Tag Archives: WB By Election

Bengal By Election: বাগদার মন বুঝতে বাজি মধুপর্ণা! উপনির্বাচনে বিরাট চমক তৃণমূলের

লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের সবুজ আবিরের ঝড় চললেও, ভারত-বাংলাদেশ সীমান্ত শহর বনগাঁ লোকসভার ভোটে দলের পরাজয় থেকে শিক্ষা নিয়ে এবার বাগদা বিধানসভা উপনির্বাচনে বুথ ভিত্তিক প্রচারে জোর তৃণমূলের।

বাগদা বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্র পুনরুদ্ধারে দলের তরফে ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে প্রচারে নেমেছে তৃণমূল। আর তাই রাজ্যের শাসকদলের পক্ষ থেকে একাধিক মন্ত্রীকে অঞ্চল ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এবং গাড়াপোতা পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে।

Maniktala By Election 2024: মানিকতলার আট ওয়ার্ডে আট মিছিল! কুণাল-অতীনকে নিয়ে শুরু হয়ে গেল উপ নির্বাচনের জোর প্রচার

কলকাতা:  লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই শুরু হয়ে গিয়েছে বিধানসভা উপ নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি৷ উপনির্বাচনের প্রচার শুরু হল এবার কলকাতায়। মানিকতলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। আজ সকাল থেকে অভিনব উপায়ে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস।

মানিকতলা বিধানসভার আট ওয়ার্ড থেকে একই সময়ে আটটি মিছিল বার করল তৃণমূল কংগ্রেস। মূলত, ছাত্র-যুবদের উদ্যোগেই এই মিছিল হয়। বিভিন্ন ওয়ার্ডে হাজির ছিলেন একটা করে নেতা। ছিলেন কুণাল ঘোষ ও অতীন ঘোষ।

এদিন কুণাল ঘোষ জানিয়েছেন, কলকাতায় তৃণমূল কংগ্রেসকে মানুষ পছন্দ করেন। এই এলাকা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে। গত বিধানসভায় সাধন পাণ্ডে বিপুল ভোটে জিতেছিলেন। সদ্য লোকসভায় তৃণমূল প্রার্থী এখানে এগিয়ে আছেন। ইতিমধ্যেই দলের তরফে সবাইকে একসাথে পথে নামতে বলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবাই একযোগে পথে নেমে পড়েছেন। বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! হঠাৎ কী হল, গুঞ্জন চারিদিকে

এদিন বেশ কয়েকটি ওয়ার্ডে বর্ণাঢ্য মিছিল হয়। তৃণমূল সূত্রের খবর, আগামি দিনে প্রার্থীও নামবেন প্রচারে।

প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের বৈঠকে কুণাল ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারদের সঙ্গে সুপ্তিকেও ডেকেছিলেন তিনি। সূত্রের খবর, সেখানেই তৃণমূলনেত্রী ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য মানিকতলা উপনির্বাচনে সাধন-জায়া সুপ্তিকেই প্রার্থী করা হচ্ছে। পরে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় তাঁর নাম৷

Assembly Bye Elections: ১০ আসনে একসঙ্গেই হোক বিধানসভা উপনির্বাচন! দাবি জানিয়ে কমিশনকে চিঠি তৃণমূলের

কলকাতা: রাজ্যের আরও ছয় বিধানসভা আসনে এক সঙ্গে উপনির্বাচন করানো হোক। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ইতিমধ্যেই দীর্ঘ সময় ধরে রাজ্যে সাত দফায় ভোট হয়েছে। এভাবে বারবার নির্বাচন হলে অসুবিধা তৈরি হচ্ছে।

প্রসঙ্গত গতকাল সোমবার, রাজ্যের চার আসনে বিধানসভা উপনির্বাচন ঘোষণা করেছে কেন্দ্র। অন্যদিকে বাকি আসনের মধ্যে তৃণমূলের টিকিটে জিতে যে সব শাসক দলের বিধায়করা দিল্লি যাচ্ছেন সাংসদ হয়ে সেই সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটির বিধায়করা ইস্তফা দিয়েছেন।

আরও পড়ুন: ‘এইদিন’ থেকেই রাজ্য জুড়ে বৃষ্টি…! সুখবর দিল IMD! অতিভারী বৃষ্টিতে ভাসছে উত্তর! কলকাতা ভিজবে কবে? আবহাওয়ার ‘নতুন’ আপডেট

তাই তৃণমূল কংগ্রেসের দাবি একসঙ্গেই ১০ আসনে বিধানসভা উপনির্বাচন করে দেওয়া হোক। তৃণমূলের অধিকাংশই দারুণ মার্কস নিয়ে পরীক্ষায় পাশ করে গিয়েছেন। সংসদে বাংলার মানুষের হয়ে লড়তে গেলে বিধায়ক পদ ছাড়তে হবে। কেউ কেউ মনোনয়ন পত্র দেওয়ার সময়ই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন। কেউ কেউ ভোটে জেতার পর পদ ছাড়ছেন। তাঁদের মধ্যে অন্যতম বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, মেদিনীপুরের জুন মালিয়া, কোচবিহারের জগদীশ বর্মা বসুনিয়া এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।

পার্থ ভৌমিককে সেচমন্ত্রী করেছিলেন মমতা। তাঁর উপর ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব ছিল তাঁর উপর। আপাতত সেই দায়িত্ব সামলাবেন তিনিই। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, রাজ্য বিধানসভায় ভোটে না জিতেও মন্ত্রী হতে পারেন। তবে আগামী ৬ মাসের মধ্যে তাঁকে উপনির্বাচনে জিতে আসতে হয়। সুতরাং আগামী ৬ মাস সময় রয়েছে পার্থর হাতে। এর মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পার্থ এবং দেবের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন মমতা।