Tag Archives: West Bengal weather updat

IMD West Bengal Weather: আসছে ‘ওয়াইড স্প্রেইড রেইন…’! বাংলা জুড়ে আগামী ৫ দিনে আবহাওয়ার বড় ভোলবদল! ‘নতুন’ ভবিষ্যৎবাণী জানিয়ে দিল আইএমডি

আষাঢ় মাসের প্রথম সপ্তাহ কেটে গেলেও দক্ষিণে দেখা নেই বৃষ্টির। বিক্ষিপ্ত দু-চার ফোঁটা কোথাও কোথাও বৃষ্টি হলেও, আকাশ ভেঙে ঝমঝম বৃষ্টির দেখা নেই। বরং ভ্যাপসা গরমের মাঝে দক্ষিণবঙ্গবাসী যেন চাতক পাখি!
আষাঢ় মাসের প্রথম সপ্তাহ কেটে গেলেও দক্ষিণে দেখা নেই বৃষ্টির। বিক্ষিপ্ত দু-চার ফোঁটা কোথাও কোথাও বৃষ্টি হলেও, আকাশ ভেঙে ঝমঝম বৃষ্টির দেখা নেই। বরং ভ্যাপসা গরমের মাঝে দক্ষিণবঙ্গবাসী যেন চাতক পাখি!
অবশেষে এবার সুখবর শোনাল মৌসম ভবন। দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী ছয় দিনেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। সঙ্গে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গে।
অবশেষে এবার সুখবর শোনাল মৌসম ভবন। দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী ছয় দিনেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। সঙ্গে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আগেই জানিয়েছিলেন জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গে। জুনের শেষ ও জুলাই মাসের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আগেই জানিয়েছিলেন জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গে। জুনের শেষ ও জুলাই মাসের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।
এবার সেই সম্ভাবনা আরও স্পষ্ট করল আলিপুরের ভবিষ্যৎবাণী। পশ্চিম-মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হওয়ার ইঙ্গিত। ঘূর্ণাবর্তটি শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। আর একইসঙ্গে দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু।
এবার সেই সম্ভাবনা আরও স্পষ্ট করল আলিপুরের ভবিষ্যৎবাণী। পশ্চিম-মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হওয়ার ইঙ্গিত। ঘূর্ণাবর্তটি শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। আর একইসঙ্গে দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু।
ফলে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এর ফলে আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
ফলে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এর ফলে আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
এর ফলে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রপাতের আশঙ্কা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি; ফেয়ারলি ওয়াইড স্প্রেইড থেকে ওয়াইড স্প্রেইড রেইন হবে দক্ষিণবঙ্গে।
এর ফলে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রপাতের আশঙ্কা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি; ফেয়ারলি ওয়াইড স্প্রেইড থেকে ওয়াইড স্প্রেইড রেইন হবে দক্ষিণবঙ্গে।
শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।
শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদহ, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদহ, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে। শনিবার ও রবিবার ওয়াইড স্প্রেইড রেইন মালদহ ও দুই দিনাজপুরে।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে। শনিবার ও রবিবার ওয়াইড স্প্রেইড রেইন মালদহ ও দুই দিনাজপুরে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৩০ জুন ও ১ জুলাই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এই দু'দিন এই চার জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৩০ জুন ও ১ জুলাই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এই দু’দিন এই চার জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
তবে ২ এবং ৩ জুলাই অর্থাৎ মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি জারি থাকবে। ২ এবং ৩ জুলাইতে উত্তরেরও সব জেলায় বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে ২ এবং ৩ জুলাই অর্থাৎ মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি জারি থাকবে। ২ এবং ৩ জুলাইতে উত্তরেরও সব জেলায় বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তাপমাত্রাও কমবে আগামী পাঁচ দিনেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার, ২৮ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রির ঘরে। এরপরে ২৯ জুন কলকাতার সর্বোচ্চ পারদ কমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ৩০ তারিখ তা কমে ৩২ ডিগ্রি এবং ১, ২ ও ৩ জুলাই তা ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এই ক'দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ২৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
তাপমাত্রাও কমবে আগামী পাঁচ দিনেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার, ২৮ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রির ঘরে। এরপরে ২৯ জুন কলকাতার সর্বোচ্চ পারদ কমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ৩০ তারিখ তা কমে ৩২ ডিগ্রি এবং ১, ২ ও ৩ জুলাই তা ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এই ক’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ২৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

IMD Rain Alert: রাতেই প্রবল ঝড়, ঝমঝমিয়ে বৃষ্টি! ঘণ্টাখানেকে ধেয়ে আসছে বজ্রপাত-সহ বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুই জেলা ভাসতে চলেছে এখনই

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি আসতে চলেছে আর খানিকক্ষণে। একদিকে উত্তরবঙ্গে দুর্যোগের মতো পরিস্থিতি। অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরমে নাজেহাল মানুষ। (প্রতীকী ছবি)
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি আসতে চলেছে আর খানিকক্ষণে। একদিকে উত্তরবঙ্গে দুর্যোগের মতো পরিস্থিতি। অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরমে নাজেহাল মানুষ। (প্রতীকী ছবি)
আগামী দু’তিন ঘণ্টায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে। বাঁকুড়া এবং নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সর্তকতা। (প্রতীকী ছবি)
আগামী দু’তিন ঘণ্টায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে। বাঁকুড়া এবং নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সর্তকতা। (প্রতীকী ছবি)
৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে অনুমান করা হচ্ছে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে একইসঙ্গে। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। (প্রতীকী ছবি)
৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে অনুমান করা হচ্ছে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে একইসঙ্গে। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। (প্রতীকী ছবি)
অন্যদিকে আরও দুই জেলাতে বৃষ্টির দাপট দেখা যাবে খানিকক্ষণের মধ্যে। দু’তিন ঘণ্টার মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। (প্রতীকী ছবি)
অন্যদিকে আরও দুই জেলাতে বৃষ্টির দাপট দেখা যাবে খানিকক্ষণের মধ্যে। দু’তিন ঘণ্টার মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। (প্রতীকী ছবি)
হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও একই সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সর্তকতা। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। (প্রতীকী ছবি)
হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও একই সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সর্তকতা। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। (প্রতীকী ছবি)
আর সপ্তাহখানেক পরেই বর্ষার প্রবেশ ঘটবে পশ্চিমবঙ্গে। ভারতের মৌসম ভবনের অনুমান, বাংলাতে নির্ধারিত সময়ের আগেই ঢুকবে বর্ষা। আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা। (প্রতীকী ছবি)
আর সপ্তাহখানেক পরেই বর্ষার প্রবেশ ঘটবে পশ্চিমবঙ্গে। ভারতের মৌসম ভবনের অনুমান, বাংলাতে নির্ধারিত সময়ের আগেই ঢুকবে বর্ষা। আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা। (প্রতীকী ছবি)
আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গে আগে বর্ষা ঢুকবে। তারপর দক্ষিণবঙ্গে। বাংলায় বর্ষা প্রথম প্রবেশ করবে জলপাইগুড়িতে, ৭ জুন। শিলিগুড়িতে ৮ জুন। এবং তারপর কলকাতায় ১১ জুন। (প্রতীকী ছবি)
আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গে আগে বর্ষা ঢুকবে। তারপর দক্ষিণবঙ্গে। বাংলায় বর্ষা প্রথম প্রবেশ করবে জলপাইগুড়িতে, ৭ জুন। শিলিগুড়িতে ৮ জুন। এবং তারপর কলকাতায় ১১ জুন। (প্রতীকী ছবি)

Rain Storm alert in South Bengal: রাতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় আবার শুরু হবে ঝড়, বৃষ্টি! জারি নতুন সতর্কবার্তা

সন্ধ্যায় ঝড় বৃষ্টির দাপট দেখেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ রাতের মধ্যেই কলকাতা সহ মোট আট জেলায় ফের আরও এক দফা দুর্যোগের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷
সোমবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির দাপট দেখেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ রাতের মধ্যেই কলকাতা সহ মোট আট জেলায় ফের আরও এক দফা দুর্যোগের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাতের মধ্যেই কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ  ঝড়বৃষ্টি শুরু হতে পারে৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাতের মধ্যেই কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে৷
এ ছাড়াও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার জন্যও একই সতর্কবার্তা জারি করা হয়েছে৷ সর্বত্রই ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
এ ছাড়াও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার জন্যও একই সতর্কবার্তা জারি করা হয়েছে৷ সর্বত্রই ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ আট জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ আট জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
সোমবার সন্ধ্যার পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়৷  একটানা দাবদাহের পর ঝড় বৃষ্টিতে স্বস্তি পান সাধারণ মানুষ৷
সোমবার সন্ধ্যার পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়৷ একটানা দাবদাহের পর ঝড় বৃষ্টিতে স্বস্তি পান সাধারণ মানুষ৷
সোমবারের দুর্যোগে কলকাতা সহ বহু জেলাতেই গাছ ভেঙে রাস্তা অবরূদ্ধ হয়ে পড়েছে৷ কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৭৭ কিলোমিটার৷
সোমবারের দুর্যোগে কলকাতা সহ বহু জেলাতেই গাছ ভেঙে রাস্তা অবরূদ্ধ হয়ে পড়েছে৷ কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৭৭ কিলোমিটার৷