সকালে ভোট প্রচারে হলদিয়া সায়ন

Lok Sabha Elections 2024: লক্ষ্য হারানো ঘাঁটি পুনরুদ্ধার, ভোট প্রচারে হলদিয়াকে বাড়তি গুরুত্ব সায়নের 

হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, শিল্পাঞ্চল এলাকা। ফলে ভোট প্রচারে বাড়তি গুরুত্ব পাচ্ছে হলদিয়া। প্রতিটি রাজনৈতিক দলের কর্মীসভা পথসভা ও বিভিন্ন কারখানার গেটে জনসংযোগ চোখে পড়ার মত। ২৫ মে তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। মাঝে মাত্র আর কয়েকটা দিন। ফলে ভোটগ্রহণের আগে শিল্পাঞ্চল শহরের মানুষ ও কারখানার শ্রমিকদের মন পেতে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীদের তৎপরতা চোখে পড়ার মত।

বৃহস্পতিবার ১৬ মে সকালে হলদিয়ায় প্রচার সারলেন তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনের প্রচার শুরুর দিন থেকেই বামেরা হলদিয়া শিল্পাঞ্চল শহরকে বাড়তি গুরুত্ব দিয়েছে। একসময় হলদিয়া শিল্পাঞ্চল শহর বাম দুর্গ নামে এই পরিচিত ছিল। হলদিয়া শিল্পাঞ্চলে তাই হারানো জমির পুনরুদ্ধারে মরিয়া বামেরা।

হলদিয়ায় শিল্পায়ন এবারের বামেদের প্রচারের মূল হাতিয়ার। ভারতের দাবি হলদিয়ার বাম বাম বলে যা কলকারখানা হয়েছিল। তারপর থেকে একটাও কারখানা গড়ে ওঠেনি। সায়ানের প্রচারের অন্যতম স্লোগান হল, ‘তমলুকে এবার জিতবে সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন।’ হলদিয়া শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন কলকারখানার গেটে আগেও বাম প্রার্থী নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচি হয়েছে। আর এদিন সকাল থেকে হলদিয়ার আইওসির গেটে কারখানার শ্রমিকদের সঙ্গে জনসংযোগ সারলেন সায়ন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেবেন এমএস ধোনি? দুই তারকার মন্তব্য ঘিরে জল্পনা

প্রসঙ্গত শুধু বামেরা নয়, রাজ্যের শাসক ও বিরোধী দল উভয়পক্ষই হলদিয়া শিল্পাঞ্চল শহরকে লোকসভা ভোটে বাড়তি গুরুত্ব দিয়েছে। বৃহস্পতিবার দেবাংশু সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করেছেন হলদিয়ায়। এর পাশাপাশি ২০ মে সোমবার দেশের প্রধানমন্ত্রী বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। আর এদিন তমলুকের সিপিআইএম প্রার্থী বিভিন্ন কারখানার গেটে ঘুরে বেরিয়ে জনসংযোগ সারলেন।

সৈকত শী