২৫ বছরের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প৷ কেঁপে গেল তাইওয়ান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৫৷  বুধবার তাইওয়ানে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে এই মুহূর্তে- এমনটাই  জানিয়েছে জাতীয় দমকল সংস্থা। Photo- AP

Taiwan Earthquake: পরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি, প্রবল কম্পনে চরমে আতঙ্ক, রইল তাইওয়ান ভূমিকম্পের ফটো

২৫ বছরের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প৷ কেঁপে গেল তাইওয়ান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৫৷  বুধবার তাইওয়ানে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে এই মুহূর্তে- এমনটাই  জানিয়েছে জাতীয় দমকল সংস্থা। Photo- AP
২৫ বছরের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প৷ কেঁপে গেল তাইওয়ান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৫৷  বুধবার তাইওয়ানে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে এই মুহূর্তে- এমনটাই  জানিয়েছে জাতীয় দমকল সংস্থা। Photo- AP
ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টিতে মৃত্যুগুলো ঘটেছে, তাদের মধ্যে তিনজন হাইকিং ট্রেইলে এবং একজন হাইওয়ে টানেলে মারা গেছে। ৩ এপ্রিল স্থানীয় সময় সকাল আটটায় প্রবলভাবে কেঁপে ওঠে তাইওয়ান৷ Photo- AP
ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টিতে মৃত্যুগুলো ঘটেছে, তাদের মধ্যে তিনজন হাইকিং ট্রেইলে এবং একজন হাইওয়ে টানেলে মারা গেছে। ৩ এপ্রিল স্থানীয় সময় সকাল আটটায় প্রবলভাবে কেঁপে ওঠে তাইওয়ান৷ Photo- AP
এই মারাত্মক ভূমিকম্পের পরেই জাপানের পক্ষ থেকে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে৷ হুয়ালিয়নে যে কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি সেখানে অন্তত ৫০ জন আহত হয়েছেন৷ Photo- AP
এই মারাত্মক ভূমিকম্পের পরেই জাপানের পক্ষ থেকে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে৷ হুয়ালিয়নে যে কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি সেখানে অন্তত ৫০ জন আহত হয়েছেন৷ Photo- AP
অন্তত ২৬ ট বাড়ি ভেঙে পড়েছে, যার বেশিরভাগ হুয়ালিয়নেই৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে তাইওয়ানের ১৮ কিমি দূরে হুয়ালিয়ানের কাছে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র৷ যার উৎসস্থল মাটির তলার ৩৪.৮ কিমি ভিতরে ছিল৷ জাপানের সিসমোলজি বিভাগের পক্ষ থেকে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৭ বলা হয়েছে৷ Photo- AP
অন্তত ২৬ ট বাড়ি ভেঙে পড়েছে, যার বেশিরভাগ হুয়ালিয়নেই৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে তাইওয়ানের ১৮ কিমি দূরে হুয়ালিয়ানের কাছে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র৷ যার উৎসস্থল মাটির তলার ৩৪.৮ কিমি ভিতরে ছিল৷ জাপানের সিসমোলজি বিভাগের পক্ষ থেকে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৭ বলা হয়েছে৷ Photo- AP
এদিকে এই প্রবল ভূমিকম্পে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়৷ লক্ষ লক্ষ মানুষ ব্যস্ত সময় বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তায় ভিড় জমান৷  Photo- AP
এদিকে এই প্রবল ভূমিকম্পে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়৷ লক্ষ লক্ষ মানুষ ব্যস্ত সময় বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তায় ভিড় জমান৷  Photo- AP