Tarapith Temple: সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যেই তারাপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়

বীরভূম: সকাল থেকেই মেঘে ঢাকা বীরভূমের আকাশ। কখনও ভারী আবার কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে জেলাজুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন সকালে, বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে বীরভূম সহ পার্শ্ববর্তী এলাকায়। ফলে খুশি সকলেই। এদিকে সকাল থেকে প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করেই পর্যটকদের ভিড় উপচে পড়েছে তারাপীঠ মন্দিরে। মন্দিরে প্রবেশের লাইনে দাঁড়িয়ে কেউ কেউ ছাতা হাতে মাথা বাঁচানোর চেষ্টা করেন। আবার অনেকেই ছাতা না থাকায় অঝোর বর্ষণে ভিজতে ভিজতেই মন্দিরে প্রবেশের জন্য প্রতীক্ষা করেন। তবে দর্শনার্থী ও পর্যটকদের যাতে অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ করেছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হাসপাতালে গাড়ি রেখে চোখ ফেরালেই ভ্যানিশ! এখানে এলে সাবধান

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, গত কয়েকদিন ধরে টানা অধিক উষ্ণতার জেরে ঝলসে যাওয়ার অবস্থা হয়েছে জেলাবাসীর। প্রবল গরমে কার্যত পর্যটক শূন্য হয়ে পড়েছিল তারাপীঠ। শনিবার এবং রবিবার ছাড়া অন্যান্যদিন গরমের জন্য সেভাবে ভিড় হচ্ছিল না। তবে আজ বৃষ্টিপাতের পর পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি।

সৌভিক রায়