মহিলা পরিচালিত উলুবেড়িয়ার এই পুজো

Durga Puja 2024: সংসারে সবচেয়ে বড় যোদ্ধা ‘মা’, মেয়েদের এই পুজোর থিমে কীসের ইঙ্গিত? দেখুন!

হাওড়া: মা দুর্গা বিরাজ করছেন মণ্ডপে, অন্যদিকে পুজো মণ্ডপের থিমেও ‘ মা ‘। রামায়ণে রাবণকে বধ করতে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন শ্রী রামচন্দ্র। সেই থেকেই শরৎকালে দুর্গা পুজোর চল হয়। সারা বাংলা জুড়ে দেবী দুর্গার জাঁকজমক করে আরাধনা হয়ে থাকে জগতবাসীর মঙ্গল কামনায়। সেই পুরনো রীতি মেনেই এই সময়ও দেবীর আরাধনা হয় পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে।

আরও পড়ুন- বাড়ছে চিকুনগুনিয়া, পুজোর আনন্দ যাতে মাটি না হয় সতর্ক হন এখনই, জেনে নিন কী করা দরকার

আরাধনার পাশাপাশি বর্তমান সময়ে পুজো উপলক্ষে থিমের রমরমা বেড়েছে। মণ্ডপ থেকে প্রতিমা থিমের ছোঁয়া। বেড়েছে আলোক সজ্জা জৌলুস। কলকাতার পুজোর সঙ্গে তাল মিলিয়ে থিম পুজোয় জেলার পুজোগুলি। বর্তমান সময়ে দুর্গা পুজোর মণ্ডপ মানেই ভিন্ন ভিন্ন থিম। সাবেকিয়ানা ছেড়ে প্রতিমাতেও নতুনত্ব বাড়ছে। অধিকাংশ পুজো মণ্ডপে এই দেখা যাচ্ছে, প্রতিমা এবং মণ্ডপের মধ্যে সামঞ্জস্য। সে মতোই দেবীর আরাধনায় মেতেছে। আকর্ষণীয় পুজোর দিক থেকে উলুবেড়িয়ার অন্যতম পুজো নোনা অ্যাথলেটিক ক্লাবের পুজো। প্রতিবছর আকর্ষণীয় থিমের মণ্ডপ, এবার মণ্ডপের থিম ‘ মা ‘ ।

আরও পড়ুন- কোন বাঙালি খাবার খেয়ে নিটোল যৌবন ধরে রাখেন জাপানিরা? জানেন সেই সিক্রেট?

উচ্চ-নিচ, সহায়-অসহায় ধনী দরিদ্র ব্যবধান ভুলে সকলে মিলে মিশে একাকার আবার বার্তা দিয়ে এবারের মাতৃ আরাধনা। যেভাবে একজন মা তার সন্তানদের মধ্যে কোনও ভেদাভেদ বা স্নেহার তফাৎ রাখেন না। উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবে এবার দশম বর্ষের পুজো মণ্ডপে দেখা মিলবে অনন্য চিত্র। বাংলার শিল্প সংস্কৃতির ছাপ পুজো মণ্ডপে। এখানে এলে দর্শকদের চোখে পড়বে মণ্ডপে সামনে বিশাল আকার দেবী মুখ। মন্ডপের বিভিন্ন প্রান্তে চোখে পড়বে ছোট বড় দুর্গা মুখ, নয়ন, কুলো, কাঠের পুতুল সহ বাংলার নানা শিল্প কলায় সেজে উঠেছে মণ্ডপ।

এ প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদিকা কুহেলী ঘোষ বোস বলেন, “অ্যাথলেটিক ক্লাবের মহিলা পরিচালিত দুর্গা পুজোয় এবার মণ্ডপের থিম ‘ মা ‘। সমাজের সবথেকে বড় যোদ্ধা হল একজন ‘ মা ‘। যে সন্তানকে স্নেহে বড় করে তোলে আবার শত্রুর থেকে সন্তানদের রক্ষা করতে হাতে খর্গ তুলে নিতে পারেন। তাই এ জগতের কল্যাণে এবং অশুভ শক্তির নাশ করতে ভরসা ‘ মা ‘।”

দুর্গা পুজো ২০২৪|Durga Puja 2024, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো

রাকেশ মাইতি