Tag Archives: Taiwan

Earthquake: সাতসকালে কেঁপে উঠেছে তাইওয়ান, ব্যাপক ক্ষয়ক্ষতি! বিশ্বের ভয়াবহ ৫ ভূমিকম্পের তালিকা দেখে নিন

ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বড় বড় দোকান। ধবসে পড়া বাড়িতে আটকে রয়েছেন বহু মানুষ। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহত কয়েক হাজার। বিধ্বস্ত শহরের ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্পের কারণে ৩ মিটার পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জারি করেছে সতর্কতা। তাইওয়ানের মতোই অতীতে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী রয়েছে ৫ দেশ, যার ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে কেঁপে গিয়েছিল গোটা বিশ্ব। Photo Courtesy: AP
ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বড় বড় দোকান। ধবসে পড়া বাড়িতে আটকে রয়েছেন বহু মানুষ। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহত কয়েক হাজার। বিধ্বস্ত শহরের ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্পের কারণে ৩ মিটার পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জারি করেছে সতর্কতা। তাইওয়ানের মতোই অতীতে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী রয়েছে ৫ দেশ, যার ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে কেঁপে গিয়েছিল গোটা বিশ্ব। Photo Courtesy: AP
১৯৬০ সালে চিলির ভূমিকম্প: মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হল ভালদিভিয়া ভূমিকম্প যা গ্রেট চিলি ভূমিকম্প নামে পরিচিত। ১৯৬০ সালের ২২ মে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে দক্ষিণ চিলির ভাল্ভাদিয়া শহর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.৫। ভূমিকম্পের ফলে মারাত্মক সুনামি হয়। মৃত্যু হয় আনুমানিক ৫,৭০০ মানুষের। গৃহহীন হন ২ মিলিয়ন মানুষ। ৫৫০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।
১৯৬০ সালে চিলির ভূমিকম্প: মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হল ভালদিভিয়া ভূমিকম্প যা গ্রেট চিলি ভূমিকম্প নামে পরিচিত। ১৯৬০ সালের ২২ মে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে দক্ষিণ চিলির ভাল্ভাদিয়া শহর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.৫। ভূমিকম্পের ফলে মারাত্মক সুনামি হয়। মৃত্যু হয় আনুমানিক ৫,৭০০ মানুষের। গৃহহীন হন ২ মিলিয়ন মানুষ। ৫৫০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।
১৯৬৪ সালে গ্রেট আলাস্কা ভূমিকম্প: ১৯৬৪ সালের ২৭ মার্চ গুড ফ্রাইডের দিন কেঁপে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা। প্রায় চার মিনিটের ভূমিকম্পে ধূলিস্যাৎ হয়ে যায় রাজধানী অ্যাঙ্কোরেজ। এটাকেই বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প মনে করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.২। রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কারণে ১১৫ জনের মৃত্যু হয়। Photo Courtesy: AP
১৯৬৪ সালে গ্রেট আলাস্কা ভূমিকম্প: ১৯৬৪ সালের ২৭ মার্চ গুড ফ্রাইডের দিন কেঁপে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা। প্রায় চার মিনিটের ভূমিকম্পে ধূলিস্যাৎ হয়ে যায় রাজধানী অ্যাঙ্কোরেজ। এটাকেই বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প মনে করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.২। রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কারণে ১১৫ জনের মৃত্যু হয়। Photo Courtesy: AP
২০০৪ সালে সুমাত্রা-আন্দামান আইল্যান্ড ভূমিকম্প: সুমাত্রা-আন্দামান দ্বীপপুঞ্জের ভূমিকম্প বা ভারত মহাসাগরের ভূমিকম্প উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে আঘাত হেনেছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.১। ভূমিকম্পের কারণে সুনামিতে দক্ষিণ পূর্ব এশিয়ার ১৪টি দেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারান ২,৪০,০০০ মানুষ। Photo: Collected
২০০৪ সালে সুমাত্রা-আন্দামান আইল্যান্ড ভূমিকম্প: সুমাত্রা-আন্দামান দ্বীপপুঞ্জের ভূমিকম্প বা ভারত মহাসাগরের ভূমিকম্প উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে আঘাত হেনেছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.১। ভূমিকম্পের কারণে সুনামিতে দক্ষিণ পূর্ব এশিয়ার ১৪টি দেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারান ২,৪০,০০০ মানুষ। Photo: Collected
২০১১ সালের তোহোকু ভূমিকম্প: ২০১১ সালের ১১ মার্চ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ভূমিকম্পের ফলে সুনামিতে ৪০ মিটার পর্যন্ত বিশাল ঢেউ তৈরি হয়। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, দুর্যোগের ফলে ১৫,৫০০ জনেরও বেশি নিহত এবং ৪,৫০,০০০ গৃহহীন হন। Photo Courtesy: Wikipedia
২০১১ সালের তোহোকু ভূমিকম্প: ২০১১ সালের ১১ মার্চ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ভূমিকম্পের ফলে সুনামিতে ৪০ মিটার পর্যন্ত বিশাল ঢেউ তৈরি হয়। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, দুর্যোগের ফলে ১৫,৫০০ জনেরও বেশি নিহত এবং ৪,৫০,০০০ গৃহহীন হন। Photo Courtesy: Wikipedia
১৯৫২ সালের কামচাটকা ভূমিকম্প: ৯.০ মাত্রার ভূমিকম্পের ফলে ১৯৫২ সালের ৪ নভেম্বর পূর্ব রাশিয়ায় কামচাটকায় সুনামি হয়। ধ্বংস হয়ে যায় কুরিল দ্বীপপুঞ্জ। ১৫ হাজার মানুষ প্রাণ হারান। Photo: Collected
১৯৫২ সালের কামচাটকা ভূমিকম্প: ৯.০ মাত্রার ভূমিকম্পের ফলে ১৯৫২ সালের ৪ নভেম্বর পূর্ব রাশিয়ায় কামচাটকায় সুনামি হয়। ধ্বংস হয়ে যায় কুরিল দ্বীপপুঞ্জ। ১৫ হাজার মানুষ প্রাণ হারান। Photo: Collected

Taiwan Earthquake: পরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি, প্রবল কম্পনে চরমে আতঙ্ক, রইল তাইওয়ান ভূমিকম্পের ফটো

২৫ বছরের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প৷ কেঁপে গেল তাইওয়ান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৫৷  বুধবার তাইওয়ানে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে এই মুহূর্তে- এমনটাই  জানিয়েছে জাতীয় দমকল সংস্থা। Photo- AP
২৫ বছরের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প৷ কেঁপে গেল তাইওয়ান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৫৷  বুধবার তাইওয়ানে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে এই মুহূর্তে- এমনটাই  জানিয়েছে জাতীয় দমকল সংস্থা। Photo- AP
ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টিতে মৃত্যুগুলো ঘটেছে, তাদের মধ্যে তিনজন হাইকিং ট্রেইলে এবং একজন হাইওয়ে টানেলে মারা গেছে। ৩ এপ্রিল স্থানীয় সময় সকাল আটটায় প্রবলভাবে কেঁপে ওঠে তাইওয়ান৷ Photo- AP
ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টিতে মৃত্যুগুলো ঘটেছে, তাদের মধ্যে তিনজন হাইকিং ট্রেইলে এবং একজন হাইওয়ে টানেলে মারা গেছে। ৩ এপ্রিল স্থানীয় সময় সকাল আটটায় প্রবলভাবে কেঁপে ওঠে তাইওয়ান৷ Photo- AP
এই মারাত্মক ভূমিকম্পের পরেই জাপানের পক্ষ থেকে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে৷ হুয়ালিয়নে যে কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি সেখানে অন্তত ৫০ জন আহত হয়েছেন৷ Photo- AP
এই মারাত্মক ভূমিকম্পের পরেই জাপানের পক্ষ থেকে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে৷ হুয়ালিয়নে যে কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি সেখানে অন্তত ৫০ জন আহত হয়েছেন৷ Photo- AP
অন্তত ২৬ ট বাড়ি ভেঙে পড়েছে, যার বেশিরভাগ হুয়ালিয়নেই৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে তাইওয়ানের ১৮ কিমি দূরে হুয়ালিয়ানের কাছে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র৷ যার উৎসস্থল মাটির তলার ৩৪.৮ কিমি ভিতরে ছিল৷ জাপানের সিসমোলজি বিভাগের পক্ষ থেকে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৭ বলা হয়েছে৷ Photo- AP
অন্তত ২৬ ট বাড়ি ভেঙে পড়েছে, যার বেশিরভাগ হুয়ালিয়নেই৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে তাইওয়ানের ১৮ কিমি দূরে হুয়ালিয়ানের কাছে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র৷ যার উৎসস্থল মাটির তলার ৩৪.৮ কিমি ভিতরে ছিল৷ জাপানের সিসমোলজি বিভাগের পক্ষ থেকে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৭ বলা হয়েছে৷ Photo- AP
এদিকে এই প্রবল ভূমিকম্পে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়৷ লক্ষ লক্ষ মানুষ ব্যস্ত সময় বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তায় ভিড় জমান৷  Photo- AP
এদিকে এই প্রবল ভূমিকম্পে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়৷ লক্ষ লক্ষ মানুষ ব্যস্ত সময় বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তায় ভিড় জমান৷  Photo- AP

China Taiwan Tension: শুধু মুখে হুঁশিয়ারি নয়, তাইওয়ানের পথে একের পর এক চিনা ট্যাঙ্ক! দেখুন সেই ভিডিও

#বেজিং: তাইওয়ানে কি এবার সত্যি সত্যি সামরিক শক্তি প্রয়োগ করবে চিন? মার্কিন সংসদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে ইতিমধ্যেই সেই সম্ভাবনা জোরালো হয়েছে৷ ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তীব্র বিরোধিতা করেছে চিন৷ এর ফলও মারাত্মক হবে বলে আমেরিকাকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে তারা৷

ইতিমধ্যেই তাইওয়ানের কাছাকাছি এলাকায় নিজেদের বেশ কয়েকটি যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছে চিন৷ এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল, তাইওয়ান সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে চিনের একের পর এক ট্যাঙ্ক এবং সামরিক অস্ত্রশস্ত্র বহনকারী সাঁজোয়া গাড়ি৷

আরও পড়ুন: তাইওয়ানে আমেরিকার দূত ন্যান্সি, সীমান্তের ওপারে হঠাৎ সেনা মহড়ার ঘোষণা চিনের, বাড়ছে উত্তাপ

চিনের একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও দেখা গিয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, ফুজিয়ানের একটি ব্যস্ত রাস্তা ধরে তাইওয়ানের পথে এগোচ্ছে চিনা সামরিক বাহিনীর ট্যাঙ্ক এবং বড় বড় ট্রাক৷ বেশ কিছু বড় বড় ট্রাকে তুলেও ট্যাঙ্ক নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে৷ ইতিমধ্যেই তাইওয়ানকে ঘিরে সমুদ্রে সামরিক মহড়া শুরু করে দিয়েছে চিন৷ চিনের সম্ভাব্য আক্রমণ রুখতে সতর্ক রয়েছে তাইওয়ানের সেনাও৷

তাইওয়ানকে নিজেদের এলাকা বলে বরাবর দাবি করে এসেছে চিন৷ তাইওয়ানের সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে যে দেশগুলি, তাদের বিরোধিতাও করে বেজিং৷ তাই আমেরিকার সংসদের স্পিকারের তাইওয়ান সফরকে একেবারেই ভাল ভাবে নিচ্ছে না জিনপিং সরকার৷

আমেরিকা অবশ্য দাবি করেছে, তিনি কোথায় যাবেন না যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেশের সংসদের স্পিকারের আছে৷ চিন অবশ্য আমেরিকার এই যুক্তি মানতে নারাজ৷ এই সফরকে ন্যান্সি পেলোসির ব্যক্তিগত সফর বলে মানতেও নারাজ বেজিং৷ চিনা বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে, এই সফর চলতে থাকলে পাল্টা পদক্ষেপ করতে বাধ্য হবে তারা৷

আরও পড়ুন: চিন আমেরিকা জটিল সংঘাত! তাইওয়ানের আকাশসীমায় ২০ টিরও বেশি চিনা ফাইটার জেটের প্রবেশ

ন্যান্সি পেলোসি অবশ্য মঙ্গলবার গভীর রােত তাইওয়ানে পৌঁছে দাবি করেছেন, তাইওয়ানের পাশ থেকে সরবে না আমেরিকা৷ পাশাপাশি, তাঁর এই সফরের উদ্দেশ্য উত্তেজনা না বাড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করা বলেও দাবি করেছেন পেলোসি৷ যদিও সেই আশ্বাসে কান দিতে নারাজ বেজিং৷ বরং আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে রীতিমতো সতর্ক করে দিয়েছে তারা৷

চিন বরাবরই হুঁশিয়ারি দিয়ে এসেছে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেই তাইওয়ানের দখল নেবে তারা৷ গত কয়েক দশক ধরে চিনা অভ্যুত্থানের আশঙ্কায় দিন কেটেছে তাইওয়ানের ২ কোটি ৩০ লক্ষ বাসিন্দাদের৷ চিনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শাসনকালে সেই ভয় আরও বেড়েছে৷