃণমূলের প্রার্থী তালিকা। আজই রাজ্যের ৪২ কেন্দ্রে প্রার্থী ঘোষণা

TMC Candidate List: প্রথা ভাঙছে আজ, ব্রিগেড থেকেই ৪৮ আসনে প্রার্থী ঘোষণা করবেন মমতা! কারা পাচ্ছেন টিকিট?

কলকাতা: ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে ৷ আর তাতে তৃণমূল সুপ্রিমোর অনুমোদনও মিলেছে ৷ এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেই তালিকা এদিন ঘোষিত হবে ব্রিগেড থেকে।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় ভিড় করতে শুরু করেছেন ৷ কর্মী সমর্থকদের মধ্যে রবিবারের এই সভা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ লোকসভার প্রচার মঞ্চ থেকে মমতা কী বার্তা দেন, সেদিকে নজর রাজনৈতিকমহলেরও ৷ কিন্তু, তৃণমূল সূত্রের খবর, আরও বড় চমক এদিন দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কালীঘাটের দলীয় কার্যালয়ের বদলে, ব্রিগেডের মঞ্চ থেকেই তিনি লোকসভার ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করবেন! শুধু তাই নয়,অসমের ৪ কেন্দ্র, উত্তরপ্রদেশের ১ ও মেঘালয়ের ১ কেন্দ্রেও প্রার্থী ঘোষণা হতে পারে এদিন।

আরও পড়ুন: পুলিশকর্তা থেকে বিধায়ক, আজ তৃণমূলে যোগ দেবেন কারা? চমকে দেওয়া খবর ঘাসফুল শিবিরে

শাসক দলের তরফে দাবি করা হয়েছে, রবিবার ব্রিগেডের মঞ্চে একসঙ্গে ৬০০ জন তৃণমূল নেতা উপস্থিত থাকবেন ৷ এদিন তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন,”ব্রিগেডের সভা যদি ট্রেলার হয়, গোটা সিনেমাটা এখন বাকি এখনও বাকি আছে ৷ বিনা যুদ্ধে কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না ৷”

আরও পড়ুন: দুই মুখকে বিশেষ দায়িত্ব ব্রিগেডে! কারা তাঁরা? অলিখিত বার্তা দিয়ে দিলেন মমতা-অভিষেক

তৃণমূল সূত্রে খবর, এবারের প্রার্থী তালিকায় চমক থাকছে একাধিক। তৃণমূলের ব্রিগেড সমাবেশের মঞ্চে একাধিক যোগদান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা থেকে বিধায়ক, একাধিক বিশিষ্ট ব্যক্তি আজ ব্রিগেডে তৃণমূলে যোগ দেবেন। তৃণমূল সূত্রে এমনটাই খবর। আরও জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া ১০ জন বক্তব্য রাখবেন। বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বও বক্তব্য রাখবেন। তবে, সব নজর থাকবে মূলত তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরেই।