উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার বড় বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের সবুজ সংঘের পুজো। প্রতিবছরই দর্শনার্থীদের নতুনত্ব থিম উপহার দেয় এই পুজো কমিটি। এবারও এই পুজোর থিম বেশ কিছুটা অন্যরকম। যা দর্শকদের মনে ছাপ রেখে যাবে তা বলাই যায়।
আরও পড়ুন: কালীপুজোর সন্ধেয় ফের রেল দুর্ঘটনা! বাতিল রাজ্যের বহু ট্রেন, যাত্রীদের প্রবল ভোগান্তি
পুজো উদ্যোক্তা দেবব্রত কর জানান, অন্তরকে শুদ্ধ করতে ধ্যান, জ্ঞান, শিক্ষা ও ভক্তির প্রয়োজন এই নিয়ে তাদের সবুজ সংঘের ৪৮তম বর্ষের থিম শুদ্ধ সুচী। এই পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। মণ্ডপটি বেশিরভাগ টিন দিয়ে তৈরি করা হয়েছে।
টিনের কারুকার্য করে মণ্ডপটি সাজানো হয়েছে। তেমনি অন্য দিকে জ্ঞানের ভান্ডার অর্থাৎ বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার দিয়ে একটি লাইব্রেরি তৈরি করা হয়েছে। আর একটু ভিতরে প্রবেশ করলেই টেরাকোটার বিভিন্ন ধরনের দেবদেবতার মূর্তি দিয়ে মন্ডপটি সাজিয়ে তোলা হয়েছে।