Tag Archives: West Bengal Election

Lok Sabha Election 2024 Phase 4 Voting LIVE: বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৭৫.৬৬%, এগিয়ে কোন কেন্দ্র? দেখে নিন তালিকা

কলকাতা: দেশজুড়ে সাত দফায় অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। ১৯ শে এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল, ৭ মে ইতিমধ্যেই হয়ে গিয়েছে তিন দফার ভোটদান প্রক্রিয়া। গণতন্ত্রের এই উৎসব এখনও পর্যন্ত কার্যত শান্তিপূর্ণ। সোমবার ১৩ মে চতুর্থ দফার ভোটগ্রহণ। এরপর ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আরও তিন দফায়।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

ভোট গণনা হবে ৪ জুন। পশ্চিমবঙ্গে লোকসভা ভোট শুরু হয়েছে প্রথম দফা থেকেই। নির্বাচন কমিশনের দেওয়া সূচি অনুসারে চলছে মোট সাত দফার ভোট। প্রথম, দ্বিতীয় ও কিছুটা তৃতীয় দফাতেও মূলত ভোট ছিল উত্তরবঙ্গ কেন্দ্রিক। তৃতীয় দফায় ব্যতিক্রম ছিল দক্ষিণবঙ্গের দুই কেন্দ্র জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। চতুর্থ দফায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গের মোট আটটি জায়গায়- বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, রানাঘাট, পূর্ব বর্ধমান, বর্ধমান-দুর্গাপুর। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে। চতুর্থ দফায় মোট ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৬টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এরমধ্যে পশ্চিমবঙ্গে আটটি আসন রয়েছে। বিজেপি, কংগ্রেস তৃণমূল সিপিআইএম-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে ১৩ মে ভাগ্য নির্ধারণ হবে এরাজ্যের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। সেই তালিকায় রয়েছেন- অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্ররা।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

এই দফায় সবথেকে বেশি অন্ধ্রপ্রদেশে ২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের মাত্র একটি কেন্দ্রে রয়েছে ভোট।

অন্ধ্রপ্রদেশ – ২৫
বিহার- ৫
জম্মু ও কাশ্মীর- ১
ঝাড়খণ্ড- ৪
মধ্যপ্রদেশ-৮
মহারাষ্ট্র-১১
ওড়িশা- ৪
তেলেঙ্গানা- ১৭
উত্তরপ্রদেশ- ১৩
পশ্চিমবঙ্গ-৮

রাজ্যে চতুর্থ দফার ৮টি কেন্দ্র রয়েছে ৫ জেলায়। মোট ৭৫ জন প্রার্থীর হবে ভাগ্য নির্ধারণ। এ দফায় ভোট হতে চলা ৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল চারটি আসনে ও তিনটিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল একটি আসন। পরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। উপনির্বাচনে এই কেন্দ্রে উপনির্বাচন হয়। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিংহ ২০২২ সালে এই আসনে ২ লক্ষর বেশি ভোটে জেতেন।

TMC MP Dev: রবিবার বর্ধমানে দেবের ৩টি সভা বাতিল, ক্ষমা চাইলেন দেব! কেন?

#কলকাতা: বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। শনিবারই শেষ হয়েছে বিধানসভা ভোটের চতুর্থ দফা। রবিবার রাজ্যজু়ড়ে মাথাভাঙাকাণ্ডের প্রতিবাদের পাশাপাশি ভোটের প্রচারও চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এদিন বর্ধমানের পূর্বস্থলী, বর্ধমান উত্তর ও গলসিতে সভা করতে যাওয়ার কথা ছিল তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবের। তবে এদিন তিনটি সভাই বাতিল হয়েছে দেবের। কিন্তু কেন আচমকা সভা বাতিল হল দেবের?

ট্যুইটারে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে দেব নিজেই জানিয়েছেন, তাঁর হেলিকপ্টারে যান্ত্রিক বিভ্রাটের কারণেই এদিন কোনও সভাতেই উপস্থিত হতে পারবেন না তিনি। হাত জোর করে সমস্ত তৃণমূল কর্মী-সমর্থকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে, হেলিকপ্টারের সামনেই দাঁড়িয়ে রয়েছেন দেব এবং সেই হেলিকপ্টারের ক্যাপ্টেন। দেবের আগে হেলিকপ্টারের ক্যাপ্টেন নিজেই জানান যান্ত্রিক সমস্যার কথা। এর পর দেব বলেন, ‘আমাদের সভা ছিল বর্ধমানে। পূর্বস্থলী, বর্ধমান উত্তর ও গলসিতে সভা ছিল। হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা যেতে পারছি না। জানি সবাই সভায় পৌঁছে গিয়েছেন। আমি তাঁেদর কাছে ক্ষমা চাইছি হাত জোর করে।’

দেব আরও জানান, এই ঘটনার জন্য দলের প্রার্থী বা কর্মীদের কোনও দোষ নেই। তাঁদের হয়ে দেব নিজেই ক্ষমা চেয়ে নেন। তবে খুব শীঘ্রই ওই কেন্দ্রগুলিকে সভা করতে যাবেন তিনি। যাঁরা এদিন দেবকে দেখতে এবং তাঁর কথা শোনার জন্য সভায় এসেছিলেন তাঁদের সঙ্গে সম্ভবত পরশু অর্থাৎ মঙ্গলবার দেখা করবেন দেব। সেই সূচি আগেই ঘোষণা করে দেওয়া হবে।

বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর পাওয়া গিয়েছে বর্ধমানে। সেখানে সংগঠনকে মজবুত করতে বেশি নজর দিয়েছে তৃণমূল। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরে শনিবারই বর্ধমানে সভা করেছেন তৃণমূল সাংসদ দেব। দলীয় প্রার্থীকে জিতিয়ে মমতার হাত শক্ত করার আবেদন করেন তিনি। রবিবারও ফের বর্ধমানের তিনটি জায়গায় সভা করার কথা ছিল তাঁর।