Tag Archives: Vastu tips

Vastu Tips Peepal tree: ১১টা অশ্বত্থ পাতা, করতে পারে অসাধ্য সাধন! নিমেষেই হয় উপকার, শুধু এই প্রতিকার করুন

মা-ঠাকুমার মুখে প্রায়ই শুনে থাকবেন নজর লেগে গিয়েছে৷ এতে অনেক সময় বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায়৷ স্বাস্থ্যের অবনতি হতে থাকে৷ বিরক্তি দেখা দেয়, ঘ্যানঘ্যানে হয়ে যায় বাচ্চারা৷ এই অশুভ নজর কাটানোর জন্য অশ্বত্থ গাছের পাতার একাধিক উপকারিতা রয়েছে৷
মা-ঠাকুমার মুখে প্রায়ই শুনে থাকবেন নজর লেগে গিয়েছে৷ এতে অনেক সময় বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায়৷ স্বাস্থ্যের অবনতি হতে থাকে৷ বিরক্তি দেখা দেয়, ঘ্যানঘ্যানে হয়ে যায় বাচ্চারা৷ এই অশুভ নজর কাটানোর জন্য অশ্বত্থ গাছের পাতার একাধিক উপকারিতা রয়েছে৷
ভোপালের বাসিন্দা জ্যোতিষী যোগেশ চৌরে জানাচ্ছেন অশ্বত্থ গাছের পাতা কী ভাবে কী উপায়ে ব্যবহার করলে কোন কোন সমস্যার সমাধান হতে পারে৷
ভোপালের বাসিন্দা জ্যোতিষী যোগেশ চৌরে জানাচ্ছেন অশ্বত্থ গাছের পাতা কী ভাবে কী উপায়ে ব্যবহার করলে কোন কোন সমস্যার সমাধান হতে পারে৷
যোগেশ চৌরে জানাচ্ছেন, কুনজর, বা কুদৃষ্টি এড়াতে ৫টি অশ্বত্থ পাতা গাছ থেকে ভেঙে নিয়ে পাতাগুলি সংশ্লিষ্ট ব্যক্তির চারপাশে ১১ বার ঘোরান। তারপরেই পুড়িয়ে ফেলুন সেই পাতা।
যোগেশ চৌরে জানাচ্ছেন, কুনজর, বা কুদৃষ্টি এড়াতে ৫টি অশ্বত্থ পাতা গাছ থেকে ভেঙে নিয়ে পাতাগুলি সংশ্লিষ্ট ব্যক্তির চারপাশে ১১ বার ঘোরান। তারপরেই পুড়িয়ে ফেলুন সেই পাতা।
অশ্বত্থের ৭ বা ১১টি পাতা নিন, তারপর একটি পাত্রে জল পূর্ণ করুন এবং সেই জলে চাল, লাল মরিচ, সরিষা এবং লেবু চার টুকরো করে দিন। তার পর তা ঘরের বাইরে ফেলে দিন৷ এভাবেও আপনি কারও বদ নজর দূর করতে পারেন।
অশ্বত্থের ৭ বা ১১টি পাতা নিন, তারপর একটি পাত্রে জল পূর্ণ করুন এবং সেই জলে চাল, লাল মরিচ, সরিষা এবং লেবু চার টুকরো করে দিন। তার পর তা ঘরের বাইরে ফেলে দিন৷ এভাবেও আপনি কারও বদ নজর দূর করতে পারেন।
ঘুমোনোর সময় খারাপ স্বপ্ন এড়াতে, অশ্বত্থ পাতার প্রতিকার অত্যন্ত কাজের৷ বাচ্চারা খারাপ স্বপ্ন দেখলে বালিশের নীচে সারারাত একটি অশ্বত্থ পাতা রেখে দিন৷ তারপর সকালে বাড়ির বাইরে ফেলে দিন সেই পাতা।
ঘুমোনোর সময় খারাপ স্বপ্ন এড়াতে, অশ্বত্থ পাতার প্রতিকার অত্যন্ত কাজের৷ বাচ্চারা খারাপ স্বপ্ন দেখলে বালিশের নীচে সারারাত একটি অশ্বত্থ পাতা রেখে দিন৷ তারপর সকালে বাড়ির বাইরে ফেলে দিন সেই পাতা।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, একটি অশ্বত্থ পাতা বালিশের নীচে রেখে ঘুমোলে রোগভোগও দূরে থাকে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, একটি অশ্বত্থ পাতা বালিশের নীচে রেখে ঘুমোলে রোগভোগও দূরে থাকে।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।

Vastu Tips: বাড়ির এই স্থানে কিন্তু ভুলেও রাখবেন না চাবি… জলের মতো বের হবে টাকা-পয়সা… খুব সাবধান

বাস্তুশাস্ত্রে চাবি নিয়ে একাধিক নিয়ম রয়েছে। নির্দিষ্ট স্থানে না রাখলে চাবি হারিয়ে যেতে পারে। তাহলে কোথায় থাকবে চাবি!  চাবি সঠিক স্থানে না রাখলে তা বাস্তু দোষ তৈরি করে বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা।
বাস্তুশাস্ত্রে চাবি নিয়ে একাধিক নিয়ম রয়েছে। নির্দিষ্ট স্থানে না রাখলে চাবি হারিয়ে যেতে পারে। তাহলে কোথায় থাকবে চাবি! চাবি সঠিক স্থানে না রাখলে তা বাস্তু দোষ তৈরি করে বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা।
 বাড়িতে চাবির দরকার সবসময়েই পড়ে। তালা ছাড়া চাবির কোনও প্রয়োজন নেই। বাড়ি, অফিস, গাড়ি, আলমারি, এমনকী ব্যাগেরও চাবি থাকে। তবে চাবি কিন্তু যেখানে সেখানে রাখা যায় না।
বাড়িতে চাবির দরকার সবসময়েই পড়ে। তালা ছাড়া চাবির কোনও প্রয়োজন নেই। বাড়ি, অফিস, গাড়ি, আলমারি, এমনকী ব্যাগেরও চাবি থাকে। তবে চাবি কিন্তু যেখানে সেখানে রাখা যায় না।
বাড়ির যেখানে সেখানে চাবি রাখবেন না। বিশেষত বসার ঘরে বা ড্রয়িং রুমে কখনওই চাবি রেখে দেবেন না। বাইরের লোকের সামনে বাড়ির কোনও চাবি কারও সামনে না আসাই শ্রেয়।
বাড়ির যেখানে সেখানে চাবি রাখবেন না। বিশেষত বসার ঘরে বা ড্রয়িং রুমে কখনওই চাবি রেখে দেবেন না। বাইরের লোকের সামনে বাড়ির কোনও চাবি কারও সামনে না আসাই শ্রেয়।
চাবি বা চাবির গোছা বাড়ির নির্দিষ্ট জায়গায় রাখা উচিত। এমনটা না করলে ব্যক্তিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে বলে মনে করে বাস্তুশাস্ত্র।
চাবি বা চাবির গোছা বাড়ির নির্দিষ্ট জায়গায় রাখা উচিত। এমনটা না করলে ব্যক্তিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে বলে মনে করে বাস্তুশাস্ত্র।
বাড়ির পশ্চিম দিকে সব সময় চাবি রাখুন। কাঠের চাবি স্ট্যান্ড রাখুন বাড়ির উত্তর বা পূর্ব দিকে। এতে পুণ্যফল লাভ করা যায়। যেখানে সেখানে চাবি ফেলে না রেখে কাঠের স্ট্যান্ডে সব সময় গুছিয়ে রাখুন চাবির গোছা।
বাড়ির পশ্চিম দিকে সব সময় চাবি রাখুন। কাঠের চাবি স্ট্যান্ড রাখুন বাড়ির উত্তর বা পূর্ব দিকে। এতে পুণ্যফল লাভ করা যায়। যেখানে সেখানে চাবি ফেলে না রেখে কাঠের স্ট্যান্ডে সব সময় গুছিয়ে রাখুন চাবির গোছা।
অফিস বা দোকানের চাবি রাখুন ঘরের উত্তর-পশ্চিম দিকে। আলমারির চাবি রাখুন বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে। ঘরের উত্তর বা পূর্ব দিকে চাবির স্ট্যান্ড রাখুন। তাহলে শুভফল লাভ করা যাবে। চাবির স্ট্যান্ডে কোনও দেবদেবীর ছবি না থাকাই ভাল।
অফিস বা দোকানের চাবি রাখুন ঘরের উত্তর-পশ্চিম দিকে। আলমারির চাবি রাখুন বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে। ঘরের উত্তর বা পূর্ব দিকে চাবির স্ট্যান্ড রাখুন। তাহলে শুভফল লাভ করা যাবে। চাবির স্ট্যান্ডে কোনও দেবদেবীর ছবি না থাকাই ভাল।
বাস্তুশাস্ত্র মতে, পুজোর স্থানে চাবি রাখা শুভ নয়। পুজোর সময় আমাদের মন ঈশ্বরের থেকে অন্যদিকে ঘুরে যেতে পারে।
বাস্তুশাস্ত্র মতে, পুজোর স্থানে চাবি রাখা শুভ নয়। পুজোর সময় আমাদের মন ঈশ্বরের থেকে অন্যদিকে ঘুরে যেতে পারে।
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য করে না বা অনুরোধও করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য করে না বা অনুরোধও করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷

Roti Vastu Tips: একসঙ্গে ৩টে রুটি দিতে নেই কেন? বেশিরভাগ মানুষ যে কারণটা জানে, তা ভুল! আগে জানুন আসল কারণ, নাহলেই ক্ষতি

আপনি হয়ত প্রায়ই শুনেছেন বাড়ির গুরুজন বা ঠাকুমা-দিদিমা বলে থাকেন, কোনওদিন খাবার পাতে ৩টে রুটি, বা ৩টে লুচি না দিতে৷ আমরা সহজ ভাবে বলে থাকি, ৩টে জিনিস একসঙ্গে যাঁকে দেওয়া হয়, তাঁর সঙ্গে শত্রুতা হয়ে যায়৷ কিন্তু, বিষয়টা কি এতটাই সহজ, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও কোনও কারণ৷ কী বলে জ্যোতিষশাস্ত্র, আসুন জেনে নিই৷
আপনি হয়ত প্রায়ই শুনেছেন বাড়ির গুরুজন বা ঠাকুমা-দিদিমা বলে থাকেন, কোনওদিন খাবার পাতে ৩টে রুটি, বা ৩টে লুচি না দিতে৷ আমরা সহজ ভাবে বলে থাকি, ৩টে জিনিস একসঙ্গে যাঁকে দেওয়া হয়, তাঁর সঙ্গে শত্রুতা হয়ে যায়৷ কিন্তু, বিষয়টা কি এতটাই সহজ, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও কোনও কারণ৷ কী বলে জ্যোতিষশাস্ত্র, আসুন জেনে নিই৷
হিন্দু ধর্মে, উপবাস এবং জীবন সম্পর্কে অনেক কিছু বলা হয়ে থাকে৷ এমন অনেক জিনিস রয়েছে যা আমাদের অজান্তেই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। এগুলি খাওয়া-দাওয়া থেকে শুরু করে আচার আচরণ পর্যন্ত হতে পারে।
হিন্দু ধর্মে, উপবাস এবং জীবন সম্পর্কে অনেক কিছু বলা হয়ে থাকে৷ এমন অনেক জিনিস রয়েছে যা আমাদের অজান্তেই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। এগুলি খাওয়া-দাওয়া থেকে শুরু করে আচার আচরণ পর্যন্ত হতে পারে।
এমন কিছু নিয়মও রয়েছে যা শত শত বছর ধরে চলে আসছে। তার পিছনে নির্দিষ্ট কোনও কারণ রয়েছে, সেই কারণেই নিয়মগুলি এতদিন ধরে মেনে চলা হয়৷ এমন একটি বিশ্বাস করা হয়ে থাকে যে একটি থালায় ৩টি রুটি একসঙ্গে পরিবেশন করা উচিত নয়। বহু মানুষ বছরের পর বছর ধরে এই ঐতিহ্য অনুসরণ করে আসছেন। তবে এর পিছনের আসল কারণ অনেকেই জানেন না।
এমন কিছু নিয়মও রয়েছে যা শত শত বছর ধরে চলে আসছে। তার পিছনে নির্দিষ্ট কোনও কারণ রয়েছে, সেই কারণেই নিয়মগুলি এতদিন ধরে মেনে চলা হয়৷ এমন একটি বিশ্বাস করা হয়ে থাকে যে একটি থালায় ৩টি রুটি একসঙ্গে পরিবেশন করা উচিত নয়। বহু মানুষ বছরের পর বছর ধরে এই ঐতিহ্য অনুসরণ করে আসছেন। তবে এর পিছনের আসল কারণ অনেকেই জানেন না।
ভোপালের জ্যোতিষ বিশেষজ্ঞ, তথা বাস্তু পরামর্শদাতা হিতেন্দ্রকুমার শর্মা আমাদের জানাচ্ছেন, একটি থালায় একসঙ্গে ৩টে রুটি কখনওই রাখবেন না৷ তিন নম্বরটি জ্যোতিষশাস্ত্রে ভাল নয়। ক্ষেত্র বিশেষে তিন নম্বরটি পূজা বা সাধারণ জীবন থেকে দূরে রাখা ভাল বলেই বিশ্বাস করা হয়। এতে জীবনের উপরে খারাপ প্রভাব পড়ে।
ভোপালের জ্যোতিষ বিশেষজ্ঞ, তথা বাস্তু পরামর্শদাতা হিতেন্দ্রকুমার শর্মা আমাদের জানাচ্ছেন, একটি থালায় একসঙ্গে ৩টে রুটি কখনওই রাখবেন না৷ তিন নম্বরটি জ্যোতিষশাস্ত্রে ভাল নয়। ক্ষেত্র বিশেষে তিন নম্বরটি পূজা বা সাধারণ জীবন থেকে দূরে রাখা ভাল বলেই বিশ্বাস করা হয়। এতে জীবনের উপরে খারাপ প্রভাব পড়ে।
কোনও ব্যক্তি মারা যাওয়ার পরে তাঁর শ্রাদ্ধের সময় যে খাবার পরিবেশন করা হয়, সেখানে একসঙ্গে তিনটি রুটি পরিবেশন করা হয় হয়। তাই একজন জীবিত মানুষের থালায় কখনওই তিনটি রুটি রাখা উচিত নয়। এটা অত্যন্ত অশুভ।
কোনও ব্যক্তি মারা যাওয়ার পরে তাঁর শ্রাদ্ধের সময় যে খাবার পরিবেশন করা হয়, সেখানে একসঙ্গে তিনটি রুটি পরিবেশন করা হয় হয়। তাই একজন জীবিত মানুষের থালায় কখনওই তিনটি রুটি রাখা উচিত নয়। এটা অত্যন্ত অশুভ।
রুটি ছাড়াও হিন্দু পরিবারে খাবারের সাথে যুক্ত অন্যান্য বিশ্বাসও রয়েছে। যেমন, খেতে বসে উঠে যেতে নেই৷ কেউ আসার আগে তার খাবার বেড়ে রাখতে নেই৷ এই অভ্যাসগুলি এখনও পর্যন্ত এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অভ্যাসের মতো স্থানান্তরিত হয়ে যায়।
রুটি ছাড়াও হিন্দু পরিবারে খাবারের সাথে যুক্ত অন্যান্য বিশ্বাসও রয়েছে। যেমন, খেতে বসে উঠে যেতে নেই৷ কেউ আসার আগে তার খাবার বেড়ে রাখতে নেই৷ এই অভ্যাসগুলি এখনও পর্যন্ত এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অভ্যাসের মতো স্থানান্তরিত হয়ে যায়।
অস্বীকৃতি: এই নিবন্ধটি মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, শুধুমাত্র ইন্টারনেটে উপলব্ধ তথ্য। News18 এটি যাচাই করেনি। এটি সম্পূর্ণ সত্য বলে কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই।)
অস্বীকৃতি: এই নিবন্ধটি মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, শুধুমাত্র ইন্টারনেটে উপলব্ধ তথ্য। News18 এটি যাচাই করেনি। এটি সম্পূর্ণ সত্য বলে কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই।)

Vastu Tips For Akshay Tritiya 2024: অক্ষয় তৃতীয়ায় দুর্লভ শুভ যোগ! বাস্তুর এই নিয়মেই দু-হাত ভরে আসবে টাকা, উপচে পড়বে ধন-সম্পদ, রাতারাতি হবেন ‘ধনী’

হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিরাট গুরুত্ব রয়েছে৷ প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে  পালিত হয়।  এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে শুক্রবার পালিত হবে। এটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার ফলে আপনার বাড়ি সবসময়ই আর্থিকভাবে সমৃদ্ধ থাকবে এবং আপনি বিশেষ করে দেবী লক্ষ্মী এবং কুবের মহারাজের আশীর্বাদ পাবেন৷
হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিরাট গুরুত্ব রয়েছে৷ প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে শুক্রবার পালিত হবে। এটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার ফলে আপনার বাড়ি সবসময়ই আর্থিকভাবে সমৃদ্ধ থাকবে এবং আপনি বিশেষ করে দেবী লক্ষ্মী এবং কুবের মহারাজের আশীর্বাদ পাবেন৷
অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা ছাড়াও, অক্ষয় তৃতীয়ার দিন বাস্তুর কী কী নিয়ম মেনে চলতে হবে, বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন কোনটি সঠিক এবং কোনটি ভুল। তাহলেই হবে ধনবর্ষা৷ দু-হাত ভরে উপচে পড়বে ধন-সম্পদ৷
অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা ছাড়াও, অক্ষয় তৃতীয়ার দিন বাস্তুর কী কী নিয়ম মেনে চলতে হবে, বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন কোনটি সঠিক এবং কোনটি ভুল। তাহলেই হবে ধনবর্ষা৷ দু-হাত ভরে উপচে পড়বে ধন-সম্পদ৷
বাস্তু মতে, অক্ষয় তৃতীয়ার দিন, বিশেষ করে আপনার বাড়ি বা ব্যবসার স্থানের উত্তর বা পূর্ব দিকে টাকা রাখুন। এটা বিশ্বাস করা হয় যে এটি করার ফলে আপনার বাড়িতে সমৃদ্ধি আসে এবং আপনি যেকোনও ধরনের আর্থিক সমস্যা থেকে দূরে থাকবেন।
বাস্তু মতে, অক্ষয় তৃতীয়ার দিন, বিশেষ করে আপনার বাড়ি বা ব্যবসার স্থানের উত্তর বা পূর্ব দিকে টাকা রাখুন। এটা বিশ্বাস করা হয় যে এটি করার ফলে আপনার বাড়িতে সমৃদ্ধি আসে এবং আপনি যেকোনও ধরনের আর্থিক সমস্যা থেকে দূরে থাকবেন।
বাস্তু মতে, অক্ষয় তৃতীয়ার দিনে দান করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ । এমন অবস্থায় ঘরে একটি পাত্রে জল ভরে তাতে কালো তিল, চন্দন ও সাদা ফুল যোগ করে পিতৃপুরুষদের অর্পণ করুন। এটি করলে আপনি পিতৃদোষ থেকে মুক্ত থাকবেন, এই দিনে কিছু গরীবকে অন্ন দান করুন, এটি করলে আপনার জীবনে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকবে।
বাস্তু মতে, অক্ষয় তৃতীয়ার দিনে দান করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ । এমন অবস্থায় ঘরে একটি পাত্রে জল ভরে তাতে কালো তিল, চন্দন ও সাদা ফুল যোগ করে পিতৃপুরুষদের অর্পণ করুন। এটি করলে আপনি পিতৃদোষ থেকে মুক্ত থাকবেন, এই দিনে কিছু গরীবকে অন্ন দান করুন, এটি করলে আপনার জীবনে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকবে।
বাস্তুশাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে অ্যাকোয়ারিয়াম আনা আপনার জন্য খুব শুভ প্রমাণিত হতে পারে। বিশেষ করে সেই অ্যাকোয়ারিয়ামে একটি সোনালি মাছ এবং একটি কালো মাছও রাখুন। বিশেষ করে বাড়ির উত্তর কোণে অ্যাকুরিয়ামটি রাখুন।
বাস্তুশাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে অ্যাকোয়ারিয়াম আনা আপনার জন্য খুব শুভ প্রমাণিত হতে পারে। বিশেষ করে সেই অ্যাকোয়ারিয়ামে একটি সোনালি মাছ এবং একটি কালো মাছও রাখুন। বিশেষ করে বাড়ির উত্তর কোণে অ্যাকুরিয়ামটি রাখুন।
বাস্তুশাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে অ্যাকোয়ারিয়াম আনা আপনার জন্য খুব শুভ প্রমাণিত হতে পারে। বিশেষ করে সেই অ্যাকোয়ারিয়ামে একটি সোনালি মাছ এবং একটি কালো মাছও রাখুন। বিশেষ করে বাড়ির উত্তর কোণে অ্যাকুরিয়ামটি রাখুন।
বাস্তুশাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে অ্যাকোয়ারিয়াম আনা আপনার জন্য খুব শুভ প্রমাণিত হতে পারে। বিশেষ করে সেই অ্যাকোয়ারিয়ামে একটি সোনালি মাছ এবং একটি কালো মাছও রাখুন। বিশেষ করে বাড়ির উত্তর কোণে অ্যাকুরিয়ামটি রাখুন।

Money-Success: সাতটা শুকনো লঙ্কা বদলে দেবে জীবন! সব কাজে সাফল্য! সোনা ফলবে! হুহু করে আসবে টাকা! করতে হবে এই ছোট্ট কাজ

প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় ঘুরে দাঁড়ানো বোধ হয় আর সম্ভব না! সফলতা আটকে যায়! নানা কাজে বাধা আসে! টাকা পয়সার অভাব দেখা দেয়! তবে এই সময় মনের জোর হারিয়ে ফেললে চলবে না! photo source collected
প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় ঘুরে দাঁড়ানো বোধ হয় আর সম্ভব না! সফলতা আটকে যায়! নানা কাজে বাধা আসে! টাকা পয়সার অভাব দেখা দেয়! তবে এই সময় মনের জোর হারিয়ে ফেললে চলবে না! photo source collected
খুব সহজ উপায়ে নিজের জীবনের খারাপ সময়কে আপনি দূর করতে পারেন! তার জন্য দরকার মাত্র সাতটি শুকনো লঙ্কা! অনাক হবেন ফল জানলে photo source collected
খুব সহজ উপায়ে নিজের জীবনের খারাপ সময়কে আপনি দূর করতে পারেন! তার জন্য দরকার মাত্র সাতটি শুকনো লঙ্কা! অনাক হবেন ফল জানলে photo source collected
যদি সব কাজে বাধা আসে! কোনও ভাবেই সাফল্য না আসে! চাকরি বা ব্যবসায় ক্ষতি হয়। বাড়িতে অশান্তি দেখা দেয়! টাকা পয়সার চরম অভাবে পড়েন? তবে শুকনো লঙ্কা দিয়ে করুন এই কাজ!  photo source collected
যদি সব কাজে বাধা আসে! কোনও ভাবেই সাফল্য না আসে! চাকরি বা ব্যবসায় ক্ষতি হয়। বাড়িতে অশান্তি দেখা দেয়! টাকা পয়সার চরম অভাবে পড়েন? তবে শুকনো লঙ্কা দিয়ে করুন এই কাজ! photo source collected
জীবনের সব সমস্যাকে মূল থেকে উপড়ে ফেলতে পারে শুকনো লঙ্কা! জীবনকে সাফল্য আর টাকায় ভরিয়ে দিতে পারে শুকনো লঙ্কা! ভুলে যাবেন অভাব কাকে বলে!  photo source collected
জীবনের সব সমস্যাকে মূল থেকে উপড়ে ফেলতে পারে শুকনো লঙ্কা! জীবনকে সাফল্য আর টাকায় ভরিয়ে দিতে পারে শুকনো লঙ্কা! ভুলে যাবেন অভাব কাকে বলে! photo source collected
একটি পাত্রে জল নিন! তাতে শুকনো লঙ্কা চিড়ে তার থেকে ২১টি বীজ বের করে ওই জলে ভিজিয়ে রাখুন! রাতে বিছানার কাছে রেখে ঘুমিয়ে পড়ুন। সকালে ওই জল গোটা ঘরে ছিটিয়ে দিন! রাতারাতি বদলে যাবে ভাগ্য!  photo source collected
একটি পাত্রে জল নিন! তাতে শুকনো লঙ্কা চিড়ে তার থেকে ২১টি বীজ বের করে ওই জলে ভিজিয়ে রাখুন! রাতে বিছানার কাছে রেখে ঘুমিয়ে পড়ুন। সকালে ওই জল গোটা ঘরে ছিটিয়ে দিন! রাতারাতি বদলে যাবে ভাগ্য! photo source collected
শত্রুদের দমন করতে চাইলে সাতটা শুকনো লঙ্কা সুতোয় বেঁধে ঘরের যে কোনও কোণায় ঝুলিয়ে দিন! সব ঝামেলা থেকে মুক্তি মিলবে!  photo source collected
শত্রুদের দমন করতে চাইলে সাতটা শুকনো লঙ্কা সুতোয় বেঁধে ঘরের যে কোনও কোণায় ঝুলিয়ে দিন! সব ঝামেলা থেকে মুক্তি মিলবে! photo source collected
চরম অর্থ কষ্টে থাকলে এই কাজ করুন! টাকা আসবে হুহু করে! একটা রুমালে সাতটা লাল শুকনো লঙ্কা বেঁধে নিজের সঙ্গে রাখুন! সাত দিন পর ফের রুমালটি বদলে নিন! পুরনো লঙ্কা গুলোই নতুন রুমালে বেঁধে নিন! আটকে থাকা টাকা পেয়ে যাবেন! সব অর্থ কষ্ট কেটে যাবে! photo source collected
চরম অর্থ কষ্টে থাকলে এই কাজ করুন! টাকা আসবে হুহু করে! একটা রুমালে সাতটা লাল শুকনো লঙ্কা বেঁধে নিজের সঙ্গে রাখুন! সাত দিন পর ফের রুমালটি বদলে নিন! পুরনো লঙ্কা গুলোই নতুন রুমালে বেঁধে নিন! আটকে থাকা টাকা পেয়ে যাবেন! সব অর্থ কষ্ট কেটে যাবে! photo source collected
চাকরির ইন্টারভিউ বা কোনও কাজে সাফল্য চাইলে এই কাজ করুন! পাঁচটি শুকনো লঙ্কা দরজার সামনে রেখে বেরোনোর সময় এই লঙ্কা গুলোকে পা দিয়ে চেপে হেঁতে যান! সাব কাজে সফল হবেন! photo source collected
চাকরির ইন্টারভিউ বা কোনও কাজে সাফল্য চাইলে এই কাজ করুন! পাঁচটি শুকনো লঙ্কা দরজার সামনে রেখে বেরোনোর সময় এই লঙ্কা গুলোকে পা দিয়ে চেপে হেঁতে যান! সাব কাজে সফল হবেন! photo source collected
ব্যবসায় উন্নতি চাইলে তিনটি মাটির প্রদীপে সরষে, তিল, নুন, হলুদ ও আস্ত ধরে রাখুন।  এর পর এতে শুকনো লঙ্কা রাখুন। এবং ব্যবসার জায়গায় আরতি করুন! কয়েকদিনে উপকার মিলবে! photo source collected
ব্যবসায় উন্নতি চাইলে তিনটি মাটির প্রদীপে সরষে, তিল, নুন, হলুদ ও আস্ত ধরে রাখুন। এর পর এতে শুকনো লঙ্কা রাখুন। এবং ব্যবসার জায়গায় আরতি করুন! কয়েকদিনে উপকার মিলবে! photo source collected
আপনার বা শিশুর যদি খারাপ নজর লেগে থাকে তবে সাতটি শুকনো লঙ্কা নিন! ও কয়েটটি কালো সরষে! হাতে নিয়ে শিশুর বা আপানর গোটা শরীরের পা থেকে মাথা পর্যন্ত সাত বার বুলিয়ে নিন! এই সময় নিশ্বাস বন্ধ রাখবেন! এবার এই লঙ্কা আগুনে দিয়ে দিন! এক ফোঁটাও গন্ধ বের হবে না শুকনো লঙ্কার! বুঝবেন আপনি নজর মুক্ত!  photo source collected
আপনার বা শিশুর যদি খারাপ নজর লেগে থাকে তবে সাতটি শুকনো লঙ্কা নিন! ও কয়েটটি কালো সরষে! হাতে নিয়ে শিশুর বা আপানর গোটা শরীরের পা থেকে মাথা পর্যন্ত সাত বার বুলিয়ে নিন! এই সময় নিশ্বাস বন্ধ রাখবেন! এবার এই লঙ্কা আগুনে দিয়ে দিন! এক ফোঁটাও গন্ধ বের হবে না শুকনো লঙ্কার! বুঝবেন আপনি নজর মুক্ত! photo source collected

Vastu Tips: ভুলেও এই রঙের ঘড়ি বাড়িতে রাখবেন না! এই নিয়ম মেনে ঘড়ি রাখুন! সোনা ফলবে ভাগ্যে!

ঘড়ি! এমন কোনও বাড়ি নেই যেখানে ঘড়ি নেই! হাতঘড়ি তো আছেই! সেই সঙ্গে নানা সৌখিন দেওয়াল ঘড়িতেও আমরা ঘর সাজাই! কিন্তু জানেন কী ঘড়ি যদি ভুল দিকে থাকে তাহলে ঘটে যাবে চরম সর্বনাশ! photo source collected
ঘড়ি! এমন কোনও বাড়ি নেই যেখানে ঘড়ি নেই! হাতঘড়ি তো আছেই! সেই সঙ্গে নানা সৌখিন দেওয়াল ঘড়িতেও আমরা ঘর সাজাই! কিন্তু জানেন কী ঘড়ি যদি ভুল দিকে থাকে তাহলে ঘটে যাবে চরম সর্বনাশ! photo source collected
বাস্তু মত না জেনে যদি বাড়িতে যেকোনও দিকে ঘড়ি রাখেন তাহলে তা আপনার জীবনে অন্ধকার ডেকে আনবে! photo source collected

বাস্তু মত না জেনে যদি বাড়িতে যেকোনও দিকে ঘড়ি রাখেন তাহলে তা আপনার জীবনে অন্ধকার ডেকে আনবে! photo source collected
বাস্তু মতে ঘড়ি রাখার একটা সঠিক নিয়ম রয়েছে! মনে রাখতে হবে বন্ধ ঘড়ি যেন না থাকে বাড়িতে! হয় ঠিক করে নিন! না হয় ফেলে দিন! না হলে কিন্তু আপনার ভাগ্যও বন্ধ ঘড়ির মতো আটকে যাবে এক জায়গায়! photo source collected
বাস্তু মতে ঘড়ি রাখার একটা সঠিক নিয়ম রয়েছে! মনে রাখতে হবে বন্ধ ঘড়ি যেন না থাকে বাড়িতে! হয় ঠিক করে নিন! না হয় ফেলে দিন! না হলে কিন্তু আপনার ভাগ্যও বন্ধ ঘড়ির মতো আটকে যাবে এক জায়গায়! photo source collected
বাস্তু মতে বাড়ির দক্ষিণ দিকে যদি ঘড়ি রাখেন তাহলে সর্বনাশ! এই দিকে ঘড়ি থাকলে সব কাজে বাঁধা আসবে! ব্যবসা-চাকরি সব ক্ষেত্রে সমস্যা বাড়বে! অর্থের চরম অভাব ঘটবে! photo source collected
বাস্তু মতে বাড়ির দক্ষিণ দিকে যদি ঘড়ি রাখেন তাহলে সর্বনাশ! এই দিকে ঘড়ি থাকলে সব কাজে বাঁধা আসবে! ব্যবসা-চাকরি সব ক্ষেত্রে সমস্যা বাড়বে! অর্থের চরম অভাব ঘটবে! photo source collected
বাড়ির উত্তর বা পূর্ব দিকে ঘড়ি রাখা সব থেকে শুভ! এই দিকে ঘড়ি রাখলে সুখ শান্তিতে ভরে যায় সংসার! মানসিক শান্তি আসে! আর্থিক উন্নতি ঘটে! সব কাজে সফলতা আসে! ঘড়িতে ধুলো জমতে দেবেন না! পরিষ্কার করে নেবেন! photo source collected
বাড়ির উত্তর বা পূর্ব দিকে ঘড়ি রাখা সব থেকে শুভ! এই দিকে ঘড়ি রাখলে সুখ শান্তিতে ভরে যায় সংসার! মানসিক শান্তি আসে! আর্থিক উন্নতি ঘটে! সব কাজে সফলতা আসে! ঘড়িতে ধুলো জমতে দেবেন না! পরিষ্কার করে নেবেন! photo source collected
মনে রাখবেন নীল, কালো ও গেরুয়া রঙের ঘড়ি কখনও বাড়িতে রাখবেন না! বা দেওয়ালে লাগাবেন না! এতে নেতিবাচক প্রভাব পড়ে। নোংরা দেওয়ালে ঘড়ি লাগাবেন না! ঘড়িই কিন্তু বদলে দিতে পারে আপনার জীবন! মেনে দেখুন এই নিয়ম! photo source collected
মনে রাখবেন নীল, কালো ও গেরুয়া রঙের ঘড়ি কখনও বাড়িতে রাখবেন না! বা দেওয়ালে লাগাবেন না! এতে নেতিবাচক প্রভাব পড়ে। নোংরা দেওয়ালে ঘড়ি লাগাবেন না! ঘড়িই কিন্তু বদলে দিতে পারে আপনার জীবন! মেনে দেখুন এই নিয়ম! photo source collected

Vastu Tips for Money Purse: টাকা আসবে হু হু করে! মানিব্যাগে অবশ্যই রাখুন এই ৫ জিনিস, অভাব ছুঁতে পারবে না

অর্থ একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা আমাদের জীবনে সুখ, সন্তুষ্টি এবং আত্মবিশ্বাস প্রদান করে। কিন্তু অনেক সময় মানুষ চিন্তা না করে কিছু জিনিস পার্সে রাখে। যার কারণে আর্থিক সংকটে পড়তে হচ্ছে তাঁদের। এটি মাথায় রেখে বোকারো চাস ভবিষ্যৎ দর্শন কেন্দ্রের সিনিয়র জ্যোতিষী সত্যনারায়ণ শর্মা এর সমাধান ও গুরুত্ব ব্যাখ্যা করেছেন।
অর্থ একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা আমাদের জীবনে সুখ, সন্তুষ্টি এবং আত্মবিশ্বাস প্রদান করে। কিন্তু অনেক সময় মানুষ চিন্তা না করে কিছু জিনিস পার্সে রাখে। যার কারণে আর্থিক সংকটে পড়তে হচ্ছে তাঁদের। এটি মাথায় রেখে বোকারো চাস ভবিষ্যৎ দর্শন কেন্দ্রের সিনিয়র জ্যোতিষী সত্যনারায়ণ শর্মা এর সমাধান ও গুরুত্ব ব্যাখ্যা করেছেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ঘরে শ্রীযন্ত্র স্থাপন করলে সৌভাগ্য, সুখ এবং ধন-সম্পদ আসে। এছাড়াও, আপনি এটির ছবি আপনার পার্সে রাখতে পারেন। এতে আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং আপনি কখনই অর্থের অভাবের সম্মুখীন হবেন না।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ঘরে শ্রীযন্ত্র স্থাপন করলে সৌভাগ্য, সুখ এবং ধন-সম্পদ আসে। এছাড়াও, আপনি এটির ছবি আপনার পার্সে রাখতে পারেন। এতে আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং আপনি কখনই অর্থের অভাবের সম্মুখীন হবেন না।
বাস্তুশাস্ত্র অনুসারে মানিব্যাগে লক্ষ্মীর ছবি রাখা শুভ বলে মনে করা হয়। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে এবং মানিব্যাগ কখনও খালি হয় না।
বাস্তুশাস্ত্র অনুসারে মানিব্যাগে লক্ষ্মীর ছবি রাখা শুভ বলে মনে করা হয়। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে এবং মানিব্যাগ কখনও খালি হয় না।
মানিব্যাগে ফিটকারি রাখাও শুভ বলে মনে করা হয়। এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। পার্সে রাখলে একজন ব্যক্তি আর্থিক সুবিধা ও উন্নতি লাভ করেন। এ ছাড়া অপ্রয়োজনীয় খরচ থেকেও বাঁচে।
মানিব্যাগে ফিটকারি রাখাও শুভ বলে মনে করা হয়। এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। পার্সে রাখলে একজন ব্যক্তি আর্থিক সুবিধা ও উন্নতি লাভ করেন। এ ছাড়া অপ্রয়োজনীয় খরচ থেকেও বাঁচে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, পার্সে অবিচ্ছিন্ন ধানের শীষ রাখাও শুভ। অক্ষত হল শুভ জিনিসের প্রতীক, এটি পার্সে রাখলে পার্সে সর্বদা টাকা পূর্ণ থাকে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, পার্সে অবিচ্ছিন্ন ধানের শীষ রাখাও শুভ। অক্ষত হল শুভ জিনিসের প্রতীক, এটি পার্সে রাখলে পার্সে সর্বদা টাকা পূর্ণ থাকে।
জ্যোতিষশাস্ত্রে কিছু জিনিস পার্সে রাখা অশুভ বলে মনে করা হয়। এগুলো আর্থিক ক্ষতির প্রতীক। বলা হয় যে পুরানো বিল, টিকিট ইত্যাদি কখনই পার্সে রাখা উচিত নয়৷ এর ফলে টাকা তো আসেই না, উল্টে ঋণ বাড়ে৷
জ্যোতিষশাস্ত্রে কিছু জিনিস পার্সে রাখা অশুভ বলে মনে করা হয়। এগুলো আর্থিক ক্ষতির প্রতীক। বলা হয় যে পুরানো বিল, টিকিট ইত্যাদি কখনই পার্সে রাখা উচিত নয়৷ এর ফলে টাকা তো আসেই না, উল্টে ঋণ বাড়ে৷
সেই সঙ্গে গুটখা, তামাক, বিড়ি, সিগারেটের মতো জিনিস পার্সে রাখা উচিত নয়, এটা দেবী লক্ষ্মীর অসম্মান বলে মনে করা হয়। (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
সেই সঙ্গে গুটখা, তামাক, বিড়ি, সিগারেটের মতো জিনিস পার্সে রাখা উচিত নয়, এটা দেবী লক্ষ্মীর অসম্মান বলে মনে করা হয়। (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)

Sleeping Positions As Per Vastu: ঘুমোনোর সময় এই ভুল করছেন না তো? সব শেষ হয়ে যাবে! রোগে ধরবে! চরম অভাবে পড়বেন! জানুন

 ঘুমোনোর জন্য কিছু নিয়ম মেনে চলা হয় বাস্তু মতে। যে কোনও মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখার জন্য ঘুম খুবই জরুরি। আর বাস্তু মত মেনে ঘুমোলে জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না!photo source collected
ঘুমোনোর জন্য কিছু নিয়ম মেনে চলা হয় বাস্তু মতে। যে কোনও মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখার জন্য ঘুম খুবই জরুরি। আর বাস্তু মত মেনে ঘুমোলে জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না!photo source collected
বাস্তু অনুসারে সঠিক দিকে ঘুমোলে রোগ প্রতিরোধ হয়। অন্যদিকে ভুল দিকে ঘুমোলে অসুস্থতা, চাপ ,আলস্য এবং নেতিবাচক শক্তি সমস্ত কিছু জীবনকে ঘিরে ধরে।photo source collected
বাস্তু অনুসারে সঠিক দিকে ঘুমোলে রোগ প্রতিরোধ হয়। অন্যদিকে ভুল দিকে ঘুমোলে অসুস্থতা, চাপ ,আলস্য এবং নেতিবাচক শক্তি সমস্ত কিছু জীবনকে ঘিরে ধরে।photo source collected
বাস্তু অনুসারে উত্তর দিকে মাথা রেখে ঘুমোনো উচিত নয়। বাস্তুতে ঘুমোনোর জন্য উত্তর দিকে অশুভ বলে মনে করা হয়। এই দিকটি নেতিবাচক শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। মনে করা হয় উত্তর দিকে মাথা করে ঘুমোলে অনেক বড় রোগের সম্মুখীন হতে হয়।photo source collected
বাস্তু অনুসারে উত্তর দিকে মাথা রেখে ঘুমোনো উচিত নয়। বাস্তুতে ঘুমোনোর জন্য উত্তর দিকে অশুভ বলে মনে করা হয়। এই দিকটি নেতিবাচক শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। মনে করা হয় উত্তর দিকে মাথা করে ঘুমোলে অনেক বড় রোগের সম্মুখীন হতে হয়।photo source collected
পূর্ব দিকে মাথা রেখে ঘুমোলে স্মৃতিশক্তি একাগ্রতা এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়ে।photo source collected
পূর্ব দিকে মাথা রেখে ঘুমোলে স্মৃতিশক্তি একাগ্রতা এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়ে।photo source collected
বাস্তু অনুসারে দক্ষিণ-পূর্ব দিকে মাথা রেখে ঘুমোনো শুভ । এইদিকে মাথা রেখে ঘুমোলে শিক্ষা এবং কর্মজীবনের নতুন সুযোগ আসে। সংসারে আয় উন্নতি বাড়ে! টাকা আসার যোগ অনেক বেড়ে যায়! photo source collected
বাস্তু অনুসারে দক্ষিণ-পূর্ব দিকে মাথা রেখে ঘুমোনো শুভ । এইদিকে মাথা রেখে ঘুমোলে শিক্ষা এবং কর্মজীবনের নতুন সুযোগ আসে। সংসারে আয় উন্নতি বাড়ে! টাকা আসার যোগ অনেক বেড়ে যায়! photo source collected
এছাড়া পূর্ব দিকে মুখ করে ঘুমোলে শরীর সব ধরনের ইতিবাচক শক্তি পায়। এছাড়া যে ব্যক্তি মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভুগছেন তার পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোনো উচিত। photo source collected
এছাড়া পূর্ব দিকে মুখ করে ঘুমোলে শরীর সব ধরনের ইতিবাচক শক্তি পায়। এছাড়া যে ব্যক্তি মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভুগছেন তার পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোনো উচিত। photo source collected

Vastu Tips: নতুন বাড়ি তৈরির সময়ে এই বিষয়গুলি আবশ্যিক, টাকা পয়সায় সংসারে অভাব হবেনা কখনও

আমাদের মতো সাধারণ মানুষরা জীবনে একবারই তাদের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারেন। এতে আমরা সারা জীবনের উপার্জন বিনিয়োগ করে থাকি। আমাদের স্বপ্ন আমরা যেন সেখানে পরিবার নিয়ে সুখে থাকতে পারি। সুন্দর বাড়ি নির্মাণের পাশাপাশি তাতে সুখের স্থাপন করতে বাস্তুশাস্ত্রে বাড়ি তৈরির গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে।

বাস্তুশাস্ত্রে বাড়ি নির্মাণ অর্থাৎ ভবন নির্মাণ সংক্রান্ত অনেক নিয়মের উল্লেখ করা হয়েছে। বাস্তুতে, ভিত্তি থেকে নতুন বাড়ির প্রতিটি দিক সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। পূর্ণিয়ার জ্যোতিষী পণ্ডিত মনোৎপল ঝা বলেছেন যে, বিল্ডিং তৈরির আগে জমির দিক এবং বাস্তু ত্রুটিগুলি এড়ানোর ব্যবস্থা করা হয়।

বাস্তুশাস্ত্র ইতিবাচক এবং নেতিবাচক শক্তির উপর ভিত্তি করে তৈরি। বাস্তুতে প্রতিটি দিকের বিশেষ গুরুত্ব রয়েছে। ঘরে রাখা প্রতিটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বাস্তুশাস্ত্রে, নির্মাণের জন্য কিছু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে।

শুভ সময়-বিশেষ মাস

একটি নতুন বাড়ি তৈরি করতে চাইলে, প্রথমে একটি শুভ মাস এবং এর জন্য শুভ সময় নির্বাচন করা গুরুত্বপূর্ণ। বৈশাখ, শ্রাবণ, কার্তিক ও ফাল্গুন মাসে নতুন ভবন নির্মাণ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মাসে শুরু হওয়া ঘরের কাজও স্বাস্থ্য ও সম্পদ নিয়ে আসে।

ভিত্তি স্থাপনের সময় সতর্কতা অবলম্বন করা

একটি নতুন বাড়ি তৈরি করতে, প্রথমে ভিত্তি স্থাপন করা হয়। বাস্তু মতে, এই ভিত্তিতে একটি ধাতব সাপের মূর্তি এবং একটি কলস রাখা শুভ। এমনটা বিশ্বাস করা হয় যে শেষনাগ এই ভবনটিকে রক্ষা করবেন এবং কালসর্প দোষও দূর করবে। পূজা করার পর কোন দিকে ভবন নির্মাণ করতে হবে এর জন্যও বিশেষ যত্ন নেওয়া হয়। এই ভিত্তিতে রৌপ্য বা সোনার তৈরি একটি সাপ রাখা হয়। শেষনাগকে ক্ষীরসাগরের প্রতীক মনে করা হয়। এতে জল ও দুধ মেশানো হয়। দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে একটি মুদ্রাও এতে রাখা হয়, যাতে সারা জীবন সেই স্থানে আর্থিক সমস্যা না হয়।

আরও পড়ুন: Cyclonic Circulation Extremely Heavy Rain: ঘূর্ণাবর্তের হুঙ্কারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা, ভাসতে চলেছে NE? বিশাল সতর্কতা IMD-র

আরও পড়ুন: May 2024 Horoscope: মে মাসে ৫ গ্রহের বিশাল অবস্থানে বদল! ৫ রাশির জাতক-জাতিকাদের ঢেলে টাকা দেবেন সূর্য-মঙ্গল-বুধ-বৃহস্পতি-শুক্র

দিক ও স্থানের গুরুত্ব

পূর্ণিয়ার জ্যোতিষী পণ্ডিত বাস্তু শাস্ত্রী মনোৎপল ঝা বলেছেন যে, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ি নির্মাণ করতে হবে। স্থপতিদের তৈরি পরিকল্পনা অনুসরণ করে অনেকেই আজকাল বাড়ি নির্মাণ করেন তবে সেই সঙ্গে একজন দক্ষ বাস্তুবিশেষজ্ঞকেও জমি দেখিয়ে এবং সেই অনুযায়ী দিকনির্দেশ এবং কোণগুলি নির্ধারণ করে বিল্ডিং তৈরি করা ভাল। এতে চিরকাল অর্থনৈতিক উন্নতি, সম্পদ ও সমৃদ্ধি নিশ্চিত হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদও থাকবে।

Vastu Tips: এই গাছ বাড়িতে থাকলেই সর্বনাশ! নিয়ম না মেনে কাটলেও বিপদ! সব শেষ করে দেবে

বাস্তু অনুসারে, অশ্বত্থ গাছ কখনই বাড়িতে লাগানো উচিৎ নয়। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এটি উপযুক্ত বলে মনে করা হয় না। বলা হয় যদি এটি প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায় তবে সাবধানে অপসারণ করা উচিৎ।সুস্মিতা গোস্বামী
বাস্তু অনুসারে, অশ্বত্থ গাছ কখনই বাড়িতে লাগানো উচিৎ নয়। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এটি উপযুক্ত বলে মনে করা হয় না। বলা হয় যদি এটি প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায় তবে সাবধানে অপসারণ করা উচিৎ।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থের ছায়া বা গাছের হাওয়া খুবই আরামদায়ক। তবে গৃহস্থের জন্য অশ্বত্থের ছায়া একেবারেই ভাল নয়। এতে বাড়ির অগ্রগতি রুখে যায়। ফলে প্রভাব পড়ে সদস্যদের কর্মজীবনে।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থের ছায়া বা গাছের হাওয়া খুবই আরামদায়ক। তবে গৃহস্থের জন্য অশ্বত্থের ছায়া একেবারেই ভাল নয়। এতে বাড়ির অগ্রগতি রুখে যায়। ফলে প্রভাব পড়ে সদস্যদের কর্মজীবনে।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছে বৈরাগ্য আসে। বলা হয়ে থাকে এটা বিবাহিত জীবনের জন্য ভাল নয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই গাছ থাকার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের পাশাপাশি ঘরের শান্তি নষ্ট হয়।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছে বৈরাগ্য আসে। বলা হয়ে থাকে এটা বিবাহিত জীবনের জন্য ভাল নয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই গাছ থাকার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের পাশাপাশি ঘরের শান্তি নষ্ট হয়।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছ প্রচুর পরিমানে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। যা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মানুষের শরীরে ঢুকলে অনেক ক্ষতি হয়ে যায়। এমনকি বাড়ির সদস্যদের শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায়।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছ প্রচুর পরিমানে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। যা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মানুষের শরীরে ঢুকলে অনেক ক্ষতি হয়ে যায়। এমনকি বাড়ির সদস্যদের শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায়।সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছ সন্তানের ওপর প্রভাব ফেলে। অশ্বত্থ গাছের ছায়া বাড়িতে পড়লে নানান রকমের বাঁধা আসে পরিবারে। তবে এই গাছ বাড়ির বাইরে থাকলে তা পুজো করা উচিৎ। সুস্মিতা গোস্বামী
অশ্বত্থ গাছ সন্তানের ওপর প্রভাব ফেলে। অশ্বত্থ গাছের ছায়া বাড়িতে পড়লে নানান রকমের বাঁধা আসে পরিবারে। তবে এই গাছ বাড়ির বাইরে থাকলে তা পুজো করা উচিৎ। সুস্মিতা গোস্বামী
নিয়ম না মেনে অশ্বত্থ গাছ কাটার ফলেও পিতৃদোষ হয়। সেই কারণেই সর্বদা জ্যোতিষীর পরামর্শ বা পুজোর পরে অশ্বত্থ গাছটি কেটে নেওয়া উচিৎ।সুস্মিতা গোস্বামী
নিয়ম না মেনে অশ্বত্থ গাছ কাটার ফলেও পিতৃদোষ হয়। সেই কারণেই সর্বদা জ্যোতিষীর পরামর্শ বা পুজোর পরে অশ্বত্থ গাছটি কেটে নেওয়া উচিৎ।সুস্মিতা গোস্বামী