বারুইপুরের উত্তরভাগ নিকাশি পাম্পিং স্টেশন

South 24 Parganas News: নজরদারির গাফিলতিতেই বিপদ! বিধায়কের কাছে ধমক খেল পাম্পিংস্টেশনের দায়িত্বে থাকা এজেন্সি

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের উত্তরভাগ নিকাশি পাম্পিং স্টেশনে খরস্রোতের সঙ্গে রিল বানাতে গিয়ে তলিয়ে গিয়েছিল মল্লিকপুরের এক কিশোর। সাড়ে ১৮ ঘণ্টা বাদে জল থেকে উদ্ধার হল তার দেহ। ওই ঘটনার পর টনক নড়েছে প্রশাসনের। নিরাপত্তার গাফিলতির কারণে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের কাছে কড়া ধমক খেল দায়িত্বপ্রাপ্ত এজেন্সি। তাদের শোকজ করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পাম্পিং স্টেশনে বহিরাগতদের প্রবেশ আটকাতে নোটিস বোর্ড লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাম্পিং স্টেশনে বসানো হবে সিসি ক্যামেরা, বাড়ানো হবে আলো। সেইসঙ্গে পুলিসকেও জোরদার তল্লাশি চালাতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উত্তরভাগ পাম্পিং স্টেশনের অফিসে বৈঠকে বসেন বিধায়ক বিভাস সর্দার ও সেচদফতরের আধিকারিকরা।

আরও পড়ুনঃ বলুন তো, কোন ভরতীয় ক্রিকেটার সচিন-ধোনি-কোহলির-রোহিতের থেকেও বড়লোক? সম্পত্তি জানলে চমকে যাবেন

বৈঠকে বলা হয়, পাম্পিং স্টেশনে যাতে বাইরের কেউ ঢুকতে না পারে, তার জন্য পুলিসের সঙ্গে সমন্বয় রেখে কড়া নজরদারি চালানো হবে। পাঁচিল টপকে যাতে না আসতে পারে, তার জন্য পাঁচিলের উচ্চতা বাড়ানো হবে। স্থানীয় মানুষদেরও নিরাপত্তা সংক্রান্ত কাজ দেখাশোনা করতে হবে। পাম্পিং স্টেশনে বহিরাগতরা ঢুকলে জরিমানা হবে। এছাড়াও পাম্পিং স্টেশনের চারদিকে সেচদফতরের জায়গা দখল করে রয়েছেন, তাঁদের সরানো হবে।

সুমন সাহা