Tag Archives: Akshay Tritiya

Buying Gold: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনছেন? বাজারে যাওয়ার আগে শুভ সময় দেখে নিন !

বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়ায় পালিত হয় ‘অক্ষয় তৃতীয়া’। হিন্দু মতে, এই দিনের কোনও ক্ষয় নেই। তাই জপ, যজ্ঞ, পূর্বপুরুষদের অর্পণ বা দানে শুভ ফল পাওয়া যায়। পাশাপাশি এই দিন সোনা বা রুপোর মতো মূল্যবান ধাতু কেনারও রেওয়াজ রয়েছে।
বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়ায় পালিত হয় ‘অক্ষয় তৃতীয়া’। হিন্দু মতে, এই দিনের কোনও ক্ষয় নেই। তাই জপ, যজ্ঞ, পূর্বপুরুষদের অর্পণ বা দানে শুভ ফল পাওয়া যায়। পাশাপাশি এই দিন সোনা বা রুপোর মতো মূল্যবান ধাতু কেনারও রেওয়াজ রয়েছে।
মনে করা হয়, অক্ষয় তৃতীয়ায় সোনা বা রুপো কিনলে পরিবারে সমৃদ্ধি আসে। বয়ে আনে সৌভাগ্য। তবে যে কোনও সময় নয়। অক্ষয় তৃতীয়াতেও বিশেষ মুহূর্ত রয়েছে। সেই সময়ই সোনা বা রুপো কেনা উচিত। মূল্যবান ধাতু কেনার জন্য শহর ভিত্তিক শুভ সময়ের তালিকা রইল।
মনে করা হয়, অক্ষয় তৃতীয়ায় সোনা বা রুপো কিনলে পরিবারে সমৃদ্ধি আসে। বয়ে আনে সৌভাগ্য। তবে যে কোনও সময় নয়। অক্ষয় তৃতীয়াতেও বিশেষ মুহূর্ত রয়েছে। সেই সময়ই সোনা বা রুপো কেনা উচিত। মূল্যবান ধাতু কেনার জন্য শহর ভিত্তিক শুভ সময়ের তালিকা রইল।
নয়াদিল্লি – ভোর ৫.৩৩ মিনিট থেকে দুপুর ১২.১৮ মিনিট পর্যন্ত।গুরুগ্রাম - ভোর ৫.৩৪ মিনিট থেকে দুপুর ১২.১৮ মিনিট পর্যন্ত। মুম্বই – সকাল ৬.০৬ মিনিট থেকে দুপুর ১২.৩৫ মিনিট পর্যন্ত। নয়ডা – ভোর ৫.৩৩ মিনিট থেকে দুপুর ১২.১৭ মিনিট পর্যন্ত।
নয়াদিল্লি – ভোর ৫.৩৩ মিনিট থেকে দুপুর ১২.১৮ মিনিট পর্যন্ত।
গুরুগ্রাম – ভোর ৫.৩৪ মিনিট থেকে দুপুর ১২.১৮ মিনিট পর্যন্ত।
মুম্বই – সকাল ৬.০৬ মিনিট থেকে দুপুর ১২.৩৫ মিনিট পর্যন্ত।
নয়ডা – ভোর ৫.৩৩ মিনিট থেকে দুপুর ১২.১৭ মিনিট পর্যন্ত।
পুনে – সকাল ৬.০৩ মিনিট থেকে দুপুর ১২.৩১ মিনিট পর্যন্ত।চেন্নাই – ভোর ৫.৪৫ মিনিট থেকে দুপুর ১২.০৬ মিনিট পর্যন্ত। জয়পুর – ভোর ৫.৪২ মিনিট থেকে দুপুর ১২.২৩ মিনিট পর্যন্ত। হায়দরাবাদ – ভোর ৫.৪৬ মিনিট থেকে দুপুর ১২.১৩ মিনিট পর্যন্ত।
পুনে – সকাল ৬.০৩ মিনিট থেকে দুপুর ১২.৩১ মিনিট পর্যন্ত।
চেন্নাই – ভোর ৫.৪৫ মিনিট থেকে দুপুর ১২.০৬ মিনিট পর্যন্ত।
জয়পুর – ভোর ৫.৪২ মিনিট থেকে দুপুর ১২.২৩ মিনিট পর্যন্ত।
হায়দরাবাদ – ভোর ৫.৪৬ মিনিট থেকে দুপুর ১২.১৩ মিনিট পর্যন্ত।
চণ্ডীগড় – ভোর ৫.৩১ মিনিট থেকে দুপুর ১২.২০ মিনিট পর্যন্ত।কলকাতা – ভোর ৪.৫৯ মিনিট থেকে ১১.৩৩ মিনিট পর্যন্ত। বেঙ্গালুরু – ভোর ৫.৫৬ মিনিট থেকে ১২.১৬ মিনিট পর্যন্ত। আহমেদাবাদ – সকাল ৬.০১ মিনিট থেকে দুপুর ১২.৩৬ মিনিট পর্যন্ত।
চণ্ডীগড় – ভোর ৫.৩১ মিনিট থেকে দুপুর ১২.২০ মিনিট পর্যন্ত।
কলকাতা – ভোর ৪.৫৯ মিনিট থেকে ১১.৩৩ মিনিট পর্যন্ত।
বেঙ্গালুরু – ভোর ৫.৫৬ মিনিট থেকে ১২.১৬ মিনিট পর্যন্ত।
আহমেদাবাদ – সকাল ৬.০১ মিনিট থেকে দুপুর ১২.৩৬ মিনিট পর্যন্ত।
অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত: দৃক পঞ্চাঙ্গ মতে, অক্ষয় তৃতীয়া উদযাপনের শুভ মুহূর্তের তালিকা রইল এখানে।অক্ষয় তৃতীয়ার পুজোর সময় – ১০ মে সকাল ৫.৩৩ মিনিট থেকে দুপুর ১২.১৮ পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার তিথি - অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে ১০ মে ভোর ৪.১৭ মিনিটে। তিথি শেষ হচ্ছে ১১ মে সকাল ২.৫০ মিনিটে।
অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত: দৃক পঞ্চাঙ্গ মতে, অক্ষয় তৃতীয়া উদযাপনের শুভ মুহূর্তের তালিকা রইল এখানে। অক্ষয় তৃতীয়ার পুজোর সময় – ১০ মে সকাল ৫.৩৩ মিনিট থেকে দুপুর ১২.১৮ পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার তিথি – অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে ১০ মে ভোর ৪.১৭ মিনিটে। তিথি শেষ হচ্ছে ১১ মে সকাল ২.৫০ মিনিটে।
১০ মে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার সময় - ভোর ৪.১৭ মিনিট থেকে ৫.৩৩ মিনিট পর্যন্ত। শুভ চোঘড়িয়া – ১১ মে সকাল ১১.৪৩ মিনিট থেলে দুপুর ১.০৫ মিনিট পর্যন্ত। অমৃতা চোঘড়িয়া - ১১ মে সকাল ১.০৫ মিনিট থেকে দুপুর ২.২৮ মিনিট পর্যন্ত।
১০ মে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার সময় – ভোর ৪.১৭ মিনিট থেকে ৫.৩৩ মিনিট পর্যন্ত। শুভ চোঘড়িয়া – ১১ মে সকাল ১১.৪৩ মিনিট থেলে দুপুর ১.০৫ মিনিট পর্যন্ত। অমৃতা চোঘড়িয়া – ১১ মে সকাল ১.০৫ মিনিট থেকে দুপুর ২.২৮ মিনিট পর্যন্ত।

Akshay Tritiya2024: অক্ষয় তৃতীয়ায় ভোগে মাছের মাথা পেলেন তারাপীঠের মা তারা!

বীরভূম: অক্ষয় তৃতীয়া বাঙালি হিন্দুদের কাছে অত্যন্ত পুণ্যের দিন। পয়লা বৈশাখে বেশিরভাগ জায়গা হালখাতা হলেও আজও অনেকে পুরনো ঐতিহ্য মেনে অক্ষয় তৃতীয়াতে হালখাতা করেন। আর তার জন্য শুক্রবার সকাল থেকে মন্দিরে মন্দিরে লম্বা লাইন দেখা গেল। অক্ষয় তৃতীয়ার পুজো দেওয়ার জন্য তারাপীঠেও উপচে পড়ল ভিড়।

বীরভূমের তারাপীঠ মন্দিরে যেকোনো পুণ্য তিথিতেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। এবারে অক্ষয় তৃতীয়াতেও তার অন্যথা হল না। আশেপাশের এলাকার গ্রাম শহর থেকে হাজার হাজার ব্যবসায়ী থেকে শুরু করে ভক্তরা ছুটে আসেন অক্ষয় তৃতীয়ার পুজো দিতে।

এদিন সকাল থেকে অসংখ্য ব্যবসায়ী হালখাতা পুজো করাতে তারাপীঠ মন্দিরে এসেছিলেন। লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে মা তারার সামনে পুজো দেন তাঁদের অনেকে। মন্দির কমিটি সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানান, আজ সকাল থেকে হাজার হাজার ভক্ত মন্দিরে এসেছেন। বহু ভক্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুজো দিয়েছেন।

আরও পড়ুন: চাষের জমির সামান্য উপর দিয়ে হাইভোল্টেজ লাইন! মর্মান্তিক পরিণতি যুবকের

কেন অক্ষয় তৃতীয়ার এত গুরুত্ব রয়েছে, সেই বিষয়ে জ্যোতিষী দেবাশিস ভট্টাচার্য জানান, অক্ষয় তৃতীয়া হচ্ছে হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিন। আর এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, এ জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়।বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, আজকের দিন মা তারাকে বিশেষ রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়েছে। সকালে মঙ্গল আরতির পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকলের জন্য গর্ভ গৃহের দরজা খুলে দেওয়া হয়। এর পরেই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে পুজো। অক্ষয় তৃতীয় উপলক্ষে মা তারাকে দুপুরের অন্নভোগে খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা শোল মাছ পোড়া, মাছের মাথা এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হয়।

সৌভিক রায়

Gold Price: অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার আগে এই জিনিসটা মাথায় রাখুন, ভবিষ্যতে ভাল দাম পাবেন

অক্ষয় তৃতীয়া মূলত বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় দিনে পালিত হয়। অক্ষয় তৃতীয়াকে বছরের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।  
অক্ষয় তৃতীয়া মূলত বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় দিনে পালিত হয়। অক্ষয় তৃতীয়াকে বছরের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।
২০২৪ সালে অক্ষয় তৃতীয়া: ২০২৪ সালের ১০ মে শুক্রবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই দিন সোনা কেনা শুভ মনে করা হয়। বিশ্বাস করা হয়, অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে পরিবারে সুখ এবং সমৃদ্ধি আসে।
২০২৪ সালে অক্ষয় তৃতীয়া: ২০২৪ সালের ১০ মে শুক্রবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই দিন সোনা কেনা শুভ মনে করা হয়। বিশ্বাস করা হয়, অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে পরিবারে সুখ এবং সমৃদ্ধি আসে।
এইচডিএফসি সিকিউরিটিজের পণ্য ও মুদ্রার প্রধান অনুজ গুপ্তা বলেন, “গত অক্ষয় তৃতীয়ার সঙ্গে এ বছরের অক্ষয় তৃতীয়ার তুলনা করলে দেখা যাচ্ছে, সোনা প্রায় ১৮.৫ শতাংশ রিটার্ন দিয়েছে। গত পাঁচ বছর ধরে যদি কেউ অক্ষয় তৃতীয়ায় বিনিয়োগ করতেন তাহলে বার্ষিক ১৭.৫০ শতাংশ রিটার্ন পেতেন।
এইচডিএফসি সিকিউরিটিজের পণ্য ও মুদ্রার প্রধান অনুজ গুপ্তা বলেন, “গত অক্ষয় তৃতীয়ার সঙ্গে এ বছরের অক্ষয় তৃতীয়ার তুলনা করলে দেখা যাচ্ছে, সোনা প্রায় ১৮.৫ শতাংশ রিটার্ন দিয়েছে। গত পাঁচ বছর ধরে যদি কেউ অক্ষয় তৃতীয়ায় বিনিয়োগ করতেন তাহলে বার্ষিক ১৭.৫০ শতাংশ রিটার্ন পেতেন।
তবে সোনায় বিনিয়োগ করার সময় বিশুদ্ধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোনা যত খাঁটি হবে, রিটার্নও তত বেশি হবে। MMTC-PAMP-র এমডি এবং সিইও বিকাশ সিং বলছেন, “সোনা কেমন সেটা ক্যারাটের মাপ থেকেই বোঝা যায়। এটা গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের মাথায় রাখা উচিত, ২৪ ক্যারাট সোনার বিশুদ্ধতাও পরিবর্তিত হতে পারে”।
তবে সোনায় বিনিয়োগ করার সময় বিশুদ্ধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোনা যত খাঁটি হবে, রিটার্নও তত বেশি হবে। MMTC-PAMP-র এমডি এবং সিইও বিকাশ সিং বলছেন, “সোনা কেমন সেটা ক্যারাটের মাপ থেকেই বোঝা যায়। এটা গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের মাথায় রাখা উচিত, ২৪ ক্যারাট সোনার বিশুদ্ধতাও পরিবর্তিত হতে পারে”।
৯৯৯.৯+ গ্রেডের সোনার পণ্য ৯৯.৯৯ শতাংশ বিশুদ্ধ। এটাই বাজারের সবচেয়ে বিশুদ্ধতম সোনার রূপ। একইভাবে ৯১৬ গ্রেডের সোনা মানে ৯১.৬ শতাংশ সোনা। বিশুদ্ধতম সোনাই ইউনিট প্রতি ওজনের আয় বাড়ায়। সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়ে।
৯৯৯.৯+ গ্রেডের সোনার পণ্য ৯৯.৯৯ শতাংশ বিশুদ্ধ। এটাই বাজারের সবচেয়ে বিশুদ্ধতম সোনার রূপ। একইভাবে ৯১৬ গ্রেডের সোনা মানে ৯১.৬ শতাংশ সোনা। বিশুদ্ধতম সোনাই ইউনিট প্রতি ওজনের আয় বাড়ায়। সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়ে।
স্বাভাবিকভাবেই স্বনামধন্য বুলিয়ন ডিলাররা, ৯৯৯.৯+ গ্রেডের সোনাকেই প্রাধান্য দেন। এর ট্রেস উপাদান ন্যূনতম। দীর্ঘমেয়াদে এর দাম বৃদ্ধি পাবে। লাভ পাবেন বিনিয়োগকারীরা। লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (LBMA) "গুড ডেলিভারি" স্বীকৃতি হল বিশুদ্ধতার মানগুলির বিশ্বব্যাপী স্বীকৃত হলমার্ক যা বিশুদ্ধতার মাত্রা, ওজন, বৈশিষ্ট্য এবং আরও অনেক কিছু কভার করে। আন্তর্জাতিক সোনার বাজার এবং গোল্ড ইটিএফ-এর মতো প্রতিষ্ঠানগুলিতেও এই সোনার গ্রহণযোগ্যতা রয়েছে।
স্বাভাবিকভাবেই স্বনামধন্য বুলিয়ন ডিলাররা, ৯৯৯.৯+ গ্রেডের সোনাকেই প্রাধান্য দেন। এর ট্রেস উপাদান ন্যূনতম। দীর্ঘমেয়াদে এর দাম বৃদ্ধি পাবে। লাভ পাবেন বিনিয়োগকারীরা। লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (LBMA) “গুড ডেলিভারি” স্বীকৃতি হল বিশুদ্ধতার মানগুলির বিশ্বব্যাপী স্বীকৃত হলমার্ক যা বিশুদ্ধতার মাত্রা, ওজন, বৈশিষ্ট্য এবং আরও অনেক কিছু কভার করে। আন্তর্জাতিক সোনার বাজার এবং গোল্ড ইটিএফ-এর মতো প্রতিষ্ঠানগুলিতেও এই সোনার গ্রহণযোগ্যতা রয়েছে।
কামা জুয়েলারির এমডি কলিন শাহ বলছেন, গত অক্ষয় তৃতীয়ার পর থেকে সোনার দাম ১৩ শতাংশ বেড়েছে। শুধু দাম বৃদ্ধি নয়, চাহিদাও বেড়েছে সমান হারে। আগামী দিনেও এই প্রবণতা বজায় থাকবে বলে মনে করেন তিনি। তাই অক্ষয় তৃতীয়ায় সোনায় বিনিয়োগ লাভজনক হতে পারে।
কামা জুয়েলারির এমডি কলিন শাহ বলছেন, গত অক্ষয় তৃতীয়ার পর থেকে সোনার দাম ১৩ শতাংশ বেড়েছে। শুধু দাম বৃদ্ধি নয়, চাহিদাও বেড়েছে সমান হারে। আগামী দিনেও এই প্রবণতা বজায় থাকবে বলে মনে করেন তিনি। তাই অক্ষয় তৃতীয়ায় সোনায় বিনিয়োগ লাভজনক হতে পারে।

Akshay Tritiya 2024: সোনা নয়, অক্ষয় তৃতীয়ায় এই ৪ রাশির জাতকেরা সাদা ধাতু কিনুন; সুখ-সমৃদ্ধি সঙ্গী হয়ে উঠবে!

শুক্রবার, ১০ মে ২০২৪ অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হয়ে গিয়েছে। এই শুভ সময়ে গৃহপ্রবেশ থেকে শুরু করে, সোনা কেনার শুভ সময় এই দিনটি। ধনতেরাস ছাড়াও এই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা নিয়েও আগ্রহ দেখা যায়।
শুক্রবার, ১০ মে ২০২৪ অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হয়ে গিয়েছে। এই শুভ সময়ে গৃহপ্রবেশ থেকে শুরু করে, সোনা কেনার শুভ সময় এই দিনটি। ধনতেরাস ছাড়াও এই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা নিয়েও আগ্রহ দেখা যায়।
'অক্ষয়' শব্দের অর্থ হল যার কোনও অক্ষয় নেই। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয় জ্যোতিষমতে। এই বিশেষ দিনে এমন কিছু কেনাকাটি করা হয়, যার কোনও ক্ষয় হয় না। সেই মত অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন কেনা হয় সোনা-রুপো বা হিরে।
‘অক্ষয়’ শব্দের অর্থ হল যার কোনও অক্ষয় নেই। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয় জ্যোতিষমতে। এই বিশেষ দিনে এমন কিছু কেনাকাটি করা হয়, যার কোনও ক্ষয় হয় না। সেই মত অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন কেনা হয় সোনা-রুপো বা হিরে।
এবার দেখে নিন রাশি অনুসারে আপনার এদিন কী কেনা উচিত।
এবার দেখে নিন রাশি অনুসারে আপনার এদিন কী কেনা উচিত।
তুলা, কন্যা, মিথুন, বৃষ ও কুম্ভ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় হিরের গয়না কেনার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। অক্ষয় তৃতীয়ায় যে রবি যোগ গঠিত হবে তার ফলে প্রচুর লাভ করতে পারবেন আপনি।
তুলা, কন্যা, মিথুন, বৃষ ও কুম্ভ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় হিরের গয়না কেনার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। অক্ষয় তৃতীয়ায় যে রবি যোগ গঠিত হবে তার ফলে প্রচুর লাভ করতে পারবেন আপনি।
হিরের গয়না কেনার জন্য এই দিনটি তুলা, কন্যা, মিথুন, বৃষ ও কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ।
হিরের গয়না কেনার জন্য এই দিনটি তুলা, কন্যা, মিথুন, বৃষ ও কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ।
গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা যাচ্ছে যে এই বছর অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ হবে ধনু, মীন ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য। এছাড়া বর্তমানে যাঁদের জন্মছকে বৃহস্পতি দুর্বল স্থানে রয়েছে বা যাঁরা বৃহস্পতির মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁরাও সোনা কিনলে শুভ ফল লাভ করবেন।
গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা যাচ্ছে যে এই বছর অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ হবে ধনু, মীন ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য। এছাড়া বর্তমানে যাঁদের জন্মছকে বৃহস্পতি দুর্বল স্থানে রয়েছে বা যাঁরা বৃহস্পতির মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁরাও সোনা কিনলে শুভ ফল লাভ করবেন।
এই বছর অক্ষয় তৃতীয়ায় মেষ রাশিতে প্রবেশ করছে বুধ। তাই মেষ রাশির জাতকদেরও অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় যাঁদের জন্ম তাঁরাও সোনা কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন।
এই বছর অক্ষয় তৃতীয়ায় মেষ রাশিতে প্রবেশ করছে বুধ। তাই মেষ রাশির জাতকদেরও অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় যাঁদের জন্ম তাঁরাও সোনা কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন।
জ্যোতিষ গণনা বলছে যে, এবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে রুপো কেনার পরামর্শ দেওয়া হচ্ছে কর্কট, বৃষ, মিথুন ও মকর রাশির জাতকদের। এই চার রাশির জাতকরা যদি এই দিনে হিরের গয়না কিনতে চান, তাহলে তা সোনা নয়, প্ল্যাটিনাম বা হোয়াইট গোল্ডে বাঁধিয়ে নিন।
জ্যোতিষ গণনা বলছে যে, এবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে রুপো কেনার পরামর্শ দেওয়া হচ্ছে কর্কট, বৃষ, মিথুন ও মকর রাশির জাতকদের। এই চার রাশির জাতকরা যদি এই দিনে হিরের গয়না কিনতে চান, তাহলে তা সোনা নয়, প্ল্যাটিনাম বা হোয়াইট গোল্ডে বাঁধিয়ে নিন।
এই চার রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় সাদা রঙের ধাতু কেনা শুভ।
এই চার রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় সাদা রঙের ধাতু কেনা শুভ।

Buying Car: এই অক্ষয় তৃতীয়ায় গাড়ি কেনার পরিকল্পনা করছেন? কোন ব্যাঙ্ক সবচেয়ে সস্তায় লোন দিচ্ছে ?

১০ মে সারা দেশ জুড়ে পালিত হতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনটি সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসবে বলে বিশ্বাস করা হয়। তাই এই বছরের ১০ মে, অটোমোটিভ শিল্প তাদের বিক্রয় বৃদ্ধির জন্য প্রস্তুত। এই দিনটি ঐতিহ্যগতভাবে সোনা কেনার সঙ্গে যুক্ত। কিন্তু, এখন এই উৎসবটি গাড়ি এবং বাইকের মতো যানবাহন সহ নতুন সম্পদ অর্জনের সমার্থক হয়ে উঠেছে।
১০ মে সারা দেশ জুড়ে পালিত হতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনটি সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসবে বলে বিশ্বাস করা হয়। তাই এই বছরের ১০ মে, অটোমোটিভ শিল্প তাদের বিক্রয় বৃদ্ধির জন্য প্রস্তুত। এই দিনটি ঐতিহ্যগতভাবে সোনা কেনার সঙ্গে যুক্ত। কিন্তু, এখন এই উৎসবটি গাড়ি এবং বাইকের মতো যানবাহন সহ নতুন সম্পদ অর্জনের সমার্থক হয়ে উঠেছে।
এই উৎসব মরশুমে ব্যাঙ্কগুলি সাধারণত বিভিন্ন ধরনের গাড়ির লোনের অফার নিয়ে আসে। যাতে গ্রাহকদের আকৃষ্ট করতে পারে, যারা গাড়ি কেনার জন্য আগ্রহী। প্রতিযোগিতামূলক সুদের হারের ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং আইসিআইসিআই ব্যাঙ্ক৷
এই উৎসব মরশুমে ব্যাঙ্কগুলি সাধারণত বিভিন্ন ধরনের গাড়ির লোনের অফার নিয়ে আসে। যাতে গ্রাহকদের আকৃষ্ট করতে পারে, যারা গাড়ি কেনার জন্য আগ্রহী। প্রতিযোগিতামূলক সুদের হারের ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং আইসিআইসিআই ব্যাঙ্ক৷
এই সকল ব্যাঙ্ক থেকে গাড়ির লোন নিয়ে কেনা যেতে পারে নিজেদের পছন্দের গাড়ি। Bankbazaar.com দ্বারা সংকলিত তথ্য অনুসারে, এই ব্যাঙ্কগুলি বর্তমানে ৮.৭০% থেকে ৯.১০% পর্যন্ত সুদের হারে চার বছরের জন্য ১০ লক্ষ টাকার গাড়ির লোন দিচ্ছে৷
এই সকল ব্যাঙ্ক থেকে গাড়ির লোন নিয়ে কেনা যেতে পারে নিজেদের পছন্দের গাড়ি। Bankbazaar.com দ্বারা সংকলিত তথ্য অনুসারে, এই ব্যাঙ্কগুলি বর্তমানে ৮.৭০% থেকে ৯.১০% পর্যন্ত সুদের হারে চার বছরের জন্য ১০ লক্ষ টাকার গাড়ির লোন দিচ্ছে৷
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে ৮.৭০% সুদের হার অফার করছে। এর জন্য প্রতি মাসে ২৪,৫৬৫ টাকা করে ইএমআই দিতে হবে। ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ৮.৭৫% সুদের হারের গাড়ির লোন দিচ্ছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক একই সুদের হার অফার করে। এই ব্যাঙ্কগুলি থেকে গাড়ির লোনের জন্য প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৫৮৭ টাকা।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে ৮.৭০% সুদের হার অফার করছে। এর জন্য প্রতি মাসে ২৪,৫৬৫ টাকা করে ইএমআই দিতে হবে। ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ৮.৭৫% সুদের হারের গাড়ির লোন দিচ্ছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক একই সুদের হার অফার করে। এই ব্যাঙ্কগুলি থেকে গাড়ির লোনের জন্য প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৫৮৭ টাকা।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৮.৮৫% সুদের হার অফার করে। এর ফলে ফলে ১০ লক্ষ টাকার চার বছরের গাড়ির লোনের জন্য প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৬৩২ টাকা। ব্যাঙ্ক অফ বরোদা ৮.৯০ সুদের হার অফার করে। এর জন্য প্রতি মাসে ২৪,৬৫৫ টাকা ইএমআই দিতে হবে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৮.৮৫% সুদের হার অফার করে। এর ফলে ফলে ১০ লক্ষ টাকার চার বছরের গাড়ির লোনের জন্য প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৬৩২ টাকা। ব্যাঙ্ক অফ বরোদা ৮.৯০ সুদের হার অফার করে। এর জন্য প্রতি মাসে ২৪,৬৫৫ টাকা ইএমআই দিতে হবে।
আইসিআইসিআই ব্যাঙ্ক ৯.১০%-এর সামান্য বেশি সুদের হারে গাড়ির লোন অফার করে। এর জন্য প্রতি মাসে ২৪,৭৪৫ টাকা ইএমআই দিতে হবে। অ্যাক্সিস ব্যাঙ্ক ৯.৩০% সুদের হারে ১০ লক্ষ টাকার গাড়ির লোন অফার করছে, যার ফলে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৮৩৫ টাকা। এইচডিএফসি ব্যাঙ্ক প্রতি মাসে ২৪,৮৮১ টাকার ইএমআই সহ ৯.৪০% সুদে ১০ লক্ষ টাকার গাড়ির লোন অফার করে৷
আইসিআইসিআই ব্যাঙ্ক ৯.১০%-এর সামান্য বেশি সুদের হারে গাড়ির লোন অফার করে। এর জন্য প্রতি মাসে ২৪,৭৪৫ টাকা ইএমআই দিতে হবে। অ্যাক্সিস ব্যাঙ্ক ৯.৩০% সুদের হারে ১০ লক্ষ টাকার গাড়ির লোন অফার করছে, যার ফলে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৮৩৫ টাকা। এইচডিএফসি ব্যাঙ্ক প্রতি মাসে ২৪,৮৮১ টাকার ইএমআই সহ ৯.৪০% সুদে ১০ লক্ষ টাকার গাড়ির লোন অফার করে৷
এক নজরে দেখে নেওয়া যাক ১০ লক্ষ টাকার গাড়ির লোণে কোন ব্যাঙ্কের সুদের হার কত এবং প্রতি মাসে কত টাকা ইএমআই দিতে হবে -
এক নজরে দেখে নেওয়া যাক ১০ লক্ষ টাকার গাড়ির লোণে কোন ব্যাঙ্কের সুদের হার কত এবং প্রতি মাসে কত টাকা ইএমআই দিতে হবে –
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৮.৭০% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৫৬৫ টাকা।- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৮.৭৫% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৫৮৭ টাকা।

- ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৮.৮৫% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৬৩২ টাকা।
– ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৮.৭০% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৫৬৫ টাকা।
– স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৮.৭৫% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৫৮৭ টাকা।
– ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৮.৮৫% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৬৩২ টাকা।
- ব্যাঙ্ক অফ বরোদায় ৮.৯০% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৬৫৫ টাকা।- আইসিআইসিআই ব্যাঙ্কে ৯.১০% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৭৪৫ টাকা।

- অ্যাক্সিস ব্যাঙ্কে ৯.৩০% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৮৩৫ টাকা।

- এইচডিএফসি ব্যাঙ্কে ৯.৪০% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৮৮১ টাকা।
– ব্যাঙ্ক অফ বরোদায় ৮.৯০% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৬৫৫ টাকা।
– আইসিআইসিআই ব্যাঙ্কে ৯.১০% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৭৪৫ টাকা।
– অ্যাক্সিস ব্যাঙ্কে ৯.৩০% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৮৩৫ টাকা।
– এইচডিএফসি ব্যাঙ্কে ৯.৪০% সুদের হারে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৪,৮৮১ টাকা।
এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে, এখানে উল্লিখিত সুদের হারগুলি ব্যাঙ্কের শর্তাবলীর উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে৷ নিউজ 18 বাংলা ২৩ এপ্রিল ব্যাঙ্কগুলির ওয়েবসাইট থেকে এই ডেটা সংগ্রহ করেছে। EMI-এর গণনায় চার বছরের মেয়াদ সহ ১০ লক্ষ টাকার ঋণের পরিমাণের উপর ভিত্তি করে প্রক্রিয়াকরণ এবং অন্যান্য চার্জ ধরে নেওয়া হয়।
এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে, এখানে উল্লিখিত সুদের হারগুলি ব্যাঙ্কের শর্তাবলীর উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে৷ নিউজ 18 বাংলা ২৩ এপ্রিল ব্যাঙ্কগুলির ওয়েবসাইট থেকে এই ডেটা সংগ্রহ করেছে। EMI-এর গণনায় চার বছরের মেয়াদ সহ ১০ লক্ষ টাকার ঋণের পরিমাণের উপর ভিত্তি করে প্রক্রিয়াকরণ এবং অন্যান্য চার্জ ধরে নেওয়া হয়।

Bank Holiday: রাত পোহালেই অক্ষয় তৃতীয়া, আগামিকাল ব্যাঙ্ক কি বন্ধ থাকবে? দেখে নিন RBI-এর ছুটির তালিকা

আগামী ১০ মে অর্থাৎ শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া। তবে সকলের মনেই প্রশ্ন জাগছে যে, এই পবিত্র উৎসবের দিনে ব্যাঙ্কগুলি খোলা থাকবে কি না? তাহলে এর উত্তরটা সবিস্তারেই জানানো যাক।
আগামী ১০ মে অর্থাৎ শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া। তবে সকলের মনেই প্রশ্ন জাগছে যে, এই পবিত্র উৎসবের দিনে ব্যাঙ্কগুলি খোলা থাকবে কি না? তাহলে এর উত্তরটা সবিস্তারেই জানানো যাক।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) যে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ্যে এনেছে, তাতে দেখা যাচ্ছে যে, আগামী ১০ মে, ২০২৪ তারিখে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ব্যাঙ্ক খোলাই থাকবে। তবে শুধুমাত্র একটা রাজ্যেই ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) যে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ্যে এনেছে, তাতে দেখা যাচ্ছে যে, আগামী ১০ মে, ২০২৪ তারিখে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ব্যাঙ্ক খোলাই থাকবে। তবে শুধুমাত্র একটা রাজ্যেই ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে।
১০ মে:আরবিআই-এর ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১০ মে, ২০২৪ তারিখ অর্থাৎ শুক্রবার উদযাপিত হবে অক্ষয় তৃতীয়া/ বাসব জয়ন্তী। ফলে এই উৎসব উপলক্ষে বেঙ্গালুরুতে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
১০ মে:
আরবিআই-এর ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১০ মে, ২০২৪ তারিখ অর্থাৎ শুক্রবার উদযাপিত হবে অক্ষয় তৃতীয়া/ বাসব জয়ন্তী। ফলে এই উৎসব উপলক্ষে বেঙ্গালুরুতে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
-১১ মে:১১ মে হল আবার মাসের দ্বিতীয় শনিবার। আর সেই কারণে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

-১২ মে:
১২ মে রবিবার, সেই কারণে সমস্ত ব্যাঙ্কই বন্ধ থাকবে।
-১১ মে:
১১ মে হল আবার মাসের দ্বিতীয় শনিবার। আর সেই কারণে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-১২ মে:
১২ মে রবিবার, সেই কারণে সমস্ত ব্যাঙ্কই বন্ধ থাকবে।
-১৬ মে:১৬ মে স্টেট ডে উদযাপিত হবে। সেই উপলক্ষে গ্যাংটকের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-

১৯ মে:
রবিবার হওয়ার কারণে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-১৬ মে: ১৬ মে স্টেট ডে উদযাপিত হবে। সেই উপলক্ষে গ্যাংটকের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। – ১৯ মে: রবিবার হওয়ার কারণে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ মে:আগামী ২০ মে লোকসভা সাধারণ নির্বাচনের কারণে বেলাপুর এবং মুম্বইয়ের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ মে:
আগামী ২০ মে লোকসভা সাধারণ নির্বাচনের কারণে বেলাপুর এবং মুম্বইয়ের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ মে:বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেহরাদুন, ইটানগর, জম্মু, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা এবং শ্রীনগরের মতো রাজ্যগুলিতে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
২৩ মে:
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেহরাদুন, ইটানগর, জম্মু, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা এবং শ্রীনগরের মতো রাজ্যগুলিতে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
চলতি মাসে কোন রাজ্যে কবে ছুটি, সেই সংক্রান্ত বিষয়ে আরবিআই-এর তালিকা:
চলতি মাসে কোন রাজ্যে কবে ছুটি, সেই সংক্রান্ত বিষয়ে আরবিআই-এর তালিকা:
-আগরতলা: ২৩ মে এবং ২৫ মে আহমেদাবাদ: ৭ মে
আইজল: ২৩ মে
ইম্ফল: ১ মে
ইটানগর: ২৩ মে
কানপুর: ২৩ মে
কোচি: ১ মে
কলকাতা: ১ মে, ৮ মে এবং ২৩ মে
গ্যাংটক: ১৬ মে
গুয়াহাটি: ১ মে
চণ্ডীগড়: ২৩ মে
চেন্নাই: ১ মে
-আগরতলা: ২৩ মে এবং ২৫ মে
আহমেদাবাদ: ৭ মে
আইজল: ২৩ মে
ইম্ফল: ১ মে
ইটানগর: ২৩ মে
কানপুর: ২৩ মে
কোচি: ১ মে
কলকাতা: ১ মে, ৮ মে এবং ২৩ মে
গ্যাংটক: ১৬ মে
গুয়াহাটি: ১ মে
চণ্ডীগড়: ২৩ মে
চেন্নাই: ১ মে
জম্মু: ২৩ মেতিরুঅনন্তপুরম: ১ মে
দেহরাদুন: ২৩ মে
নয়াদিল্লি: ২৩ মে
নাগপুর: ১ মে এবং ২৩ মে
পটনা: ১ মে
পানাজি: ১ মে এবং ৭ মে
বেঙ্গালুরু: ১ মে এবং ১০ মে
বেলাপুর: ১ মে, ২০ মে এবং ২৩ মে
ভোপাল: ২৩ মে
মুম্বই: ১ মে, ২০ মে এবং ২৩ মে
রাঁচি: ২৩ মে
রায়পুর: ২৩ মে
লখনউ: ২৩ মে
শ্রীনগর: ২৩ মে
শিমলা: ২৩ মে
হায়দরাবাদ - অন্ধ্রপ্রদেশ: ১ মে
হায়দরাবাদ - তেলঙ্গানা: ১ মে
জম্মু: ২৩ মে
তিরুঅনন্তপুরম: ১ মে
দেহরাদুন: ২৩ মে
নয়াদিল্লি: ২৩ মে
নাগপুর: ১ মে এবং ২৩ মে
পটনা: ১ মে
পানাজি: ১ মে এবং ৭ মে
বেঙ্গালুরু: ১ মে এবং ১০ মে
বেলাপুর: ১ মে, ২০ মে এবং ২৩ মে
ভোপাল: ২৩ মে
মুম্বই: ১ মে, ২০ মে এবং ২৩ মে
রাঁচি: ২৩ মে
রায়পুর: ২৩ মে
লখনউ: ২৩ মে
শ্রীনগর: ২৩ মে
শিমলা: ২৩ মে
হায়দরাবাদ – অন্ধ্রপ্রদেশ: ১ মে
হায়দরাবাদ – তেলঙ্গানা: ১ মে
মে মাসের ছুটির দিন:১ মে: মহারাষ্ট্র দিবস, মে দিবস
৭ মে: লোকসভা সাধারণ নির্বাচন ২০২৪
৮ মে: রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী
১০ মে: বাসব জয়ন্তী/ অক্ষয় তৃতীয়া
১৬ মে: রাজ্য দিবস
২০ মে: লোকসভা সাধারণ নির্বাচন ২০২৪
২৩ মে: বুদ্ধ পূর্ণিমা
২৫ মে: নজরুল জয়ন্তী
মে মাসের ছুটির দিন:
১ মে: মহারাষ্ট্র দিবস, মে দিবস
৭ মে: লোকসভা সাধারণ নির্বাচন ২০২৪
৮ মে: রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী
১০ মে: বাসব জয়ন্তী/ অক্ষয় তৃতীয়া
১৬ মে: রাজ্য দিবস
২০ মে: লোকসভা সাধারণ নির্বাচন ২০২৪
২৩ মে: বুদ্ধ পূর্ণিমা
২৫ মে: নজরুল জয়ন্তী

Akshay Tritiya 2024: সতর্ক না হলেই সর্বনাশ! অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও এই ৫ কাজ নয়! ঘোর অনর্থ ঘটবে সংসারে

চলতি বছর ১০ মে পড়েছে অক্ষয় তৃতীয়া। এই দিনে করা শুভ কাজের ফল কখনও বৃথা না। অক্ষয় তৃতীয়াকে খারাপ ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করার সেরা দিন হিসাবে বিবেচনা করা হয়।

চলতি বছর ১০ মে পড়েছে অক্ষয় তৃতীয়া। এই দিনে করা শুভ কাজের ফল কখনও বৃথা না। অক্ষয় তৃতীয়াকে খারাপ ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করার সেরা দিন হিসাবে বিবেচনা করা হয়।
অক্ষয় তৃতীয়ার দিনে জপ, তপস্যা, দান করলে ভাল ফল পাওয়া যায়। এই দিনে কিছু কাজ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। তবে, কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিন কিছু কাজ করতে নেই। এমনটা বিশ্বাস করা হয় যে এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র্য আসে।

অক্ষয় তৃতীয়ার দিনে জপ, তপস্যা, দান করলে ভাল ফল পাওয়া যায়। এই দিনে কিছু কাজ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। তবে, কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিন কিছু কাজ করতে নেই। এমনটা বিশ্বাস করা হয় যে এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র্য আসে।
অক্ষয় তৃতীয়ার দিন স্নান না করে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং নোংরা হাতে ছুঁলে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে ক্রুদ্ধ হন। তাই এই দিনে শুধু পরিষ্কার হাতে তুলসী স্পর্শ করুন।
অক্ষয় তৃতীয়ার দিন স্নান না করে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং নোংরা হাতে ছুঁলে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে ক্রুদ্ধ হন। তাই এই দিনে শুধু পরিষ্কার হাতে তুলসী স্পর্শ করুন।
অক্ষয় তৃতীয়ার দিন ঘরে ময়লা রাখবেন না। এর ফলে মা লক্ষ্মী ফিরে যাবেন নিজের পায়ে। তাই এই দিনে পুরো ঘরকে খুব পরিষ্কার রাখতে হবে।
অক্ষয় তৃতীয়ার দিন ঘরে ময়লা রাখবেন না। এর ফলে মা লক্ষ্মী ফিরে যাবেন নিজের পায়ে। তাই এই দিনে পুরো ঘরকে খুব পরিষ্কার রাখতে হবে।
এই দিনে বাড়ির মন্দিরের বিশেষ যত্ন নেওয়া উচিত। মাতা লক্ষ্মীর পুজো করার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। পুজোর আগে পুজোর জায়গা ঠিকমতো পরিষ্কার করতে হবে।
এই দিনে বাড়ির মন্দিরের বিশেষ যত্ন নেওয়া উচিত। মাতা লক্ষ্মীর পুজো করার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। পুজোর আগে পুজোর জায়গা ঠিকমতো পরিষ্কার করতে হবে।
অক্ষয় তৃতীয়ায় সোনা ও রৌপ্য কেনা শুভ। তবে এই দিনে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র কেনা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এতে রাহুর প্রভাব বাড়ে এবং ঘরে দারিদ্র্য আসে।
অক্ষয় তৃতীয়ায় সোনা ও রৌপ্য কেনা শুভ। তবে এই দিনে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র কেনা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এতে রাহুর প্রভাব বাড়ে এবং ঘরে দারিদ্র্য আসে।
অক্ষয় তৃতীয়ার দিনটি খুব শুভ এবং দেবী লক্ষ্মীকে উত্সর্গীকৃত। এই দিনে লবণ, পেঁয়াজ, রসুন, মাংস এবং অ্যালকোহল ভুল করেও খাওয়া উচিত নয়। এতে ঘরে দুঃখ ও দারিদ্র্য আসে। ( Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
অক্ষয় তৃতীয়ার দিনটি খুব শুভ এবং দেবী লক্ষ্মীকে উত্সর্গীকৃত। এই দিনে লবণ, পেঁয়াজ, রসুন, মাংস এবং অ্যালকোহল ভুল করেও খাওয়া উচিত নয়। এতে ঘরে দুঃখ ও দারিদ্র্য আসে। ( Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)

Akshay Tritiya 2024: ১০০ বছর পর গজকেশরী যোগ, অক্ষয় তৃতীয়ায় ‘মালামাল’, হবে টাকার বৃষ্টি! ধন-সম্পদে ভরবে ঘর

হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। এইবছরে ১০ মে অক্ষয় তৃতীয়ার দিনে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে৷
হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। এইবছরে ১০ মে অক্ষয় তৃতীয়ার দিনে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে৷
১০০ বছর পর অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশরী যোগ এবং ধন যোগ গঠিত হচ্ছে। অন্যদিকে, এই দিনে মেষ রাশিতে সূর্য ও শুক্রের মিলন রয়েছে, যার কারণে শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে। এর সঙ্গে ধন যোগ মীন রাশিতে মঙ্গল ও বুধের সংমিশ্রণে, শনি যোগ মূল ত্রিভুজ রাশি কুম্ভে থাকার কারণে, মালব্য রাজযোগ গঠিত হয় মঙ্গল রাশিতে থাকার কারণে এবং গজকেশরী যোগের কারণে। বৃষ রাশিতে চন্দ্র ও বৃহস্পতির মিলনের ফলে গঠিত হয়।
১০০ বছর পর অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশরী যোগ এবং ধন যোগ গঠিত হচ্ছে। অন্যদিকে, এই দিনে মেষ রাশিতে সূর্য ও শুক্রের মিলন রয়েছে, যার কারণে শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে। এর সঙ্গে ধন যোগ মীন রাশিতে মঙ্গল ও বুধের সংমিশ্রণে, শনি যোগ মূল ত্রিভুজ রাশি কুম্ভে থাকার কারণে, মালব্য রাজযোগ গঠিত হয় মঙ্গল রাশিতে থাকার কারণে এবং গজকেশরী যোগের কারণে। বৃষ রাশিতে চন্দ্র ও বৃহস্পতির মিলনের ফলে গঠিত হয়।
এই দিনে সোনা ও রৌপ্যের গহনা কেনার এবং দেবী লক্ষ্মীর বিশেষ পূজা করার প্রথা রয়েছে, ধর্মীয় বিশ্বাস অনুসারে, সোনা ও রূপার জিনিসপত্র ক্রয় করা মানুষের জীবনে সর্বদা সুখ ও ধন নিয়ে আসে। গজকেশরী যোগকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হয়। জয়পুর, যোধপুর ব্যাস জানান, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া ১০ মে। একে অক্ষয় তৃতীয়া ও অখা তীজ বলা হয়।
এই দিনে সোনা ও রৌপ্যের গহনা কেনার এবং দেবী লক্ষ্মীর বিশেষ পূজা করার প্রথা রয়েছে, ধর্মীয় বিশ্বাস অনুসারে, সোনা ও রূপার জিনিসপত্র ক্রয় করা মানুষের জীবনে সর্বদা সুখ ও ধন নিয়ে আসে। গজকেশরী যোগকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হয়। জয়পুর, যোধপুর ব্যাস জানান, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া ১০ মে। একে অক্ষয় তৃতীয়া ও অখা তীজ বলা হয়।
এই দিনে করা জপ, তপস্যা, জ্ঞান, স্নান, দান, হোম ইত্যাদি চিরন্তন থাকে। এই কারণে এটিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় তৃতীয়ার দিনটিকে বিবাহের জন্য শুভ সময় বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে, এই দিনে শুভকাজ, বিবাহ, স্বর্ণ ও রৌপ্য কেনা, নতুন কার্যক্রম শুরু করা ইত্যাদি কোনও শুভ সময় ছাড়াই করা যায়। এই দিনে দান করলে অক্ষয় পুণ্য পাওয়া যায়।
এই দিনে করা জপ, তপস্যা, জ্ঞান, স্নান, দান, হোম ইত্যাদি চিরন্তন থাকে। এই কারণে এটিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় তৃতীয়ার দিনটিকে বিবাহের জন্য শুভ সময় বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে, এই দিনে শুভকাজ, বিবাহ, স্বর্ণ ও রৌপ্য কেনা, নতুন কার্যক্রম শুরু করা ইত্যাদি কোনও শুভ সময় ছাড়াই করা যায়। এই দিনে দান করলে অক্ষয় পুণ্য পাওয়া যায়।
পঞ্চাং অনুসারে, এই বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ১০ মে ভোর ৪:১৭ মিনিটে শুরু হবে এবং ১১ মে ভোর ২:৫০ মিনিটে শেষ হবে। উদয়তিথি অনুসারে, অক্ষয় তৃতীয়ার উত্সব ১০ মে ২০২৪-এ উদযাপিত হবে। ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন সকাল ৫টা ৩৩ মিনিট থেকে দুপুর ১২টা ১৮ মিনিট পর্যন্ত পুজো হবে।
পঞ্চাং অনুসারে, এই বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ১০ মে ভোর ৪:১৭ মিনিটে শুরু হবে এবং ১১ মে ভোর ২:৫০ মিনিটে শেষ হবে। উদয়তিথি অনুসারে, অক্ষয় তৃতীয়ার উত্সব ১০ মে ২০২৪-এ উদযাপিত হবে। ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন সকাল ৫টা ৩৩ মিনিট থেকে দুপুর ১২টা ১৮ মিনিট পর্যন্ত পুজো হবে।
ডাঃ অনীশ ব্যাস জানান, এই শুভ উৎসবে তীর্থস্থানে স্নান করার রীতি রয়েছে। শাস্ত্রে বলা আছে যে, অক্ষয় তৃতীয়ায় তীর্থস্নান করলে জ্ঞাতসারে বা অজান্তে করা সমস্ত পাপ দূর হয়। এতে সব ধরনের ত্রুটি দূর হয়। এটিকে ঐশ্বরিক স্নানও বলা হয়, যদি আপনি পবিত্র স্নান করতে না পারেন তবে আপনি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে স্নান করতে পারেন। এতে করে পবিত্র স্নান করার পুণ্যও পাওয়া যায়।
ডাঃ অনীশ ব্যাস জানান, এই শুভ উৎসবে তীর্থস্থানে স্নান করার রীতি রয়েছে। শাস্ত্রে বলা আছে যে, অক্ষয় তৃতীয়ায় তীর্থস্নান করলে জ্ঞাতসারে বা অজান্তে করা সমস্ত পাপ দূর হয়। এতে সব ধরনের ত্রুটি দূর হয়। এটিকে ঐশ্বরিক স্নানও বলা হয়, যদি আপনি পবিত্র স্নান করতে না পারেন তবে আপনি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে স্নান করতে পারেন। এতে করে পবিত্র স্নান করার পুণ্যও পাওয়া যায়।
দানের মাধ্যমে অক্ষয় পুণ্য পাওয়া যায়৷ ডা. অনীশ ব্যাস বলেন, অক্ষয় তৃতীয়ায় ঘড়ি, কলশ, পাখা, ছাতা, চাল, ডাল, ঘি, চিনি, ফল, বস্ত্র, সত্তু, শসা, তরমুজ ও দক্ষিণা দান করতে হবে। অজানা শুভ সময়ের কারণে, এই দিনটিকে নতুন গৃহ নির্মাণ, গৃহস্থাপন, দেবতার পবিত্রতা প্রভৃতি শুভ কাজের জন্যও বিশেষ হিসাবে বিবেচনা করা হয়।এই দিনে সুগন্ধি এবং জল দান করা শুভ।
দানের মাধ্যমে অক্ষয় পুণ্য পাওয়া যায়৷ ডা. অনীশ ব্যাস বলেন, অক্ষয় তৃতীয়ায় ঘড়ি, কলশ, পাখা, ছাতা, চাল, ডাল, ঘি, চিনি, ফল, বস্ত্র, সত্তু, শসা, তরমুজ ও দক্ষিণা দান করতে হবে। অজানা শুভ সময়ের কারণে, এই দিনটিকে নতুন গৃহ নির্মাণ, গৃহস্থাপন, দেবতার পবিত্রতা প্রভৃতি শুভ কাজের জন্যও বিশেষ হিসাবে বিবেচনা করা হয়।এই দিনে সুগন্ধি এবং জল দান করা শুভ।
ডা. অনীশ ব্যাস জানান, অক্ষয় তৃতীয়ার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির পর প্রথমে বাড়িতে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করুন। এর পর কাঁচা গরুর দুধে জাফরান মিশিয়ে দক্ষিণাবর্তি শঙ্খ ভরে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর মূর্তিতে অভিষেক করুন। ভগবান বিষ্ণু ও লক্ষ্মীকে লাল-হলুদ উজ্জ্বল বস্ত্র অর্পণ করুন। ফুল, সুগন্ধি ইত্যাদি নিবেদন করুন। এই দিনে অশত্থ গাছে জল নিবেদন করুন।
ডা. অনীশ ব্যাস জানান, অক্ষয় তৃতীয়ার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির পর প্রথমে বাড়িতে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করুন। এর পর কাঁচা গরুর দুধে জাফরান মিশিয়ে দক্ষিণাবর্তি শঙ্খ ভরে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর মূর্তিতে অভিষেক করুন। ভগবান বিষ্ণু ও লক্ষ্মীকে লাল-হলুদ উজ্জ্বল বস্ত্র অর্পণ করুন। ফুল, সুগন্ধি ইত্যাদি নিবেদন করুন। এই দিনে অশত্থ গাছে জল নিবেদন করুন।

Akshay Tritiya : অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ির দরজায় এই কাজটি করে রাখুন, ফলাফল পাবেন হাতেনাতে

১০ মে শুক্রবার দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এবং এই দিনে গজকিশোরী যোগ এবং ধনযোগ তৈরি হওয়ার ফলে যে কোনও কাজে সঠিক টোটকা জানলে সেই কাজের ব্যাপক গুরুত্ব লাভ করা যায়।
১০ মে শুক্রবার দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এবং এই দিনে গজকিশোরী যোগ এবং ধনযোগ তৈরি হওয়ার ফলে যে কোনও কাজে সঠিক টোটকা জানলে সেই কাজের ব্যাপক গুরুত্ব লাভ করা যায়।
অক্ষয় তৃতীয়ার দিনেই বাড়ির আর্থিক উন্নয়নের জন্য এছাড়াও বাড়িতে যদি বাস্তবতা সমস্যা থাকে সেক্ষেত্রেও এই কাজটি করলে অনেকটাই সমস্যার সমাধান হবে বলে জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
অক্ষয় তৃতীয়ার দিনেই বাড়ির আর্থিক উন্নয়নের জন্য এছাড়াও বাড়িতে যদি বাস্তবতা সমস্যা থাকে সেক্ষেত্রেও এই কাজটি করলে অনেকটাই সমস্যার সমাধান হবে বলে জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
বাড়িতে যদি বাস্তবত সমস্যা থাকে এবং বাড়ির আর্থিক উন্নয়ন একদমই থমকে যায় অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটি করলে সমস্যার সমাধান হতে পারে বলে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
বাড়িতে যদি বাস্তবত সমস্যা থাকে এবং বাড়ির আর্থিক উন্নয়ন একদমই থমকে যায় অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটি করলে সমস্যার সমাধান হতে পারে বলে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
অক্ষয় তৃতীয়ার দিন সকালে ২১ টি আম পাতা নিয়ে সেটি দড়ির মধ্যে একটি তোরণ বানাতে হবে। এরপর সেটিকে বাড়ির যে মেইন দরজাটি রয়েছে সেই দরজার উপরে টাঙিয়ে দিতে হবে।
অক্ষয় তৃতীয়ার দিন সকালে ২১ টি আম পাতা নিয়ে সেটি দড়ির মধ্যে একটি তোরণ বানাতে হবে। এরপর সেটিকে বাড়ির যে মেইন দরজাটি রয়েছে সেই দরজার উপরে টাঙিয়ে দিতে হবে।
এর ফলে তিনি জানাচ্ছেন সারা বছর গোটা বাড়ি জুড়ে একটি ইতিবাচক শক্তি কাজ করবে। এবং আর্থিক দিক থেকে উন্নতি হবে। এছাড়াও বাস্তবতা যদি কোনও সমস্যা থাকে সেটিও কেটে যাবে।
এর ফলে তিনি জানাচ্ছেন সারা বছর গোটা বাড়ি জুড়ে একটি ইতিবাচক শক্তি কাজ করবে। এবং আর্থিক দিক থেকে উন্নতি হবে। এছাড়াও বাস্তবতা যদি কোনও সমস্যা থাকে সেটিও কেটে যাবে।
সামনে অক্ষয় তৃতীয়া, আর এই দিনে একাধিক শুভ কাজের উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন পুজো পাঠ, যাত্রা, গমন ইত্যাদির সূচনা করে থাকি আমরা।
সামনে অক্ষয় তৃতীয়া, আর এই দিনে একাধিক শুভ কাজের উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন পুজো পাঠ, যাত্রা, গমন ইত্যাদির সূচনা করে থাকি আমরা।

Akshay Tritiya 2024: ১০০ বছর পর অক্ষয় তৃতীয়ায় দুর্লভ যোগ! ভুল করেও করবেন না এই ৫ কাজ, হবে চরম সর্বনাশ! বিরাট পস্তাবেন

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়ার উৎসব। এই দিনটিকে অক্ষয় মুহুর্ত হিসেবে ধরা হয়। শাস্ত্রে একে ঐশ্বরিক তিথি বলা হয়। বিশ্বাস অনুসারে, ধনতেরসের মতো অক্ষয় তৃতীয়ার দিনে সোনা এবং অন্যান্য অনেক জিনিস কেনা শুভ ফল দেয়।
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়ার উৎসব। এই দিনটিকে অক্ষয় মুহুর্ত হিসেবে ধরা হয়। শাস্ত্রে একে ঐশ্বরিক তিথি বলা হয়। বিশ্বাস অনুসারে, ধনতেরসের মতো অক্ষয় তৃতীয়ার দিনে সোনা এবং অন্যান্য অনেক জিনিস কেনা শুভ ফল দেয়।
এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে শুক্রবার পালিত হবে। অক্ষয় তৃতীয়ার দিনে দান এবং কেনাকাটার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। এই দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করা হয়। আপনি কেনাকাটার পাশাপাশি বাড়িতে শুভ কাজ করতে পারেন৷
এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে শুক্রবার পালিত হবে। অক্ষয় তৃতীয়ার দিনে দান এবং কেনাকাটার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। এই দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করা হয়। আপনি কেনাকাটার পাশাপাশি বাড়িতে শুভ কাজ করতে পারেন৷
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই দিনে দান এবং কেনাকাটার যেমন বিশেষ তাৎপর্য রয়েছে, তেমনি শাস্ত্রে এমন অনেক কাজ রয়েছে যা এই দিনে করতে নিষেধ করা হয়েছে। এতে করে বিরাট ক্ষতির মুখে পড়তে পারেন৷
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই দিনে দান এবং কেনাকাটার যেমন বিশেষ তাৎপর্য রয়েছে, তেমনি শাস্ত্রে এমন অনেক কাজ রয়েছে যা এই দিনে করতে নিষেধ করা হয়েছে। এতে করে বিরাট ক্ষতির মুখে পড়তে পারেন৷
অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও অ্যালকোহল বা মাংস খাবেন না এতে চরম ক্ষতি হতে পারে৷ এই দিনে যে কোনও গরীব বা অভাবীকে দান করা ভাল। আপনি যদি বাড়িতে বা মন্দিরে যাওয়ার পরে কোনও অভাবী ব্যক্তিকে দেখেন তবে আপনার অবশ্যই আপনার ইচ্ছা শক্তি অনুসারে তাকে দান করা উচিত।
অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও অ্যালকোহল বা মাংস খাবেন না এতে চরম ক্ষতি হতে পারে৷ এই দিনে যে কোনও গরীব বা অভাবীকে দান করা ভাল। আপনি যদি বাড়িতে বা মন্দিরে যাওয়ার পরে কোনও অভাবী ব্যক্তিকে দেখেন তবে আপনার অবশ্যই আপনার ইচ্ছা শক্তি অনুসারে তাকে দান করা উচিত।
অক্ষয় তৃতীয়ার দিনে বড়দের অসম্মান করবেন না । এছাড়াও এই দিনে অন্যকে মিথ্যা কথা বলা এবং গালি দেওয়া থেকে বিরত থাকুন। এগুলি না মেনে চললে জীবনে খারাপ প্রভাব পড়বে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
অক্ষয় তৃতীয়ার দিনে বড়দের অসম্মান করবেন না । এছাড়াও এই দিনে অন্যকে মিথ্যা কথা বলা এবং গালি দেওয়া থেকে বিরত থাকুন। এগুলি না মেনে চললে জীবনে খারাপ প্রভাব পড়বে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)