যদিও আবহাওয়া দফতর সূত্র খবর রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কখনও ভারী কখনও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।আর সেই পরিস্থিতিতে মেঘলা আবহাওয়া রয়েছে বীরভূমে যখন তখন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘন্টা দুয়েক ভারী বর্ষণ হলে তারাপীঠ মহাশ্মশান সংলগ্ন সাধু-সন্তদের যে বসতবাড়ি গুলি রয়েছে সেগুলি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে সাধু সন্ন্যাসীরা।

Tarapith Samsan: আজ শ্রাবণের অমাবস্যা, হুড়মুড়িয়ে ঢুকছে জল, জলের তলায় তারাপীঠ মহাশ্মশান, তাহলে কী হবে…

: ভারী বৃষ্টির জেরে এবার ডুবল তারাপীঠের মহাশ্মশান। প্রতি অমাবস্যায় শ্মশান চত্বরে হোম যজ্ঞ হলেও আজ সেটা করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা ভারী বৃষ্টির জেরে জেলাজুড়ে বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি গ্রামে।এছাড়াও বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু কজওয়ে ও ব্রিজ।ভেঙেছে একের পর এক ফেরিঘাট।
: ভারী বৃষ্টির জেরে এবার ডুবল তারাপীঠের মহাশ্মশান। প্রতি অমাবস্যায় শ্মশান চত্বরে হোম যজ্ঞ হলেও আজ সেটা করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা ভারী বৃষ্টির জেরে জেলাজুড়ে বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি গ্রামে।এছাড়াও বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু কজওয়ে ও ব্রিজ।ভেঙেছে একের পর এক ফেরিঘাট।
এমনকি কোপাই নদীর জলস্তল বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বর জলমগ্ন হয়ে যাওয়ায় শুক্রবারই কঙ্কালিতলা মন্দিরে বন্ধ করা হয়েছিল পুণ্যার্থীদের প্রবেশ।জলে ডুবেছিল বোলপুর রেল স্টেশনের একাংশ।এরই মধ্যে দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এবার ডুবল তারাপীঠের মহাশ্মশান। গতকাল রাত্রের পর থেকে এক কোমর পর্যন্ত জল উঠে যায় তারাপীঠ মহাশ্মশানে।
এমনকি কোপাই নদীর জলস্তল বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বর জলমগ্ন হয়ে যাওয়ায় শুক্রবারই কঙ্কালিতলা মন্দিরে বন্ধ করা হয়েছিল পুণ্যার্থীদের প্রবেশ।জলে ডুবেছিল বোলপুর রেল স্টেশনের একাংশ।এরই মধ্যে দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এবার ডুবল তারাপীঠের মহাশ্মশান। গতকাল রাত্রের পর থেকে এক কোমর পর্যন্ত জল উঠে যায় তারাপীঠ মহাশ্মশানে।
প্রতি অমাবস্যাই এই তারাপীঠ মহাশ্মশান চত্বরে হয় হোম যজ্ঞ। কিন্তু আজ অমাবস্যা তিথি থাকলেও এই পরিস্থিতিতে যজ্ঞ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা।শ্মশান চত্বরে বন্যা পরিস্থিতির কারণে ডুবেছে সাধু-সন্তদের বসার ছাউনি। এমনকি সাধুদের বসবাসের জন্য যে ঘর গুলি করে দেওয়া হয়েছিল তার সিঁড়ি পর্যন্ত উঠেছে জল। সাধুদের আশঙ্কা আর একটু বৃষ্টি হলেই তাদের ঘরও ডুবে যাবে।
প্রতি অমাবস্যাই এই তারাপীঠ মহাশ্মশান চত্বরে হয় হোম যজ্ঞ। কিন্তু আজ অমাবস্যা তিথি থাকলেও এই পরিস্থিতিতে যজ্ঞ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা।শ্মশান চত্বরে বন্যা পরিস্থিতির কারণে ডুবেছে সাধু-সন্তদের বসার ছাউনি। এমনকি সাধুদের বসবাসের জন্য যে ঘর গুলি করে দেওয়া হয়েছিল তার সিঁড়ি পর্যন্ত উঠেছে জল। সাধুদের আশঙ্কা আর একটু বৃষ্টি হলেই তাদের ঘরও ডুবে যাবে।
যদিও আবহাওয়া দফতর সূত্র খবর রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কখনও ভারী কখনও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।আর সেই পরিস্থিতিতে মেঘলা আবহাওয়া রয়েছে বীরভূমে যখন তখন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘন্টা দুয়েক ভারী বর্ষণ হলে তারাপীঠ মহাশ্মশান সংলগ্ন সাধু-সন্তদের যে বসতবাড়ি গুলি রয়েছে সেগুলি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে সাধু সন্ন্যাসীরা।
যদিও আবহাওয়া দফতর সূত্র খবর রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কখনও ভারী কখনও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।আর সেই পরিস্থিতিতে মেঘলা আবহাওয়া রয়েছে বীরভূমে যখন তখন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘন্টা দুয়েক ভারী বর্ষণ হলে তারাপীঠ মহাশ্মশান সংলগ্ন সাধু-সন্তদের যে বসতবাড়ি গুলি রয়েছে সেগুলি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে সাধু সন্ন্যাসীরা।
যদিও ইলেকট্রিক চুল্লিগুলি একটু উঁচুতে থাকাই সেখানে জল ওঠেনি। যদি আজ বিকেলে পর থেকে ভারী বর্ষণ সৃষ্টি হয় তাহলে ইলেকট্রিক চুল্লিতে জল উঠে গেলে বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে এলাকার বাসিন্দাদের। সব মিলিয়ে দ্বারকার জল ছাপিয়ে বন্যা পরিস্থিতি তারাপীঠের মহাশ্মশান চত্বরে।
যদিও ইলেকট্রিক চুল্লিগুলি একটু উঁচুতে থাকাই সেখানে জল ওঠেনি। যদি আজ বিকেলে পর থেকে ভারী বর্ষণ সৃষ্টি হয় তাহলে ইলেকট্রিক চুল্লিতে জল উঠে গেলে বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে এলাকার বাসিন্দাদের। সব মিলিয়ে দ্বারকার জল ছাপিয়ে বন্যা পরিস্থিতি তারাপীঠের মহাশ্মশান চত্বরে।
অন্যদিকে আজকে শনিবার হওয়ায় বহু ভক্তের সমাগম তারাপীঠ মন্দির চত্বরে। তারাপীঠ মহাশ্মশান জলমগ্ন হলেও বৃষ্টিপাত উপেক্ষা করে তারাপীঠ মন্দিরে চলছে সকাল থেকেই পুজো। Input- Souvik Roy 
অন্যদিকে আজকে শনিবার হওয়ায় বহু ভক্তের সমাগম তারাপীঠ মন্দির চত্বরে। তারাপীঠ মহাশ্মশান জলমগ্ন হলেও বৃষ্টিপাত উপেক্ষা করে তারাপীঠ মন্দিরে চলছে সকাল থেকেই পুজো। Input- Souvik Roy