প্রতিমা

Mini Durga Idol: কাগজের তৈরি ছোট্ট দুর্গা প্রতিমা! দশমের পড়ুয়ার অবাক করা সৃষ্টি!

আলিপুরদুয়ার: কামাখ্যাগুড়িতে কাগজের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিল এক দশম শ্রেণির ছাত্র। কাগজের দুর্গা প্রতিমাটি নিতে ক্লাবগুলি মুখিয়ে রয়েছে। কাগজের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগল কামাখ্যাগুড়ি হাট কলোনির দশম শ্রেণীর ছাত্র সিদ্ধার্থ শংকর কর্মকার। তার বয়স ১৬ বছর। ২০ ইঞ্চি উচ্চতা সম্পন্ন দুর্গা ঠাকুর বানিয়ে এলাকার মানুষের মন কেড়ে নিয়েছে।

তার এই প্রতিভাকে তুলে ধরতে তার বাবা এবং মা যথেষ্ট সহযোগিতা করেছেন বলে জানা যায়।‌ পেশায় স্বর্ণ ব্যবসায়ী তার বাবা ও মা গৃহবধূ। দুর্গার পাশাপাশি লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী বানাতে তার খরচ হয়েছে প্রায় এক হাজার টাকা। ‌পেপার,আঠা,থার্মোকল জরি সহ বিভিন্ন উপকরণ লেগেছে এই দুর্গা প্রতিমা তৈরি করতে। ছোটবেলা থেকেই অঙ্কনে পারদর্শী সিদ্ধার্থ।

আরও পড়ুন:এলইডি লাইটেই সাজছে মণ্ডপ! ফালাকাটার এই পুজোয় নজরকাড়া থিম

ছোটবেলা থেকেই তার লক্ষ্য ছিল নিজের প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরার। এবারে সোশ্যাল সাইট দেখে কাগজের দুর্গা প্রতিমা তৈরি করেছে সে। এই বিষয়ে সিদ্ধার্থ জানায়,”প্রতিমা গড়তে আমার ভাল লাগে। মাটি দিয়ে এখনও গড়িনি মূর্তি।এবারে কাগজের দুর্গা তৈরি করে ভাল লাগছে। তবে এটা আমি কোনও ক্লাবকে দেব না, নিজের কাছেই রাখব।” তার এই সৃষ্টি দেখে খুশি প্রতিবেশীরাও।

দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো

Annanya Dey