Tag Archives: Tyre

Death of a school girl: গাড়ির টায়ার ফেটে ভয়াবহ ঘটনা! পুজো দিতে এসে প্রাণ গেল ১১ বছরের বালিকার

বাদুড়িয়া: পুজো দিতে এসে প্রাণ চলে গেল বালিকার। ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। রাস্তায় হঠাৎ একটি গাড়ির চাকার টায়ার ফেটে যায়। তাতেই মৃত্যু হয় বালিকার। বছর এগারোর স্কুল পড়ুয়ার নাম সায়ন্তিকা মন্ডল। কী ভাবে মৃত্যু? সূত্রের খবর, টায়ার ফেটে যেতে টায়ারে লাগানো লোহার রিং ছিটকে গিয়ে বালিকার গায়ে লেগেই মৃত্যু হয়।
আকস্মিক সেই ঘটনার ভয়াবহতায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা।

সূত্রের খবর, মায়ের সঙ্গে বিপত্তারিণীর পুজো দিতে এসেছিল সায়ন্তিকা বাদুড়িয়া থানার নয়া বসতিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুজো করার সময় মন্দিরের মধ্যে বসেছিল সায়ন্তিকা। মায়ের সঙ্গে পুজো দিচ্ছিল সেও। এমন সময় রাস্তা দিয়ে একটি ম্যাক্স বোলেরো গাড়ি যাচ্ছিল। সেই গাড়ির টায়ার ফাটে। তার পর টায়ার থেকে রিং খুলে ছিটকে গিয়ে সায়ন্তিকার গায়ে লেগে বিপত্তি।

আরও পড়ুন- ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা! প্ল্যাটফর্মে শুয়ে ছটফট করতে করতে মৃত্যু বৃদ্ধের

রাস্তার রক্ষণাবেক্ষণ না হওয়া জন্য এই দুর্ঘটনা বলে দাবি করেছেন স্থানীয়দের কেউ কেউ । ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে বাদুড়িয়া থানার পুলিশ।

একই দিনে মালদায়ও এমন আকস্মিক মৃত্যুর ঘটনা নজরে আসে। ট্রেন থ্যেকে নামতে গিয়ে আহত হন এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ। স্টেশনে শুয়ে ছটফট করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

অনুপম সাহা

বাইক কিনবেন? টিউবলেস না টিউব-সহ, কোন টায়ারে লাভ বেশি? জানুন

ভারত সহ গোটা বিশ্বের গাড়ি বাজারে মুহূর্তে যে সকল গাড়ি বা বাইক রয়েছে তার অধিকাংশতেই ব্যবহার করা হয় টিউবলেস টায়ার। তবে বেশ কিছু ক্ষেত্রে এখনও টিউব টায়ারের উপরেই ভরসা রাখে গাড়ি প্রস্তুতকারী সংস্থা থেকে শুরু করে গাড়ির মালিক প্রত্যেকেই।
ভারত -হ গোটা বিশ্বের গাড়ি বাজারে মুহূর্তে যে সকল গাড়ি বা বাইক রয়েছে তার অধিকাংশতেই ব্যবহার করা হয় টিউবলেস টায়ার। তবে বেশ কিছু ক্ষেত্রে এখনও টিউব টায়ারের উপরেই ভরসা রাখে গাড়ি প্রস্তুতকারী সংস্থা থেকে শুরু করে গাড়ির মালিক প্রত্যেকেই।
তাই চলুন, আজ জেনে নেওয়া যাক, এই দুই টায়ারের মধ্যে রয়েছে কী কী পার্থক্য এবং কেনই বা এখনও কিছু কিছু ক্ষেত্রে এই টিউব‌যুক্ত টায়ারের উপরই বেশ ভরসা করতে দেখা যায় সাধারণ মানুষকে।
তাই চলুন, আজ জেনে নেওয়া যাক, এই দুই টায়ারের মধ্যে রয়েছে কী কী পার্থক্য এবং কেনই বা এখনও কিছু কিছু ক্ষেত্রে এই টিউব‌যুক্ত টায়ারের উপরই বেশ ভরসা করতে দেখা যায় সাধারণ মানুষকে।
মটর বাইক বিশেষজ্ঞ সুমন্ত ঘরাই জানিয়েছেন, টিউবলেস টায়ারের ক্ষেত্রে টায়ার ও চাকার রিমের মধ্যে কোনও টিউব থাকে না। টায়ার ও রিমের মাঝেই থাকে চাকার হাওয়া। অন্যদিকে, টিউব যুক্ত টায়ারের ক্ষেত্রে টায়ার ও চাকার রিমের মাঝে একটি হওয়া ভর্তি টিউব থাকে।
মোটর বাইক বিশেষজ্ঞ সুমন্ত ঘরাই জানিয়েছেন, টিউবলেস টায়ারের ক্ষেত্রে টায়ার ও চাকার রিমের মধ্যে কোনও টিউব থাকে না। টায়ার ও রিমের মাঝেই থাকে চাকার হাওয়া। অন্যদিকে, টিউব যুক্ত টায়ারের ক্ষেত্রে টায়ার ও চাকার রিমের মাঝে একটি হওয়া ভর্তি টিউব থাকে।
বর্তমানে এই টিউবলেস টায়ারের বেশ কিছু উপকারিতা রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এখনও টিউব যুক্ত টায়ারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে।
বর্তমানে এই টিউবলেস টায়ারের বেশ কিছু উপকারিতা রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এখনও টিউব যুক্ত টায়ারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে।
রাস্তার মাঝে যদি কখনও আপনার গাড়িটি পাংচার হয়, সেক্ষেত্রে টিউবলেস টায়ারের উপকারিতা লক্ষ্য করতে পারবেন আপনি। টিউবলেস টায়ারে পাংচার হলে, একেবারে আপনার টায়ারের সব হাওয়া বেরিয়ে যাবে না।
রাস্তার মাঝে যদি কখনও আপনার গাড়িটি পাংচার হয়, সেক্ষেত্রে টিউবলেস টায়ারের উপকারিতা লক্ষ্য করতে পারবেন আপনি। টিউবলেস টায়ারে পাংচার হলে, একেবারে আপনার টায়ারের সব হাওয়া বেরিয়ে যাবে না।
এই টায়ারের ক্ষেত্রে ধিরে ধিরে টায়ারের হওয়া বেরোয়। তাই যদি রাস্তায় পড়ে থাকা পেরেকে আপনার গাড়ির চাকাটি পাংচার হয়, সেক্ষেত্রে নিকটবর্তী গ্যারাজ পর্যন্ত গাড়ি অথবা বাইক চালিয়ে নিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ পেয়ে যাবেন আপনি।
এই টায়ারের ক্ষেত্রে ধীরে ধীরে টায়ারের হাওয়া বেরোয়। তাই যদি রাস্তায় পড়ে থাকা পেরেকে আপনার গাড়ির চাকাটি পাংচার হয়, সেক্ষেত্রে নিকটবর্তী গ্যারাজ পর্যন্ত গাড়ি অথবা বাইক চালিয়ে নিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ পেয়ে যাবেন আপনি।
এই টায়ারে যদি পাংচার হয় সেক্ষেত্রে চাকার রিম থেকে টায়ারটি সরাতে হবে না আপনাকে। যেহেতু এই ধরণের চাকায় কোনও টিউব থাকে না, তাই শুধুমাত্র লিকটি বুজিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে।
এই টায়ারে যদি পাংচার হয় সেক্ষেত্রে চাকার রিম থেকে টায়ারটি সরাতে হবে না আপনাকে। যেহেতু এই ধরণের চাকায় কোনও টিউব থাকে না, তাই শুধুমাত্র লিকটি বুজিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে।
এছাড়াও, টায়ারের ভিতরে কোনও টিউব না থাকার কারণে টায়ারের ভিতরে ঘষা কম লাগে। ফলে, অন্য টায়ারের তুলনায় টিউবলেস টায়ারটি বেশি ঠাণ্ডা থাকে। টিউবলেস টায়ারে হাওয়া সব দিকে সমানভাবে ছড়িয়ে যাওয়ার ফলে, এই টায়ারে ব্যালেন্স করার কাজটিও ভাল হয়।
এছাড়াও, টায়ারের ভিতরে কোনও টিউব না থাকার কারণে টায়ারের ভিতরে ঘষা কম লাগে। ফলে, অন্য টায়ারের তুলনায় টিউবলেস টায়ারটি বেশি ঠাণ্ডা থাকে। টিউবলেস টায়ারে হাওয়া সব দিকে সমানভাবে ছড়িয়ে যাওয়ার ফলে, এই টায়ারে ব্যালেন্স করার কাজটিও ভাল হয়।
এছাড়াও টিউব টায়ারও এখনও টিউবলেস টায়ারের থেকে বেশ সস্তা। তাছাড়া ভারতের বড় বড় শহরে এই টায়ারেরই প্রচলন রয়েছে। যেহেতু টিউবলেস টায়ার ইনস্টল করতে বিশেষ টুল-এর প্রয়োজন হয় তাই এখনও অনেক জায়গাতেই টিউবলেস টায়ারের প্রচলন সেই ভাবে তৈরি হয়নি।
এছাড়াও টিউব টায়ারও এখনও টিউবলেস টায়ারের থেকে বেশ সস্তা। তাছাড়া ভারতের বড় বড় শহরে এই টায়ারেরই প্রচলন রয়েছে। যেহেতু টিউবলেস টায়ার ইনস্টল করতে বিশেষ টুল-এর প্রয়োজন হয় তাই এখনও অনেক জায়গাতেই টিউবলেস টায়ারের প্রচলন সেই ভাবে তৈরি হয়নি।

গরমে আচমকা ফেটে যেতে পারে গাড়ির টায়ার! এই ৫টি ব্যাপার মাথায় রাখুন

কলকাতা: গরমকালে শুধু মানুষই হাঁসফাঁস করে না। যানবাহনেরও একই অবস্থা হয়। তাই গ্রীষ্মের মরশুমে গাড়ি যাতে ঠিকঠাক কাজ করে তার জন্য যথাযথ যত্ন নেওয়া এবং অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন।

গত কয়েক সপ্তাহে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে দেশের একাধিক জায়গায় গাড়িতে আগুন এবং টায়ার ফেটে যাওয়ার মতো ঘটনা সামনে এসেছে।

গ্রীষ্মের গরম আবহাওয়ায় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ যেমন টায়ার, প্রয়োজনীয় তরল এবং শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর আতিরিক্ত চাপ পড়ে। এই কারণেই গরমে গাড়ির বাড়তি যত্ন নেওয়াটা গুরুত্বপূর্ণ। গ্রীষ্মে গাড়ি যাতে ভাল এবং কার্যকরী অবস্থায় থাকে তা নীশ্চিত করতে ৫টি জিনিস মাথায় রাখতে হবে।

আরও পড়ুন- মোবাইলে এই ভিডিও দেখেন? ক্লিক করলেই খালি হয়ে যাবে ব্যাঙ্কের টাকা!

এসেনসিয়াল ফ্লুইড লেভেল: গাড়ি বের করার আগে ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, কুল্যান্টের মতো এসেনসিয়াল ফ্লুইড লেভেল ঠিক আছে কি না, দেখতে হবে। দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য এটা গুরুত্বপূর্ণ। শুধু গরমকালে নয়, সবসময়ই এটা দেখা উচিত।

টায়ারের স্বাস্থ্য: টায়ার প্রেসার যথাযথ আছে কি না, দেখাও সমান গুরুত্বপূর্ণ। কারণ এটা প্রতিদিন বদলায়। বাইরের তাপমাত্রা টায়ার প্রেসারের উপর প্রভাব ফেলে। গরমকালে টায়ারের মধ্যে বায়ুচাপ বাড়ার সম্ভাবনা থাকে। আর বায়ুর চাপ বাড়লে যে কোনও মুহূর্তে টায়ার ফেটে যেতে পারে।

উইন্ডশিল্ড ওয়াইপার: উইন্ডশিল্ড ওয়াইপারে রবার জাতীয় পদার্থ থাকে। গরমে ক্ষয়ে যায়। এর ফলে কাচে দাগ পড়ে। তাই গরমকালে ওয়াইপার নিয়মিত পরীক্ষা করা উচিত। যদি দেখা যায়, ক্ষয়ে গিয়েছে, তাহলে তৎক্ষণাৎ বদলে ফেলতে হবে।

আরও পড়ুন- ওয়াশিং মেশিন বন্ধ থাকলেও হতে পারে বিস্ফোরণ! এই ভুলগুলো করছেন না তো? জানুন

কেবিন এয়ার ফিল্টার: গরমে গাড়িতে প্রায় সারাক্ষণই এসি চলে। ফলে এয়ার ফিল্টারকে বাড়তি পরিশ্রম করতে হয়। এসি চলাকালীন বাইরের দূষিত বাতাস গাড়ির ভিতরে ঢুকতে বাধা দেয় এয়ার ফিল্টার। তাই এয়ার ফিল্টার খারাপ হলে এসির উপরেও তার প্রভাব পড়ে।

গাড়ির অন্দরসাজ: সূর্যের আলো সরাসরি গাড়ির ভিতরে ঢোকে। তাই প্রচণ্ড গরমে সিটের চামড়া বা প্লাটিক পার্টস ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। রঙ চটে যায় কিংবা চিড় ধরে। এই সময় টাওয়াল বা কভার দিয়ে ড্যাশবোর্ড ঢেকে রাখা উচিত।