Tag Archives: Wax Statue

Wax Museum: স্বয়ং ‘নেতাজি’ দাঁড়িয়ে, ‘শাহরুখ’, ‘কোহলীর’ সঙ্গে সেলফি তুলুন! অবাক করা মিউজিয়াম আছে এই বাংলাতেই

পশ্চিম বর্ধমান : এই শহরের চারপাশে কয়লা খনি। সমৃদ্ধ শহর আসানসোল। কিন্তু এই শহর পর্যটকদের খুব বেশি কাছে টানে না। পর্যটকদের একটা বড় অংশের অভিযোগ, এখানে দেখার মত সেই অর্থে কিছুই নেই। তবে এই শহরের এবার নতুন আকর্ষণ হতে চলেছে ওয়াক্স মিউজিয়াম।

শহরের শেষ প্রান্তে রয়েছে মাইথন জলাধার। যেখানে পিকনিকের মরশুমে বেশ ভালই ভিড় হয়। অথবা বিশেষ বিশেষ তিথিতে মানুষের ঢল নামে জেলার দুটি বিখ্যাত মন্দির কল্যানেশ্বরী এবং ঘাগরবুড়িতে।

তবে এই শহরেই পর্যটকদের আকর্ষণের নতুন ঠিকানা তৈরি হয়েছে। ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। তার সৌজন্যে আসানসোলে তৈরি হয়েছে একটি ওয়াক্স মিউজিয়াম। ভাস্কর্য শিল্পী নিজের হাতে এই মিউজিয়ামটি গড়ে তুলেছেন।

দীর্ঘ পরিশ্রমের পর সাজিয়ে তুলেছেন এই মিউজিয়ামটি। কয়েক বছর আগে কয়েকটি মূর্তি নিয়ে এই মিউজিয়ামটি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। তবে বিগত কয়েক বছরে আরও একাধিক নতুন মূর্তি তৈরি করেছেন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়।

আর তার ফলে উত্তরোত্তর এই জায়গাটি পর্যটকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। এখানে গেলে আপনি সামনে থেকে দেখতে পাবেন নেতাজির ওয়াক্স স্ট‍্যাচু। সেলফি তোলার সুযোগ পাবেন ‘অমিতাভ বচ্চন’ অথবা ‘শাহরুখ খানের’ মোমের মূর্তির সঙ্গে।

আরও পড়ুন:  বলুন তো কোন মাছ জলে সাঁতার কাটে, আকাশে ওড়ে, আবার ডাঙায় চলাফেরা করে?

আবার ‘বিরাট কোহলি’র মতো ক্রিকেট তারকার সঙ্গেও সেলফি তোলার সুযোগ পাবেন। উল্লেখ্য,নেতাজির জন্ম দিবসে এখানে নেতাজির মোমের মূর্তি দর্শকদের জন্য খুলে দিয়েছেন শিল্পী। তৈরি হয়েছে লতা মঙ্গেশকরের মোমের মূর্তিও।

তাছাড়াও, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয় কৃষ্ণভক্ত বালক ভাগবত দাস ব্রহ্মচারীর মূর্তি সম্প্রতি তৈরি করেছেন তিনি। লক্ষ্য রয়েছে স্বাধীনতা দিবসের আগে শিল্পপতি রতন টাটার মোমের মূর্তি তৈরি করার। সেই লক্ষ্য নিয়ে কাজও চালিয়ে যাচ্ছেন এই ভাস্কর্য শিল্পী।

আরও পড়ুন:  বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

আসানসোলের মহিশিলা কলোনিতে রয়েছে এই মিউজিয়ামটি রয়েছে। যেখানে গেলে আপনি মাত্র ১০০ টাকার বিনিময়ে টিকিট কেটে বেশ কয়েক ঘণ্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। তাছাড়াও পুরো মিউজিয়ামটি রাজস্থানী শীষমহলের ধাঁচে সাজিয়েছেন শিল্পী। যেটিও একটি দেখার মত জিনিস।

নয়ন ঘোষ

West Bardhaman News: আনন্দের রং মেখে ছবি তুলুন প্রিয় তারকাদের সঙ্গে! এখানে এলে হোলি হবে আরও রঙিন

আসানসোল: রঙের উৎসবের দিন কী করবেন বুঝে উঠতে পারছেন না? কোথায় ঘুরতে যাবেন ঠিক করে উঠতে পারেননি? চলে আসুন আসানসোলে। একদিনের ছোট্ট ছুটিতে ঘুরে যান এই জায়গা থেকে। এখানে এলে আপনার হোলির আনন্দের রং আরও রঙিন হয়ে উঠবে। রং মেখে ছবি তুলতে পারবেন আপনার প্রিয় তারকাদের সঙ্গে।

আসানসোল ওয়াক্স মিউজিয়াম। কয়েক বছর আগে এই মিউজিয়াম তৈরি করেছেন মোমের মূর্তি শিল্পী সুশান্ত রায়। নিজে উদ্যোগ নিয়ে এই মিউজিয়াম তিনি তৈরি করেছেন। তারপর লাগাতার করেছেন পরিশ্রম। একের পর এক নতুন মূর্তি বানিয়েছেন তিনি। বর্তমানে এই মিউজিয়ামে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, নীরজ চোপড়া, বিরাট কোহলি – সকলের মূর্তি রয়েছে।

আরও পড়ুন: শক্তিশালী ঘূর্ণাবর্তের চোখরাঙানি! জেলার পর জেলা তোলপাড় হবে বৃষ্টিতে, বসন্ত উৎসব পণ্ড হওয়ার মুখে? দোলের মেগা ওয়েদার আপডেট

তাছাড়াও এই মিউজিয়ামটি তিনি বানিয়েছেন রাজস্থানের শিসমহলের ধাঁচে। ফলে এই মিউজিয়ামটির মূর্তিহীন সাজসজ্জাও অসাধারণ। ফলে এই জায়গাটি বারবার কাছে টানে দর্শকদের। এখানে ফিল্ম তারকাদের যেমন মূর্তি রয়েছে, তেমনি রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিত্বদের মূর্তিও রয়েছে। তাছাড়াও সম্প্রতি এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, লতা মঙ্গেশকর এবং টলিউড স্টার দেবের নতুন মূর্তির উন্মোচন করা হয়েছে।

ফলে এখনও যদি হোলিতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা না করে থাকেন, তাহলে চলে আসুন আসানসোলের এই ওয়াক্স মিউজিয়ামে। কীভাবে একটা ছোট্ট ছুটির দিন কেটে যাবে, বুঝতেও পারবেন না। সঙ্গে এই সমস্ত তারকাদের সঙ্গে দেদার সেলফি তোলার সুযোগ রয়েছে। যদিও শিল্পী আবেদন জানিয়েছেন, রং যেন কোনও ভাবে মূর্তিগুলিতে দেওয়া না হয়। এক্ষেত্রে মূর্তির সৌন্দর্য নষ্ট হবে। তবে মিউজিয়াম ঘুরে দেখা বা ছবি তোলার ক্ষেত্রে কোনও বাধা নেই।

নয়ন ঘোষ