Tag Archives: Vietnam

Vietnam Flood : টাইফুনের তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতি ভিয়েতনামে, মৃত ১৪১, ফ্ল্যাশফ্লাডে নিশ্চিহ্ন গোটা গ্রাম

হ্যানয় : প্রবল ঝড় এবং বৃষ্টিতে বেসামাল ভিয়েতনাম৷ ফ্ল্যাশ ফ্লাডের প্রভাবে নিশ্চিহ্ন হয়ে গেল একটি গোটা গ্রাম৷ দেশে মৃতের সংখ্যা ১৪১ ছুঁয়ে ফেলল৷ নিখোঁজ একাধিক৷

ঝড়ের পূর্বাভাস ছিল৷ আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, প্রবল শক্তিতে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বেগে টাইফুন ইয়াগি আছড়ে পড়েছিল ভিয়েতনামে৷ রবিবার ইয়াগির শক্তি কমেও যায়৷ তবে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছিল৷ কাই-প্রদেশে সেটাই বিপদ ডেকে আনে৷ জানা গিয়েছে, ভিয়েতনামের এই অংশে ঝড়ের প্রভাবে যা না ক্ষতি হয়েছে, তার থেকে বেশি ক্ষতি হয়েছে মাত্রাতিরিক্ত বৃষ্টি এবং তার কারণে হওয়া ফ্ল্যাশ ফ্লাডে৷

আরও খবর : সিরিয়ায় ইজরায়েলি হামলা, মৃত ১৪, ক্রমশ কি জটিল হচ্ছে মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি?

রবিবার ঝড়ের শক্তি দুর্বল হলেও নাগাড়ে বৃষ্টি হচ্ছিল ভিয়েতনামে৷  তার জেরেই হঠাৎ কাদা মাটি ও পাথর মিশ্রিত জল নেমে আসে পাহাড় থেকে৷ ভাসিয়ে নিয়ে যায় একটা গোটা গ্রামকে৷ ল্যাং নু নামের এই গ্রামে উদ্ধার কাজ শুরু হয়েছে৷ আকস্মিক বন্য়ায় ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিখোঁজ একাধিক৷ সংখ্যাটা প্রায় ৪০৷ গোটা ভিয়েতনামে বন্যা ও ঝড়ের কারণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪১-এ, ৬৯ জন নিখোঁজ, আহত সংখ্যা একশোরও বেশি৷

ইয়াগি ছিল কয়েক দশকের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী টাইফুন। এটি শনিবার ১৪৯ কিলোমিটার (৯২ মাইল প্রতি ঘন্টা) বেগে স্থলভাগে আছড়ে পড়েছিল৷ ঝড় থেকে বাঁচতে সমস্ত ব্যবস্থা নেওয়া হলেও ফ্ল্যাশ ফ্লাডের ব্যাপারে কোনও ধারনাই ছিল না ল্যাং নু গ্রামের বাসিন্দাদের৷

আরও খবর : টাইফুনে নদীতে ভেঙে পড়ল সেতু, তলিয়ে যাচ্ছে যানবাহন! ভিয়েতনামে বিপর্যয়, দেখুন ভিডিও

শেষ খবর অনুযায়ী, বৃষ্টি এখনও হয়ে চলেছে লাও কাই-সহ গোটা ভিয়েতনামে, এবং সেখানকার নদীগুলিও এবার বিপদ সীমা ছুঁয়ে ফেলেছে৷

World News: কমিউনিস্ট দেশ ভিয়েতনামে অর্থ তছরূপের সাজা মৃত্যুদণ্ড! দেখুন কী হল ব্যবসায়ীর

ভিয়েতনাম তার সবচেয়ে বড় অর্থ তছরূপের মামলায় রিয়েল এস্টেট টাইকুন ট্রুয়ং মাই ল্যানকে মৃত্যুদণ্ড দিয়েছে। রিয়েল এস্টেট টাইকুন ট্রুয়ং মাই ল্যানকে বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির মামলায় দক্ষিণ ভিয়েতনামের হো চি মিন শহরের একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। (ছবি- এপি)
ভিয়েতনাম তার সবচেয়ে বড় অর্থ তছরূপের মামলায় রিয়েল এস্টেট টাইকুন ট্রুয়ং মাই ল্যানকে মৃত্যুদণ্ড দিয়েছে। রিয়েল এস্টেট টাইকুন ট্রুয়ং মাই ল্যানকে বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির মামলায় দক্ষিণ ভিয়েতনামের হো চি মিন শহরের একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। (ছবি- এপি)
সে দেশেরসরকারি গণমাধ্যম থান নিয়েন এ তথ্য জানিয়ে। রিয়েল এস্টেট কোম্পানির ৬৭ বছর বয়সী চেয়ারম্যান ট্রুয়ং মাই ল্যানের বিরুদ্ধে ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। যা দেশের ২০২২ সালের জিডিপির প্রায় ৩ শতাংশ। (ছবি- এপি)
সে দেশেরসরকারি গণমাধ্যম থান নিয়েন এ তথ্য জানিয়ে। রিয়েল এস্টেট কোম্পানির ৬৭ বছর বয়সী চেয়ারম্যান ট্রুয়ং মাই ল্যানের বিরুদ্ধে ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। যা দেশের ২০২২ সালের জিডিপির প্রায় ৩ শতাংশ। (ছবি- এপি)
তিনি ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে সাইগন জয়েন্ট স্টক কমার্শিয়াল ব্যাংককে অবৈধভাবে নিয়ন্ত্রণ করেছিলেন, হাজার হাজার শেল কোম্পানির মাধ্যমে এই তহবিলগুলিকে সরিয়ে দিয়েছিলেন এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। (ছবি- এপি)
তিনি ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে সাইগন জয়েন্ট স্টক কমার্শিয়াল ব্যাংককে অবৈধভাবে নিয়ন্ত্রণ করেছিলেন, হাজার হাজার শেল কোম্পানির মাধ্যমে এই তহবিলগুলিকে সরিয়ে দিয়েছিলেন এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। (ছবি- এপি)
২০২২ সালের অক্টোবরে ল্যানের গ্রেফতার ছিল ভিয়েতনামের চলমান দুর্নীতিবিরোধী অভিযানের সবচেয়ে উচ্চ-প্রোফাইল গ্রেফতারগুলির মধ্যে একটি। ২০২২ সাল থেকে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার হয়েছে। (ছবি- এপি)
২০২২ সালের অক্টোবরে ল্যানের গ্রেফতার ছিল ভিয়েতনামের চলমান দুর্নীতিবিরোধী অভিযানের সবচেয়ে উচ্চ-প্রোফাইল গ্রেফতারগুলির মধ্যে একটি। ২০২২ সাল থেকে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার হয়েছে। (ছবি- এপি)
ভিয়েতনামের তথাকথিত দুর্নীতিবিরোধী অভিযান ভিয়েতনামের রাজনীতির সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদেরও আঘাত করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি ভো ভ্যান থুংও এই প্রচারণার সঙ্গে জড়িত থাকার পরে মার্চ মাসে পদত্যাগ করেছিলেন। (ছবি- এপি)
ভিয়েতনামের তথাকথিত দুর্নীতিবিরোধী অভিযান ভিয়েতনামের রাজনীতির সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদেরও আঘাত করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি ভো ভ্যান থুংও এই প্রচারণার সঙ্গে জড়িত থাকার পরে মার্চ মাসে পদত্যাগ করেছিলেন। (ছবি- এপি)

Viral Video: কাফেতে বসা তরুণীর প্রায় গায়ের উপর দিয়ে হুড়মুড়িয়ে চলে গেল ট্রেন ! এই ঘিঞ্জি-সরু রাস্তার টানে ছুটে আসেন দেশ-বিদেশের পর্যটকরা

হ্যানয়, ভিয়েতনাম: কাফেতে বসে ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছিলেন এক তরুণী। আচমকাই ঠিক পাশ দিয়ে হুড়মুড়িয়ে চলে গেল একটি ট্রেন। এমনটা দেখেই যেন গেল গেল রব উঠেছে! না না ভয়ের কারণ নেই, তরুণী দিব্যি বহাল তবিয়তে রয়েছেন। আসলে এমন দৃশ্য আমরা হামেশাই সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি। এটা আসলে ভিয়েতনামের সেই হ্যানয় ট্রেন স্ট্রিটের দৃশ্য! এমনকী এই এলাকাটি গোটা বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুও বটে!

আরও পড়ুন-নারায়ণ মূর্তির ৭০ ঘণ্টা কাজের বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক; তার মাঝেই হাইব্রিড ওয়ার্ক মডেলকে স্বাগত জানানোর কথা বললেন আরেক শিল্পপতি

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটার অ্যাকাউন্ট @gunsnrosesgirl3 এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট livin_lavina_loca থেকে পোস্ট করা হয়েছে দুটি ভিডিও। নিমেষের মধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রেললাইনের প্রায় গায়েই রয়েছে কাফেটি। আর সেই কাফেতে বসে খাবার উপভোগ করে সময় কাটাচ্ছেন তরুণী। এরপর আচমকাই রীতিমতো তাঁর গায়ের উপর দিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে যাচ্ছে একটি ট্রেন।
দেখে নেওয়া যাক এই ভিডিওটিও –

 

View this post on Instagram

 

A post shared by Lav (@livin_lavina_loca)

বিখ্যাত এই রাস্তায় সারি সারি বাড়ির গা বেয়েই চলে গিয়েছে রেললাইন। ঘনবসতিপূর্ণ ওই সংকীর্ণ গলিতেই বাড়িঘরের পাশাপাশি গায়ে গায়ে রয়েছে রেস্তরাঁ-কাফে কিংবা দোকানপাটও। আর সেই সংকীর্ণ জায়গা দিয়েই ট্রেন যাতায়াত করে। ‘ভিয়েতনাম অনলাইন’ নামে একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হ্যানয় ট্রেন স্ট্রিট আদতে ১৯০২ সাল নাগাদ ফরাসি ঔপনিবেশিক শাসনকালে তৈরি করা হয়েছিল। ট্রান ফু এবং ফাং হাং স্ট্রিটের ঠিক মধ্যবর্তী স্থানে রয়েছে এটি। আবার বিখ্যাত হোয়ান কিয়েম হ্রদের থেকে মাত্র দশ মিনিটের হাঁটাপথে এর অবস্থান। রাস্তার বেশির ভাগ অংশ জুড়ে রয়েছে রেলরোড ট্র্যাক। যার দু’পাশে হাঁটার রাস্তা ভয়ঙ্কর রকম সরু। আর এই কারণেই তা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে ফটোগ্রাফারদের জন্য তো এই স্থান একেবারে স্বর্গ! এখানেই শেষ নয়, হ্যানয় ট্রেন স্ট্রিট কিন্তু ‘২০২৩ সালে বিশ্বের সেরা দশ পর্যটক আকর্ষণ’ বিষয়ক সিএনএন-এর তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। তবে এই সমস্ত কিছু সত্ত্বেও এই এলাকায় পর্যটকরা যাতে যেতে না পারেন, তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভিয়েতনাম সরকার। যার জেরে বসানো হয়েছে ব্যারিকেডও।

আরও পড়ুন- আজও রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন, ফিরবে শীতের আমেজ

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিয়েতনামের রাজধানী প্রশাসন ট্রেন স্ট্রিট সাইটে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের দাবি, নিরাপত্তার কথা ভেবেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শহরের পর্যটন দফতর জানিয়েছে, নির্দিষ্ট এই ঘিঞ্জি এলাকায় হামেশাই ভিড় জমান পর্যটকরা। ফলে যান চলাচল ব্যাহত হয়। সেই সঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এর ফলস্বরূপ ওই এলাকায় পর্যটক বিশেষ করে বিদেশি পর্যটকদের না নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পর্যটন সংস্থাগুলিকে।

যদিও ওই রুটে আদৌ দুর্ঘটনা বেড়েছে কি না, তা স্পষ্ট ভাবে বলা হয়নি। তবে সেপ্টেম্বর মাসে একটি ঘটনার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। রেল লাইনের একটি সেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে ওই সময় কোরিয়ার এক পর্যটক রেলওয়ে অ্যান্ড কফি স্ট্রিট এলাকায় ছবি তুলতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন। যার জেরে এলাকায় বসানো হয়েছে ব্যারিকেড।