Tag Archives: United Kingdom

United Kingdom: রাত কাটাবেন বিশেষ সঙ্গীর সঙ্গে? সুযোগ দিচ্ছে ইংল্যান্ডের এই অতিথিশালা

লন্ডন: সিংহের সঙ্গে সময় কাটাতে চান? ইউনাইটেড কিংডমের একটি হোটেল এমনই সুযোগ দিচ্ছে। এই অদ্ভুত অভিজ্ঞতার সুযোগ দিচ্ছে পোর্ট লিম্পেন এবং রিজার্ভ কেন্ট।


টুইটার তথা এক্সের হ্যান্ডলে পোস্টে এই বিষয়ে ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতেই লায়ন লজ হোটেলের ঘর দেখা যাচ্ছে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলে ঘেরা অঞ্চলে কাঁচে ঘেরা জায়গা। সম্ভবত জায়গাটি কোনও চিড়িয়াখানা। ঠিক ঘরের বাইরেই রয়েছে একটি সিংহ এবং একটি সিংহী। ভিডিওতে দেখা যাচ্ছে সিংহটি সমানে চেষ্টা করছে কাঁচের দেওয়াল ভেঙে ভিতরে আসার চেষ্টা। ঠিক, তাঁর পাশেই বসে রয়েছে সিংহীটি। পুরু কাঁচের দেওয়াল ভাঙতে না পেরে এরপর সিংহটি চলে যায় সেখান থেকে।

আরও পড়ুন: ব্রাজিলের অভিশপ্ত বিমানেই ওঠার কথা ছিল, বরাতজোরে কীভাবে বাঁচলেন একমাত্র যাত্রী?

লায়ন লজ মূলত কাঠ দিয়ে ঢাকা ম্যানহাটন লফট স্টাইলে বানানো বিল্ডিং। কিন্তু, এর সঙ্গেই বিশাল বড় জায়গা রাখা হয়েছে যেখানে সিংহের মতন বন্যপ্রাণী রাখার জন্য।
এছাড়াও অতিথিদের জন্য জায়গা ঘুরে দেখানোরও ব্যবস্থা আছে। ওই বিশাল এলাকায় শুধু সিংহই নয় ভল্লুক, জিরাফ, জেব্রা, উট ইত্যাদি বন্যপ্রাণীও রয়েছে।

United Kingdom news: ব্রিটেনে অশান্তি! ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের সতর্ক করল হাই কমিশন

লন্ডন: অশান্তি শুরু হয়েছে ব্রিটেন জুড়ে। সাম্প্রদায়িক অশান্তিতে সেখানে গ্রেফতার হয়েছেন প্রায় ৪০০ জন। ম্যাঞ্চেস্টার, ব্রিস্টল-সহ একাধিক শহরে শুরু হয়েছে অশান্তি। অশান্তি থামাতে তৎপর হয়েছে ব্রিটেনের প্রশাসন। এর মধ্যেই সেই দেশে বেড়াতে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক করল লন্ডনের ভারতীয় হাই কমিশন।

ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়েছে, “ইউনাইটেড কিংডমের কিছু জায়গায় অশান্তি হচ্ছে, ভারতীয় নাগরিকদের এই নিয়ে সতর্ক থাকতে হবে। ভারতীয় হাই কমিশন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। ভারত থেকে যারা আসবেন তাঁদের সতর্ক থাকতে বলা হচ্ছে”।

আরও পড়ুন: বাংলাদেশে সাংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি, মুক্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া

শুধু তাই নয়, সেখানে ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের উপদেশ দেওয়া হয়েছে স্থানীয় খবর নজর রাখতে এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীর খবরে নজর রাখতে। একই সঙ্গে ব্রিটেনের যেখানে যেখানে প্রতিবাদ হচ্ছে সেই এলাকাগুলি এড়িয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: নিজেদের দেশের অস্থির অবস্থার মধ্যেই চিকিৎসার জন্য ভারতে বাংলাদেশের নাগরিকেরা

এমনিতে বাংলাদেশে অশান্তি চলছে। সেখানে এখনও আটকে রয়েছেন প্রচুর ভারতীয় নাগরিক। এর মধ্যেই ব্রিটেন নিয়েও শুরু হল সমস্যা। যদিও ব্রিটেনের পরিস্থিতির দিকেও কড়া নজর রাখছে ভারতীয় হাই কমিশন। যুক্তরাজ্যে এমনিতেই প্রচুর ভারতীয় নাগরিকরা থাকেন, তাই ব্রিটেনের পরিস্থিতির দিকেও নজর রাখতে হচ্ছে ভারতকে।

Rishi Sunak: পরাজিত ঋষি সুনক, বিদায়ী সম্ভাষণে কী বললেন প্রথম ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ বিদায়ী প্রধানমন্ত্রী?

লন্ডন: ঋষি সুনক তাঁর পার্টির পরাজয়ের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করলেন৷ পদত্যাগ করলেন দলের প্রধান ও বিট্রেনের প্রধানমন্ত্রী হিসেবে৷ ইংল্যান্ড জুড়ে এইবারে পরিবর্তনের হাওয়া৷ কিয়ের স্টার্মারের লেবার পার্টি এইবারের নির্বাচনে একক সংখ্যাগোষ্ঠিতা লাভ করেছে৷ ৬৫০ এর মধ্যে ৪০০ আসন লাভ করে চমকপ্রদ য লেবার পার্টির ফলাফল৷

পরাজয়ের পর কনজারভেটিভ পার্টির সমর্থকদের মধ্যে ক্ষোভ, হতাশা দুই-ই চোখে পড়ছে৷ এই প্রসঙ্গে সুনক তাঁর বিদায়ী ভাষণে বলেন, ‘‘আমি শুনেছি, আমাদের পার্টির মধ্যে অনেকের ভিতরেই হতাশা ও ক্ষোভ জন্মাচ্ছে৷ আমি এই পরাজয়ের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছি এবং পার্টির প্রধানের দায়ভার থেকে সরে দাঁড়াচ্ছি৷’’ তিনি তাঁদের দলের প্রার্থী ও প্রচারকদের কাছ থেকে পরাজয় ও দলের খারাপ প্রদর্শনীর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন৷ ইতিমধ্যেই সুনক তাঁর পদত্যাগ পত্র বার্কিংহামের কাছে পাঠিয়ে দিয়েছেন৷

আরও পড়ুন: প্রচারের শেষলগ্নে আত্মবিশ্বাসী ঋষি সুনক! সমীক্ষা কী একই কথা বলছে?

প্যালেস থেকেও পদত্যাগ পত্র প্রাপ্তির কথা স্বীকার করে নেওয়া হয়েছে, ‘‘সম্মানীয় ঋষি সুনক আজ সকালেই তাঁর পদত্যাগ পত্র রাজার কাছে পাঠিয়েছেন৷ তিনি তা গ্রহণও করেছেন৷’’

বিট্রেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক উত্তর ইংল্যান্ডের নিজের কেন্দ্র রিচমন্ড ও নর্দালারটনে ২৩,০৫৯ ভোটে পার্টির জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে৷ কিন্তু সমগ্র ব্রিটেনে তাঁর পার্টিকে বিশাল ব্যবধানে পরাজয়ের শিকার হতে হয়েছে৷ প্রায় ১৮ বছর পর ইংল্যান্ড ডানপন্থা ছেড়ে বামপন্থার প্রতি আস্থা রেখেছে৷

আরও পড়ুন: হারতে চলেছেন ঋষি সুনক? ‘৪০০ আসন পার’ করে সমীক্ষায় লেবার পার্টির জয়ের ইঙ্গিত…ব্রিটেনে শুরু ভোট

ঋষি সুনক তাঁর পত্নী অক্ষতা মূর্তিকে নিয়ে যখন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে আসছে তখন স্পষ্টতই তাঁকে কিছুটা হতাশাগ্রস্ত লাগছিল৷ তবে তিনি তাঁর ভাষণে কিয়ের স্টার্মারকে জেতার জন্য অভিনন্দন জানাতেও ভোলেননি৷ কিয়ের স্টার্মার লন্ডনে হলবর্ন ও প্যানক্রাস কেন্দ্র দুটিতে ভাল মার্জিনে জয় লাভ করেছেন৷ জয়ের পর ইংল্যান্ডের ভাবী প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার প্রতিশ্রুতি দেন, ‘‘নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের দেশ যাচ্ছে৷ আজ থেকেই অবস্থার পরিবর্তন হবে৷ দেশকে নতুন দিশা দেখানোর উদ্দেশ্যে আজ থেকেই আমরা কাজ শুরু করব৷

UK Election Keir Starmer: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী স্টার্মারের বংশপরিচয় জানলে চমকে যাবেন! কেমন মানুষ তিনি জেনে নিন কিছু তথ্য

ব্রিটেন:  পালাবদলের জন্য তৈরি ছিল ব্রিটেন। অতঃপর, নির্বাচন শেষ। ঋষি সুনকের দল কনজারভেটিভ পার্টিকে হারিয়ে লেবার পার্টির পক্ষ থেকে বিপুল ভোটে জয়ী হয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কেইর স্টার্মার। ৬১ বছর বয়সি মানবাধিকার আইনজীবী স্টার্মার শুরু থেকেই  আত্মবিশ্বাসী ছিলেন। সমীক্ষার ফল প্রকাশ্যে আসার পর স্টার্মার বলেছিলেন, “ভোটারেরা পরিবর্তনের জন্য প্রস্তুত।” লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে ১৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন স্টার্মার। নিজের জয় নিশ্চিত হতেই ভোটারদের ধন্যবাদ জানিয়ে স্টার্মার বলেন, “বদল শুরু হল এই মুহূর্ত থেকে। কারণ এটা আপনাদেরই গণতন্ত্র। আপনাদের এলাকা এবং আপনাদেরই ভবিষ্যৎ। আপনারাই আমাদের ভোট দিয়েছেন। এ বার আমাদের পালা আপনাদের মুখ রাখা। আপনাদের ভরসার প্রতিদান দেওয়া।” এ হেন স্টার্মারের সম্পর্কে জেনে নেওয়া যাক চমকপ্রদ কিছু তথ্য।

১। ১৯৬২ সালের ২ সেপ্টেম্বর লন্ডনের এক দরিদ্র পরিবারে জন্ম নেন কেইর। ঘরে অসুস্থ মা শয্যাশায়ী। একই বাড়িতে থাকলেও বাবা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন না বললেই চলে। অনেক সময়েই পরিবারের কথা বলতে গিয়ে কেইর নিজেকে শ্রমজীবির সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর মা ছিলেন পেশায় নার্স। আর বাবা কাঠের আসবাব বানাতেন। অত্যন্ত কষ্টের মধ্যে তাঁর শৈশব কেটেছে।

২। রাজনীতিতে প্রবেশের আগে কেইর ছিলেন মানবাধিকার আইনজীবী। পাবলিক প্রসিকিউটর হিসাবে কাজ শুরু করেছিলেন। পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর হিসাবে, স্টারমার মন্ত্রীদের খরচ এবং ফোন হ্যাকিং কেলেঙ্কারি সহ হাই-প্রোফাইল মামলাগুলি তদারকি করেছিলেন।

৩। কেইর বিবাহিত এবং তাঁর দুই সন্তান। সপ্তাহান্তে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। কাজ এবং ব্যক্তিজীবনের ভারসাম্য রাখাকে গুরুত্ব দেন। এমনিতে তিনি খুবই হাসিখুসি। বন্ধুদের নিয়ে সময় কাটাতে ভালবাসেন। বন্ধুদের কাছে কেইর অত্যন্ত বিশ্বস্ত এবং অনুগত।

৪। ফুটবল খেলার ভক্ত কেইর। ব্রিটিশ সংস্কৃতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা প্রমাণ করে ফুটবলের প্রতি অনুরাগ। আরসেনালের ফ্যান তিনি।

৫। আইন থেকে রাজনীতিতে রূপান্তর, স্টারমারের নেতৃত্বের শৈলী রাজনৈতিক কৌশলের সঙ্গে আইনি নির্ভুলতাকে মিশ্রিত করেছে। তিনি প্রায়ই অবস্থান পরিবর্তন এবং ক্যারিশমার অভাবের জন্য সমালোচনার সম্মুখীন হন। অবশ্য, সমর্থকরা তাঁর পরিচালনা পদ্ধতির প্রশংসা করেন।

৬। 2020 সালে নির্বাচিত লেবার নেতা, জেরেমি করবিনের মেয়াদের পরে পার্টিকে কেন্দ্রের মাঠে ফিরিয়ে আনার দিকে মনোনিবেশ করেছিলেন কেইর। 2015 সালে তিনি বাম ঘনিষ্ঠ উত্তর লন্ডনের একটি আসনের প্রতিনিধিত্ব করে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি পেয়েছিলেন কিন্তু খুব কমই ‘স্যার’ ব্যবহার করেন।

৭। কেইর অত্যন্ত বাস্তববাদী। তিনি বিশ্বাস করেন, “দেশ আগে, দল পরে।” তিনি আরও জানান, ব্যক্তিগত সমস্যা পুষে রেখে কখনও দশের জন্য ঝাঁপিয়ে পরা যায় না। কোনও সংস্থার কাছে আত্মসমর্পণ করার আগে নিজের সমস্যাগুলোর সমাধান করার পক্ষপাতী কেইর।

 

 

UK Heatwave: ৪০ ডিগ্রিতে বাকিংহাম প্রাসাদের সামনে রানির রক্ষীর জলপান, তাপপ্রবাহ ও চড়া গরমে নাভিশ্বাস ইংল্যান্ডের

লন্ডন : তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে৷ চলতি গ্রীষ্মের মরশুমে গ্রেট ব্রিটেনে সোমবার ছিল উষ্ণতম দিন ৷ অসহনীয় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাকিংহাম প্রাসাদের সামনে রানির রক্ষীকেও কর্তব্যরত অবস্থায় জলপান করাতে হল! লন্ডনের রাজপথে এ দৃশ্য এখন ভাইরাল৷ ব্রিটেনের হেল্থ সিকিওরিটি এজেন্সি এবং আবহাওয়া অফিস এই প্রথম রেড অ্যালার্ট জারি করেছে৷ চূড়ান্ত তাপমাত্রায় প্রাণ বাঁচাতে জারি করা হয়েছে সতর্কতা৷ হেল্থ সিকিয়োরিটি এজেন্সির তরফে ইংল্যান্ডে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হিট হেল্থ ওয়ার্নিং জারি করা হয়েছে চতুর্ত স্তর পর্যন্ত ৷

এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে ইংল্যান্ড সরকার৷ আবহবিদদের পূর্বাভাস, মঙ্গলবার তাপপ্রবাহ শীর্ষবিন্দুতে উঠবে৷ তবে কিছুটা স্বস্তি দিয়ে বুধবারবৃষ্টির পূর্বাভাস আছে৷ রেল সংস্থাগুলি দেয় এমন সংস্থাগুলি বাধ্য হচ্ছে পরিষেবা বাতিল করতে ৷ বন্ধ রাখা হয়েছে স্কুলও৷ স্বাস্থ্য পরিষেবা যেখানে দেওয়া হয় সেখানে জারি রাখা হয়েছে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা৷

আরও পড়ুন : তিনিই হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? দলের নেতা নির্বাচনের প্রথম ধাপে জয়ী ঋষি সুনক

ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে নেটওয়ার্কের কিছু অংশে তাপমাত্রার জন্য ক্ষতি এড়াতে কিছু নিয়ন্ত্র জারি করা হয়েছে৷ কারণ অত্যধিক গরমে রেলপরিষেবা, বিদ্যুৎপরিবাহী তার, সিগন্যালিং ব্যবস্থা-সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ নেটওয়ার্ক রেল-এর তরফে জানানো হয়েছে প্রতিকূল আবহাওয়ায় পরিষেবা বিলম্বিত হতে পারে এবং অনেক বেশি সময় লাগতে পারে ৷ সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে জরুরি প্রয়োজন না থাকলে সোমবার ও মঙ্গলবার বাডি় থেকে না বার হতে ৷

 

আরও পড়ুন : ৭৩ এ চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী, আবেগতাড়িত স্বামী যা বললেন

দেশবাসীর স্বাস্থ্য ও সুরক্ষা নিয়েও চিন্তিত ব্রিটেনের আবহাওয়া দফতর ৷ মনে করা হচ্ছে এই চড়া তাপমাত্রায় শুধু হাই রিস্ক গ্রুপে থাকা মানুষজনই নন, অসুস্থ হতে পারেন সুস্থ ও স্বাভাবিকরাও৷ স্বাভাবিক জীবনযাত্রা ও কর্মপদ্ধতিতে কিছউ পরিবর্তন আনা বাঞ্ছনীয় বলে মনে করা হচ্ছে৷ বিদ্যুৎ, জল ও মোবাইল ফোন পরিষেবা ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা ৷ তবে পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত বলেও জানানো হয়েছে ব্রিটিশ সরকারের তরফে৷