Tag Archives: TMC Brigade

TMC Brigade 2024: ডিম-ভাত নয়! এ বারের ব্রিগেডে সবচেয়ে হিট কোন খাবার? উত্তরে বিরাট চমক

তৃণমূলের জন গর্জন সভায় ডাল ভাত পোলাও মাংস কে পিছনে ফেলে হিট বিরিয়ানি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ডাকা ব্রিগেডের জনগণ সভায় নজর ছিল সকলের, নতুন কি চমক দেখা যাবে সেই অপেক্ষায় ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা।

TMC Candidate List: তারকায় ঠাসা তৃণমূলের প্রার্থী তালিকা, কোন তারকা লড়বেন কোন কেন্দ্রে? সম্পূর্ণ তালিকা

কলকাতা: তারকায় ঠাসা তৃণমূলের প্রার্থী তালিকা। ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই তালিকায় রয়েছে একের পর এক চমক। ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের মঞ্চ থেকে।

রবিবার সকাল থেকেই রাজ্যবাসী মুখিয়ে ছিলেন প্রার্থী তালিকায় কে কে জায়গা করে নেবেন, তা জানতে। কোন তারকা লড়বেন তাও ছিল জল্পনায়। সেই জল্পনার ইতি ঘটেছে বেশ কিছুক্ষণ আগেই। মিমি, নুসরতের মতো তারকারা তালিকা থেকে বাদ পড়লেও জুড়েছে বেশ কয়েকটি বড় নাম, যা শুনে চমকে গিয়েছে রাজনৈতিকমহল।

আরও পড়ুনঃ দোলে দিঘা যাবেন ভেবেছেন? নতুন বিপত্তিতে অতিষ্ঠ পর্যটকরা, কী ঘটছে জানুন

তালিকার প্রথম নামটি বাংলার ঘরের মেয়ে, বাংলার দিদি নম্বর ১ রচনা বন্দ্যোপাধ্যায়ের। হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। বড় চমক ছিল বহরমপুরে। বহরমপুর থেকে দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্ব অধীর চৌধুরীর বিরুদ্ধে এ বারে প্রার্থী ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। কোনওভাবেই জল্পনায় ছিল না যে নামটি বলেই মত ওয়াকিবহাল মহলের।

এ বারেও বীরভূম থেকে লড়বেন শতাব্দী রায়। ঘাটাল থেকে দেব, যাদবপুর থেকে অভিনেত্রী সায়নী ঘোষ, মেদিনীপুর থেকে জুন মালিয়া, বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ।

একনজরে দেখে নিন, কোথায় কাকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়..

আলিপুরদুয়ার – প্রকাশচিক বড়াইক
আরামবাগ-মিতালি বাগ
আসানসোল- শত্রুঘ্ন সিনহা
বহরমপুর- ইউসুফ পাঠান
বালুরঘাট- বিপ্লব মিত্র
বনগাঁ-বিশ্বজিৎ দাস
বাঁকুড়া-অরূপ চক্রবর্তী
বারাসত- কাকলী ঘোষ দস্তিদার
বর্ধমান পূর্ব- ডক্টর শর্মিলা সরকার
ব্যারাকপুর-পার্থ ভৌমিক
বসিরহাট-হাজী নুরুল ইসলাম
বীরভূম- শতাব্দী রায়
বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল
বোলপুর-অসিত মাল
বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ
কোচবিহার- জগদীশ চন্দ্র বাশুড়িয়া
দার্জিলিং- গোপাল লামা
ডায়মন্ডহারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
দমদম- সৌগত রায়
ঘাটাল- দেব
হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
হাওড়া-প্রসূন বন্দ্যোপাধ্যায়
যাদবপুর- সায়নী ঘোষ
জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
জঙ্গিপুর-খলিলুর রহমান
ঝাড়গ্রাম-কালীপদ সোরেন
জয়নগর-প্রতিমা মন্ডল
কাঁথি-উত্তম বারিক
কলকাতা দক্ষিণ- মালা রায়
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
কৃষ্ণনগর-মহুয়া মৈত্র
মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলী রহমান
মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
মথুরাপুর-বাপি হালদার
মেদিনীপুর-জুন মালিয়া
মুর্শিদাবাদ-আবু তাহের খান
পুরুলিয়া-শান্তিরাম মাহাতো
রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
রানাঘাট- মুকুট মণি অধিকারী
শ্রীরামপুর-কল্যাণ বন্দ্যোপাধ্যায়
তমলুক-দেবাংশু ভট্টাচার্য
উলুবেড়িয়া- সাজদা আহমেদ

এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন তৃণমূল নেত্রী। কিন্তু এ বার তাতেও ব্যতিক্রম। নজিরবিহীন ভাবে, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন।

TMC Candidate List: সুজাতা, দেবাংশু…আর! বিজেপি-র ‘শক্তঘাঁটি’ জঙ্গলমহলে একের পর এক চমক…কাদের উপরে ভরসা রাখলেন মমতা?

কলকাতা: বাংলার রাজনৈতিক ইতিহাসে সম্ভবত এই প্রথম৷ ব্রিগেডের কোনও সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল কোনও রাজনৈতিক দল৷ মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণার কথা জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

এক নজরে দেখে নেওয়া যাক, জঙ্গলমহলের জন্য কাদের উপরে ভরসা রেখেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ঝাড়গ্রাম থেকে তৃণমূল প্রার্থী হচ্ছেন পদ্মশ্রী, তথা বঙ্গবিভূষণ কালীপদ সোরেন৷ সাঁওতালি সাহিত্যিক ঝাড়গ্রামের বাসিন্দা কালীপদ সাহিত্য জগতে ‘খেরওয়াল সরেন’ ছদ্মনামেই বেশি পরিচিত৷ দু’বার সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়ে‌ছেন। বছর চৌষট্টির খেরওয়ালের বাড়ি ঝাড়গ্রাম শহরের ভরতপুরে। পেশায় অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী৷

আরও পডুন: ব্রিগেডের মঞ্চে জনতার সামনে নতজানু অভিষেক! লোকসভার আগে তুললেন নতুন স্লোগান..মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, ‘এটা তো ট্রেলার..’

মেদিনীপুর থেকে তৃণমূলপ্রার্থী হচ্ছেন জুন মালিয়া৷ একুশের নির্বাচনেই মেদিনীপুর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি৷

পুরুলিয়ায় তৃণমূলপ্রার্থী হচ্ছেন শান্তিরাম মাহাতো৷ বাঁকুড়ায় তৃণমূলের সাংসদ প্রার্থী হচ্ছেন, লড্যাংরার বিধায়ক, অরূপ চক্রবর্তী৷

তমলুকের তৃণমূলের রয়েছে নতুন চমক৷ যুব তৃণমূলের সদস্য তথা সুবক্তা দেবাংশ ভট্টাচার্যকে
তমলুক থেকে প্রার্থী করছে তৃণমূল৷

অধিকারী গড় শিশির-শুভেন্দুর কাঁথি থেকে প্রার্থী করা হচ্ছে উত্তম বারিককে৷ বোলপুর থেকে তৃণমূল প্রার্থী হচ্ছেন অসিত মাল৷ বীরভূমের আসনে অভিনেত্রী শতাব্দী রায়তেই ভরসা রেখেছে তৃণমূল৷ তবে চমক রয়েছে বিষ্ণুপুর আসনে৷ এই আসনে প্রার্থী করা হচ্ছে সুজাতা খাঁ-কে৷

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে বিষ্ণুপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা খাঁয়ের প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ৷ ২০১৯ সালে বিজেপি-তে যোগদান করেন সৌমিত্র৷

২০১৯-সালের ফেব্রুয়ারি মাসে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন৷ এরপরে তাঁর বাঁকুড়ায় প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট । পরের মাসে, সৌমিত্রকে বাঁকুড়া পুলিশ জিজ্ঞাসাবাদ করে। সে বছরই ১২ এপ্রিল, ভারতের সুপ্রিম কোর্ট তাঁর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকার করে যদিও তাঁকে তার মনোনয়নপত্র দাখিলের জন্য জেলায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ইস্তেহারের আগেই ‘ইস্তেহার’! জনগর্জন সভায় কেন্দ্রের বঞ্চনাকেই ‘অস্ত্র’ করতে চলেছে তৃণমূল

সেই সময় সৌমিত্র খানের অনুপস্থিতিতে তাঁর তৎকালীন স্ত্রী সুজাতা খান লোকসভা নির্বাচনে তাঁর হয়ে প্রচার করেছিলেন। ওই আসন থেকে ৭৮,০৪৭ ভোটের ব্যবধানে উনিশের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সৌমিত্র৷ কোনও রোড শো বা কোনও রাজনৈতিক সমাবেশ না করেই।

উনিশের নির্বাচনে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল অন্যতম ঘাঁটি হয়ে উঠেছিল বিজেপির৷ তবে একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে অবশ্য দেখা যায় সেই জোর অনেকটাই শিথিল৷ গত পাঁচ বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত জঙ্গলমহল ও পাহাড়ে ধীরে ধীরে ফের হারানো মাটি পুনরুদ্ধারের জোরাল চেষ্টা চালিয়ে যাচ্ছিল তৃণমূল৷ এখন লোকসভা নির্বাচনে সেই চেষ্টার ফসল কতখানি তারা পায়, সেটাই দেখার৷

TMC Brigade 2024: ভোটের মাঠে মুখোমুখি দেব-হিরণ! ঘাটালে দুই নায়কের ডুয়েল, ব্রিগেড থেকে বড় ঘোষণা তৃণমূলের

কলকাতা: ঘাটালে দেব ভার্সেস হিরণ হাইভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত ছিলই৷ আজ তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই সেই ইঙ্গিতেই শিলমোহর পড়ল৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেব (দীপক অধিকারী)৷ ব্রিগ্রেডের মঞ্চ থেকেই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের৷

গত ২ মার্চ লোকসভা প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷ জানা গিয়েছে ঘাটাল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা হিরনন্ময় চট্টোপাধ্যায়৷ এ বার মুখোমুখি দীপক অধিকারীর সহকর্মী ও টলি তারকা হিরণ্ময় চট্টোপাধ্যায়৷

আরও পড়ুন: ‘আমার বাড়িতে ইডি-সিবিআই এসেছিল, তারপর…’, ব্রিগেডের মঞ্চে বিস্ফোরক ফিরহাদ হাকিম

দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ৷ তাঁকে পাশে নিয়েই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন, সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, সেই দাবি মেনে নিয়েছেন মমতা৷ তার পর দেব বলেন, তিনি মমতার কাছে কৃতজ্ঞ, তাই তিনি তৃণমূলের হয়ে লড়বেন৷ মমতাও বলেন, ঘাটাল থেকেই লড়াই করবেন দেব৷

ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে ৷ আর তাতে তৃণমূল সুপ্রিমোর অনুমোদনও মিলেছে ৷ এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেই তালিকা এদিন ঘোষিত হবে ব্রিগেড থেকে।

Mamata Banerjee: ব্রিগেডের জনগর্জন সভায় পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন

Mamata Banerjee: ব্রিগেডের জনগর্জন সভায় পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়…

TMC Brigade 2024: ‘আমার বাড়িতে ইডি-সিবিআই এসেছিল, তারপর…’, ব্রিগেডের মঞ্চে বিস্ফোরক ফিরহাদ হাকিম

কলকাতা: ব্রিগ্রেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’ শুরু হয়ে গিয়েছে৷ মঞ্চে ফিরহাদ হাকিমের বক্তৃতা শুরু হয়ে গিয়েছে৷ ব্রিগেডের মঞ্চে বিজেপিকে একহাত নিলেন কলকাতার মেয়র৷ তাঁর কথায় উঠে এল সন্দেশখালির প্রসঙ্গও৷

এদিন ব্রিগেড থেকে ফিরহাদের ঘোষণা, ‘‘এই জনগর্জনের শব্দ যাবে দিল্লিতে। আমরা দিল্লিতে ধর্না করেছিলাম। কিন্তু দিল্লির টনক নড়েনি। মোদিজি মিথ্যে কথা বলেছেন। সন্দেশ খালি নিয়ে মিথ্যে কথা বলছেন’’৷

আরও পড়ুন: ‘লাঞ্চ’ সেরে ব্রিগেডের পথে তৃণমূল কংগ্রেস কর্মীরা! ‘জনগর্জন সভা’র মেনুতে কী থাকছে জানেন?

কলকাতার মেয়র আরও বলেন, ‘‘নারী লাঞ্ছনার যেদিন অভিযোগ হয়েছিল সেদিন শিবু সরদারকে গ্রেফতার করেছে। আমাদের সরকার গ্রেফতার করবে, মিথ্যাচার করবে বিজেপি এটা হতে পারে না। হাই কোর্ট বলে দেওয়ার পর সাহা জাহানকে গ্রেফতার করা হয়েছিল। আমার বাড়িতে ইডি, সিবিআই এসেছিল। সার্চ করছে। কিন্তু ভয় পাইনা। আমরা তৃণমূল কংগ্রেস ভয় পাইনা। আমি ভয় করব না।’’

ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে ৷ আর তাতে তৃণমূল সুপ্রিমোর অনুমোদনও মিলেছে ৷

এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেই তালিকা এদিন ঘোষিত হবে ব্রিগেড থেকে।

TMC Brigade Rally: ইস্তেহারের আগেই ‘ইস্তেহার’! জনগর্জন সভায় কেন্দ্রের বঞ্চনাকেই ‘অস্ত্র’ করতে চলেছে তৃণমূল

কলকাতা: আজ তৃণমূলের ব্রিগেড৷ ‘জনগর্জন সভা’৷ আর ব্রিগেডের ময়দান থেকেই সম্ভবত লোকসভা নির্বাচনের তুঙ্গ প্রচার শুরু করে দিতে চলেছে তৃণমূল৷ আর ব্রিগেডের মঞ্চ থেকেই যে আগামী লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল, তা ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷

শুধু তাই নয়৷ ব্রিগেডের মঞ্চ থেকেই নির্বাচনী ইস্তেহারের আগেই ‘ইস্তেহার’ প্রকাশ করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই সামনে এসেছে সেই ইস্তেহারের কপি৷

আরও পড়ুন: প্রথা ভাঙছে আজ, ব্রিগেড থেকেই ৪৮ আসনে প্রার্থী ঘোষণা করবেন মমতা! কারা পাচ্ছেন টিকিট?

ব্রিগেডের আগে নিজেদের প্রচারপত্রের ছত্রে ছত্রে কেন্দ্রের বিজেপি সরকারের তুলোধনা করেছে তৃণমূল৷ প্রচার পত্রে লেখা হয়েছে, ‘ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে, মানুষকে ইচ্ছাকৃকভাবে বঞ্চিত করে নিজেদের বাংলা-বিরোধী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে৷ এই বাংলা-বিরোধী লক্ষণগুলি বিজেপির প্রতিটি কার্যকলাপে স্পষ্ট হয়ে উঠেছে৷’

আরও পড়ুন: পুলিশকর্তা থেকে বিধায়ক, আজ তৃণমূলে যোগ দেবেন কারা? চমকে দেওয়া খবর ঘাসফুল শিবিরে

শেষ পাঁচ বছরে রাজ্যের করের ‘প্রাপ্য’ টাকা আটকে রাখা সহ, প্রচারপত্রে উঠে এসেছে আবাস যোজনা, ১০০ দিনের কাজের যথাক্রমে ৮,১৪০ কোটি ও ৬,৯১৩ কোটি বকেয়া টাকা আটকে রাখার কথা৷ দেশজুড়ে বিজেপি বিরোধী দলগুলির উপরে কেন্দ্রীয় তদন্তকারী দলকে ‘ব্যবহার’ করার অভিযোগ আনা হয়েছে এই প্রচারপত্রে৷ সব মিলিয়ে বলাই যায় ব্রিগেডের প্রচারপত্রে বঞ্চনার অস্ত্রেই শান দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল৷

TMC Brigade 2024: ‘লাঞ্চ’ সেরে ব্রিগেডের পথে তৃণমূল কংগ্রেস কর্মীরা! ‘জনগর্জন সভা’র মেনুতে কী থাকছে জানেন?

কলকাতা: দুপুরের খাওয়া দাওয়া সেরেই ব্রিগেড সমাবেশের মঞ্চে যাবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। শহর কলকাতার বিভিন্ন প্রান্ত ছাড়াও হাওড়াতেও থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। ভাত, ডাল, ডিম খেয়ে সেখান থেকেই ব্রিগেডের পথে রওনা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

প্রসঙ্গত, প্রতিবছরই একুশে জুলাই তৃণমূল শহিদের স্মরণে সমাবেশ করে থাকে। বরাবরই দেখা যায় দল তাঁদের কর্মীদের থাকার যেমন ব্যবস্থা করে থাকে, তেমনই খাওয়ার ব্যবস্থাও করে। সমাবেশের অন্যতম আকর্ষণীয় মেনু থাকে এই ডিম-ভাত।

আরও পড়ুন: ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, ‘জনগর্জন’ সভায় ‘কেন্দ্রীয় বঞ্চনা’ই মূল অস্ত্র তৃণমূলের!

এবার ব্রিগেড সমাবেশেও তার ব্যতিক্রম চোখে পড়ল না। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সকল তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় এসে গিয়েছেন, তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে নিউটাউনের ইকোপার্কে। পার্কের এক নম্বর গেটে কর্মীদের থাকা এবং খাওয়ার জন্য আলাদা আলাদা হ্যাঙার তৈরি করা হয়েছে।

এছাড়াও মালদা ও মুর্শিদাবাদের তৃণমূল কর্মীদের গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, প্রায় পনেরো হাজার লোক উপস্থিত রয়েছেন স্টেডিয়ামে। আজ তাঁদের জন্য দুপুরের মেনুতে রয়েছে ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি এবং ডিমের ঝোল।

শনিবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা এসে হাজির হয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে। রেল বাতিলের অভিযোগ আগেই এনেছে বাংলার শাসক দল। বাসে করে এসে উপস্থিত হয়েছেন অনেকেই।কেউ আসছেন ত্রিপুরা থেকে, কেউ উত্তরপ্রদেশ থেকে আসছেন তো কেউ আসছেন মেঘালয় থেকে, কেউ গোয়া থেকে আসছেন তো কেউ আসছেন দিল্লি থেকে।

উত্তরবঙ্গের জেলাগুলি থেকে শনিবার লোক আসা শুরু হয়ে গিয়েছে। যেহেতু রেলের তরফে তৃণমূলকে ব্রিগেডের ভিড় টানতে কোনও ট্রেন দেওয়া হচ্ছে না, তাও প্রায় ১০০টি বাসে করে উত্তরবঙ্গ থেকে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা আসছেন কলকাতা শহরে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে পূর্ব ভারতের সবচেয়ে বড় সমাবেশ তারা করবে। এমনকি আগের ব্রিগেডের তুলনায় তারা বেশি জনসমাগম করবে।

TMC Brigade: রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, লোকসভা ভোটের আগে কী বার্তা দেবেন মমতা-অভিষেক

চব্বিশের লক্ষ্যপূরণে চব্বিশের ব্রিগেড। লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড। জনগর্জন সভা থেকে কী বার্তা শীর্ষ নেতৃত্বের? অপেক্ষায় তৃণমূল কর্মী-সমর্থকেরা