জনশূন্য তারাপীঠ মন্দির

Tarapith: গরমের দাবদাহে ভাটা ভক্তদের ভিড়ে, কার্যত ফাঁকা থাকছে তারাপীঠ মন্দির

বীরভূম: বীরভূম লালমাটির জেলা।আর এই লালমাটির জেলার এক প্রসিদ্ধ সিদ্ধপিঠ তারাপীঠ। তারাপীঠ এক কথায় তন্ত্রপীঠ নামে পরিচিত। মূলত এক সময় বহু সাধু সন্ন্যাসীরা এই তারাপীঠ এসে তন্ত্র সাধনা করতেন।আর এই তারাপীঠের প্রতিষ্ঠিত দেবী মা তারা। মা তারাকে লক্ষী থেকে শুরু করে সরস্বতী,দুর্গা,কালী সমস্ত রূপে পুজোকরা হয়। বীরভূমের রামপুরহাট শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত তারাপীঠ মন্দির।

প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরের মা তারার দর্শনের জন্য হাজার হাজার ভক্তের সমাগম ঘটে কখনওকখনওসেই ভক্তের সংখ্যা পেরিয়ে যায় কয়েক লক্ষ। তবে এক কথায় এখন অঘোষিত লকডাউন শুরু হয়েছে তারাপীঠে! কিন্তু কেন?কী রয়েছে পেছনে কারণ? মূলত বৈশাখ মাসের প্রথম দিন থেকেই একলাফে চার থেকে পাঁচ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। সকাল আটটার পর থেকে তীব্র রোদের দাপটে নাজেহাল জনজীবন। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আর এদিনের তাপমাত্রা প্রায় ৪৭ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি।

আরও পড়ুন : গরমে তারাপীঠ যেতে ভয় পাচ্ছেন! এসি রুমে বিরাট ছাড় চলছে সব হোটেলে! ভাড়া কত জেনে নিন

মূলত তীব্র গরমে জনশূন্য তারাপীঠ। সকাল ১০ টা পর্যন্ত দু একজন পর্যটকের দেখা মিললেও রোদের দাপটে দশটার পর থেকে শুনসানরাস্তাঘাট থেকে সবকিছু। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে এবং পর্যটকের সুবিধার্থে তারাপীঠ হোটেলের এসি রুমের উপর প্রায় ৩০% ছাড় দেওয়া হয়েছে। তবুও দেখা মিলছে না পর্যটকদের। এলাকাবাসী থেকে মন্দিরের সেবায়েতদের দাবি ‘এ যেন এক অঘোষিত লকডাউন শুরু হয়েছে তারাপীঠে ‘।

আরও পড়ুন : একটি গাছের মৃত্যু! রবীন্দ্রনাথের বকুল ‘হত্যায়’ তদন্তের দাবি

তারাপীঠ মন্দিরের এক পুরোহিত এবং হোটেলের মালিক পুলক চট্টোপাধ্যায় জানান সংবাদমাধ্যমের পাওয়া খবর অনুযায়ী দীর্ঘ ৭০ বছরের রেকর্ড ভেঙ্গে এবছরের তাপমাত্রা রয়েছে। আর মূলত সেই কারণেই তারাপীঠ জনশূন্য। হোটেল থেকে সমস্ত রুমে ছাড় দেওয়া সত্ত্বেও এই গরমে তারাপীঠ মুখী হচ্ছেন না পর্যটকেরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তার ফলেই কপালে চিন্তার ভাঁজ হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ এবং ছোট বড় দোকানদারদের।

সৌভিক রায়