Tag Archives: Krishnaganj

Nadia News:পার্কে ঘুরে বেড়াচ্ছে সাপ, রাত হলেই চলে অসামাজিক কাজ! সংস্কারের দাবি স্থানীয়দের

কৃষ্ণগঞ্জ: ইচ্ছামতীর তীরে চরম অব্যবস্থার মধ্যে পড়ে রয়েছে শিশুদের পার্ক, সংস্কারের দাবি। ভোট আসে ভোট যায়, নেতারা প্রতিশ্রুতি দেয়। কিন্তু দেখভালের অভাবে ইচ্ছামতী নদীর তীরে চরম অব্যবস্থার মধ্যে পড়ে থাকা বি এ ডি পি স্কিমের শিশুদের পার্কের সংস্কার আর হয় না। দূর থেকে পার্ক বলে চিনতেও অসুবিধা হয়। গোটা পার্কটায় ঝোপ জঙ্গলে ভরে গিয়েছে। অন্ধকার নামতেই অসামাজিক কাজকর্ম হয় বলে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পার্কের মধ্যে ঢুকতেই চোখে পড়বে সাপ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্লাস্টিক গ্লাস, মদের বোতল। পার্কটিতে যেভাবে গাছ গাছালি ঝোপ জঙ্গলে ভরে উঠেছে তাতে সেখানেকেউ যেতে পারে না।

আরও পড়ুন: স্বপ্ন দেখার চোখ আর দক্ষতা এই দুইয়ে ভর দিয়ে জাতীয় ফুটবল দলে ডাক নদিয়ার সন্দীপের

সংস্কার না করায় পার্কটি কিছুদিনের মধ্যে ঝোপ জঙ্গলে ভরে ওঠে। ধীরে ধীরে শিশুদের জন্য আনা স্লিপ, দোলনা সহ খেলার সামগ্রীগুলিতে গাছ গাছালিতে ভরে উঠেছে। পার্কের কাছে না গেলে বোঝা যায় এটা পার্ক না জঙ্গল। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের নাঘাটা কালিতলা এলাকায় ইচ্ছামতী নদীর পাড়ে এই পার্কটি গড়ে ওঠে ২০১৬-~১৭ সালে। প্রথম ধাপে বিএডিপি স্ক্রিমে চার লক্ষ অনুমোদন হয়। পরে তিন লক্ষ টাকা আরও অনুমোদন হলে কাজ শুরু হয়। এরপরেও ধাপে ধাপে টাকা খরচ করে পার্কটি করা হয়।

আরও পড়ুন: এমন প্রচার আগে দেখেননি! সিপিএম প্রার্থী অলকেশ দাস যা বলছেন…! অবাক হয়ে যাবেন

নদীর তীরে এরকম মনোরম পরিবেশের পার্ক নিয়ে গোটা এলাকার মানুষ ভালো কিছুর আশা করেছিলেন। সীমান্ত এলাকায় এ ধরনের পার্কে গিয়ে বাচ্চারা খেলাধূলা করবে। তাতে শিশুদের মনোবিকাশের ক্ষেত্রে ভালহবে। কিন্ত সেসব না হওয়ায় এলাকার মানুষ হতাশ। সরকারি টাকা ব্যয় করে পার্ক গড়ার পর অনাদরে অযত্নে কেন পড়ে থাকে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। পার্কটি চরম অব্যবস্থায় পড়ে থাকায় স্থানীয় মানুষ ক্ষুব্ধও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath

Bengali News: ২৬৭ বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের শুরু করা এই মেলায় বিধবারা আগামী জন্মের জন্য প্রার্থনা করেন

নদিয়া: আনুমানিক ২৬৭ বছর আগে রাজা কৃষ্ণচন্দ্র সাড়ম্বরের শুরু করেছিলেন কৃষ্ণগঞ্জ শিবনিবাসের মেলার। আড়াই শতকের পুরনো এই মেলায় আগে দূরদূরান্ত থেকে আসতেন মূলত বিধবারাই। তবে সেই দিন আর নেই এখন। বর্তমানে বিধবা মহিলারা ছাড়াও নারী-পুরুষ নির্বিশেষে সকলেই কৃষ্ণগঞ্জের শিবনিবাসের এই মেলায় উপস্থিত হন। এই মেলা চলে শিবরাত্রি পর্যন্ত। দূর দূরান্ত থেকে ছোট-বড় এবং মাঝারি ব্যবসায়ীরা বিভিন্ন স্টল দেন মন্দির চত্বরে। যেখানে পাওয়া যায় বিভিন্ন মুখরোচক খাবার থেকে শুরু করে পুতুল, খেলনা ও রকমারি জিনিসপত্র।

আরও পড়ুন: বন্ধ্যা লালমাটির দেশ হয়ে উঠছে সবুজ, মাটির সৃষ্টি’র হাত ধরে আয় বাড়ছে কৃষকদের

এই মেলার বিশেষত্ব, সধবা এবং বিধবা সব মহিলারাই ভগবান রাম-সীতার কাছে অর্ঘ্য নিবেদন করেন। সধবারা প্রার্থনা করেন, যাতে আমৃত্যু সধবা হয়েই থাকেন। বিধবারা প্রার্থনা করেন, তাঁরা যেন আগামী জন্মে বিধবা না হন। এই মেলার অন্য একটি বৈশিষ্ট্য হল খই। বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসেন এই মেলায় খই নিয়ে। ভক্তরা পুজো দেওয়ার পর কিছুটা খই কিনে নিয়ে বাড়ি যান।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরই দূর দূরান্ত থেকে ভক্তের দল আসে এখানে পুজো দিতে। বিশেষত শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায়। এ বছরও তাঁর অন্যথা হয়নি। ভীম একাদশীর দিন মেলা শুরু হওয়া থেকেই ভক্তের ঢল দেখা যাচ্ছে শিবনিবাস মন্দির চত্বরে। মন্দির কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে, এই ভিড় থাকবে শিবরাত্রি পর্যন্ত। পুলিশ প্রশাসনের ভূমিকাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেই কারণে সুস্থ ও স্বাভাবিকভাবেই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এসে পুজো দিতে পারছেন শিব নিবাস মন্দিরে।

মৈনাক দেবনাথ

Nadia News: নতুন প্রজন্মকে ভোটদানে উৎসাহ দিতে এক গুচ্ছ অনুষ্ঠানের আয়োজন প্রশাসনের

নদিয়া: ২৪ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালনের আগে নতুন ভোটারদের নিয়ে সম্প্রীতি ফুটবল ম্যাচ ও বিভিন্ন প্রতিযোগিতা নদিয়ার কৃষ্ণগঞ্জে। ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। এই দেশে গণতান্ত্রিক হারে নির্বাচনী প্রক্রিয়া চালানো যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। তবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে প্রত্যেক বারেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে সব জায়গায় যে স্বাভাবিক ও সুস্থ ভাবেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয় তা অবশ্য প্রশ্ন সাপেক্ষ। তবে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাট কাটিয়ে নির্বাচন কমিশন সম্পন্ন করেন ভোট গ্রহণ প্রক্রিয়া।

আরও পড়ুন: এবার ওদের মুখেও ফুটবে হাসি! কারণ জানলে আপনার‌ও মন ভাল হয়ে যাবে

কিভাবে পরিচালন করা হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়া এবং ভোটদানের প্রক্রিয়া সম্পর্কেও প্রাপ্তবয়স্কদের মোটামুটি সকলেরই জানা, তবে প্রত্যেক বছরেই যেসব কিশোর কিশোরীরা ১৮ বছর সম্পূর্ণ করে তাদের নাম ভোটের তালিকায় অন্তর্ভুক্ত হয়। লোকসভা ভোট আসন্ন। এবছরও ১৮ বছর সম্পূর্ণ হওয়া একাধিক কিশোর কিশোরীদের নাম নথিভুক্ত করা হবে ভোটের তালিকায়। এই সমস্ত বেশিরভাগ কিশোর কিশোরীদের ভোট দান এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার সম্পর্কে অনেক কিছুই থাকে অজানা। আর সেই কারণেই এখন নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ থেকে ২৪ জানুয়ারি পালন করা হয় জাতীয় ভোটার দিবস। আর সেই দিবস উদযাপন করার আগেই ১৮ বছর বয়সী নতুন ভোটারদের নিয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জ খেলার মাঠে আয়োজন করা হয় বিভিন্ন সম্প্রীতি ম্যাচ এবং একাধিক শিল্পকলার প্রতিযোগিতা।

আরও পড়ুন: ওষুধের শিশিতে অবাক করা শিল্পকার্য! ফুটে উঠল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি

জাতীয় ভোটার দিবস পালন করার আগে নতুন ভোটারদের নিয়ে তারই প্রস্তুতিপর্ব চলছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। বেশকিছু কুইজ প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা ও প্রবন্ধ লেখার প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠান চালানো হয়। এছাড়াও থাকে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। নদীয়ার কৃষ্ণগঞ্জ অজয় স্মৃতি অ্যাথলেটিক ক্লাব চন্দননগর ব্রহ্ম ডাঙ্গা ক্লাবের বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ব্রহ্ম ডাঙ্গা ক্লাব ও অজয় স্মৃতি ক্লাবকে কৃষ্ণগঞ্জ এর বিডিও সৌগত সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস পুরস্কার তুলে দেন। যদিও বিজয়ী ক্লাব জেলা প্রতিযোগিতা তে অংশগ্রহণ করবে বলে জানা যায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জাতীয় ভোটার দিবস পালন এবং তার আগে এই সমস্ত প্রস্তুতি পর্বে নতুন ভোটারদের ভোট গ্রহণ এবং নিজের ভোট দান সম্পর্কে সঠিক জ্ঞান প্রাপ্ত হবে এমনটাই মনে করছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা।

Mainak Debnath

Nadia News: কৃষ্ণগঞ্জে হল এই প্রশিক্ষণ! বেঁচে যাবে মুমূর্ষ রোগী থেকে বিপদগ্রস্ত মানুষ

কৃষ্ণগঞ্জ: প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা যেকোনো সমস্যা প্রশাসন অথবা আপতকালীন বিভাগে ফোন করে আমরা সাহায্যের আশা করে থাকি। তবে অনেক সময়ই সেই সাহায্য আসতে আসতে সময় লেগে যায় বেশ কিছুটা। আর সেই কারণেই অনেক সময় ঘটে যায় ভয়ানক বিপদ। এই সমস্ত কথা চিন্তা করেই স্থানীয় বাসিন্দা এবং বিশেষ করে তরুণ প্রজন্মদের বর্তমানে দেওয়া হচ্ছে এক বিশেষ প্রশিক্ষণ শিবির। প্রাকৃতিক কোন বিপর্যয় অর্থাৎ ভূমিকম্প বন্যা কিংবা কোথাও অগ্নিসংযোগ ঘটলে এছাড়াও কোন ব্যক্তি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হলে প্রাথমিকভাবে কি কি করনীয় তার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখন সমস্ত জায়গাতেই। আর এই প্রশিক্ষণের অন্যতম উদ্যোক্তা হল এনডিআরএফ টিম।

আরও পড়ুন: খসে পড়ছে প্লাস্টার, ছাদ গিয়েছে ভেঙে, কৃষ্ণগঞ্জের আবেগ রবীন্দ্রভবন আজ অবহেলায়

ঠিক তেমনই কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে কৃষ্ণগঞ্জের বেশ কিছু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের দেওয়া হল আপৎকালীন এবং জরুরী ভিত্তিতে করনীয় বিশেষ কিছু প্রশিক্ষণ। কোনও মানুষ হঠাৎই বিপদে পড়লে কিভাবে প্রাথমিক পর্যায়ে সেই বিপদ থেকে অন্যান্যরা তাকে সাময়িকভাবে বাঁচাতে পারবে এছাড়াও কোন প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কিভাবে জরুরি বিভাগের কর্মকর্তারা এসে পৌঁছানোর আগে সাধারণ মানুষেরাই নিজেদের বিপদ নিজেরা কিছুটা হলেও ঠেকাতে পারবেন তারই প্রশিক্ষণ দেওয়া হল এই শিবিরে।

আরও পড়ুন: হারিয়ে ‌যাচ্ছে প্রাচীন ভাষা, শান্তিপুর সাহিত্য পরিষদের উদ্যোগে সংস্কৃত সম্ভাষণের আয়োজন

স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা প্রত্যেকেই এই প্রশিক্ষণ শিবিরে খুশি। তারা জানান এই প্রশিক্ষণের ফলে কোন মানুষ বিপদে পড়লে বিপর্যয় মোকাবিলা দফতর কিংবা অন্যান্য কর্মকর্তারা আসার আগে সাময়িকভাবে বিপদ ঠেকাতে তারা কিছুটা হলেও সক্ষম হবে। যার ফলে হয়তো বেঁচে যাবেন বিপদগ্রস্ত মানুষেরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath