Tag Archives: Vidyasagar birth anniversary

West Medinipur News: এখানে বিদ্যাসাগরের জন্ম ও প্রয়াণ দিবস পালন হয় বাংলা মাস ধরে, জানেন কোথায়?

পশ্চিম মেদিনীপুর: বাংলা বর্ণমালার শ্রষ্ঠা তিনি। জন্মেছেন এই বাংলায়। বাংলায় শিক্ষা, সমাজ সংস্কারে যার ভূমিকা ছিল সবার আগে। তিনি মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুধু বাংলার নয় ভারতবর্ষের শিক্ষা সংস্কারে যার ভূমিকা ছিল অগ্রভাগে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। মহামানব বিদ্যাসাগরের জন্মদিন এবং প্রয়াণ দিবসকে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। ইংরেজি মাসের দিনকেই প্রধান ধরে জন্ম এবং মৃত্যুদিন পালন করে বহু সংগঠন, প্রতিষ্ঠানগুলি।

তবে জানেন কি, এখানে ইংরেজি দিন ধরে পালন করা হয় না বিদ্যাসাগরের জন্ম কিংবা প্রয়াণ দিবস। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা, প্রত্যন্ত গ্রাম বীরসিংহের জন্মেছিলেন সিংহশিশু বিদ্যাসাগর। ছোটবেলায় এই গ্রামে কেটেছে বিদ্যাসাগরের। যদিও বীরসিংহ হুগলি জেলার অধীনে থাকলেও বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত। ছোটবেলায় কালীকান্তের পাঠশালায় পাঠগ্রহণের পর উচ্চশিক্ষার জন্য তিনি চলে আসেন কলকাতায়। তবে এখনও এই গ্রামে প্রতিবছর একাধিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে জন্ম দিবস এবং প্রয়াণ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

তবে জানেন এই গ্রামে ইংরেজি ক্যালেন্ডারের দিন ধরে পালন করা হয় না বিদ্যাসাগরের জন্ম ও প্রয়াণ দিবস। আগে ইংরেজি দিন ধরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও বর্তমানে বেশ কয়েক বছর ধরে দিনটিকে শ্রদ্ধার সঙ্গে বাংলা ক্যালেন্ডারের সাল ,তারিখ অনুযায়ী পালন করা হয়। বিদ্যাসাগরের জন্ম ১২ আশ্বিন এবং প্রয়াণ দিবস ১৩ শ্রাবণ। বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন সমাজ সংস্কারকও। বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন ‘দয়ার সাগর’ নামে। বিদ্যাসাগরের এই গ্রামে প্রতিবছর দুই বাংলা মাসের দিন পালিত হয়। বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের সম্পাদক শক্তিপদ বেরা বলেন, যেহেতু বিদ্যাসাগর বাংলার মানুষ, বাংলায় জন্ম তাই তার জন্মদিন এবং প্রয়াণ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বাংলা মাস হিসেবে।

রঞ্জন চন্দ

Vidyasagar Birth Anniversary: জেলার সমস্ত স্কুলে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসানোর সিদ্ধান্ত নিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

পশ্চিম মেদিনীপুরঃ বিদ্যাসাগরের ২০৫তম জন্ম শতবর্ষকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। ২১ জুন জেলা পরিষদের শিক্ষা স্থায়ী সমিতিতে এই মর্মে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ NAAC-এর মূল্যায়নে দেশের প্রথম শ্রেণীর শিক্ষায়তনের তালিকায় চন্দননগর কলেজ

ইতিমধ্যে বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটাল মহকুমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, শিক্ষা দফতরের আধিকারিকদের নিয়ে শুরু হয়েছে বৈঠক। পরবর্তী সময়ে জেলার অন্যান্য মহকুমা গুলিতেও এই কর্মসূচি পালিত হবে জানিয়েছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র।

উল্লেখ‍্য ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে ১৮২০ সালে ২৬ শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার ২০৫ তম জন্ম শতবার্ষিকী পালন শুরু হচ্ছে আর তাই সারা জেলা জুড়ে এই কর্মসূচি নিতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এহেন উদ্যোগে খুশি সকলেই।