শিশুদের পার্ক পরিণত হয়েছে জলঙ্গলে

Nadia News:পার্কে ঘুরে বেড়াচ্ছে সাপ, রাত হলেই চলে অসামাজিক কাজ! সংস্কারের দাবি স্থানীয়দের

কৃষ্ণগঞ্জ: ইচ্ছামতীর তীরে চরম অব্যবস্থার মধ্যে পড়ে রয়েছে শিশুদের পার্ক, সংস্কারের দাবি। ভোট আসে ভোট যায়, নেতারা প্রতিশ্রুতি দেয়। কিন্তু দেখভালের অভাবে ইচ্ছামতী নদীর তীরে চরম অব্যবস্থার মধ্যে পড়ে থাকা বি এ ডি পি স্কিমের শিশুদের পার্কের সংস্কার আর হয় না। দূর থেকে পার্ক বলে চিনতেও অসুবিধা হয়। গোটা পার্কটায় ঝোপ জঙ্গলে ভরে গিয়েছে। অন্ধকার নামতেই অসামাজিক কাজকর্ম হয় বলে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পার্কের মধ্যে ঢুকতেই চোখে পড়বে সাপ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্লাস্টিক গ্লাস, মদের বোতল। পার্কটিতে যেভাবে গাছ গাছালি ঝোপ জঙ্গলে ভরে উঠেছে তাতে সেখানেকেউ যেতে পারে না।

আরও পড়ুন: স্বপ্ন দেখার চোখ আর দক্ষতা এই দুইয়ে ভর দিয়ে জাতীয় ফুটবল দলে ডাক নদিয়ার সন্দীপের

সংস্কার না করায় পার্কটি কিছুদিনের মধ্যে ঝোপ জঙ্গলে ভরে ওঠে। ধীরে ধীরে শিশুদের জন্য আনা স্লিপ, দোলনা সহ খেলার সামগ্রীগুলিতে গাছ গাছালিতে ভরে উঠেছে। পার্কের কাছে না গেলে বোঝা যায় এটা পার্ক না জঙ্গল। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের নাঘাটা কালিতলা এলাকায় ইচ্ছামতী নদীর পাড়ে এই পার্কটি গড়ে ওঠে ২০১৬-~১৭ সালে। প্রথম ধাপে বিএডিপি স্ক্রিমে চার লক্ষ অনুমোদন হয়। পরে তিন লক্ষ টাকা আরও অনুমোদন হলে কাজ শুরু হয়। এরপরেও ধাপে ধাপে টাকা খরচ করে পার্কটি করা হয়।

আরও পড়ুন: এমন প্রচার আগে দেখেননি! সিপিএম প্রার্থী অলকেশ দাস যা বলছেন…! অবাক হয়ে যাবেন

নদীর তীরে এরকম মনোরম পরিবেশের পার্ক নিয়ে গোটা এলাকার মানুষ ভালো কিছুর আশা করেছিলেন। সীমান্ত এলাকায় এ ধরনের পার্কে গিয়ে বাচ্চারা খেলাধূলা করবে। তাতে শিশুদের মনোবিকাশের ক্ষেত্রে ভালহবে। কিন্ত সেসব না হওয়ায় এলাকার মানুষ হতাশ। সরকারি টাকা ব্যয় করে পার্ক গড়ার পর অনাদরে অযত্নে কেন পড়ে থাকে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। পার্কটি চরম অব্যবস্থায় পড়ে থাকায় স্থানীয় মানুষ ক্ষুব্ধও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath