Tag Archives: Tsunami Alert

Greenland Tsunami : বিশাল ভূমিধসের কারণে ৬৫০ ফুটের মেগা সুনামি, ভয়ঙ্কর কম্পন চলে টানা ৯ দিন

ন্যুক :  গ্রিনল্যান্ডে বিশাল ভূমিধস। পাহাড় ভেঙে পড়া একটি মেগা-সুনামি সৃষ্টি হয়েছিল৷ ভূমিকম্পের জের চলেছিল প্রায় নয় দিন। ব্যাপারটা বিজ্ঞানিদের চিন্তিত করে তুলেছে৷ তাদের মতে, আর্কটিক অঞ্চলে জলবায়ুর পরিবর্তনই এর প্রধান কারণ।

অদ্ভুত ঘটনাটি একটি বিশাল হিমবাহ গলে যাওয়ার সঙ্গে শুরু হয়েছিল৷  ১৬ সেপ্টেম্বর, ২০২৩-এ একটি বিশাল ভূমিধস হয়৷ যে কারণে ৬৫০ ফুটের মেগা-সুনামি সৃষ্টি হয়েছিল।

আরও খবর : একই দিনে ২৩টি দাঁত তোলা এবং ১২টি ইমপ্ল্যান্ট, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি

সিসমোলজিস্টরা প্রাথমিকভাবে অন্য কিছু ভেবেছিলেন৷ তারা মনে করেছিলেন, যন্ত্রগুলির অস্বাভাবিক কম্পন ত্রুটি ছাড়া কিছু নয়। কারণ, সাধারণ ভূমিকম্প হলে, যন্ত্রগুলি মিনিট খানেকের মধ্যে সঙ্কেত দিয়ে থাকে৷ কিন্তু এই ক্ষেত্র ব্যাপারটি আলাদা ছিল৷ রিপোর্ট অনুযায়ী, যন্ত্রগুলি প্রায় নয় দিন ধরে ভূকম্পের সঙ্কেত দিয়েছে৷ এতটাই ছিল তীব্রতা৷

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একজন সিসমোলজিস্ট এবং পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত গবেষণার সহ-লেখক স্টিফেন হিকস এই প্রসঙ্গে মুখ খুলেছেন৷ তিনি ভূমিকম্পের সঙ্কেতটি একঘেয়ে গুঞ্জন হিসেবে বর্ণনা করেছেন। কম্পনের উৎস কোথায় তা নির্ধারণের জন্য ১৫টি দেশের ৬৮ জন বিজ্ঞানী কাজ করছিলেন। তারা পূর্ব গ্রিনল্যান্ডে, বিশেষ করে সুনামি দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকাতে সঙ্কেতটি চিহ্নিত করেছে।

জলবায়ু পরিবর্তন হঠাৎ এমন ঘটনার কারণ? বিজ্ঞানীরা ব্যাপারটির জন্য বিশ্বের জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন৷ উষ্ণায়নের প্রভাবে হিমবাহটি বছরের পর বছর ধরে গলেছে৷ এবং সেটাই একটা সময় আছড়ে পড়েছে৷ ভয়ঙ্কর এই ঘটনাটি প্রমাণ করে, জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলের পরিবেশ পরিস্থিতি কতটা অস্থির হয়ে উঠেছে। গবেষণার লেখকরা সতর্ক করেছেন যে আর্কটিক অঞ্চল এভাবে উষ্ণ হতে থাকলে পরবর্তীকালে মেগা সুনামি আরও ঘন ঘন হতে পারে৷

আরও খবর : অ্যাম্বুল্যান্সের পিছনে পাগলের মতো ছুটছে একটি কুকুর, ভাইরাল ভিডিও! মন ছুঁয়ে যাবে শেষ দৃশ্য

যদিও ভয়ঙ্কর এই সুনামিতে কোনও প্রাণহানির খবর নেই৷ তবে এটি একটি ঐতিহ্যশালী সামরিক ঘাঁটির ভালোই ক্ষতি করেছে। বিজ্ঞানীদের বলেছেন, যেখানে ঘটনাটি ঘটেছে, সেই রুটে যাত্রীবাহি ক্রুজ চলাচল করে থাকে৷ ভাগ্য ভালো, সেদিন কোন ক্রুজ এই বিশাল ঢেউয়ের সামনে পরেনি৷ না হলে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারত৷

বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান উষ্ণায়ন আর নতুন কোনও খবর নয়৷ এই উষ্ণায়নের ফলে আর্কটিক অঞ্চলের জলবায়ুতে খুব দ্রুত গতিতে বদলে যাচ্ছে৷ এমন চললে ভবিষ্যতে যে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে সে কথা মেনে নিয়েছেন বিজ্ঞানীরা৷

Japan Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা! প্রবল চাঞ্চল্য

টোকিও: আবারও ভয়াবহ ভূমিকম্পে দুলে উঠল জাপান, জারি হল সুনামি সতর্কতা। বৃহস্পতিবার, জাপানের দক্ষিণ উপকুলে একটি শক্তিশালী ভূকম্পন অনুভুত হয়। এর সঙ্গেই সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।
জাপানের আবাহাওয়া দফতর অনুযায়ী জানান হয়েছে, এই কম্পনের অভিঘাত রিখটার স্কেলে প্রায় ৬.৯। এই কম্পনের উৎস পূর্ব উপকূলীয় জাপানের দক্ষিণ প্রধান দ্বীপ কিউসু-এর ৩০ কিলোমিটার গভীরে।
ইতিমধ্যেই গোটা দেশজুড়েই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে ওই দুই উপকূলীয় দ্বীপ অঞ্চলকে। আবহাওয়া দফতর সূত্রে জানান হয়েছে, এই ভূমিকম্পের পরবর্তী সময়ে সুনামি আছড়ে পড়তে পারে জাপানের ওই দক্ষিণ কিউসু এবং তার নিকটবর্তী অঞ্চল সিককোকু অঞ্চলে। সেক্ষেত্রে ঢেউয়ের উচ্চতা গিয়ে দাঁড়াবে প্রায় ৩.৩ ফুট।

আরও পড়ুন: নতুন হামাস প্রধান সিনওয়ার, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার সংকল্প ইজরায়েলের
এর আগে, বহুবার ভূমিকম্পে এবং সুনামিতে ধ্বস্ত হয়েছে এই সূর্যোদয়ের দেশ। ২০১১ সালের ৯ই মে ভূমিকম্প পরবর্তী সুনামিতে তছনছ হয়ে গেছিল গোটা জাপান। রিখটার স্কেলে প্রায় ৯- ৯.১ মাত্রার অতিশক্তিশালী ভূমিকম্পে বারবার কেঁপে ওঠার পরেই, জারি হয়েছিল সুনামি সতর্কতা। একের পর এক আকাশচুম্বী ঢেউয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল জাপান। একের পর এক শহর ধ্বংস হয়ে যায়। খেলনার মতন ভেসে যায় গাড়ি। মারা যান বহু মানুষ। পারমাণবিক চুল্লিতে জল ঢুকে গিয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। ২০১১ সালের এই সুনামিকে এই শতাব্দীর সবথেকে খারাপ প্রাকৃতিক দুর্যোগ হিসাবেই মনে করেন জাপানবাসীরা।
তাই এই ভূমিকম্পের পরবর্তীতেও সুনামির সতর্কতা জারি হওয়ার ফলে চিন্তার ভাঁজ গভীর হয়েছে জাপানবাসীর।

Taiwan Earthquake: পরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি, প্রবল কম্পনে চরমে আতঙ্ক, রইল তাইওয়ান ভূমিকম্পের ফটো

২৫ বছরের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প৷ কেঁপে গেল তাইওয়ান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৫৷  বুধবার তাইওয়ানে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে এই মুহূর্তে- এমনটাই  জানিয়েছে জাতীয় দমকল সংস্থা। Photo- AP
২৫ বছরের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প৷ কেঁপে গেল তাইওয়ান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৫৷  বুধবার তাইওয়ানে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে এই মুহূর্তে- এমনটাই  জানিয়েছে জাতীয় দমকল সংস্থা। Photo- AP
ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টিতে মৃত্যুগুলো ঘটেছে, তাদের মধ্যে তিনজন হাইকিং ট্রেইলে এবং একজন হাইওয়ে টানেলে মারা গেছে। ৩ এপ্রিল স্থানীয় সময় সকাল আটটায় প্রবলভাবে কেঁপে ওঠে তাইওয়ান৷ Photo- AP
ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টিতে মৃত্যুগুলো ঘটেছে, তাদের মধ্যে তিনজন হাইকিং ট্রেইলে এবং একজন হাইওয়ে টানেলে মারা গেছে। ৩ এপ্রিল স্থানীয় সময় সকাল আটটায় প্রবলভাবে কেঁপে ওঠে তাইওয়ান৷ Photo- AP
এই মারাত্মক ভূমিকম্পের পরেই জাপানের পক্ষ থেকে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে৷ হুয়ালিয়নে যে কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি সেখানে অন্তত ৫০ জন আহত হয়েছেন৷ Photo- AP
এই মারাত্মক ভূমিকম্পের পরেই জাপানের পক্ষ থেকে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে৷ হুয়ালিয়নে যে কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি সেখানে অন্তত ৫০ জন আহত হয়েছেন৷ Photo- AP
অন্তত ২৬ ট বাড়ি ভেঙে পড়েছে, যার বেশিরভাগ হুয়ালিয়নেই৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে তাইওয়ানের ১৮ কিমি দূরে হুয়ালিয়ানের কাছে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র৷ যার উৎসস্থল মাটির তলার ৩৪.৮ কিমি ভিতরে ছিল৷ জাপানের সিসমোলজি বিভাগের পক্ষ থেকে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৭ বলা হয়েছে৷ Photo- AP
অন্তত ২৬ ট বাড়ি ভেঙে পড়েছে, যার বেশিরভাগ হুয়ালিয়নেই৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে তাইওয়ানের ১৮ কিমি দূরে হুয়ালিয়ানের কাছে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র৷ যার উৎসস্থল মাটির তলার ৩৪.৮ কিমি ভিতরে ছিল৷ জাপানের সিসমোলজি বিভাগের পক্ষ থেকে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৭ বলা হয়েছে৷ Photo- AP
এদিকে এই প্রবল ভূমিকম্পে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়৷ লক্ষ লক্ষ মানুষ ব্যস্ত সময় বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তায় ভিড় জমান৷  Photo- AP
এদিকে এই প্রবল ভূমিকম্পে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়৷ লক্ষ লক্ষ মানুষ ব্যস্ত সময় বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তায় ভিড় জমান৷  Photo- AP